পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৫৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শের খ [ 48૧ ] শেরপুর ( অক্ষা ২৩° উঃ এবং দ্রাঘি” ৭৯° ১• পূ: ) মিলিত শেরগড়, বাঙ্গালার শাহাবাদ জেলার অন্তর্গত একটা গও গ্রাম . झट्रेथ्रोप्छु ।” শেওনী জেলায় এই নদীর উপরে সোণাই-দোঙ্গরী নগরে একটা প্রস্তরনিৰ্ম্মিত সুন্দর সেতু আছে। এতদ্ভিন্ন নরসিংহপুর নগরের ৮ মাইল পূর্বে এই নদীবক্ষে শ্রেষ্ঠ ইণ্ডিয়ান পেনিন্মুলা রেলবত্ম চালাইবার জন্ত লৌহসেতু নিৰ্ম্মিত হষ্টয়াছে। মাচা, রেব ও বরু রেবা ইহার কলেবর পুষ্ট করিতেছে। নদীগর্ভে স্থানে স্থানে কয়লার খাদ দেখা যায়, কিন্তু বাণিজ্যপণ্য হিসাবে উন্থার সমাদর অল্প । শেরআলী, বোম্বাই প্রেসিডেন্সীর উত্তর আর্কট জেলার একটা বন্দর । বেঙ্কটপুর নদীর মোহানায় অবস্থিত । পূর্বে এখানে , লবণ প্রস্তুত হইয়া জলপথে নানা দূর দেশে প্রেরিত হইত, এখন সেই বাণিজ্য বন্ধ হইয়া গিয়াছে । শের আফগান খা, বঙ্গালার একজন মুসলমান শাসনকৰ্ত্ত । ইনি নুবজহান বেগমের প্রথম স্বামী। তুর্ক জাতীয় কোন ভদ্র বংশে ইগর জন্ম। ইনি মোগল সম্রাট আকবর শাহের পক্ষে যুদ্ধ করিয়া তাহাকে বিশেষ তুষ্ট করেন এবং সম্রাটের অনুগ্রহে বৰ্দ্ধমান প্রদেশ জায়গীর পান । ১৬০৭ খৃষ্টাব্দে জাহাঙ্গীরের প্ররোচনায় বাঙ্গালার মোগল শাসনকর্তা কুতব, উদ্দীন তাহাকে আক্রমণ করিয়া নিহত করেন। ইহার আদি নাম অষ্ট ফিল্পে বা আলি জুলা বেগ। স্বহস্তে একটা সিংহ (মতান্তরে ব্যাঘ্ৰ ) নিহত করায় ইনি সম্রাট কর্তৃক শের আফগান উপাধি লাভ করেন। [ জাহাঙ্গীর ও নূরুজহান দেখ। ] ....কোট, যুক্ত প্রদেশের বিজনের জেলার অন্তর্গত একটা নগর। খো নামক নদীতীরে, অক্ষা” ২৯°১৯২৫ উঃ এবং দ্রাঘি” ৭৮৩৮১• পূঃ অবস্থিত। পূৰ্ব্বে ইহা ধৰ্ম্মপুর তহসীলের সদর রূপে গণ্য ছিল । শেরকোট সম্পত্তির অধিকারী একটী রাজপুত সর্দারবংশের প্রাসাদ অদ্যাপি এখানে বিদ্যমান আছে । চিনি ও ফুলদার কাপেটের কারবারের জন্য এই স্থান প্রসিদ্ধ। শের খাঁ, একজন মুসলমান কবি। আমজাদ খা লোদীর পুত্র। ইনি মিরাং-উল-খয়াব নামে একথানি তজ কিরা রচণা করেন। গ্রন্থখানি সম্রাটু আলমগীর বাদশাহের রাজ্যকালে রচিত । উহাতে তদানীন্তন মুসলমান কবি, বিজ্ঞানবিৎ, সঙ্গীতাচাৰ্য্য, জ্যোতিৰ্ব্বিৎ, আয়ুৰ্ব্বেদবিৎ ও ভূতত্ত্ববিদগণের জীবনী ও কাৰ্য্যাবলী লিপিবদ্ধ আছে । শের খ, একজন আফগান বীর। ইনি বাঙ্গালীয় সৈন্ত সংগ্ৰহ করিয়া মোগল সম্রাটু হুমায়ুনকে ভারত হইতে বহিষ্কৃত করিয়া দেন এবং স্বয়ং শেরশাহ নামধারণ পুৰ্ব্বক দিল্লীর সিংহাসন অধিকার করেন । [ শেরশাহ দেখ। ] এখন শ্ৰীশ্ৰষ্ট ও ধ্বস্তাবস্থায় নিপতিত। সালেরামের ২০ মাইল দক্ষিণপশ্চিমে অবস্থিত । অক্ষা” ২৪° ৪৯ ৪৫ উঃ এবং দ্রাঘি” fiata nataج عامة وعة tatة وبه 57 جcat ا :يء كهد كيه من ما দিল্লীশ্বর শের শী শেরগড়ের সুবিধা সুযোগ লক্ষ্য করিয়া রোহতস পরিত্যাগ পূৰ্ব্বক এইস্থানে দুর্গ নিৰ্ম্মাণ করেন। পরে তঁহারই নামানুসারে ইহা শেরগড় নামে আখ্যাত হয় । শেরগড়, যুক্ত প্রদেশের মথুরা জেলার ছাতা তহশীলের অন্তর্গত একট নগর। যমুনা নদীর দক্ষিণকুলে ছাত নগর হইতে ৮ মাইল উত্তরপূৰ্ব্বে অবস্থিত। অথবা ২৭° ৪৪' ৪০" উঃ এবং দ্রাঘি• ৭৭° ৩৯′ ৫১% পুঃ । দিল্লীর সম্রাট শেরশাহ এখানে একটা সুবৃহৎ দুর্গ নিৰ্ম্মাণ করেন । ঐ দুর্গের নামানুসারে এই স্থান শেরগড় নামে অভিহিত হয় । ঐ দুর্গ এখন ভগ্নাবস্থায় পতিত। পুৰ্ব্বে শেরগড় একঘর পাঠান জমিদারের সম্পত্তি ছিল । এখন ঐ বংশের কোন বংশধর উহার সামান্ত অংশ মাত্র উপভোগ করিতেছেন। অবশিষ্ট সম্পত্তি মথুরার বিখ্যাত মহাজন ধনী শেঠ গোবিন্দ দাস ক্রয় করিয়া দ্বারকাদাস-মন্দিরের ব্যয়ভার বহনের জন্ত অপর্ণ করিয়াছেন । শেরঘাটী, বাঙ্গাগার গয়া জেলার অন্তর্গত একটা নগর । এtণ্ডটাস্করোড নামক রাস্ত যে স্থানে মুরছরনদ অতিক্রম করিয়াছে, সেই স্থানে এই নগর অবস্থিত। অক্ষা” ২৪° ৩৩ ২৪/ উঃ এবং দ্রাঘি” ৮৪ “ ৫• ২৮% পুং । নগরট মিউনিসিপালিটার অধীন থাকায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পূৰ্ব্বে ইহার যথেষ্ট বাণিজ্যসমৃদ্ধি ছিল। ইষ্ট ইণ্ডিয়া রেলপথ বিস্তারের পর তাহার খনেক হ্রাস ঘটিয়াছে। এখনও এখানে পিত্তল, তাম ও লৌহ দ্রব্য প্রস্তুতের জন্ত কারিগর ও কারবার বিদ্যমান রহিয়াছে। শেরপুর, যুক্ত প্রদেশের গাজিপুর জেলার অন্তর্গত একটা নগর । অক্ষা" ২৫° ৩৪' উঃ এবং দ্রাঘি” ৮৩ ৫০' পূঃ। এই নগর গঙ্গার কুলে ও নদীগর্ভস্থ চরের উপর স্থাপিত। গাজিপুর হষ্টতে ১০ মাইল পুৰ্ব্বে অবস্থিত হওয়ায় ডফু নগরের সহিত ইহার যথেষ্ট বাণিজ্য সম্বন্ধ রহিয়াছে। শেরপুর, বাঙ্গালার বগুড়া জেলা একটি নগর । মিউনি সিপালীটির অধীন। অক্ষা” ২৪° ৪• ২• উঃ এবং দ্রাখি৮৯° ২৮ ২০% পুঃ । এই নগরট মুসলমান অধিকাল্পকালে বিশেষ প্রসিদ্ধি লাভ করে। বর্তমান জন সংখ্যায় হিন্দুঅধিবাসীর প্রাধান্ত পরিলক্ষিত হইলেও নগরের চতুষ্পাশ্বস্থ মুসলমানকীৰ্ত্তিনিচয় হইতে জানা যায় যে এক সময়ে এখানে বহুসংখ্যক মুসলমানের বাস ছিল। আইন্‌-ই-আকবরী পাঠে জানা যায় যে এই স্থান ১৫৯৫ খুঃাদে সেলিমনগর নামে প্রসিদ্ধ ছিল। সম্রাট আকবর শাহ