পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৫৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শোলাপুর [ c११ ] . শোলাপুর বিশলবে ১২৩৫ ৪ এর পুত্র, অণংিলাড় সিংহা- মহারাষ্ট্র রাজবংশের আদিভূমি। কিরূপে পুণা ও শোলাপুর • সনের অধিরাজ - বালী মরাঠাগণ একত্র সমবেত হইয়া মহারাষ্ট্রশক্তির অভূখীন ৬ অর্জুনদেব ১২৬১ ৫ এর ভ্রাতৃপুত্র । করিয়াছিল, ভারতবর্ষের ইতিহাসে তাহা লিপিবদ্ধ হইয়াছে। ৭ শারঙ্গদেব ১২৭৪ - ৬ এর পুত্ৰ չ: [ ভারতবর্ষ ও মহারাষ্ট্র শত্ব দেখ। ] br কর্ণদেব ২য় • ১১৯৬ * , ”部 鲇 খৃষ্ট জন্মের প্রারম্ভ কালে অর্থাৎ অনুমান ৯০ খৃষ্ট পূৰ্ব্ব হইতে চালুক্য বা শোলান্ধিৰশ এক সময়ে ভারতের সর্বত্র বিস্তৃত হইয়া পড়িয়াছিলেন। উড়িষ্যায় এই রংশ ‘গুল্কী" নামে পরিচিত হন। তালচের রাজ্য হইতে এই গুস্কাবংশের (খ্রষ্টীয় ১২শ ও ১৩শ শতাৰে উৎকীর্ণ) তাম্রশাসন পাওয়া গিয়াছে। মেদিনীপুরের স্থানে স্থানে এই শুল্কীবংশীয়গণ শুকী' নামে পরিচিত হইয়া অতি হীনাবস্থার অতিবাহিত করিতেছেন । শোলাগড়, বাঙ্গালার ঢাকা জেলার মুন্সীগুঞ্জ তহসীলের অন্তর্গত একট নগর। অক্ষা” ২৩° ৩৩' ৪৫° উঃ এবং দ্রাঘি” ৯৪° ২•6 পুঃ । ইহা একটা স্থানীয় বাণিজ্যকেন্দ্র। শোলাপুর, বোম্বাই প্রেসিডেন্সীর দক্ষিণাত্য বিভাগের ইংরাজা ধিকৃত একটা জেলা। ভূপরিমাণ ৪e২১ বর্গ মাইল। অক্ষা” ১৭১৩ হইতে ১৮৩৫ উঃ এবং দ্রাঘি” ৭৪°৩৯ হইতে ৭৬° ১১% পূঃ মধ্য। নিজামধিকৃত রাজ্য সীমামধ্যস্থ বার্শি তালুক ব্যতীত শোলাপুরের উত্তর সীমায় আহ্মদনগর জেল, পুৰ্ব্বে নিজাম রাজ্য ও অকালকোট রাজ্য, দক্ষিণে বিজাপুর জেলা এবং জাঠ ও পটবদ্ধন-পরিবারদিগের অধিকৃত সামন্তরাজ্যদ্বয় এবং পশ্চিমভাগে সীতারা, পুণা ও আহ্মদনগর জেলার ফুলতন ও আৎপাড়ি সামস্তরাজ্য। শোলাপুর নগরই এখানকার প্রধান বিচার সদর। এই জেলার সর্বত্রই প্রায় সমতল এবং কোন কোন স্থান ক্রমোচ্চনিম্ন ; কেবল বার্শির উত্তরাংশ মাধার পশ্চিম!এইং“মালশির ও কৰ্ম্মালার দক্ষিণপশ্চিমূ ੇ। এখানকার উচ্চ ভূমিগুলি সামান্ত পরিমাণে-তৃণাঞ্জাতি, সুতরাং একমাত্র গোচারণের উপযোগী। নিম্নভূমিতে বিশ্যে যন্ধের সহিত চাষবাস করিলে উৎকৃষ্ট শান্ধি উৎপন্ন হয়। " ভীম এবং তাছার মান, নীরা ও শীলা নামক শাখাই এখামকার প্রধান নদী। ঐ নদীগুলি জেলার দক্ষিণপূৰ্ব্বে প্রকাহিত । এতদ্ব্যতীত এখানে আরও কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্ৰ পাৰ্ব্বতশোত । ঝুঁহিয়াছে। শোলাপুর নগরের নিকটবর্তী একরূপ ও সিদ্ধেশ্বর, নামক বিস্তীর্ণ দীর্থিক এবং কোরেগাও ও পণ্যরপুরের বাধঙ্কর তত্ত্বৎ স্থানের অধিবাসিবর্গের জলপ্রাপ্তির একমাত্র উপায়। জলাভাব জন্ত স্থানৱাসীরা আপনাপন পল্লীতে বৃহৎ বৃহৎ ইন্দার খনন করিয়াছেন। বাবলু, আম্র, নিম্ব ও পিপল (অশ্বখ) ব্যতীত এখাতু আর অন্ত কোন প্রকার বড় গাছ দৃষ্ট হয় না। শোলাপুর মহারাষ্ট্র জাতির আদি নিকেতন এবং বিখ্যাত ΧΧ 3 GG: ৩•• (?) খৃষ্টা পর্যন্ত শোলাপুর শীতকণি বা অন্ধতৃত্যরাজবংশে অধীন ছিল। শোলাপুর নগরের ১৫• মাইল উত্তরপশ্চিমে গোদাবরীতীরে পৈঠান (প্রতিষ্ঠান) নগরে তাকে । রাজধানী ছিল । অতঃপর খৃষ্টীয় * * * কর্তৃক দেবগি - র অধঃপতন' পৰ্য্যস্ত শোলাপুর প্রদেশ বিজাপুর, আহ্মদনগর, পুণ প্রভৃতি পার্শ্ববৰ্ত্তী জেলার স্তায় যথাক্রমে ৪৫• হইতে ৭৬ খৃষ্টা পর্যন্ত প্রাচীন চালুক্য রাজগণের, তৎপরে ৯৭৩ খৃষ্টাব্দ পর্য্যন্ত রাষ্ট্রকূট রাজগণের, তন্ননস্তর ১১৮৪ খৃষ্টাৰ পৰ্য্যন্ত পশ্চিম চালুক্যরাজগণের এবং অবশেষে ১৩•• খৃষ্টাব্দে মুসলমান কর্তৃক দাক্ষিণাত্যবিজয় পর্যন্ত দেবগিরির যাদব রাজবংশের অধিকারে ছিল। ১২৯৪ খৃষ্টাব্দে মুসলমানগণ প্রথমে দাক্ষিণাত্য আক্রমণ করেন, কিন্তু তখন মুসলমান সেনাদল হিন্দুরাজশক্তিকে বিপৰ্য্যস্ত করিতে সমর্থ হয় নাই। ১৩১৮ খৃষ্টাৰে উপৰ্য্যুপরি আক্রমণের পর দেবগিরির হিন্দু নরপতি হতবল হইয় পড়েন । উক্ত বর্ষে মহারাষ্ট্রপ্রদেশ শাসনের জন্ত দিল্লী হইতে মুসলমান শাসনকর্তা নিয়ােজিত হন। তাছার দেবগিরিতে থাকিয়া দক্ষিণাত্য, প্রদেশ শাসন করিতে থাকেন । ১৩৩৮ খৃষ্টাব্দে দিল্লীর পাঠান সম্রাট মহম্মদ তোগলকের আদেশক্রমে দেবগিরি “দৌলতাবাদ” নামে বিঘোষিত হয়। ১৩৪৬ খৃষ্টান্ধে পাঠান সাম্রাজ্যে দারুণ বিশৃঙ্খলতা উপস্থিত হয়। ঐ সময়ে রাজকৰ্ম্মচারিগণের অত্যাচারে, উপদ্রবে ও ধনলুণ্ঠনপ্রয়াসে রাজ্যময় এক মহা অনাচারের অনুষ্ঠান চলিতে থাকে। দাক্ষিণাত্যেও এই অত্যাচারস্রোত ক্রমশঃ প্রবল ভাব ধারণ করে। তখন রাজনিগ্রহে নিপীড়িত দাক্ষিণাত্যবাসী জনগণ স্বতঃপ্রবৃত্ত হইয়া দিল্লীশ্বরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। হসন গঙ্গ, নামক জনৈক আফগান যোদ্ধা ঐ বিদ্রোহিদলের নেতা হন। যুদ্ধে বিদ্রোহী দল জয়লাভ করে এবং দক্ষিণাত্য প্রদেশ উত্তর ভারতের অধীনতা হইতে উন্মুক্ত হয়। হসন স্বীয় প্রতিপালক ব্রাহ্মণ প্রভুর প্রতি কৃতজ্ঞতা ও ভক্তি নিবন্ধন স্বয়ং আলাউদ্দীন হসন গঙ্গ, বাহ্মণী নাম গ্রহণ করিয়া রাজা হন । তাছার প্রতিষ্ঠিত বলিয়৷ ঐ পাঠানরাজবংশ বাহ্মণী রাজবংশ বলিয়া ইতিহাসে প্রসিদ্ধি লাভ করেন। এই বংশ প্রায় ১৫০ বৎসর কাল দাক্ষিণাত্যে প্রবল প্রতাপে রাজ্যশাসন করিয়াছিলেন। (বাহ্মণী রাজবংশ দেখ। ] .*