শ্যামপত্র [ (సి) ] শ্যামরাজ্য বহুদিন তপস্তাতে শিব তুষ্ট হঞ। রাত্রিশেষে শুমদাসে কহিলা হাসিয়া । দ্বিজ তোর তপে বৃক্ষ হইল ফলবা। তব জিহবার সরস্বতী কৈলা অধিষ্ঠান । জামা বিন সুধীগণে হয়। সত্যজয়ী। ভূভারতে নাম তোর হৈবে দিগ্বিজয়ী।" শিবের বরে শুমদাস সৰ্ব্বদেশে পণ্ডিতগণকে বিস্তাযুদ্ধে পরাস্ত করিয়া সৰ্ব্বশেষে শ্ৰীপাট শান্তিপুরে আগমন করেন। এখানে বেদপঞ্চাননোপাধিক শ্ৰীমদদ্বৈতাচাৰ্য্য প্রভুর সহিত তাছার গঙ্গা ও তুলসীমষ্টিম এবং ব্রহ্মবাদ লইয়া বিস্তর বাদামুবাদ হয়। তর্কে পরাস্ত হইয়া খামদাস ভাৰিতেছেন, বুঝি শিবের বর বৃথা হইল, এই ব্রাহ্মণ আমাকে পরাস্ত করিল। তখন আকাশৰাণী হইল, হে দ্বিজ ! ক্ষান্ত হও, আর বিচারে আবগুক নাই । এই কমলাচাৰ্য্য স্বয়ং হরিহর। শু্যামদাস এই প্রত্যাদেশে ভক্তিযুক্ত হইয়া কম্পান্বিত কলেবরে প্রভুর পদ্ধাশ্রয় ভিক্ষা করিলেন এবং তাহার নিকট কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হইয়া কৰ্ম্মবন্ধ হইতে মুক্ত হইলেন। অদ্বৈতপ্রভুর নিকট শ্ৰীকৃষ্ণাৰ্চনপ্রণালী ও শ্ৰীমদ্ভাগবত শিক্ষা সমাপন করিয়া তিনি দেশে গমন করেন। অদ্বৈত প্ৰভু র্তাহাকে ভাগবতাচাৰ্য্য উপাধি দিয়াছিলেন । শ্যামদেশ, এসিয়ার দক্ষিণস্থ পূৰ্ব্ব উপদ্বীপের.অন্তর্গত একটা স্বাধীন রাজ্য। ভারতাধিকৃত ব্ৰহ্মরাজ্যের পুৰ্ব্বাংশে অবস্থিত । এখানে এক সময়ে হিন্দু ও বৌদ্ধ প্রাধান্ত প্রতিষ্ঠিত ছিল। ● [ শু্যামরাজ্য দেখ। ] শ্যামনগর, বাঙ্গালার ২৪ পরগণা জেলার অন্তর্গত গঙ্গাতীরন্থ একট প্রাচীন গ্রাম। মূলাজোড় নামে প্রসিদ্ধ। কলিকাতা হইতে ১৮॥s.মাইল উত্তরে অবস্থিত। এখানে ইষ্টারণ বেঙ্গল ষ্টেট রেলওয়ের একটী ষ্টেসন আছে। উক্ত ষ্টেশনের পুৰ্ব্বাংশে একট প্রাচীন দুর্গের ধ্বংশাবশেষ ও তাহার বিস্তৃত পরিখা অদ্যাপি বিস্তুমান রহিয়াছে। ঐ পরিখার পরিধি প্রায় ৪ মাইল হইবে। প্রবাদ, খৃষ্টীয় ১৮শ শতাব্দীতে বৰ্দ্ধমান রাজবংশের কোন রাজা মরাঠা দম্য বা বগীদিগের অত্যাচার ও আক্রমণ হইতে দেশবাসীকে আশ্রয় দিবার জন্য ঐ দুর্গ নিৰ্ম্মাণ করিয়াছিলেন। কেহ কেহ বলেন, বঙ্গেশ্বর মহারাজ প্রতাপাদিত্য স্বীয় রাজ্যাধিকার স্বৰূঢ় রাখিবার জন্ত ঐ দুর্গ নিৰ্ম্মাণ করেন। ঐ স্থান এখন কলিকাতার ঠাকুরপরিবারের সম্পত্তিভূক্ত। উহার উপর চাসবাস চলিতেছে। মূলাজোড়ের কালীবাড়ী একটী বিখ্যাত স্থান। শ্যামপণ্ডিত, ধৰ্ম্মমঙ্গলরচয়িতা জনৈক কবি। শুীমপত্র (পুং শুমানি পত্রাণি যন্ত। তমালবৃক্ষ (শঙ্খচ) প্রিয়াং টাপ, গুমপত্র, জম্বুবৃক্ষ, জামগাছ। (বৈদ্যকনি” ) শু্যামপর্ণ (পুং ) শিরীষবৃক্ষ। (বৈদ্যকনি• ) & aামফেন (ত্রি) ১ কৃষ্ণবর্ণ ফেনবিশিষ্ট । (পুং) ২ কৃষ্ণবর্ণ ফেন। শ্যামভট, নিম্বার্ক সম্প্রদায়ের জনৈক আচাৰ্য্য। ইনি মাধবভট্টের শিষ্য ও গোপাল ভট্টের গুরু ছিলেন। শ্যামভূষণ (রী) ১ মরিচ। ২ কৃষ্ণবর্ণ ভূষণ। শ্যামযুগ (পুং) কৃষ্ণবর্ণ হরিণ। শ্যামরাজ্য, ভারতবর্ষের পূর্বাংশস্থিত পূৰ্ব্ব উপদ্বীপের অন্তভুক্ত একটী বিস্তীর্ণ জনপদ। প্রাচীন শ্রামবাসীর ভাষায় এই দেশ ও তদেশবাসী জনগণ শয়ম’ নামে কথিত । মলয়বাসার ভাষায় এই রাজ্য ও রাজ্যবাসিগণ শিয়াম্ নামে অভিহিত । যুরোপীয়গণ ইহাকে শায়াম্ (Siam ) নামে বর্তমান ভূগোল গ্রন্থে সন্নিবেশিত করিয়াছেন। বর্তমান কালে শুমৰাসিগণ আপনাদিগকে থৈ জাতি বলিয়া থাকে। শু্যাম দেশের ভাষায় থৈ শব্দের অর্থ স্বাধীন। শুIমরাজ্য অক্ষা" ৪” হইতে ২২° উঃ এবং দ্রাঘি” ৯৮• হইতে ১•৬° ৩৫' পূঃ মধ্যে। ইহার উত্তরাংশে স্বাধীন শানরাজ্য, পুৰ্ব্বে কোচিন চীন ও আনাম প্রদেশ, দক্ষিণে কাম্বোডিয়া (কম্বোজ), শুiম উপসাগর ও মলয় প্রায়োদ্বীপ এবং পশ্চিমে বঙ্গোপসাগর ও ইংরাজাধিকৃত ব্ৰহ্মরাজ্য। উত্তরপশ্চিমে শালবি নদী ও পশ্চিমে ভুনীন নদী ইহাকে ইংরাজাধিকার হইতে পৃথক্ রাগিয়াছে । ইহা দৈর্ঘ্যে ১৩৮• ও প্রস্থে ১৫• হইতে ৩৬• ভৌগো লিক মাইল বিস্তৃত । শুIমরাজ্য উপরি উক্ত রূপে সীমাবদ্ধ হইলেও প্রকৃত পক্ষে এই রাজ্যের মুথ্যাংশ অক্ষা ১৪° হইতে ১৭° উঃ মধ্যে স্থাপিত এবং উহার ভূপরিমাণ ৩৮••• ভৌগোলিক বর্গমাইল। অক্ষা” ১৮° উত্তরের অংশ গুণমাধিকৃত ও স্বাধীন শানরাজ্য। ইহার বঙ্গোপসাগরকুল ২•• মাইল এবং শুমোপসাগরকুল প্রায়ু ১ হাজার মাইল বিস্তৃত হইলেও এখানে সেরূপ জলপথের বাণিজ্যের প্রসার নাই। উপকূলে জলের গভীরতাও নিতান্ত মন্দ নছে। তটদেশ প্রায় ৪৫৷৫• গজ গভীর এবং মধ্যস্থলের জলের গভীরতা উহার ৫গুণ বেশী। তদ্ব্যতীত পূৰ্ব্ব ও পশ্চিমের উপকূলদেশ সমুদ্রগর্ভে অধিকদুর বিস্তৃত হওয়ায় এখানে ঝটিকাদিরও বিশেষ উপদ্রব নাই। পূৰ্ব্ব ও পশ্চিম উপকূল দেশে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ আছে, ঐ সকল দ্বীপের অধিকাংশই জঙ্গলাবৃত ও জনহীন । কএকটী দ্বীপে সামান্ত সংখ্যক লোকের বাস আছে বটে, কিন্তু তাহারাও কৃষিকাৰ্য্য দ্বারা জীবিকা নিৰ্ব্বাহ করে। হ্যামরাজ্যে তিনটী মাত্র পৰ্ব্বতশ্রেণী আছে, তাহদেৰ অধিকাংশ শাখাই উত্তর হইতে দক্ষিণাভিমুখে প্রসারিত। উহার সৰ্ব্ব পশ্চিমশ্রেণী মলয়পৰ্ব্বতশ্রেণীর মধ্য শাখ বলিয়া পরিগণিত ।
পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৫৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।