পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৫৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্যামরাজ্য २ ] [ as শ্যামরাজ্য উছার সৰ্ব্বোচ্চ স্থান প্রায় ••ফিটু উচ্চ। এই পৰ্ব্বত শ্রেণীর ১৪ অক্ষাংশ পর্যন্ত উত্তরে লৌহ, টিন, স্বর্ণ প্রভৃতি পাওয়া যায়ু। মধ্যভাগে ও সৰ্ব্ব পূৰ্ব্বে উত্তরদক্ষিণাভিমুখী যে দুইটা গিরি শ্ৰেণী বিস্তৃত আছে, তাহারে আদৌ কোন বিবরণ পাওয়া যায় না, কারণ এ পর্যন্ত কোন অমুসন্ধিৎসাপরায়ণ ভ্রমণকারীই সে বষ্ট প্রদেশ পর্য্যটন করিতে অগ্রসর হন নাই রা তাহার সুবিধা পান নাই। ১৪° অক্ষাংশের উত্তর কাও ডোরেক নামে পুৰ্ব্বপশ্চিমে বিস্তৃত একটা সুদীর্ঘ পৰ্ব্বতশ্রেণী আছে। উহা মেনাম নদীর পূৰ্ব্বে ও মেকং নদীর পশ্চিমে অবস্থিত। ইহার উত্তরাংশ মেকং নদীর সেমূন শাখার অববাহিক প্রদেশে। এই স্থান হইতে তোরো, সে কোপ্তান, সে-সামলাম, সে-ডোম ও সেন্ট ক্রেনিয়াম প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতস্বিনী প্রবাহিত হইয়াছে। দক্ষিণ ভাগে সঙ্গ-হে, সেন্টসেন ও দ্র-বঙ্গে প্রভৃতি নদীর অববাহিক। এই গুলি একযোগে কম্বোজ রাজ্যের প্লোমৃপেন্‌ নামক স্থানে মেকং নদীতে সঙ্গত হইয়াছে। এখানকার মদীনালার মধ্যে মেনাক, মেকং, মেকৃলোঙ্গ, পিতৃযু ও শাস্তিবন প্রধান। ঐ সকলের মধ্যে মেনাম শ্যাম রাজ্যের প্রধান জলপ্রবাহ। প্রবাদ, চীন রাজ্যের যুগবল প্রদেশ হইতে উদ্ভূত হইয়৷ এই নদী ক্রমান্বয়ে দক্ষিণাভিমুখে আসিয়া শ্যাম উপসাগরে আসিয়া নিপতিত হইয়াছে। পাকুনামপে নামক স্থানে মৃে-পিং নদী মে-নামের সহিত সঙ্গত হইয়াছে। ইহার উত্তরে মেনাম নদীর গর্ভে ফিৎসা-লোক, ক্লোঙ্গ-কয়ঙ্গ প্রভৃতি নদী নিপতিত হইয়৷ ইহাকে পুষ্ট-কলেবর করিয়াছে। মে-পিং নদীর প্রধান শাখা মে-বঙ্গ। শ্যাম রাজ্যের প্রাচীন রাজধানী অযুথয়ার (অযোধ্যা) নিকট সেহি নামক শাখা মিলিত হইয়াছে। এই সঙ্গমের সন্নিকটে অর্থাৎ সমুদ্রকুল হইতে ২৭ মাইল উত্তরে ও বর্তমান বঙ্কিক রাজধানীর মধ্যস্থলে অদ্যান্ত শাখাপ্রশাখা এই নদীতে নিপতিত হইয় রাজধানীর নদী প্রবাহকে বিস্তৃত ও বহু জলপূর্ণ করিয়াছে। এই কারণে বড় বড় পণ্যবাহী অর্ণব পোতগুলিও পেকনাম নামক স্থানে মদীমোহানার প্রবেশ করিয়া অনায়াসে প্রাচীন রাজধানী অযোধ্য পর্যাস্তু যাতায়াত করিতে পারে। বঙ্কিক রাজধানীতে একটা সুবিস্তৃত বনার আছে এবং ঐ স্থানে নদীর বিস্তার প্রায় অৰ্দ্ধ মাইল। মেকুলঙ ও তাছার শাখা মেনাংখাৰু, পিতৃয়, মেকলঙ্গ ও তচীন নদী ক্ষুদ্র ক্ষুদ্র হইলেও মেনাম নদীর সন্নিকটে প্রামোপসাগরে আসিয়া নিপতিত হইয়াছে। বাণিজ্যের সুবিধার জন্ত ঐ কয়ট নদী পরম্পরে থালদ্বারা সংযুক্ত। উপরিবর্ণিত নদীগুলি দ্বারা উহার অববাহিক ভূমির চতুপাশ্বন্থ স্থান জলসিক্ত হয় এবং তদ্বারা কৃষিকার্য্যেরও যথেষ্ট --- সুবিধা হইয়া থাকে। দুঃখের বিষয়, শ্রাবণ মাসের বস্তার জলে নদীগর্ভ স্ফীত হইয়া জলরাশি চতুর্দিকে বিক্ষিপ্ত করে। ঐ জল সাধারণতঃ নদীর জলরেখা হইতে ৪০ ইঞ্চি উৰ্দ্ধে উঠিয় থাকে। কখন কখন বর্ধার সময় ৮• ইঞ্চ পর্যন্তও উঠিতে দেখা যায়। আশ্চর্যের বিষয়, বস্তার জল এতাদৃশ উচ্চ হুইয়া প্রবাহিত হইলেও সমুদ্রকুল হইতে ১১ লিগ পৰ্য্যন্ত স্থানে উহার জল প্রবেশ করিতে পারে না। তাছার উত্তরে প্রায় লম্বে ৬• লিগ, ও প্রন্থে ৩৫ লিগ বিস্তৃত স্থানে ঐ জল ব্যাপ্ত হইয় পড়ে। জ্যৈষ্ঠ হইতে কাৰ্ত্তিক মাসের মধ্যে যে বন্যার জল ঐ দেশভাগকে প্লাবিত করে, তাহাতে ভূমির উপরে একু প্রকার পলি সঞ্চিত হয়। উছা ভূমির উর্বরতা সম্পাদনে বিশেষ উপযোগী, কিন্তু জল সাধারণতঃ খামোপসাগরের স্থায় লবণাক্ত। ভূতৰ আলোচনা দ্বারা জানা গিয়াছে যে, মেনাম नौब्र ऊँ*ऊाक छूमि अब्रनिन इहेण नभूजशर्ड श्tङ फेटैिয়াছে। বর্তমান বাঙ্কক্ রাজধানীর ভূগর্ভ খনন করিলে সমুদ্রজ শঙ্খ, শম্বুক প্রভৃতি পাওয়া যায়। শাস্তিবন বা চাণ্টাকুন নামক নদী ক্ষুদ্র কলেবর হইলেও ১২ লিগ বিস্তৃত ভূমিকে জলদানে শস্যশালিনী করিতেছে। ইহা প্তামোপসাগরের পূৰ্ব্বোপকুলে ১৯২° পূৰ্ব্ব দ্রাঘিমার নিকটে সমুদ্রে মিলিত হইয়াছে। ইহারই পূৰ্ব্বাংশে মেকং নামক স্ববৃহৎ নদী । ইহা এসিয়ার একট প্রধান নদী মধ্যে গণ্য। চীন সাম্রাজ্যের দক্ষিণাংশ হইতে উদ্ভূত হইয়া ইহা ধীর মন্থর গতিতে দক্ষিণাভিমুখে স্বাধীন শান রাজ্যের মধ্য দিয়া শুমাধিকৃত শান রাজ্যে আসিয়াছে। পরে তথা হইতে ক্রমাগত দক্ষিণপুৰ্ব্বতিমুথে নানা উপত্যকা ও অধিত্যক ভেদ করির ১৩° ৩৯′ উত্তর অক্ষাংশে ও ১-৬” পুৰ্ব্ব-দ্রাঘিমায় শুামরাজ্য সীমা অতিক্রম করিয়া কম্বোজ রাজ্যে উপনীত হইয়াছে। এই স্থান হইতেই নদীগর্ভ বিস্তৃত ও গ্রবাহ প্রখর দৃষ্ট হয়। এই জন্তু ইহাকে কম্বোজ রাজ্যের মহানদী বলে। এই নদীর সমগ্ৰ থাত প্রায় ৫• • লিগ হইবে । শ্রাম রাজের যে অংশে মেকং নদী প্রবাহিত, সেই স্থানে লাও ( Laos ) ও কম্বোজ জাতির ( Kambojans ) বাস আছে । উপরিবর্ণিত নদীনিচয় ও তাহার শাখাপ্রণালী ব্যতীত, দক্ষিণপূৰ্ব্বাংশে ও কখোজের উত্তরপশ্চিম কোণে তোলেসাপ নামে একটা স্ববৃহৎ হ্রদ আছে, উহা ১২" হইতে ১৩' উত্তর অক্ষাংশে অবস্থিত। ইহার দক্ষিণপূৰ্ব্ব হইতে একটা শাখা নদী প্লোম্‌পেঙ্গ নগর পর্যন্ত আসিয়া মেকং নদীতে মিলিত হইয়াছে। সঙ্গ-হে, কোম্পং প্রাক, পুরষৎ,সেন্টষ্টাগ, সেন্টসেন ও সংবর নামক ক্ষুদ্র ক্ষুদ্র নদীনিচয় পাৰ্ব্বত্যভূমির জলরাশি বহন করিয়া