পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিমি [ లిరికి ] চিম্নাজিমাধবরাও জাল, যন্ত্রণ ও জর হয় । ইহা ক্ষতরোগ নহে । ইহাকে উপনখও বলা যায় । ( বাভট উত্ত’ ৩১ অঃ ) ৷ পকিলে ইহাকে অস্ত্রজ্বারা কাটিকে । ( বাভট উ• ২২ অঃ ) চিপ্লিক ( স্ত্রী) রাত্রিচর, জস্তভেদ । ইহা স্বকাল অভিক্ষেম করিয়া বিচরণ করিলে দেশ যা রাজার ৰিনাশের কারণ হয় । ( বৃহৎস ৮৮২ i ) চিপ্য (পুং ) রুমিভেদ । চিপ্‌লুন, বোম্বাই প্রদেশের অন্তর্গত রত্নগিরি জেলার চিপ্‌লুন खे°दिङां८शद्र धवान नश्रब्र ! हेश जग्रह श्हेरङ २८ मारेण দূরে এবং বাশিষ্টনীর দক্ষিণকৃলে অবস্থিত। ইহার অক্ষা ১৭° ৩৮' উঃ এবং দ্রাঘি ৭৩ ৩৬' পূঃ । ইহা কোঙ্কণস্থ বা চিৎপাবন ব্রাহ্মণগণের আদিম বাসস্থান । ইহার অপর নাম চিত্তপোলন। এই নগরের দক্ষিণে প্রায় সিকি মাইল দূরে কতকগুলি প্রস্তর খোদিত মন্দির আছে । ইহার মধ্যে বড়টী লম্বায় ২২ ফিট, চৌড়ায় ১৫ ফিট এবং উচ্চে ১০ ফিট । ইহার একদিকে বৌদ্ধদের দেহগোপাকৃত্তি একটা মন্দির আছে । এতক্তিয় এখানে পরশুরামের একটা মূৰ্ত্তি প্রতিষ্ঠিত আছে। কোঙ্কণস্থ ব্রাহ্মণগণ র্তাহার পূজা করি থাকেন। পরশুরামশৈল এই স্থানের নিকটবর্তী । চিবুক ( ক্লী) অধরাধোভাগ, দাড়ী, পুতনী । চিম (পুং ) কক্‌খট পত্র, পাট । চিমটন ( দেশজ ) নথদ্বারা পীড়ন, খামচান । চিমটা ( দেশজ ) ১ আগুন তুলিবার জন্ত লৌহনিৰ্ম্মিত যত্ন । ২ মোচন, সোল্লা । চিমনগোঁড়, গৌড়জাতির একটী বিভাগ, অপর নাম চামাণ্ডগৌড়। অপর দুইটী ভাগের নাম তাটগৌড় এবং বামনগোঁড়। দিল্লীর অন্তর্গত মধ্যদোয়াবে এই জাতীয় বড় বড় লোক অবস্থিতি করে। চামারগৌড়ের কয়েকটা বিভাগের মধ্যে শ্ৰেষ্ঠ । গোঁড়বংশীয়ের বিপদাপন্ন হইলে পর তাছাদের একটা স্ত্রীলোক পূর্ণ গর্ভাবস্থায় একজন চামারের গৃহে গিয়া আশ্রয় লষ্টয়াছিলেন । শ্রীশ্রয়দাতার প্রতি সস্তুষ্ট হইয়। তিমি অঙ্গীকার করিয়াছিলেন যে, তাহর সস্তান ভূমিষ্ঠ হইলে সে চামার নামে অভিহিত হইবে । কিন্তু এই জাতীয় কতকগুলি লোকে ৰলিয়। থাকে যে, তাহদের প্রকৃত নাম চৌহারগোঁড়, এই নামে অভিহিত কোন রাজা হইতে তাহার এই নাম পাইয়াছে । জাৰ্যর কেহ কেহ বলে যে, প্রকৃতপক্ষে তাহাদিগকে চিমলগৌড় ৰল | উচিত। যেহেতু তাহারা চিমল মুনি হইতে জন্মগ্রহণ করিয়ছে। চিমি পূ:) চিনোতি সঞ্চিনোতি মনুষ্যজাতিবদবাক্যানি চি বাহুলকাং মিক। ১ শুকপক্ষী । ২ পট্টকর্তৃক্ষ, পাঠশাক। চিমিক (পূঃ) চিমি-স্বার্থেকন । ১ গুৰুপক্ষী । ২ পট্টবস্তুজ । চিমিচিম (স্ত্রী) চেঙ্গলবিশেষ, চিন্‌ চিন্‌ করা। চিমূয়, মধ্যপ্রদেশের টানা জেলার অন্তর্গত চিযুদ্ধ পরগণার একটা নগর । ইহার অঙ্গ ২••• ৩১ উঃ এবং কৰি ১৯•. ২৫৩•র্ণ পূঃ । ইহা বরদা তহসিলের প্রধান নগর। এখানে উৎকৃষ্ট তুলায় বক্স প্রস্বত হয় এবং প্রতিৰৎসয়ে একটা মেল। খসিয় থাকে { চিমনাজিআপ, মহারাষ্ট্র রাজ্যের এখন পেশোৰ বালজি বিশ্বনাথের দ্বিতীয় পুত্র । ১৭২১ খৃষ্টাৰে ৰালাজি ইহলোক পরিত্যাগ করিলে পর তাহার প্রখম পুত্র বাজিরাও পেশোষার পদ প্রাপ্ত হন। চিমনাজি উহার অধীনে সৈন্তাধ্যক্ষ রূপে নিযুক্ত হন এবং সুপ নামক একটী জেলা তাছাকে জায়গীর স্বরূপ প্রদান করা হয়। ১৭৩৯ খৃষ্টাব্দে উত্তরকোঙ্কণের মধ্যে যে সকল স্থান পর্ত গীজদিগের অধিকারভুক্ত ছিল, চিম্নাজি তাহার জৰিকাংশ স্থান জর করিয়া তাহাদিগকে স্থানান্তরিত করিয়া দিয়াছিলেন । বাজিরাওয়ের মৃত্যুর পর তাহার পুত্র বালাজিরাওয়ের তাহার পদে অভিষিক্ত হইবার পক্ষে বিস্ত্ৰ উপস্থিত হইয়াছিল। কিন্তু তাহার খুল্লতাত চিমনাজির সাহায্যে তিনি তাহ প্রাপ্ত হইয়াছিলেন। মহারাষ্ট্র ক্ষমতা ও রাজ্য বিস্তার পক্ষে চিম্নাজি তাহার ভ্রাতুষ্পুত্র বালজিরাওকে যথেষ্ট সহায়তা করিয়াছিলেন । ১৭৪১ খৃষ্টাব্দে জানুয়ারী মাসের শেষে চিম্নাজি পরলোক গমন করেন । ইহার মৃত্যুতে বালাজিরাও বিশেষরূপ ক্ষতিগ্রস্ত হইয়াছিলেন। চমনাজিমাধবরাও, মহারাষ্ট্রীয় রাজ্যের অষ্টম পেশোবা। ১৭৯৫ খৃষ্টাৰোয় শেষে মাধবরাওয়ের মৃত্যু হয়। মৃত্যুর সময়ে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন যে, তাহার অস্ট্রীয় ৰাজীরাও, ধিনি শাস্ত্রৰিদ্য ও ধৰ্ম্মশাস্ত্রে পারদর্শিত লাভ করিমুছেন, তিনি তাহার পদে প্রতিষ্ঠিত হন। নানা ফাড় নবিস এই সময়ে পেশোবার প্রধান মন্ত্রী ছিলেন। র্তাহার ইচ্ছা ছিলন যে, বাজিরাও পেশোবীর পদ প্রাপ্ত হন এবং এই জন্ত তিনি মাধবরাওয়ের মৃত্যুকালের কথা গোপন করিয়া প্রস্তাব করেন যে, মাধবরাওরেল্প বিধবা স্ত্রী যশোদা বাই একটী দত্তক গ্রহণ করেন, এবং সে ধর্তকাল পর্য্যস্ত সাধাঙ্গক না হয়, ততকাল পর্ষ্যস্ত মান তাহার প্রতিনিধি স্বরূপ পেশোবার কার্ষ্য নিৰ্ব্বাহ করবেন। এই গ্রপ্তাৰে হোলকার এবং সে সময়কার বড় বড় লোক ও ইংরাজগণ সশ্বত হন। বাজিরাও এই সমস্ত জানিতে পারিলেন, এবং তিমি র্তাহার অধিকার রক্ষা করিবার জন্য যত্নবান হই লেন। কিন্তু উপহার চেষ্টা বিফল হইল। মাধবরাওয়ের বিধবা স্ত্রী বাজিরাওয়ের কনিষ্ঠভ্রাত চিম্নাজিকে দত্তক গ্রহণ