পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রক্ত কম্বল রক্তকঙ্গু (**) s{** (Panicum Italicum) 1 (&<w*fä«) রক্তকণ্ট (স্ত্রী) বিকঙ্কত বৃক্ষ, চলিত বহুচিগাছ । (বৈদ্যকনি•) রক্তকণ্ঠ, রক্তকণ্ঠিন (ত্রি) ১ মিঃস্বরবিশিষ্ট। (পুং) ং কোকিল । রক্ত কদম্ব ( পুং ) কদম্বভেদ। ইহার পুষ্প অপেক্ষাকৃত লাল বর্ণের হইতে দেখা যায়। রক্ত কদলী ( স্ত্রী ) কদলীভেদ, লোহিতকদলী, চলিত চাপা কলা । ( বৈদ্যকনি• ) রক্তকন্দ (পুং ) রক্তং রক্ত বর্ণ; কনোহন্ত। ১ বিক্রম। (হেম) ২ পলাণ্ডু। ৩ রক্তালু। ( রাজনি• ) স্বার্থে কন্‌ ৷ রক্তকন্দল (পুং ) রক্তং রক্তবর্ণং কন্দলং নবায়ুরে যন্ত। প্রবাল, রক্ত প্রবালদ্রুম। ( ত্রিকাশ ) রক্ত কমল ( ক্লী) রক্তং রক্তবর্ণং কমলং। পয্যায়—কোকনদ, রক্তান্তোঞ্জ, অরুণকমল, শোণপদ্ম, আরবিদ, রবিপ্রিয়, রক্তবারিজ। গুণ-কটু তিক্ত, মধুর, শীতল, রক্তদোষনাশক, পিত্ত, কফ ও বাতপ্রশমক, সন্তৰ্পণকারক রক্তোৎপল, ও বলকর । রক্তকম্বল ( কী ) কম্বলং জলমাশ্ৰয়ত্বেনাস্ত্যস্তেতি অৰ্শ আল্পচ, রক্তং রক্তবর্ণং কম্বলমুৎপলমিতি । রক্তোৎপল। sē gatą zifHW Hosē " ( Nymphoea Lotus) রক্তনাল নামে প্রচলিত। বিল, পুষ্করিণী প্রভৃতি পুরাতন জলাশয়ে পদ্মের ন্তায় এই লতা জন্মে। স্থানবিশেষে ইহা স্বতন্ত্র নামে পরিচিত। পশ্চিমভারতে কম্বল, ছোট কম্বল ; বাঙ্গালায়—শালুক, নাল, রক্তকম্বল, ছোট স্ব দী; উড়িষ্যায়— ধবলর্কৈ, রঙ্গর্কৈ ; সিন্ধু—কুনি, পুনি ; দাক্ষিণাত্য—অগ্নিকুল ; গুঞ্জরাতী—কম্বল, নীলোপল ; তামিল-অল্পী তমরৈ, অম্বল ; তেলগু—অল্লিতমর, তেল্প-কলব, কোতেক, এরকলুব (লালমাল ), কলহারম্ ; কণাড়া—নদলেহবু, মলয়ালম্— অম্পল ; ব্রহ্মদেশে—কাছ-ফুল্য-কিয়ানি; সিংহল-ওলু; সংস্কৃত পৰ্য্যায়--কমল, কুমুদ, কহলার, হল্পক ( হেলা ? ), সন্ধ্যক , আরব ও পারস্ত—নীলুফর । ভারতবাসী সাধারণে ইহার মূল, কন্দ, নাল, ফল ও বীজ থাইয়। থাকে। কখন কখন উহার কন সিদ্ধ করিয়া ব্যঞ্জনাদি রাধিয়া খাইতে দেখা যায়। পুষ্পকোরকমধ্যে যে বীজ থাকে, তাহাকে বালি-খোলায় ভাজিলে খৈ প্রস্তুত হয়। উহাকে সাধারণে ভেটের বা টেপের থৈ বলে । উদরাময়, বিহুচিকা, জর ও যকৃতের পীড়াসমূহে ইহার ফুল শুষ্ক ও সঙ্কোচক ঔষধরূপে ব্যবহার করা হইয়া থাকে। কথন কখন হৃৎপিণ্ডের বলকারক ঔষধ ( Cardiac tonic) [ >०१ ] রক্তকম্বল, স্বনাম প্রসিদ্ধ বৃক্ষবিশেষ । রক্তকাঞ্চম রূপে ইহা প্রয়োগ করা হয়। অতিসার, আমরক্ত ও অৰ্শ রোগে ইহার শিকড়চূর্ণ স্নিগ্ধকারক ঔষধরূপে সেবন করাম যায়। কুষ্ঠ ও অন্যান্ত চৰ্ম্মরোগে বীজ বিশেষ উপকারী। পাকাশয় ও অন্ত্র হইতে রক্তবমন হইলে ফুল ও ডাটাচুর্ণ সেবন করাইলে উপকার দশে। ইহা বিষয় । ইছ প্রায় ৩০ ফুট পয্যন্ত উচ্চ হইয়া থাকে। ফুলগুলি লালবর্ণের হয় । গাছে বকফুলের দ্যায় বড় বড় সোটা হইলে তন্মধ্যে লালবর্ণের গোলাকার বীজ জন্মে। ঐ বীজ উভয়দিকেই কুজপৃষ্ঠ। গুঞ্জ। ফলের স্তায় ইহাও তেলকাৰ্য্যে ব্যবহৃত হইয় থাকে। স্ত্রীলোকের জপের সংখ্যা নিরূপণার্থ এক একটী রক্তকম্বল গ্রহণ করিয়া থাকেন। ইহা সাধারণে পবিত্র এবং কুঁচিলার স্নায় বিষাক্ত বলিয়া গৃহীত। রক্তকরবীর (পুং) রক্তং রক্তবর্ণ করবীয়: লোহিতবর্ণ করবীর পুষ্পবৃক্ষ, হিন্দী লাল-কনেল। সংস্কৃত পর্য্যায় রক্তপ্রসব, গণেশকুসুম,চওঁীকুমম, ক্রয় ভূতদ্রাব, রবিপ্রিয়। গুণ—কটু তীক্ষ, বিশোধন, ত্বকদোষ, ব্রণ, কও, কুষ্ঠ ও বিষনাশক। (রাজনি) করবীর, স্বার্থে কন্‌। রক্তকরবীরক । [ করবীর দেখ। ] রক্তক (স্ত্রী ) পানীয়ামলক । (বৈদ্যকনি• ) রক্তকাঞ্চন (পুং ) রক্ত: রক্তবর্ণঃ কাঞ্চনঃ। স্বনাম*It's of for 1 (Bauhinia variegata) isz's পর্য্যায়-বিদল, চমরিক, কাঞ্চনাল, তাম্রপুষ্প, কুদার। ( জটাধর ) স্থানীয় নাম, হিনী-কাচনার, কোনিয়ার, কুরাল, পদরিয়া, খৈরাল, গুরিয়াল, গবিয়ার,বরিয়াল, কলিয়ার, কালন, থৈরবাল ; বাঙ্গালা—রক্তকাঞ্চন ; মেচী-কুমাঙ্গ ; কোল— সিঙ্গিয়া ; ভুমিজ—কুলোল ; সাওতাল—জিঙ্গিয়া ; নেপাল-- তকি; লেপচা-র ; মধ্যপ্রদেশে—কাচনার ; মরাঠী—কাঞ্চন, রক্তকাঞ্চন ; কোঙ্কণী—কাঞ্চন ; বোম্বাই—কোবিদার ; তামিল—সেগপুমুন্থর ; কণাড়ী-কাঞ্চাবলদে ; উড়িয়৷— বোরধ ; ব্ৰহ্ম—বেচিল । হিমালয়ের পাৰ্ব্বত্য বনবিভাগে ৪০০০ ফিটু উচ্চ স্থানে এই বৃক্ষ জন্মে। ভারতীয় বন জঙ্গলে ও গণ্ডশৈলমালায় পৰ্য্যাপ্ত পরিমাণে এই বৃক্ষ উৎপন্ন হইতে দেখা যায়। ইষ্টার গাঢ় লাল ও সাদা ফুলে উদ্যানের সেনাৰ্য্য বুদ্ধি করে দেখিয়া সমতল ক্ষেত্রবাসী অনেকেই ইহার আদর করেন। বুক্ষনিৰ্য্যাস ‘সেমূলা গদ’ নামে খ্যাত । জলে রাখিলে অল্পপরিমাণে মিশ্রিত হইয়া যায় এবং তাছা হইতে চেরিগাছের গদের স্তায় গন্ধ নির্গত হয়। গাছের ছালে চামড়া রঙ, ও