পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রক্তমেক্ষিণ রক্তখিলাতক (পুং ) রক্তাম্লানপুষ্পবৃক্ষ, চলিত রক্ত বাট । রক্তমুখ (পুং ) রক্ত মুখ যস্য। ১ রোহিতমৎস্য। ২ বষ্টক ধান্ত । ( বৈদ্য কনি0 ) ( f ) ৩ রক্তমুখবিশিষ্ট । রক্তমূত্র তা ( স্ত্রী ) রক্ত প্রস্রাবরোগ । রক্তমূদ্ধন (পুং ) সারস্পক্ষী । ( বৈদ্যকনি• ) রক্তমূলক ( পুং ) রক্তং রক্তবর্ণং মুগং যস্য কৰ্ম্ম । দেবপর্যপবৃক্ষ । ( রাজনি• ) রক্তমূলী (স্ত্রী) রক্তং মূলমস্যা টপ, লজ্জালুলতা, লজ্জা বর্তী লতা । ( রাজনি • ) রক্তমেহ (পুং ) মেহনং মেছ, রক্তস্য মেহ । প্রমেহয়োগ বিশেষ । ইহার লক্ষণ “বিস্ত্ৰং লবণমুঞ্চঞ্চ রক্তং মেহতি যে নরঃ । পিত্তস্য পরিকোপেন তং বিদ্যfদ্রক্তমেহিনম ॥”(চরক নি• ৪আ:) যে মেহরোগে রোগী আমগধী, উষ্ণ, ও লবণাক্ত রক্তবর্ণ ! মুলত্যাগ করে, তাহাকে রক্তমেহ কহে । এই মেহ বিস্কৃত । পিত্ত্ব হইতে জন্মে। [ প্রমেহ শব্দ দেথ । ] রত্নমেক্ষিণ ( ক্লী ) রক্তস্য মোক্ষণং। শোণিতস্রাব । বৈষ্ঠক- ; শাস্ত্রে লিখিত আছে যে, শরীরস্থ শোণিত দুষ্ট হইলে তাহ বাষ্টির করিয়া ফেলিতে হয়, ইহাকে রক্তমোক্ষণ কহে । শিয়াবিরেচন, অলাবু প্রয়োগ, শ্লষ্ট্রংগ ও জলেীক। এই চারিপ্রকার উপায় দ্বারা রক্তমোগণ করা হইয়া থাকে । “র লবসেচনং চতুর্ভিং প্রকারৈ ভবতি— শিরাবিরেচমেনাপি অগাবৃভিস্তথৈব 5 | শঙ্কুশৃঙ্গে জগেীকার্তা রক্তঞ্চ স্রাবয়েজুধ ॥” ( হারাত শারীরস্থাe ৫ অ• ) ভাব প্রকাশে লিখিত আছে যে, রোগের অবস্থানুসারে বিবেচনা করিয়া রোগীর শরীর হইতে এক প্রস্থ, অদ্ধ প্রস্থ বা মিকি প্রন্থ রক্তমোক্ষণ করিবে । শরৎকালে স্বাভাবিক শরীরেও বুকুমোক্ষণ করা যাহতে পারে, কেমন। ঐ সময়ে রক্তমোক্ষণ । করিলে ত্বকৃদোষ বা গ্রন্থিশোথাদি জন্মে না । বর্ষা, শীত, | গ্রীষ্ম এবং শরৎকালে মেঘবিহীন সময়ে ও শীতকালে মধ্যাহ সময়ে রক্তমোক্ষণ করা বিধেয় । শোথ, দাঙ্গ, অঙ্গপাক, অঙ্গের রক্তবর্ণতা, রক্তস্রাব, শাতরক্ত, কুষ্ঠ, অত্যন্ত পীড়াদায়ক বায়ুর প্রকোপ, পাও,রোগ, রাপদ, বিষদুষ্টরক্ত, গ্রন্থি, অঙ্ক,দ, অপচী, ক্ষুদ্ররোগ, অভিমন্থ, বদারী, স্তম্ভরোগ, শরীরের অবসরত ও গুরুত্ব, রক্তাভিধানী, ডক্স, পূৰ্ত্তিনাদ, মুখদাহ, যকৃৎ, প্লীহা, বিসর্প, বিদ্রধি, পীড়ক, কর্ণপাক, ওgপাক, নাসাপাক, মুখপাক, দাহ, শিরোরোগ, উপদংশ এবং রক্তপিত্ত এই সকল রোগে [ ১২০ ] রক্তমেীক্ষণ রক্তমোগণ প্রশস্ত ; অতএব ইহাতে শৃঙ্গ, লোক, অলাবু বা শিরাবেধ দ্বার রক্তমোক্ষণ করা বিধেয় । কৃশ, অত্যন্ত বাবায়ী, ক্লাব, ভয়শীল, গর্ভিণী, সদ্যঃপ্রস্থতানারী, পাণ্ড রোগী, বমনবিরেচনাদি পঞ্চকৰ্ম্ম দ্বারা শোণিত, স্নেহপীত, অৰ্শরোগগ্ৰস্ত, সাৰ্ব্বাঙ্গিক শোথযুক্ত এবং উদয়, শ্বাস, কাস, বমি, অতীসার ও কুণ্ঠরোগাক্রান্ত ব্যক্তিদিগের রক্তমোক্ষণ করিবে না। অত্যন্ত স্বিপ্ন, ষোড়শবৎসরের নুনবয়স্ক, ও সপ্ততিবৎসরের বুদ্ধ ব্যক্তিদিগের ও রক্ত মোক্ষপ করিতে নাই। অভূক্ত, মুচ্ছ রোগগ্ৰস্ত, নিদ্রিত, ভীত, প্ৰমত্ত, শ্রান্তি এবং মলমুত্রের বেগাভিভূত, এই সকল ব্যক্তির রক্তমোক্ষণ বিধেয় নহে। অত্যন্ত শীত বা অতিশয় উষ্ণকালে কিম্বা অত্যন্ত স্কিন্ন ও সন্তপিত বাঞ্জির রক্তমোক্ষণ করিতে নাই । যদি রক্ত মোক্ষণ ক্রিয়াদ্বারা রক্ত প্রবর্তিত না হয়, তবে কুড়, ত্রিকটু ও সৈন্ধব মিশ্রিত করিয়া ক্ষত স্থানে মৰ্দ্দন করিলে রক্ত নিৰ্গত হইয়া থাকে । সুবিজ্ঞ চিকিৎসক রোগীকে যবাগৃপান করাইয়। তাছার রক্তমোগণ করবেন। বিষ্যুঃ শরীরে রক্ত মোক্ষণ করিতে হইলে শিরাবেধ করিয়া করিতে হয় । হইলে যথাক্রমে গোখৃঙ্গ, জলোক ও অলাবু দ্বারা রক্তমোগল করিতে হয়। দ্বিদোষ বা ত্রিদোষ কর্তৃক রক্তদুযিত ইষ্টলে শিরাবেধ বা পদ দ্বারা রক্ত মোক্ষণ কর্তব্য । শৃঙ্গদ্বারা দশ অঙ্গুলি পরিমিত স্থানের, জলেীকা দ্বার এক হস্ত পরিমিত স্থানের, অ্যাবু দ্বারা দ্বাদশ অঙ্গুলি পরিমিত স্থানের, এবং শিরোবেধ দ্বারা রক্ত মোক্ষণ করিলে সঞ্চাঙ্গের রক্ত শোধিত হয় । অতিস্বিল্প ব্যক্তির বা উষ্ণকালে শিরাবেধ করিলে যদ্যপি অত্যন্ত রক্ত প্রবর্তিত হয়, তাহা হইলে তাহার প্রতিবিম্বান কৰ্ত্তব্য। অত্যস্ত রক্তস্রাব হইলে লোধ, ধুন, রসাঞ্জন, যবচুর্ণ, গোধুমচূর্ণ, ধববৃক্ষ, ধুস্তর, গৈরিক, সাপের খোলসচুর্ণ বা পট্টবস্ত্রের ভস্মৃদ্ধার ক্ষতমুখ বন্ধ করিয়া শীত ক্রিয়। করিতে হইবে । দুষিত রক্ত যদ্যপি সমুদয় নিঃসারিত না হইয়া কিঞ্চিৎ অবশিষ্ট থাকে, তাহ হইলেও ব্যাধি প্ৰকুপিত হয় না। অতএব দুধিত রক্ত অবশিষ্ট রাখিয়া রক্তমোক্ষণ করাও বিধেয়, তথাপি অতিরিক্ত রক্ত নিঃসারণ করা উচিত নকে । অস্তিরিক্ত রক্তমোক্ষণ করাইলে অন্ধত, আক্ষেপ, পিপাস, তিমির রোগ, শিরোরোগ, পক্ষাঘাত, শ্বাস, কাল, ছিকা, দাহ ও পাওরোগ উপস্থিত ছয় এবং ইহাতে মৃত্যু পৰ্য্যস্তও হইতে পারে। এইজন্তু রক্তমোক্ষণকালে ধিশেষ সাবধান হওয়া কৰ্ত্তব্য । বায়ু, পিঠ ও কফ দ্বার। রক্ত দূষিত