পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঘুনাথ চক্রবর্তী টীকাকার। ১৫ পূর্বুমালারচরিত। ১৬ প্রায়শ্চিত্তকুতূহলপ্রণেতা । ১৭ ব্রহ্মবোধ ও ব্রহ্মাববোধ নামক ছুইখানি গ্রন্থপ্রচয়িত । ১৮ ভক্তিমীমাংসাসূত্র ও ভক্তিসন্ন্যাসনির্ণয়বিবরণ, প্রণেত। ১৯ ভরঙ্কশাস্ত্র নামক অলঙ্কার-গ্ৰন্থরচল্লিভ । ২• ভাবরত্নসমুচ্চয় নামক জ্যোতিগ্রস্থসঙ্কলয়িতা। ২১ যতিধৰ্ম্মসমুচ্চয় ও যন্ত্যম্বকৰ্ম্মপদ্ধতি নামক গ্রন্থদ্বয় প্রণেতা। ২২ বৈদ্যবিলাসরচয়িত।। ২৩ শাখায়নগৃহস্থত্রার্থদর্পণরচয়িত। ২৪ শ্রীপতিট ক নামক জ্যোতিবিষয়ক গ্ৰন্থ প্রণেতা। ২৫ সরস্ব স্তীস্থ হলঘুভাষ্য নামক ব্যাকরণ প্রণেতা । ২৬ মুখবোধ ও সুবোধমঞ্জরী নাম্নী জ্যোতিগ্রস্থ রচয়িত।। ২৭ হিল্লাজটকা প্রণেতা। ২৮ ধৰ্ম্মামৃঙমহোদধি নামক গ্ৰন্থরচয়িতা। অনন্তদেবের পুত্র । ২৯ জনৈক কবি । জয়রামের পুত্র, ইনি ১৫৬৪ খৃষ্টাব্দে রসিকরমণকাব্য প্রণয়ন করেন। ৩• ই হার পি *ার নাম ভামুঞ্জি । ৩১ কল্লোলজাতক নামক গ্রস্থ প্রণেতা । প্রয়োগ তত্ত্ব প্রণেত । জাতক কল্লোল বt লক্ষ্মণের পুত্র। রাজপুতনায় ইনি রঘুনন্দন নামেও পরিচিত । ৩২ শাখায়নীয় মৈত্রাবরণ প্রয়োগরচয়িত । ইনি খৃষ্টাব্দে জীবিত ছিলেন, ইহঁর পিতার নাম লক্ষ্মীধর এবং পিতামহের নাম গোবৰ্দ্ধন । ৩৩ বিটঠল দীক্ষিতের পুত্র। ইনি পথ নামে একখানি গ্রন্থ সঙ্কলন কৃরেন। ৩৪ মুহূৰ্ত্তমালা রচয়িত । ইহার পিতার নাম সরস । চিত্তপাবন-ব্রাহ্মণবংশে ইহার জন্ম । ৩৫ পন্থাবলীঘূত জনৈক কবি । রঘুনাথ আচাৰ্য্য, ১ সত্যনিধিতার্থের (মৃত্যু ১৬৬১ খৃঃ) এবং সত্যনাথ তীথের (মৃত্যু ১৬৭৪ খু: ) সন্ন্যাসাশ্রমগ্রহণের পূৰ্ব্ব নাম । ২ শ্রীরাঘবীয় কাব্য ও সুভদ্রাপরিণয় নাটকপ্রণেতা । ৩ মুহূৰ্ত্তসৰ্ব্বস্বরচয়িত । ৪ যাদবরাঘৰীয় প্রণেতা । রঘুনাথ উপাধ্যায়, কবীগ্রচন্দ্রোদয়স্কৃত জনৈক কবি । রঘুনাথ কবি, ১ ভাগবত পুপ্রণেতা। ২ সংস্কৃতমঞ্জরী নামক ব্যাকরণ রচয়িত । রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ জেলার অন্তর্গত একটা নগর ও প্রধান বাণিজ্যস্থtল । রঘুনাথ চক্রবর্তী, বঙ্গের একজন মদ্বিতীয় শাজিক ও স্পরকোষের টাকাকার, তনি বঙ্গের পাশ্চাত্যবৈদিককুলে আখোড্রায় শাণ্ডিল্য বংশে জন্মগ্রহণ করেন * মহাদেবশাণ্ডিল্যের সম্বন্ধতত্ত্বার্ণব ও লক্ষ্মীকাস্তবাচস্পতির সদ্বৈদিক-কুলপঞ্জিক। হইতে জানা যায় যে, রঘুনাথের বৃদ্ধপিতামহ রামানন্দ হাজি । ভয়ে আখোড়াসমাঞ্জ পরিত্যাগ করিয়। সামস্তসারে আলিয়। ৰাস করেন । তৎপুত্র গঙ্গানন ও তৎপুত্র রুতিনাথ । রতি >@冶》 ৰাখ সামন্তলারের শৌনকসমাজদারবংশে বিবাহ করেন। ; [ రిసి ] রঘুনাথ দাস সুতিনাথের পুত্র গৌরীকান্ত। গেীরালীয় বশিষ্ঠ প্রসিদ্ধ পণ্ডিত শ্ৰীকৃষ্ণবেদভূষণের কন্যার সহিত গৌরীকাস্তের বিবাহ হয়। তাহারই গর্ভে রামনাথ ও প্রসিদ্ধ শাজিক রঘুনাথ জন্মপরিগ্রহ করেন। সামন্তসারেই রঘুনাথের জন্ম, এ কারণ তিনি নিজ টীকায় “সামন্তদারনিলয়ঃ” বলিয় আপনার পরিচয় দান করিয়াছেন । তিনি পিতার আজ্ঞায় জপসার কৃষ্ণাত্রেয় গোত্রীয় গোপালের কন্যাকে বিবাহ করেন । তাহার ঐ স্ত্রীর গর্ভে রামকৃষ্ণ ও রামচন্দ্র নামে দুই পুত্র এবং এক কন্য। জন্মে। অতঃপর রঘুনাথ কোটালিপাড়ের সুবিখ্যাত গুনকবংশে দ্বিতীয়বার দারপরিগ্রহ করেন । ইদিলপুরের কায়স্থজমিদার শ্ৰীকৃষ্ণবল্লভ রায়চৌধুরীর উৎ সাহে রঘুনাথ ‘ত্রিকাওচিন্তামণি’নামে অমরকোষের টীকা রচন। করেন। এ ছাড়া তাহার প্রতিষ্ঠিত গোপাল বিগ্রহ আছে । তাহার বংশধরগণ অদ্যপি ঐ দেবসেবা চালাইয়া আদিতেছেন। রঘুনাথের সামস্তসারের বাসভূমি জলমগ্ন হওয়ায় তৎপুত্ৰ রামচন্দ্র ইদিলপুরে চলিয়া আসেন। ইদিলপুরের অন্তর্গত আমতলী ও তুলাসারে অস্থাপি তাহার বংশধরগণ বাস করিতেছেন। রঘুনাথ ধামুকার কৃষ্ণাত্ৰেয় বলরাম বাচস্পতির নিকট দীক্ষা গ্রহণ করেন । ধাতুকাগ্রামস্থ দেবমন্দিরে উৎকীর্ণ শিলালিপি হইতে জানা যায় যে ১৬৭৫ শকাৰো বলরাম বাচস্পতি পিতার মুক্তিকামনায় পাৰ্ব্বতীসহ কাশীশ্বরমূৰ্ত্তি প্রতিষ্ঠা করেন। অতএব বলরামের মন্ত্রশিষ্য রঘুনাথ ঐ সময়ে জীবিত থাকা সস্তব। রঘুনাথ চক্রবর্তী, শ্ৰীধরকৃত বেদস্তুতিটাকার টিল্পনাকার। রঘুনাথ তর্কবাগীশ, এক অসাধারণ তান্ত্ৰিক,আগমতত্ত্বৰিয়াস নামক তন্ত্রগ্রন্থরচয়িত । রঘুনাথ তর্কবাগীশ ভট্টাচাৰ্য্য, সাংখ্যতত্ত্বাবলাসরচয়িত্ব । ইনি শিবরাম চক্ৰবৰ্ত্তীর পুত্র ও চন্দ্রবন্দ্যের পৌত্র । রঘুনাথ তিরুমল সেতুপতি, দাক্ষিণাত্যের জনৈক হিন্মু নরপতি । রঘুনাথ তীর্থ জনৈক বিখ্যাত পণ্ডিত ও সন্ন্যাসী । পুকুনাম কৃষ্ণশাস্ত্রী । বিদ্যানিধি তীর্থের মৃত্যুর পর ইনি গদি প্রাণু হইয়াছিলেন। ১৪৪৩ খৃষ্টাব্দে ইহার মৃত্যু ঘটে। রঘুনাথ দত্ত, এক খানি শীতলামঙ্গলপাল৷ রচয়িত । রঘুনাথ দাস, তন্তবায় জাতীয় জনৈক বাঙ্গালী কবিওয়াল । রঘুনাথ দাস, ১ কাশীমাহাত্ম্যকৌমুদী প্রণেতা রূপগোস্বামীকত দানকেলিকেীমুনীর একখানি টীকা ও সারাৎসারতত্ত্বসংগ্রহ নামে অপর এক থানি গ্ৰন্থ প্রশেতা । { রঘুনাথ দাল গোস্বামীদেখ ।]