রঘুনাথ রাও [ >8२ ] রঘুনাথ শৰ্ম্মন পুনরপি একবার আসিও নীলাচলে। এস্ত বলি কণ্ঠমাল দিল তার গলে । আলিঙ্গন করি প্রভু বিদায় তারে দিলা । প্রেমে গর গর ভট্ট কান্দিতে লাগিলা ॥” তদনন্তর তিনি তাহাকে নিম্নোক্ত দ্রব্য উপহার দিয়াছিলেন। “চোঁদ হাত জগন্নাথের তুলসীর মালা। ছুটাপাণ-বিড় মহোৎসবে পাইয়া ছিল । সেই মালা ছুটাপাণ প্ৰভু তারে দিলা । ইষ্টদেব করি মালা ধরিয়া রাখিলা ॥” রঘুনাথ কাশীতে প্রত্যাগত হইয়া প্রভুর আদেশ মত আর বিবাহ করিলেন না। কৌমার্য-ব্রত অবলম্বন করিয়া তিনি কাশীক্ষেত্রে বিবিধ শাস্ত্র অধ্যয়ন করিতে লাগিলেন । ক্রমে তিনি একজন সুপণ্ডিত হইয়া উঠিয়াছিলেন । পিতামাতার অস্তদ্ধানে রঘুনাথ বৃন্দাবনে গমন করেন । শ্রীরূপ ও সনাতনের সস্থিত তাহার বিশেষ সম্ভাব হয় । { রূপগোস্বামী ও সনাতন দেখ। ] তিনি ঐক্লপের সভায় ভাগবত পাঠ করিতেন। তৎকালে তিনিই একজন শ্রেষ্ঠ পাঠক ছিলেন, তাহার ন্যায় কেহই ভাগবত্ত পাঠ করিতে পারিতেন না। ভক্তিরত্নাকরে তাহ জানুপুৰ্ব্বিক বিবৃত আছে। ভট্ট রঘুনাথ রচিত কোন গ্রন্থ দেখিতে পাওয়া যায় না ; কেছ কেছ পুৰ্ব্ববঙ্গে মহা প্রভুর লীলা সম্বন্ধে তাহার কৃত একথানি গ্রন্থের উল্লেখ করেন। ভট গোস্বামী বৃন্দাবন ধামে ১৫০১ শকে অশ্বিনী শুক্লাস্বাদশতে দেহত্যাগ করেন । রঘুনাথ ভূপাল, অশ্বমেধপর্যসংগ্ৰহ নামক গ্রন্থসঙ্কলয়িতা। রঘুনাথ মস্করিন, ছৰ্গামাহাত্মাটাকা প্রণেতা। রঘুনাথ মিশ্র, সারসংগ্রহ নামক বৈস্তকগ্ৰন্থরচয়িত। রঘুনাথ মিশ্র, টোড়র প্রকাশ প্রণেতা । রঘুনাথ যাত, ১ ভগবন্ধামকৌমুদীপ্রণেতা। লক্ষ্মীধরাচার্যের গুরু । ২ পূজাবিধিপ্রণেত । r রঘুনাথ যতীন্দ্র, তত্বসার নামক বেদান্তগ্রন্থ প্রণয়নকৰ্ত্ত। রঘুনাথ যাজ্ঞিক, অচ্ছাবাক প্রয়োগ ও দ্বাদশাহমৈত্রাবরণ প্রয়োগ প্রণে তা । ইহার পিতার নাম অযাচিত রুদ্র ভট্ট। রঘুনাথ রাও, জনৈক মহারাষ্ট্র সর্দার। সাধারণে রাধাব বা রাঘব নামে পরিচিত । তিনি পেশব ১ম বাঙ্গীরা ওয় পুত্র এবং শেষ পেশব ২য় বাঙ্গীরাওর পিতা। পেশবা ২য় अभूत्वा ७ उँीशद्र बाज़"भूय । পেশবা বালাষ্ঠী রাওর মৃত্যুর পর, মাধবরাও ও নারায়ণ রাও নামক তাহার পুত্রদ্বয়ের মধ্যে সিংহাসনাধিকার লইয়। বিরোধ উপস্থিত হয়। উভয়েই নাবালক থাকায় তাহার ভ্রাতা রঘুনাথ রাও পেশব পুত্রদ্বয়ের অভিভাবক হইলেন । ১৭৭২ খৃষ্টান্ধ পর্য্যন্ত মাধব রাও স্বহস্তে রাজদও গ্রহণপুৰ্ব্বক শাসনকার্য পরিচালন করিয়া গতাম হইলে, কনিষ্ঠ নারায়ণ রাও পেশবা পদে অধিষ্ঠিত হন। পিতৃব্য রঘুনাথ বালক নারায়ণকে সিংহাসন হইতে সরাইয়। স্বয়ং পেশব পদে অভিষিক্ত হইতে মানস করিলেন । অচিরে তাঙ্কার কল্পনা কায্যে পরিণত হইল। তাহার ষড়যন্ত্রে গুপ্তঘাতকহস্তে নারায়ণ রাও নিহত হইলেন । [ পেশব দেখ। ] নারায়ণ রাওর মৃত্যুর পর রাঘোৰা পেশবা বলিয়া গৃহীত হইলেন বটে, কিন্তু তিনি অধিকদিন স্থায়ী হইতে পারেন নাই । অচিরে প্রকাশ পাইল যে,নারায়ণ রা ওর বিধবা পত্নী গর্ভবতী। মঞ্জিবুদ রঘুনাথের অজ্ঞাতে এই সংবাদ সৰ্ব্বত্র রটনা করিয়া দিলেন। উপায়াস্তুর না দেখিয়া রঘুনাথ মন্ত্রিসম্প্রদায়ের বিরুদ্ধে বলসংগ্ৰহ করিবার ব্যবস্থা দেখিতে লাগিলেন। উভয়পক্ষে যুদ্ধ বঁধিল, যুদ্ধে পরাজিত হইয়া রাঘৰ সুরাটে পলাইয়া গেলেন । সেই ঘটনা হইতে র্তাহার জীবনের উন্নতির অাশা চির দিনের মত বিলুপ্ত হয়। পাপিষ্ঠ রঘুনাথ রাও ইংরাজগণের সহিত যড়যন্ত্রে লিপ্ত হইয়া মহারাষ্ট্ৰীয়ের বিশেষত: হিন্দু-সাম্রাজ্যের স্বাধীনতম!গ কণ্টকাকাণ করিয়া যান। রঘুনাথ রায় (দেওয়ান), জনৈক সঙ্গীত বিশারদ বদ্ধমানস্থ চুপীগ্রাম নিবাসী ব্রজকিশোর রায় দেওয়ানের পুত্র। ইহার বেশ কবিত্ব শক্তি ছিল। বদ্ধমানাধিপতি রাঙ্গ৷ তেজশ্চন্দ্র বাহাদুরের আদেশে ইনি দিল্লীর প্রসিদ্ধ সঙ্গীতজ্ঞগণের নিকট খেয়াল ও ধ্রুপদ শিক্ষা করেন। ইহার রচিত শুামাবিষয়ক গীতগুলি কমলাকান্ত ভট্টাচাৰ্য্য ও রামদুলাল রায় প্রণীত গানসমুহের সমতুল্য। রঘুনাথ রায় (রাজা), আর ব্রাহ্মণভূমির জনৈক রাজেপাধিধারী ভূম্যধিকারী। ইহার পিতার নাম বাকুড়া রায় । চওঁীকাব্য প্রণেতা বিখ্যাত মুকুন্দরাম চক্রবর্তী ইহার আশ্রয় লাভ করিয়াছিলেন। প্রথমে তিনি রাজপরিবারস্থ শিশুদিগের শিক্ষকরূপে নিযুক্ত হম। এই ব্রাহ্মণভূমিতে রঘুনাথ রায় তাহাকে দশ আড়া ধান মাপিয়া দিয়াছিলেন। এখানকার অন্ধজলে পুষ্ট হইয়। তিনি চণ্ডীকাব্য প্রণয়ন করেন। . [ কবিকঙ্কণ দেথ । ] রঘুনাথবৰ্মন বিন্দুরায়কুলোত্তংস, লৌকিক-স্থায়রত্নাকর ও লৌকিক-স্কায়সংগ্ৰহ নামক গ্রন্থ গ্রণেতা। ইনি ওলাবরায় বৰ্ম্মার পুত্র এবং রামদয়ালুর ছাত্র। রঘুনাথ শৰ্ম্মন, প্রাক্কতান প্রণেতা।
পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/১৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।