পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহ বাহিরে গৃহনিৰ্ম্মাণ করিয়া অশ্বারোহী সেনাদিগকে স্বদেশীয় প্রথার শিক্ষাদান করিয়া এরূপ সমুন্নত করিয়াছিলেন যে, মহারাজ তদর্শনে তাহদের প্রতি বিশেষ সস্তুষ্ট হন। ইছার তিন চারি বর্ষ পরে, স্পেনবিজয়ী ফরাসী সেনাপতি মার্শাল বেসেরিসের এডিকং সেনানী কোট ও অাবিতাবিলে আসিয়া তাহীদের সহিত যোগদান করেন । ১৮২৩ খৃষ্টাব্দে পেশাবরের শাসনকৰ্ত্ত স্থায়মহম্মদ খায় নিকট হইতে বলপূর্বক নজরণা লাভ করায়, মহম্মদ আজিম খ। রণজিতের প্রতি ক্রুদ্ধ হন। আজিম খাঁ ভ্রাতার আচরণে বিরক্ত হইয়। স্বয়ং পেশাখরে উপনীত হইলেন । রণজিৎও যুদ্ধ অবশুম্ভাবী জানিয়া সেনা প্রেরণ করিলেন। একটা খণ্ডযুদ্ধের পর শিথসৈন্য জাহাঙ্গীর দুর্গ অধিকার করায় আফগানদিগের ক্রোধ দ্বিগুণ জলিম উঠিল । পুনরায় উভয়পক্ষে নেশেরায় যুদ্ধ বধিল । শিক্ষিত খালদা সৈন্তের নিকট আফগানগণ পরাভব স্বীকার করিল । দোস্তমহম্মদ ও য়ায়মহম্মদ খাকে পেশাবরের শাসনভার দিয়া মহারাজ রাজধানীতে প্রত্যাবৃত্ত হইলেন । ১৮২৫ খৃষ্টাব্দে লুধিয়ান-নিবাসিনী জনৈক যুরোপীয় মহিলার সহিত মহারাজের প্রিয় সেনাপতি জেনারেল ভেঞ্চুস্নার বিবাহ হয় । এই বিবাহে শিথপতি বিশেষ সাহায্য করিয়াছিলেন । ১৮২৭ খৃষ্টাব্দে সৈয়দ আহ্মদ নামক যুমুফফজৈ পৰ্ব্বতবাসী জনৈক মুসলমান আপনাকে ধৰ্ম্মসংস্কারক বলিয়া ঘোষণা করে এবং পেশাবর ও আটকের মধ্যস্থলবাসী স্বীয় শিষ্যসম্প্রদায়কে একত্র করিয়া শিখদিগের বিরুদ্ধে যুদ্ধার্থ অগ্রসর হয়। আকোর নামক স্থানে সৈয়দের অমুচরগণ পরাজিত হয় এবং পৰ্ব্বতের অন্তরালে অথবা গুহা মধ্যে আশ্রয় লাভ করে । উক্ত বর্ষে মহারাজ স্বীয় প্রধান কৰ্ম্মচারী দেওয়ান মতিরাম ও ফকির আজিজউদ্দীনকে ভারত প্রতিনিধি লর্ড আমহাষ্ট্রের সহিত সাক্ষাতের জন্ত শিমলা-শৈলে পাঠাইয়৷ দেন। অতঃপর রণজিতের প্রতি সোঁজষ্ঠত দেখাইবার জন্ত মহামতি লাটবাহাদুর অমৃতসর রাজধানীতে ইংরাজপক্ষ হইতে মহারাজের জন্ত উপঢৌকনাদি দিয়া এক মিশন পাঠান। ১৮২৩ খৃষ্টাব্দে মহারাজ প্রাকারবেষ্টন দ্বারা অমৃতসর সুদৃঢ় করিয়াছিলেন। এই সময়ে রণজিৎ দেওর বংশধর মিঞt ধ্যানসিংহ, গোলাব সিংহ ও সুচেতসিংহের লাহোর দরবারে প্রতিপত্তি বাড়ির উঠে। মহারাজের কৃপালাভ কৰি ধ্যানসিংহ শত্ৰ উজীরপদ ও ‘রাজী-ই-রাজগান রাজা ছিদপৎ রাজ। বাহাদুর’ [ २२8 1 রণজিৎ সিংহ উপাধি লাভ করিলেন । ধ্যানসিংহের পুত্র হীরাসিংহ রূপজিতের অতিশয় প্রিয় ছিল । মহারাজ তাহাকে এক দণ্ডও कशूद्र अरु ब्रांण कद्रिरङन ना । भै छान* यसैंौद्ध बाणक मझ्রাজের সমক্ষে একখানি কেদারায় উপবিষ্ট থাকিয় নিরস্তর মহারাজের সস্থিত বাক্যালাপ করিত। অপর সকল উচ্চতম রাজকৰ্ম্মচারীকেই নিমাসনে বসিতে হইত। রাজা সংলারটাদের কস্তায় সহিত হীরাসিংহের বিবাহ দিবার জন্য ধ্যানসিংহ মহারাজের নিকট আবেদন করেন। ংসারটাদের মহিষী এরূপ নীচ ঘরে কস্তাদান করিলে বংশের সন্মান হানি হইবে জানিয়া কন্যাদান করিতে অস্বীকৃত হইলেন এবং উপায়াস্তর ন! দেখিয়া শতক্রর দক্ষিণে ইংরাজরাজের অধিকারে পলাইয়া আসিলেন । এই স্থানে সংলারের পত্নী ও পুত্র অনিরুদ্ধ চাদের মৃত্যু হওয়ায় রণজিৎ তদ্রাজ্য অধিকারে গমন করেন এবং সংসারটাদের অপর পত্নীর গর্ডজাত দুই কন্যাকে বিবাহ করিয়া তাঙ্কার প্রতিশোধ লইয়াছিলেন। পরে তিনি সমধিক সমারোহের সহিত উচ্চ বংশে হীরাসিংহের বিবাহ দিয়াছিলেন (১৮২৯ খৃ: ) । এই সময়ের মধ্যে পূৰ্ব্বোক্ত সৈয়দ আহ্মদ পুনরায় মুসলমান সৈন্য সংগ্ৰহ করিয়া সিন্ধুনদ অতিক্রমপুৰ্ব্বক পেশাবর অধিকার করে। জেনারল ভেঞ্চুরা, আলাড, হরিসিংহ প্রভৃতি প্রতিবন্ধকতা করিলেও এই ধৰ্ম্মোন্মত্ত মুসলমানদলের হস্ত হইতে পেশাধরের বরকজৈ শাসনকৰ্ত্ত সুলতান মহম্মদ খা পরিত্রাণ লাভ করেন নাই । অচিরে তাহার মুখস্বপ্ন, ভাঙ্গিয়৷ গেল। ১৮৩৪ খৃষ্টাবে শিখহস্তে তিনি পরাজিত হইলেন। এই সময়ে তাহার প্রচারিত অভিনব বিবাহ-বিধিতে যুমুফজৈ শিষ্য-সম্প্রদায় বিরক্ত হইয় তাহার পক্ষ ত্যাগ করিল। সহায়সম্পত্তিহীন সৈয়দ কাশ্মীয়ে পলায়ন করিলেন। এখানে ১৮৩১ খৃষ্টাব্যে বালাকোট নামক স্থানে তিনি যুবরাজ শেৱসিংহের হস্তে রুদ্ধ ও নিহত হইলেন। শেৱসিংহ এই রাজদ্রোহীর মস্তক মহারাজের পদে উপহার পাঠাইয়াছিলেন। ७३ जभएक्ल अश्वेजिएउच्न ब्राछनैौथ! श्रष्ट्रग्न विशृङ ७य१ उँझोग्न খ্যাতি ও বীরত্বপ্রভাৰ চারিদিকে ব্যাপ্ত হইয়াছিল। এতদিনে তিনি প্রকৃতই একজন স্বাধীন রাজ্যেশ্বর বলিয়৷ ঘোষিত छ्हे८णन । ऋब्र१ हेक्ष्ब्रांछब्रांछ ॐiशग्न बघूश् चौकांब्र कब्रिग्नছিলেন। ১৮২৮ খৃষ্টাব্দে মহারাঞ্জের প্রেরিত শাল উপঢৌকন लé अांभशर्के हे२ण८७श्ञ छेहेणिब्रमरक विाग्न छछ जहेब्र थान । পক্ষাস্তরে ইংলণ্ডেশ্বয়ও তাছার ভারতীয় প্রতিনিধি লর্ড এলেনবরোর হস্তে র্তাহাকে উপহার পাঠাইল্প দেন। ১৮৩০ খৃষ্টাঙ্গে २० cन कून जाणक्छांनांङ्ग बांकिंग मांमक छ६मक ३५ब्राज