পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাগ [ ७8७ ] রাগ শাস্ত্রের ভ্রান্তমতের নিরাপ করত বিশুদ্ধ তাললয়ে অতি | মনোৰ র গান করিতেছে । ভূপতি—ভূপতির গ্রহ, অংশ, স্থাসম্বর মধ্যম, এই রাগ দি বা ভাগে করুণ রসে গেয় বলিয়। প্ৰসিদ্ধ আছে । ম প ধ নি স রি গ ম । হামাঙ্গ ভূপতি মুন্ত্ৰিগণে পরিবেষ্টিত হইয়া সিংহাসনে উপবিষ্ট রছিয়াছে, দুই পার্থে দুইজন কিঙ্কর শ্বেতচামর ব্যঞ্জন করিতেছে, পশ্চাতে একজন মস্তকে শ্বেতচ্ছ । ধারণ করিয়া न७ोग्रभाम द्रग्निt(छ् । শঙ্ক রাভরণ-শঙ্কয়tভরপের ওছ, অংশ, স্থাসম্বর নিষাদ, এঙ্গ রাগ রাজি কালে বীররসে গেয় । নি স রি গ ম প ধ নি । শঙ্কর ভরণের পরিধানে ব্যাঘ্ৰচৰ্ম্ম, অঙ্গে সপের ভূষণ ও সঞ্চাঙ্গে ভস্মরাশি শোভা পাইতেছে । ষাড়বজাতি—গৌড়, কর্ণাটগেড়, দেশ, ধগ্লাসিক, কোলাহল, বল্লারী, দেশাখ্যা, শাবেরী, মুস্থাবতী, হৰ্ষপুর, মাধবাধি, ছঞ্জিকা, ইত্যাদি রাগগুলি বাড়ৎগতিমধ্যে ! পরিগণিত। ইত্যাদি পদে ক্রীকণ্ঠ, ভোলা. তারা, মালবগোড়, শুদ্ধাবী, মধুকী, ছামু ও নীলোৎপল। এই কয়েকটির 3|९१ ६ ईtit६ । ५॥फू १द्रl१ १itन म९७ittभ छ प्रयाङ, ण1१५|বুদ্ধি ও সৰ্ব্বত্র গুণ কীৰ্ত্তন হইয় থাকে । cशोऽ-नषभशेन पाङ्गदet७ीग्न ८%ोt}ब्र ७:इ, श्रश्*, ৯াসস্বয় নিযাদ, ইহাতে ঋষভ অতি অল্পমএায় প্রযুক্ত হয়, এই রাগ দিবসের শেষভাগে বীর ও শৃঙ্গাররসে গেয় श् है ब्र! १ittपः । ! নি সরি গ ম ধ নি । দ্বিজকুলোণ্ডব গৌড় শুভ্ৰাম্বর পরিধান করত বিশুদ্ধাসনোপ বিষ্ট কইয়া গঙ্গাজল ও নীলোৎপল দ্বারা দেবদেব মহাদেবের অৰ্চনায় রত আছে । | কর্ণাটগোঁড়-পঞ্চমহীন কর্ণাটগোড়ের গ্রহ, অংশ, ন্যাস স্বর মিযদি এবং অপরাপর বিষয়ে কর্ণাটের yায় । fন স রি গ ম ধ নি । স্বণ প্লভ, বিশালনয়ন, কলাকৌশলভিজ্ঞ, বিদ্বানু, অতি ধৰ্ম্ম স্থা কণার্টগৌড় রুদ্রাহ্মমালার ইঃমন্ত্র জপ করিতেছে। দেশ-c৭ধ গুপ্তে। দুব ধৈবতবৰ্জ্জত দেশর গ্ৰছ, অংশ, শুtলশ্বর ঋষভ, এই রাগিণী এক গ্রহরের মধ্যে শাস্তি ও করণ ፶ኣ ር¶ህ ! রি গ ম প লি সরি। . গছে আগমন, হরিণনয়ন, নীলোৎপলবণ, অতিপূখুল নিতম্ব, ভূজঙ্গ বদবেণীবদ্ধ, অতিকৃশাঙ্গী ও ধৌতকুস্বমরাগা দেশী অতি সুমধুর ভাবে হাস্ত করিতেছে । ধল্লাসিক—শুদ্ধকৌশিক জাত ঋষভবর্জিত ধলালিকার গ্রহ, অংশস্বর ধড় হ্ম এবং ন্যাসস্বর মধ্যম, এই রাগিণী সকল সময়েই বীর ও শৃঙ্গাররসে প্রযুক্ত হয় । श्रृं १ म श्रृं ६ नि मृ । মনোহর হ্যামতনু, বালিকা, অতি নিপুণ ধৰ্ল্লাসিক একথানি চিত্রফলকে নিজ প্রিয়তমের প্রতিমূৰ্ত্তি অঙ্কিত করিতেছে, কিন্তু চক্ষুর জলে বক্ষঃস্থল ভাসাইতেছে। কোলাহল—পঞ্চমবৰ্জ্জিত কোলtহলের গ্রহ, অংশ, ন্যাস স্বর ষড় জ, হাতে মন্দ্র মধ্যম ও ধৈবত প্রযুক্ত হয়, তন্মধ্যে গমকান্বিত মধ্যমের প্রয়োগ fৰস্তৃতভাবে দেখা যায়। এই রাগিণী কলহ সময়েই গেয় । স রি গ ম ধ নি ল । মুক্তি-উন্মত্তপুংস্কোকিলবৎ সুকণ্ঠ, কৃষ্ণাঙ্গ, বংশধ্বনি শ্রবণেtংস্ন ক, তরুণবয়স্ক কোলাহল নাদস্বরে কৃষ্ণগুণগাথ} গান করিতেছে । বল্লারী—বরাটীর উপাঙ্গস্বরূপ, ঋষভহীন, মন্ত্র ধৈবত ভূষিত। বল্লারীর গ্রহ, অংশ, স্থাসম্বর ষড়,জ, এই রাগিণী শৃঙ্গাররমে বহুলভাবে প্রযুক্ত হয় । म १ म श्रृं। १ निा झु । মূৰ্ত্তি—শুমা, যুবক কাস্তের প্রতি ক্রুদ্ধ বল্লারী যথাকত্ত্বক প্ৰবোধিত হহমা ও কাস্তের দিকে পশ্চাৎ ফিরিয়া বসিয়া আছে। দেশাখ্য—ঋযঙবজ্জিত তার গান্ধীর ভূষিত দেশাথ্যের ওছ, অংশ, ন্যাসম্বর ষড়,ণ । म 5] म ' १ नि ऊ । মুৰ্ত্তি—বাহুযুদ্ধপ্রিয়, বিশালবাছ, অতুল্লতদেহ, স্বর্ণবর্ণ, অতি তেজস্বী দেশখ্য রাগ বাহবাস্ফোটন করাতে সৰ্ব্বাঙ্গে রোমাঞ্চ শোভা পাইতেছে। শবেরী—পঞ্চমহীন শাখেরীর গ্রহ, অংশস্বর মধ্যম, দ্যাস স্বর ধৈবত, এই রাগিণী মন্দ্রমধ্যম, স্বল্প বড় জী ও করুণরসে গেয় হইয় থাকে । म थ नि मृ किं ? ५ ? মূৰ্ত্তি—উজ্জগনীলংৰ্ণ, গজমুক্তাঙ্কারপরিধান শাবেরী শ্ৰীখণ্ড শৈলশিখরে উপবিষ্ট হইয়t চন্দনতরু হইতে ভূজঙ্গ অাকর্ষণ করত হস্তে বলয়ের স্থায় পরিধান করিতেছে। স্বস্থাবতী—গমকযুক্ত গান্ধ1র-মধ্যমন্বিত পঞ্চমহীন মুস্থাবর্তীর গ্রহ, জংশ, স্থাসম্বর ধৈবত, এই রাগিণী রাত্রিকালে শৃঙ্গারয়সে গীত হইয় থাকে।