পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজগড় রাজকোট, বোম্বাই প্রেসিডেন্সীর কাঠিয়াবাড়ের হল্লারুবিভাগের অন্তর্গত একটা দেশীয় সামন্তরাজ্য। ভূপরিমাণ ২৮৩ বৰ্গমাইল। এখানকার জমি উচুনীচু, মধ্যে মধ্যে প্রস্তরময়। কতকগুলি ছোট ছোট নদনদী এখানে প্রবাহিত আছে ; তন্মধ্যে অঙ্গী বা অজয়নদে কেবল বার মাস জল থাকে। ধান্ত, গম, ইক্ষু ও কার্পাস এখানকার প্রধানত: কৃষিজাত দ্রব্য। এখানকার জলবায়ু স্বাস্থ্যকর। কাঠিয়াবাড়ের রাজকোট ২য় শ্রেণির সামন্তরাজ্য বলিয়া গণ্য। এখানকার অধিপতি নবীনগর রাজবংশের শাখা, ঝাড়েজ রাজপুতবংশীয়। তিনিই রাজ্যের দণ্ডমুণ্ডের কৰ্ত্ত । এখানে জ্যেষ্ঠপুত্রই রাজা হইয়া থাকে। রাজার বার্ষিক আয় প্রায় দুইলক্ষ টাকা ; তন্মধ্যে বুটশ গবর্ণমেণ্ট ও জুনাগড়ের নবাবকে একযোগে ২১৩২০ টাকা কর দিতে হয়। তাছার সৈন্তসংথ্যা ৩৩৬ । ২ উক্ত রাজকোট সামন্তরাজ্যের প্রধান নগর । অক্ষা ০ ২২-১৭৪০ - উঃ এবং দ্রাঘি• ৭০°৫৫' ৪৫" পু:! গত ১৮৯১ সালের গণনানুসারে লোকসংখ্যা ২৯২৪৭, তন্মধ্যে হিন্দু ২৩৬৭২ । এখানে দুর্গ ও কাঠিয়াবাড়ের পলিটিকাল এজেটের প্রধান কাছারী আছে। দেশীয় সামন্ত রাজপুত্ৰগণের শিক্ষার জষ্ঠ এথামে একটী বিশ্ববিদ্যালয় আছে । এ ছাড়া শিল্পবিদ্যালয়, উচ্চ ইংরাজী বিদ্যালয়, ডাকঘর, তারঘর, গির্জ, জেল, ডাকবাঙ্গল, ধৰ্ম্মশালা ও ভাউনগর গণ্ডাল রেলওয়ের ঃেসন মাছে । রাজক্ৰয়ণী ( স্ত্রী ) সোমক্রয়কারিণী । রাজক্রিয় (স্ত্রী ) রাজকাৰ্য্য। রাজক্ষবক (পুং ) রাজদর্ষপ, চলিত রাই সরিষা। ( রাজনি" ) রাজখজুরী (স্ত্রী) রাজপ্রিয়া ধর্জী। শ্ৰেষ্ঠ খণ্ড কী, পিও খঞ্জুরিকা । ( রাজনি• ) রাজগড়, মধ্যপ্রদেশের অন্তর্গত ভূপাল-পলিটিকাল এজেন্সীর অধীন মালবের একটী সামন্তরাজ্য। মোগলপ্রভাব খপৰ হইয়া আসিলে ওমৎ রাজপুতের। ইহার কতক স্থান দখল করিয়া লয় । তদবধি সেই অধিকৃত জেলার ওমৎবার নাম হষ্টয়াছে। ১৪৪৮ খৃষ্টাব্দে ওমৎবারের সর্দার “রাবৎ” উপাধি লাভ করেন, রাজগড়ের সামগুৰুপতি এখনও সেই উপাধি ব্যবহার করিয়া থাকেন । এই বংশীয়গণ ভোজরাজ ও বিক্রমাদিত্য হইতে আপনাদের কুলপরিচয় দিয়া থাকেন। ১৬৮১ খৃষ্টাব্দে, তখনকার রাজপুত্র পিতার দেওয়ান বা মন্ত্রী ছিলেন । র্তাহারই চেষ্টায় রাজগড়পতি নিজ রাজ্য বিভক্ত করিতে বাধ্য হন। দেওয়ানের অংশে যে ভূভাগ পড়িল, তাহার নাম হইল XᎳᎻ yస) [ ৩৫৩ ] রাজগড় “নরসিংহগড়” এবং রাবতের দখলে ষে ভূভাগ থাকিল, তাহার নাম হইল “রাজগড়"। মহারাষ্ট্র অভু্যদয়কালে নরসিংহগড় হেলিকরের এবং রাজগড় পিন্ধিয়ার করদ হইল । ১৮৭১ খৃষ্টাব্দে রাজগড়পতি রাবৎ মতিসিংহ মুসলমানধৰ্ম্মে দীক্ষিত হইয়। ‘মহম্মদ আবদুল রসিদ খ’ নাম গ্রহণ করেন । ১৮৭২ খৃষ্টাব্দে বুটশ গবর্ণমেণ্টের নিকট “নবাব” উপাধি ও সম্মানাথ ১১টা তোপ পান। ১৮৮৯ খৃষ্টাব্দে তাহার মৃত্যু হইলে তৎপুত্র ভক্তাবর সিংহ গদা পাইলেন। ১৮৮২ খৃষ্টাবে ক্তাবরের মৃত্যু হয়, তৎপুত্র বলবাহাদুর সিংহ রাবৎ’ হষ্টলেন। রাবৎ মতিসিংহ যখন মুসলমানধৰ্ম্ম গ্রহণ করেন, তথন বল বা কাতুর অতিশিশু ছিলেন। তিনি পিতামহের মত ইসলামধৰ্ম্মে দীক্ষিত হন নাই । তিনি সিংহাসন লাভ করিলে তাহার আত্মীয় সর্দারগণ আবার তাহাকে ওমৎরাজপুত বলিয়া গ্রহণ করিলেন । রাজগড়ের ভূপরিমাণ ৬৫৫ বর্গমাইল । রাজস্ব আদায় প্রায় ৫ লক্ষ, তন্মধ্যে তল্লিয়ান জেলার জন্ত সিন্ধিয়াকে ৮৫১৭২ টাকা এবং কালীপত পরগণার জন্য ঝালাবারগতিকে ১০০০ টাকা কর দিতে হয়। অহিফেন ও ধান্ত এথানকার প্রধান উৎপন্ন দ্রব্য। লোকসংখ্যা প্রায় স ওয়ালক্ষ, তন্মধ্যে হিন্দুর সংখ্যাই লক্ষাধিক । রাজগড়পতির সৈন্তসংখ্যা-২৪• অশ্বারোহী, ৩৬০ পদ{তিক, ৪টা বড় ও ৮ট ছোট কামান এবং তজ্জন্ত ১২ জন গোলন্দাজ আচে । ২ উক্ত রাজগড়রাজ্যের প্রধান নগর । অক্ষা ও ২৪° • ১৩ উঃ এবং দ্রাঘি০ ৭৬°৪৬.৩৮% পুঃ । সমুদ্রপৃষ্ঠ হইতে ১২১০ ফিট, উচ্চ । গোকসংখ্য প্রায় ১০ হাজার । রাজগড়, মধ্য প্রদেশের ডেপুটা ভাল এজেন্সীর অধীনে একটা ক্ষুদ্র সমস্তরাজ্য । ডাকাতী ও বদমাএসীর জন্য পুৰ্ব্বে এই স্থান বিথ্যাত ছিল। এখানকার ভাল প্রভৃতি বহুজাতি নিকটবর্তী রাজ্যে গিয় বড়ই অত্যাচার করত । তজ্জন্ত স্ব স্ব সীমাস্ত প্রদেশ রক্ষা করিবার জন্ত হোলকর ও ধাররাজ এখানকার সদর বা ভূমিয়াকে (ভু ইয়াকে) এই স্থান ছাড়িয়া দিয়া শাস্থিরক্ষা করিবার জষ্ঠ বার্ষিক টাকাও বন্দোবস্ত করিয়া দেন । ১৮৭১ খৃষ্টাব্দে ১৮ই মার্চ বৃটিশ গৰণমেণ্ট এখানকার ভূমিয়াকে রাজগড় ( গ্রাম ও গিরিদুর্গ) ও ধাল এই দুই গ্রামের সনদ প্রদান করেন । রাজগড়, পঞ্জাবের সমুর রাজ্যের অন্তর্গত একটা দুর্গ। অক্ষা • ৩০°৫২' উঃ, দ্রাঘি• ৭৭•২৩ পূঃ । দুর্গট চতুরস্ৰ, চারিকোণে ৪টা বুরুজ আছে। বুরুজ ৪০ ফিট উচ্চ ও