পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজগৃহ [ ৩৫৭ } রাজগৃহ ধ্যানস্তান "পিপ্পল- গুহ’, তাহার পশ্চিমে প্রায় ১ পোয়৷ পথ দূরে শৈলের উত্তর ছায়ায় চেতি নামক গুছ। (বুদ্ধের নির্বাণের পর এখানে ৫০০ অহং ধৰ্ম্মপুস্তক সংগ্ৰষ্ঠার্থ সন্মিলিত হইয়াছিলেন ), এবং পুরাতন নগর হইতে প্রায় দেড়পোয়৷ পথ উত্তরপূৰ্ব্বে দেবদত্তের শিলাময়ী কুট । ফা-হিয়ানের দ্বিশতাধিক বর্ষ পরে কিউএন্‌সিয়াং আসিয়া এখানে এইরূপ বৌদ্ধকীৰ্ত্তি দর্শন করিয়াছিলেন ;– তুঙ্গশূঙ্গশোভিত শৈলোপরি বুদ্ধবনে বুদ্ধের শিলাগৃহ", বুদ্ধবন হইতে প্রায় দুইক্রোশ পূৰ্ব্বে যষ্টিলতায় মাকীর্ণ যষ্টিবন, এবং তন্মধ্যে অশোক রাজ-নিৰ্ম্মিত স্ত,প, ষষ্টিবনের ১• লি (প্রায় ৩ পোয়) দক্ষিণে মহাশৈলের পার্থে সৰ্ব্বরোগহর দুইট উষ্ণ প্রস্রবণ, ও তাহার নিকট বুদ্ধধিষ্ঠানস্মারক তপ ; যষ্টিবনের দক্ষিণপুৰ্ব্বে প্রায় অদ্ধক্রোশ দূরে মহাশৈলের পথে একটা স্ত,প ; ( বর্ষাকালে বুদ্ধদেব দেবমানবকে এখানে ধৰ্ম্মতত্ত্ব শিক্ষা দিতেন ; বিম্বিসাররাজ তাহার উপদেশ গুনিতে যাইবার জন্য এথানকার পাহাড় কাটির প্রস্থে ২০ পাদ ও দৈর্ঘ্যে প্রায় একপোয় পথ পাথরের সিড়ি করিয়া দিয়াছিলেন ), উক্ত মহাশৈলের কিঞ্চিদধিক একপেয়ো পথ উত্তরে ব্যাসাশ্রমের ভয় প্রস্তরগৃহ, তাহার উওরপুর্বে দেড়পোয়া পথ যাইলে একটা ছোটপাহাড়, তাহতে হাজার লোক বসিবার একটী পাথরের বড় ঘর (এখানে বুদ্ধদেব তিন মাস ধৰ্ম্ম প্রচার করিয়াছিলেন ), এই বড় ঘরের উপরে প্রসিদ্ধ সুগন্ধময় প্রস্তর, ( এখানে দেবরাজ শক্র ও ব্রহ্ম গোশীর্ষচৰনে বুদ্ধদেরকে চর্চিত করিয়াছিলেন । ), বড় পাথরের ঘরের দক্ষিণপশ্চিমকোণে একটা উচ্চ ওফ ( এখানে পূৰ্ব্বে অস্করের রাজভবন ছিল ), উক্ত বড় ঘরের পার্শ্বে বিম্বিসায়রাজনিৰ্ম্মিত ১• পাদ চওড়া ও প্রায় দেড়পোয় লম্বা কাঠের সেতু ও নদীর ধারে পাথরের বাঁধ ; তথা হইতে পুৰ্ব্বমুখে প্রায় সাড়েচারিক্রোশ আলিলে মগধরাজ্যের কেন্দ্র ও পুর্ধ্বতন রাজধানী কুশাগারপুর, + ( ইহার পরিধি ১৫০ লি ( প্রায় ১০ ক্রোশ )। মধ্যবৰ্ত্তীপুরের অবশিষ্ট প্রাচীরভিত্তির পরিধি প্রায় ৩• লি ) । রাজগৃহের উত্তর দ্বারের বাহিরে একটা স্তুপ, তাহার উত্তরপূৰ্ব্বে আর একট, শু,প (এখানে পারিপুত্র এ প্রবদি—এখানে ইন্দ্র ও ব্রহ্মা গোলীর্ষ চন্দনে বুদ্ধদেবকে চর্চিত করিয়াছিলেন। এখানকার শিলায় অদ্যপি সেই গন্ধ পাওয়া যায়। (হিউএমসিয়াং) + প্রাচীন রাজগৃহের সানাস্তুর । টীমপরিম্ৰাজকের বর্ণনানুসারে এখানে সুগন্ধি কুশস্তৃণ প্রচুর জন্মিল্প থাকে, এ কারণ “কুশাগারপুর" নাম হইয়াছে। জৈনগ্রন্থে কুশাঙ্গারপুর ও কোবাগারপুর এই দুইক্ষপ নাম দৃষ্ট হয়। XᎳᎻ অর্থব লাভ করেন ), ঐ স্থানের উত্তরে কিছু দুর গেলে এক গভীর গড়খাই, তাছারই পার্শ্বে ঐগুপ্তের স্ত,প, গড়খাষ্টর উত্তরপূৰ্ব্বে নগরপ্রান্তে জীবকবৈস্তুনিৰ্ম্মিত বুদ্ধদেলের বক্তৃতাগৃছের ও জীবকগৃহের ধ্বংসাবশেষ, তাহার পার্শ্বে একটা পুরাতন গুণ, রাজগৃহের ১৪ কি ১৫ লি (১ ক্ৰোশাধিক ) উত্তরপুৰ্ব্বে গৃএকূটশৈল ( এই পৰ্ব্বতে বুদ্ধদেব বহুকাল অতিবাহিত করেন ), তাহাতে উঠিবার জন্তু বিম্বিসারনিৰ্ম্মিত প্রস্তরসোপান, পথের মধ্যস্থলে “রগাবতরণ” ও “জনবিমুখ” নামক স্ত,প, শৈলের উপরে পশ্চিম প্রান্তে পূৰ্ব্বধাদী বুদ্ধের প্রমাণমুক্তিশোভিত একটী বিহার, বিহারের পূৰ্ব্বে বুদ্ধের পদ রঙ্গে পবিত্র এক স্ববৃহৎ প্রস্তরথও, তাহারই কিছু দূরে বুদ্ধের বধোদেশে দেবদত্তের প্রস্তরনিক্ষেপস্থান, তাছার দক্ষিণে একটা শু,প (এখানে বুদ্ধ “সন্ধৰ্ম্মপুণ্ডরীকসুত্র” প্রকাশ করেন ) , বিহারের দক্ষিণে বুন্ধের সমাধিস্থান একটা বৃহৎ প্রস্তরগৃহ, তাছার উত্তরপশ্চিমে ও সন্মুখভাগে গৃএরূপচিহ্নিত এক অপূৰ্ব্ব প্রস্তরধও, বিহারের পাশ্বেও শারিপুত্র ও বহু অৰ্হতের সমাধিস্থান কতকগুলি প্রস্তরগৃহ, শারিপুত্রের গৃহের সম্মুখে একটা বৃহৎ শুষ্ক কূপ, বিহারের উওরপুৰ্ব্বে শৈল স্রোতস্বর্তীর মধ্যে বুদ্ধের কাপড় শুখাইবার সমতল প্রস্তরখণ্ড, তাহারছ পাশ্বে শৈলোপরি বুদ্ধের পদচিহ্ন, গিরিত্ৰজপুরের উত্তরতোরণের পশ্চিমে বিপুলগিরি, গিরির উওরপাশ্বের দক্ষিণপশ্চিমপাদদেশে ১৯ টা উষ্ণ ও শীতল প্রস্রবণ, কোন কোন উষ্ণ প্রস্রবণ সিংহমুখ, কোনটী শ্বেতহস্তিমুখ প্রভৃতি আকারের পাথর দিয়া বাধান, নিয়ে সরোবরের মত পাথর দিয়া বাধান জলাধার, উষ্ণ প্রস্রবণসমূহের ডাহিনে ও বামে পাশাপাশি বহু স্ত,প ও বিহার এবং চারিজন গতবুদ্ধের স্মৃতিচিহ্ন, উষ্ণ প্রস্রবণসমূহের পশ্চিমে পিপ্পলনামক প্রস্তরগৃহ এই ঘরের প্রাচীরের পাশ্বে গুহা করি আমুরের প্রাসাদ, ( এখানে নাগ, সর্প, সিংহ প্রভৃতি মধ্যে মধ্যে বাহির হয় ), বিপুলগিরির শিখরে স্তুপ, (এখানে বুদ্ধ ধৰ্ম্ম প্রচার করিয়াছিলেন ), এখানে বহু নিগ্রন্থের নিয়ত সমাগমস্থান,এই প্রস্তুরগৃহের পুকে চেপূট প্রস্তরখণ্ডে রক্তচিহ্ন,গিরিব্রজপুরের উত্তরকোণ হইতে প্রায় অধিপোয়৷ পথ গেলে কল্পওবেণুবন, এখানে পুরদ্বারা বিহারের ভগ্নাবশেষ করওবেথুবনের পুৰ্ব্বে অজাতপরোজনিৰ্ম্মিত স্থপ, (এখানে রাজা অজাতশত্রু কর্তৃক বুদ্ধের দেহাবশেষ রক্ষিত হইয়াছিল, এই গৃহ হইতে অপূৰ্ব্ব আলোক নিঃস্থত হয়), ঐ গুপের পার্শ্বে আনন্দের দেহাবশেষযুক্ত অজাতশত্রু-নিৰ্ম্মিত আরও একট শু,প, देश ब्रहे अमू८ब्र পারিপুত্র ও মুদগলপুত্রের অধিষ্ঠানস্থতিজ্ঞাপক গুপ, দক্ষিণ