পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজসিংহ করায়ুক্ত করিবার আশায় দ্বিসহস্ৰ অশ্বারোহী সেলাসহ পাণিও হণের প্রস্তাব করিয়া পাঠাইলেন রাজপুত কুলললন। এই বিষম বিপৎ সম্মুখীন দেখিয়া ও উপায়াস্তুর চিন্তা করিতে অসমর্থ ছইয়। রাণ। রাজসিংহের আশ্রয় লওয়াই উপযুক্ত মনে করিলেন। তদনুসারে রূপনগর-রাজপুৰোহিত রাজকুমারীর লিখি ও লিপি মানিয়' রাণার হস্তে সমর্পণ করিলেন । রাণ। পত্রপাঠে ক্ষুব্ধ হইলেন এবং দুৰ্ব্বন্ত মরঙ্গজেবের করকবল ছছতে রাজপুত ললনাকে উদ্ধার করিতে স্বীকৃত হইলেন । অরঙ্গজেবের অসদাচরণে রাণ। যেমন পূৰ্ব্ব হইতেই তং প্রতি রুষ্ট ছিলেন, আরঙ্গজেব ও তদ্রুপ রাজবিদ্বেধী শত্রপক্ষাবলম্বী অবাধ্য মেবারপতি রাজসিংহের প্রতি পুৰ্ব্বকৃতবৈরনির্ম। তনপরায়ণ হইয়া স্বতঃই ছুশ্চরিত্রতার প্রতিফল প্রদান করিবার অবসর অন্বেষণ করিতেছিলেন । রাজা রাজসিংহ রাজপুতকুলের কলঙ্ক অপনোদনার্থ সমরোৎসাহী রাজপুত বীরদিগকে সঙ্গে লষ্টয়া মায়াবল্লী পৰ্ব্বতের পাদদেশে সমুপস্থিত হইলেন এবং তথা হইতে সসৈন্তে রূপনগর অভিমুখে অগ্রগর হইয়া সমাটুপ্রেরিত সেনাদলকে নিহত করিয়া রাজকুমারীকে চিতোর-রাজধানীতে আনয়ন করে- ; লেন । ধুমায়মান অগ্নি জলনোন্মুখ হইয়। উঠিল, কিন্তু রাজপুতসেনাপতি মারবাড়পতি যশোবস্তুসিংহ ও জয়পুররাজ জয়সিংহের ভয়ে অরঙ্গজেব তাহীতে ইন্ধনপ্রয়োগ করিতে পারিলেন না । সুতরাং তিনি উভয়কেই স্থানান্তরিত করিতে কৃতসংকল্প হইলেন। যশোবন্তসিংছ কাবুলরাজ্যে এবং জয়সিংহ দক্ষিণাত্যে অবস্থিত ছিলেন । [ যশোবন্ত ও জয়সিংহ দেখ। ] মারবাড়পতির নিধনসাধন করিয়াই মোগলসেনাপতি নিশ্চিন্ত রহিলেন না । তিনি যশোবস্তের নাবালক পুত্রদিগকে কারারুদ্ধ করিডে চেষ্টিভ হইলেন । রাণীমাতা বালকের জীবনরক্ষার জন্য কোন উপায় না দেখিয়া রাণ রাজসিংহের শরণাপন্ন হষ্টলেন । রাণার আদেশমত যুবরাজ অজিতসিংহ সদলে মেবারযাত্র করিলেন । পথিমধ্যে মোগলসৈন্য আসিয়া র্তাহাদিগকে ঘিরিয়া ফেলিল । রাজপুত৭ালকের শরীররগী সেনাদল এই সময়ে বিশেষ বীরত্ব দেখাইয়। রাজপুত্রের প্রোণরক্ষা করে । রাণ রাজসিংহ অরঙ্গজেবের এইরূপ দুস্কৃতির কথা তাহাদের মুথে অবগত হইয়া সম্রাটুকে উপদেশপুর্ণ একখানি পর পাঠাইলেন। পূৰ্ব্বে রূপনগর-রাজকুমারীকে আশ্রয় দান ও মোগলবিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে সম্রাট্র রাজ [ ৩৯৩ ] | | | সিংহের উপর বিশেষ বিরক্ত ছিলেন । এবার মােগলের । শত্ৰু মারবাড়-রাজকুমারকে আশ্রয় দান ও সেই কারণে এরূপ XVI

রাজসিংহ বিসদৃশ পত্রপ্রেরণ হেতু ক্ৰোধোন্মত্ত সম্রাটের ধৈর্য চুতি ঘটিল । তিনি সমরসুজ্জায় স্বীয় বাহিনী সুসজ্জিত করিতে আদেশ প্রদান করিলেন । এদিকে রাণা স্নাঞ্জলি'হ যুদ্ধ অধগুম্ভাবী জানিয়া রাজপুতদিগকে আরাবল্লীশিখয়ে একত্র করিয়া সুসজ্জিত অবস্থায় রাখিলেন এবং রাজ্য ও জাতীয় সন্মানরক্ষার নিমিত্ত রাজপুত, বীরবৃন্দকে উত্তেজিত করিতে লাগিলেন। স্বয়ং রাণ এবং তাহার জয়সিংহ ও ভীমসিংহ নামক পুত্রদ্বয় আরাবল্লীশিখরে সেনাস্থাপনপূর্বক বিপক্ষপক্ষের আগমন প্রতীক্ষা করিতেছিলেন। মোগলের সহিত ভীষণ যুদ্ধ সংঘটিত হুইবে জানিয়া রাণ রাজসিংহ পুৰ্ব্বেই রাজধানী জনশূন্ত করিয়া গিরিবাস আশ্রয় করিয়াছিলেন । - সৌভাগ্যক্রমে মোগলবাহিনী সঙ্কটপুর্ণ গিরিপথ পরিত্যাগ করিয়া দেবার নামক স্থানে আসিয়া উদয়সাগরতীরে শিবির সন্নিবেশ করিলেন । তাই বার খাঁর আদেশানুসারে কুমার মকবর উদয়পুর রাজধানী আক্রমণে অগ্রসর হষ্টলেন । ধিন। ধাপায় তিনি নগর প্রবেশ ও অধিকার করিলেন । মোগলSBB BBBBB BBBB BBB BBB S BBBBS শক্রদলের আগমন অসম্ভব বিবেচনা করিয়া নিঃশঙ্ক{চত্ত্বে পান, ভোজন, পাশক্রীড়া ও নিদ্রায় অভিভূত হইয়া রহিল। এই সুযোগে, যুবরাজ জয়সিংহ সদলবলে অকস্মাৎ মোগলসৈঙ্গের উপর আসিয়া সহসা নিপতিত হওয়ায় ছত্রভঙ্গ ঘটিল। পলায়নপর মোগলসৈন্য গো গুণ্ডার পথ অতিবাহন করিতে না করিতেই রাণ ও তাহার অধীনস্থ পাৰ্ব্বতীয় ভীলসেনাদল পলায়নপথ অবরুদ্ধ করিল। পশ্চাৎ হঠতে জয়সি দ্য ও তাহাদের প্রবেশ-পথ অবরোধ কল্পিয় দাড়াইলেন । এই রূপে রাজপুত সেনাদলক বুক বহুদিন অবরুদ্ধ থাকায় মোগলসেনাদলের মধ্যে আন্নাভাব উপস্থিত হইল। ধুবরাজ আকবর উপায়t স্তর ন! দেখিয়া আত্মসমপণ করিতে অভিলাষী হইলেন । এমন সময়ে মোগলের কুর্দশ লক্ষ্য করিয়া উদারহৃদয় জয়সিংহ ঝিহবার নামক গিরিপথ দিয়া কুমার মকবয়কে প্রাণ লইয়া পলাইতে অবসর দিলেন । সম্রাটু যুবরাজ আকবরের এরূপ শোচনীয় সংবাদ পাইয়া র্তাচার উদ্ধারকামনায় দেলবার থাকে সসৈন্তে দৈমুরী নামক গিরিপথ দিয়া অগ্রসর হষ্টতে আদেশ করিলেন । প্রথমে কেহই তাহাদের গতিরোধ করে নাই ; মোগলসৈন্স অবশেষে দুর্গম গিরিপথে সমুপস্থিত হইলে রূপনগরাধিপতি বিক্রম শোলাঙ্কি ও গোপীনাথ রাঠোর নামক রামপুতঅধিনায়কদ্বয় ভীমবেগে আক্রমণ করিয়া মোগলদিগকে বিধ্বস্ত