পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজসূয় [ ৩৯৬ ] রাজসেবিন অনস্থর বৃষ্টি, তৎপরে দ্বিরার এবং অবশেষে ক্ষত্রবৃতি নামক যাগ। এই অঙ্গযজ্ঞ সমষ্টির নামই রাজস্থয় যজ্ঞ । রাজস্বয় ও বাজপেয় এই দুই যজ্ঞ একজনের করিবার অধিকার মাষ্ট । অপৰ্ব্ববেদের বৈতানস্থত্রে সপ্তম অধ্যায়ে এই যজ্ঞের সংক্ষিপ্ত ক্রম এইরূপ অভিহিত হইয়াছে। পোষী পূর্ণিমার পুরে পবিত্র নামক পোমযাগ, মাসস্তিরে দশসংস্থপ নামক কাৰ্য্য, মাঘীপূর্ণিনায় অভিষেচনীয় যাগ, মরুত্বতীয় নামক কাৰ্য্যের পর বৃহস্পতি-সবনামকষাগ, ছবিধান নামক মগুপের সম্মুথে ব্যাঘ্ৰচৰ্ম্ম স্থাপন প্রভৃতি । এই রাজস্বয়যন্ধে বেদবিহিত হোম ও বলিদামাদি দ্বারা দেবগণের পুজা, দৃতি ক্রীড়া,দিগবিজয় ও শুনঃশেফায় উপাথ্যান শ্রবণ করিতে হয় ( এই উপাখ্যান ঋগ্‌বেদে আছে ) এই যাগে পঞ্চবিধ সেমিযাগ প্রভৃতি মনেকগুলি ক্রিয়ার অনুষ্ঠান করিতে হয় । সুতরাং এই যজ্ঞ করিতে হইলে বহুদিন সময় লাগিয়! থাকে । পবিত্র নামক সেমিযাগ ষ্ট হার প্রথম অঙ্গ । এই সোমযাগ যথাবিধানে সমাপ্ত ইষ্টলে চাতুৰ্ম্মান্ত যাগ করিতে হয় । তং পরে দেবিক নামক ষ্টটির অসুষ্ঠান এবং অরঞ্জি নামক হোম করা বিধেয় । এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা যজ্ঞ । তৎপরে অভিষেচনীয় নামে সোমযাগাকুষ্ঠান করিতে হয়। এই দিনে সমুদ্র, নদ, নদী, পুণ্য সরোবর, পুণ্য হ্রদ প্রভৃতি যাবতীয় পবিত্র জল আনয়ন করিয়৷ তদুীর চারি প্রকার কাঠময় পাত্র মন্ত্রপাঠপূৰ্ব্বক প্রপুরিত করা হয়। পলাশ, উড় স্বর, অশ্বস্থ ও বট এই চারি প্রকার কাঠের চারিট পাত্র হইবে। জলপূর্ণ কলম চাতুব্বর্ণ্য সভার চারিদিকে স্থাপন করিতে হয় । সভার মধ্যস্থানে খদির অথবা উড় স্বয় কাঠের মঞ্চ, এই মঞ্চ ব্যাঘ্ৰচৰ্ম্ম দ্বারা আচ্ছাদিত এবং তদুপরি সুবর্ণনিৰ্ম্মিত ফলক বা পীঠ গুস্ত করিয়া তাহার উপরে সহস্ৰছিদ্র যুক্ত অভিষেকের জন্য একটী স্নবর্ণক লস স্থাপন করিতে হয় । অন স্তর ব্রহ্মা পুরোহিত ( ব্রষ্টী বিশেষ ) যজমানকে অগ্নীপ্ৰ ম গুপের বাহিরে অনিয়া কতক গুলি মন্ত্র পাঠ করাইবেন । যথাবিধানে মন্ত্রপাঠ সমাপ্ত হইলে ব্রহ্মা সভাস্থ ক্ষত্রিম প্রভৃতি | ব্য ক্রসমুহকে সম্বেtধন করিম বলিতে থাকেন, “ডো: ভারতী: BE DD BBBD BBS BB BBBS BB BBBBD BBS দেবতার উদ্দেশে হোম, তদনন্তর তাছাদের নিকট প্রার্থন, এবং আশীৰ্ব্বাদ ও দেবতার প্রসন্নতাবোধক কতিপয় বেদমন্ত্র জপ করা হইয় থাকে । এই কার্যোর পর যজমান পত্নীর সহিত পুৰ্ব্বোল্লিখিত স্নানপীঠ উপবিষ্ট হন, পরে অধ্বসু প্রভূতি সকলেই একত্র হইয়। পুৰ্ব্বোক্ত জলপুর্ণ পাত্র গ্রহণপুৰ্ব্বক সহস্ৰছিদ্র অভিষেকপাত্র দ্বারা তাহাকে অভিষেক করিতে থাকেন । যথাবিধানে অভিষেক সমাপ্ত হইলে রাজা বিভব অনুসারে বস্ত্র, মাল্য ও আভরণে ভূষিত হইয়া যদি শত্র থাকে, তাহ হইলে তাহাকে জয় করিবার জন্ত গমন করেন, পরে শত্রু জয় করিয়া অতি সমারোহের সহিত পুনরায় সভাগৃহে প্রবেশ করেন । শত্র না থাকিলে যুদ্ধযাত্রায় অবিশু্যক নাই । অনন্তর সভার চতুর্দিকে পঙক্তিক্রমে মঞ্চ সকল বিস্তস্ত করা হয়, মধ্যস্থলে এক উন্নত সুবর্ণ পাঠ স্থাপন করা হয় । রাজা এই সুবর্ণমঞ্চে উপবিষ্ট হন । তথন সকলে তাeার বিজয় প্রশস্তি বা যশোগান করিতে থাকেন। এই সময় দ্যুতক্রীড়া করিতে হয় । এই রাজস্বয় যজ্ঞ পৰিত্র নামক সোমযৗগ দ্বারা আরম্ভ করিয়া সোঁত্রামণী নামে আর একটা যাগ দ্বারা সমাপ্ত করিতে হয় । সাধারণ সোমযাগ অপেক্ষ ইছাতে বিশেষ এই যে, অশ্বিনীকুমার, সরস্বতী এবং ইন্দ্র ইহার প্রধান দেবতা, কাষ্ঠনিৰ্ম্মিত তিনটী সোমপাত্র এবং মৃত্তিকানিৰ্ম্মিত তিনট সুরাপাত্র রাথিতে হয়। পুরাকালে রাজগণ এই রাজস্বয় যজ্ঞামুষ্ঠান করিয়া আপনাকে কৃতকৃতাৰ্থ জ্ঞান এবং সম্রাট. উপাধি গ্রহণ করিতেন। এই যজ্ঞের মধ্যে অর্ঘ্যtছরণ, সমাগত ব্যক্তিদিগের সৎকার, রাজার্থণা প্রভূতি ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যঙ্গ আছে,সেই সকল অমুষ্ঠানও বিধেয়। মহারাজ যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞানুষ্ঠান করেন, তাহার বিশেষ ৰিবরণ মহাভারত সভাপঞ্চে বর্ণিত হইয়াছে । রাজস্বয়যজ্ঞের মন্ত্রাদি বাজসনেয়সংহিতায় ৯ অধ্যায়ের ৩৫ কণ্ডিকা হইতে আরম্ভ করিয়া ১৯ অধ্যায়ে শেষ হইয়াছে । রাজসূয়িক (ত্রি) রাজস্বয়-স্বজ্ঞ-সম্বন্ধীয়। রাজসয়িন ( পুং ) রাজস্থয়-যজ্ঞকারী পুরোহিত । রাজসুয়েঃি (স্ত্রী) রাজস্ব যজ্ঞ। 00 BBBBBtDSDB BBBBB BBBBB DDS BB S BBBBS BBBDDBBBBS সেমি অtমাদের সকল ব্রাহ্মণের রাজ । পরে রাজা দিগ বিজয়ের ইচ্ছা প্রকাশ করেন। তখন সমস্ত ঋত্বিক একত্র ছই। ধজমানের সঙ্কর রক্ষা এবং জয়াশীব্বাদ রাজসেবক (পুং ) রাজ্ঞঃ সেবকঃ । রাজার সেবক । রাজার ভৃত্য, যিনি রাজার সেবা করেন। রাজসেবা (স্ত্রী) রাজ্ঞঃ সেবা। রাজার সেবা । সূচক বৈদিক কায্যের অনুষ্ঠান করেন। অগ্রে অগ্নি ཨ་ཙཱ་༔ ། রাজসেবিন (পুং) রাজভৃত্য, রাজস্থচয়।