পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৪০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজাপুর নিমঞ্জিত মভ্যাগত ব্যক্তিদিগকে ভোজন করাইয়। দান ও যথোচিত সৎকার করিবেন । দীন, দরিদ্র, অনাথ ও অন্ধ, পলু, খঞ্জ প্রভৃতি ছৰ্গঙদিগকে যথাশক্তি দান করা অবিহুক। রাল্প। এইরূপে অভিষিক্ত হইয়। যথাশাস্ত্র ষড়বিধ উপায় অবলম্বনপুৰ্ব্বক প্রজীপালন করিবেন। ( রাজাভিষেকপদ্ধতি ) রাজাপলৈয়ম্, মাম্রাজ গ্রেসিডেন্সীর তিয়েবলী জেলার স্ত্রবিল্পিপতুর তালুকের অন্তর্গত একটা নগর। রাজাপুর, বোম্বাই প্রেসিডেন্সীর রত্নগিরি জেলার একট উপবিভাগ। ভূপরিমাণ ৫১২ বর্গমাইল । হার উত্তরে রত্নগিরি ও সঙ্গমেশ্বর, পূৰ্ব্বে কোলহাপুর, দক্ষিণে বিজয় দুর্গের খাড়ি ও পশ্চিমে আরব্যোপসাগর। বিজয় দুর্গ হইতে মাছ কান্দি নদী পৰ্য্যস্থ সমুদ্রোপকূল প্রায় ২• মাইল । সহাদ্রিশৈলের অনলকুড়া ও কাঞ্জির্দা নামক গিরিসঙ্কট এই উপবিভাগে অবস্থিত। জৈ তাপুর ৰন্দর এখানকার প্রধান বাণিজ্যস্থান । বিজয়দুর্গ খাড়ি দিয়া বরাবর রাজাপুর নগরে নৌকাপথে যাওয়া যায় । ২ উক্ত উপবিভাগের প্রধান নগর । ১০" উঃ এবং দ্রাঘি• ৭৩° ৩৩ ২• পূঃ । কোঙ্কণরাজ্যের মধ্যে এরূপ প্রাচীন সমৃদ্ধি সম্পন্ন নগর আর দেখা যায় না। ইংরাজ বণিক্‌ সম্প্রদায়ের প্রস্তর নিৰ্ম্মিত প্রাচীন কুট এক্ষণে গবর্ণমেণ্টের দেওয়ান থানায় পরিণত হইয়াছে । নগরের সেড়মাইল দূরে কোদারী নদীর বাধ দিয়া একটা বিস্তীর্ণ বাধ প্রস্তুত করা হইয়াছে। উহা হইতেই নগরবাসীকে জল সরবরাহ করা হয়। ১৩১২ খৃষ্টাব্দে যথন মুসলমান সেনাদল এই নগর জয় কুরে, তখন এই নগর জেলার প্রধাননগর বলিয়া গণ ছিল। ১৬৬০-৬১ ও ১৬৭ খৃষ্টাব্দে মহারাষ্ট্রপতি শিবাজী এই নগর ও ইংরাজের কুট লুণ্ঠন করেন । ১৭১৩ খৃষ্টাব্দে অঙ্গুিয়ার হস্তে এখানকার শাসনভার অপিত হয় । ১৭৫৬ খৃষ্টাকে পেশব পুনরায় অঙ্গিয়ার নিকট হটতে কাড়িয়া লরেন। ১৮১৮ খৃষ্টাব্দে ইহা ইংরাজের শাসনাধীন চইয়াছে। রাজাপুর, যুক্তপ্রদেশের বান্দাজেলার একটি বাণিজ্য প্রধান নগর । যমুনানদীর তীরে অবস্থিত। অক্ষা ২৫° ২৪' উঃ এবং প্রাখি- ৮১° ১২' পূঃ। সরোনবালী তুলসীদাস নামক জনৈক ধৰ্ম্মাত্মা সম্রাট আকবরশাহের রাজাকালে এই নগর স্থাপন করেন । তিনি এখানে একট মন্দির প্রতিষ্ঠা করিয়াছিলেন । তাছার সাধুচরিত্র দেখিয়া অনেকে তৎকালে এখানে আসিয়া বাস করে। র্তাহার আদেশ ছিল, দেবতার প্রস্তরনিৰ্ম্মিত গর্ভপীঠ বা মন্দিয় ভিন্ন কেহই এখানে পাকাবাড়ী প্রস্তুত করিতে পারিবে মা। এখানকার অধিবাসিগণ জাঞ্জি ও সেই XVI 3 e > I 8° S ] রাজামহেন্দ্রী, ( রাজমহেশ্ৰী ) অক্ষাপ ১৬° ৩৯′ রাজামহেন্দ্রী আদেশ পালন করিয়া আসিতেছে। এমন কি, ধনবান মহাজনেরা ও মৃত্তিকানিৰ্ম্মিত গৃহে বাস করিতে কুষ্ঠিত হন না । এখানে তুলার বিস্তৃত কারবার আছে। ঐ মাল নৌকাবোগে আলাহাবাদে নীত ও বিক্রীত হইয় বিভিন্ন স্থানে রপ্তানী হষ্টয়া থাকে। কখন কখন গঙ্গাবক্ষে কাণপুর পর্য্যস্ত যায় । নৌকাপথ অপেক্ষ রেলপথে বাণিজ্যের সুবিধা হওয়ার স্থানীয় ৰাণিজ্যের অনেক গোলযোগ কমিয়া গিয়াছে। এতদ্ভিন্ন সম্প্রতি বহুসংখ্যক মহাজন এই নগর পরিত্যাগ কল্পিত্ত্ব। রেবারাজ্যের অন্তর্গত সাতনাগ্রামে যাইয়। বাস করায় এখানকার বাণিজ্যের অবনতি ঘটি;াছে, কিন্তু দেশের অস্তুবাণিজ্যের অনেক সুবিধা বাড়িয়াছে। এখানে বৎসরে চারিযার মেলা হইয়া থাকে । ১ মাশ্রাজ-প্রেসিডেন্সীর গোদাবরী জেলার অন্তর্গত একট তালুক। ভূপরিমাণ ৪৮১ বর্গমাইল, লোকসংখ্যা প্রায় ছুইলগ ৷ এখানকার তুলার সতরঞ্চ ও তামাক প্রসিদ্ধ । ২ উক্ত তালুকের অন্তর্গত একট প্রসিদ্ধ নগর, রাজমহেন্দ্রপুর’ নামে হিন্দুরাজগণের সময়ে প্রসিদ্ধ ছিল । অক্ষা১৭' উঃ, এবং দ্রাঘি• ৮১° ৪৮′ ৩• পু: গোদাবরী নদীর বামতীরে, সমুদ্র হইতে ৩০ মাইল দূরে অবস্থিত। এথানকার লোকসংখ্যা প্রায় ৩৫ হাজার, তন্মধ্যে হিন্দুর সংখ্যাই বেশ । এই নগরট অতি প্রাচীন, ইহার নিৰ্ম্মাণকৰ্ত্ত ও নিৰ্ম্মাণকাল লইয়া যথেষ্ট মতভেদ আছে । কেহ বলেন—উৎকলরাজ এই নগর নির্মাণ করেন, আবার কাহারও মতে চালুকারাজগণের যত্নে এই নগর প্রতিষ্ঠিত হয় । খৃষ্টীয় ৭ম শতাব্দ এখালে কলিঙ্গদেশের একটী রাজধানী ছিল। ১৪৭১ খৃষ্টাকো মুসলমানের এই স্থান দখল করেন। ১৫১২ খৃষ্টাব্দে কৃষ্ণরায় এষ্ট নগর পুনরুদ্ধার করিয়া উৎ কলপতিকে ফিরাইয় দেন। অতঃপর ৬• বর্ষ পর্য্যস্ত হিন্দু অধিকারে ছিল । ১৫৭১ ও ৭২ খৃষ্টাব্দে দুইবার উপযুপিরি এই নগর আক্রান্ত ক্ষয় । অবশেষে মুসলমানসেনাপতি রফৎ খাঁ দখল করেন। তৎপরে দেড়শত বর্ষ ধরিয়া ক্রমাগত যুদ্ধ চলিয়াছিল। শেষের মুছে গোলকুণ্ডার অধিকারভুক্ত হইল। ১৭৫৩ খৃষ্টাৰে ফরাসীদিগকে এই স্থান ছাড়িয়া দেওয়া হয় । ১৭৫৪ হইতে ১৭৫৭ খৃষ্টন্স পর্যন্ত এখানেই ফরাসীনায়ক বুলির সদরকাছার ছিল। ১৭৫৮ খৃষ্টাবে ইংল্লাঞ্জেরা দখল করিয়া লইলেও শীঘ্রই আবার ফরাসী অধিকারে আসে । কিন্তু এখানে থাক। বিশেষ জুবিধাজনক নহে বলিয়। ফরাসীষ্ম এককালে এই স্থাম ছাড়িয় চলিয়। ধান। এখানে জঙ্গ ও সব ফালেক্টরের কাছারী,