পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা রাজবল্লভ সোম [ 8०७ ] রাজালী খাঁ ফরুর্থী ==To অধিকারে সালে। এই রূপে সদর রাজস্ব বাদ নয়লক্ষ টাকা আয়ের সম্পত্তি র্তাহার করায়ত্ত হষ্টয়াছিল । রাজবল্লভ পণ্ডিতপোষক ছিলেন, কৃষ্ণদেব বিদ্যাবাগীশ, কৃষ্ণদাস সিদ্ধাস্ত ও কবি রাজচন্দ্র মজুমদার প্রভৃতি উtহার সভাসদ ছিলেন । বহু দেবতা তৎকর্তৃক প্রতিষ্ঠিত হয়। রাজনগরের দেবসেবার জন্ত কতক দেবত্র সম্পত্তি রাথিয় যান, তদ্বার। এ পর্য্যস্ত সেৰায় কাৰ্য্য চলিতেছে । রাজ রাজবল্লভ একজন কৰ্ম্মঠ, বুদ্ধিমান ও বিচক্ষণ লোক ছিলেন । সহজেই অপরের মন হরণ করিবার তাহার ক্ষমতা ছিল, এই গুণেই তিনি সামান্ত মুহুরী হইতে ঢাকার একপ্রকার অধীশ্বর হইয়াছিলেন । র্তাহার রাজধানী রাজনগরে ছিল। স্থাপন কল্পিয়াছিলেন, প্রবলতরঙ্গ পদ্মা যদি সে সমস্ত গ্রাস করিয়া না ফেলিত, তাঙ্ক হইলে রাজা রাজবল্লভের কীৰ্ত্তি পুৰ্ব্ববাঙ্গালার অপুৰ্ব্ব দৃশু হুইত, সন্দেহ নাই। অনেকে বলিয়া থাকেন যে, রাজ রাজবল্লডের কীৰ্ত্তি নাশ করিয়া পদ্ম। এখানে "কীৰ্ত্তিনাশ” নাম লাভ করিয়াছে ॥৯ রাজা রাজবল্লভের অসাধারণ উন্নতির সহিত তাহার নিজ সমাজসংস্কারের ও মুখে8 আগ্রহ দেখা গিয়াছিল । সেই সমশ্নের ঐতিহাসিক ওয়ার্ড সাহেব লিখিয়াছেন যে, রাজ রাজ বল্লভ নানা স্থানের প্রধান প্রধান ব্রাহ্মণপণ্ডিতের ব্যবস্থা | লছয় বঙ্গীয় বৈস্তুসমাজে যজ্ঞসুত্র প্রবর্তন করেন । তদুপলক্ষে । তাছার মুর্শিদাবাদের বাটতে একটা বড় পণ্ডিত্তসভা অধিষ্ঠিত হইয়াছিল। সমাজে উন্নতি বিধান করিয়া তিনি পূৰ্ব্ববঙ্গের বৈস্তুসমাজে সমাজপতি হইয়াছিলেন । গুনা যায়, তাহার এক স্বালবিধবা কম্ভায় দুরবস্থা দেখিয় তিনি বঙ্গসমাজে অক্ষতযোনি বালবিধবার বিবাহ প্ৰথা প্রচলনের জন্য সকল পণ্ডিঙের ৰ্যবস্থা লইয়াছিলেন । নবদ্বীপাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র তাহার বিরোধী হওয়ায় তাহার এই উদ্দেশু স্বসিদ্ধ হয় নাই ; রাজ রাজবল্লভ সোম, দখিণরাটীয় কায়স্থবংশীয় এক জন মছামান্ত ও প্রসিদ্ধ ব্যক্তি ৷ বঙ্গের না এবমুবাদার মহারাজ জানকীরামের পৌত্র ও উড়িষ্যার একতম সুবেদার মহারাজ দুল্ল ভরামের পুত্র । সিয়াজের সিংহাসন লাভের পুৰ্ব্বে তিনি goto &alwto "ofn" (Paymaster-General of the তিনি যে সকল মুরম্য হর্মু ও দেবকীৰ্ত্তি ।

  • চাদরায়, কেদার রায় ও নওপাড়ায় চৌধুরীগণের কীৰ্ত্তি পাশ করিয়া পদ্মার মাম কীৰ্ত্তিনাশ হয় । ।

t Ward's on Hindoos, ! मशैग्नाद “|७ुणt'(ग्न अभट श्७ग्राम कोर्थ, श्म्न मरे । forces) পদ লাভ করেন । তৎপরে সিরাজউদ্দৌলার সময়ে তিনি “atritu" (Financial Minister) s «innta utfąwifi(Comptrollergeneral) *CM offes TaifEtz-, EwS তিনি সিরাজউদ্দৌলার নিকট মুর্শিদাবাদ জেলা জায়গীর পাছস্নাছিলেন । ইষ্টইণ্ডিয়াকোম্পানির প্রথম রাজস্ব বন্দোবস্তের সময় রাজ রাজবল্লভ লর্ড ক্লাছবের যথেষ্ট সাহায্য করিয়াছিলেন । পলালীযুদ্ধের পর রাজবল্লভ কলিকাতায় স্থতামুটীর অন্তর্গত বাগবাজারে আদি বাস করেন। এখানে ভিনি যে স্থানে বাস করিতেন ও যেখানে তাহার বৃহৎ রাজভবন ছিল, তাহ এখন “রাজ বল্লভপাড়া” বলিয়! গণ্য । তাহার নামানুসারে “রাজ রাজবল্লভের স্ট্রীটু” ও “রাজ রাজবল্পষ্ঠের ঘাট” এখনও সৰ্ব্বজনপরিচিত । ইষ্টইণ্ডিয়া কোম্পানির নাম কার্য্যে সাহায্য করায় লর্ড ক্লাইব তাছাকে উপযুক্ত পারিতোষিক দিতে ইচ্ছ। করেন, কিন্তু তিনি আপন পদমর্যাদার দিকে লক্ষ্য করিয়া সেই পারিতোধিক অগ্রহ করেন। তাছার সময়ে তিনিই পদমৰ্য্যাদায় রাঢ়ীয় কায়স্থ-সমাজে সৰ্ব্বশ্রেষ্ঠ বলিয়। গণ্য ছিলেন। রাজা নবকৃষ্ণ বাহাদুরের মাতৃ শ্রান্ধে এখানে বঙ্গের সকল প্রধান প্রধান রাঞ্জ ও জমিদার উপস্থিত থাকিলেও শ্রান্ধসভায় মক্কারাজ রাজবল্লভই শ্রেষ্ঠাসল গ্রহণ করেন । ১২০৫ বঙ্গাস্বে রাজবল্লভের মৃত্যু হয়,তাহার তিনবর্ষ পূৰ্ব্বে তাহার একমাত্র পুত্র রাজা মুকুনীবল্লভের মৃত্যু ঘটে। মুকুন্দবল্লভের পত্নী রাণী জয়মণি রাজ গৌরবল্লভকে দত্তক গ্রহণ করেন। এই গৌরবল্লভের পুত্র রুক্মিণী বল্লভ। রাজা রাজবল্লভ রায় ২০ কুড়িলক্ষ টাকা অায়ের সম্পত্তি রাথিয় যান। কিন্তু র্তাছার মৃত্যুর পর হংরাজ গবর্ণমেণ্ট তাহার জায়গীর বাজেয়াপ্ত করিয়া তাহার উত্তরাধিকারী রাজ। গৌরবল্লভকে কেবল বার্ষিক লক্ষ টাকা মায়ের সম্পত্তি বৃত্তিস্বরূপ দেন, তাহts পরে নানা দুর্ঘটনায় ও মোকদ্দমায় ক্রমেই নষ্ট হইতে থাকে। এক্ষণে রাজবল্লভের বংশধরগণের অবস্থা অতি শোচনীয় । রাজালী খাঁ ফরুর্থী, খাদেশের জনৈক মুসলমানশাসনকৰ্ত্ত।। ১৫৭৬ খৃষ্টাম্বে স্বীয় ভ্রাত ২য় মীরণ মহম্মদ খাঁর মৃত্যুর পর তিনি সিংহাসনারোহণ করেন । এই সময়ে মোগল-সম্রাট, আকবর শাহ সমগ্ৰ জাৰ্য্যাবর্জভূমে স্বীয় শাসনদও পরিচালিত করিয়াছিলেন। রাজা আলী খ সম্রাট আকবর শাtছর দোর্দ ও প্রতাপ লক্ষ্য করিয়া বংশের সন্মানবদ্ধক রাজোপাধি পরিত্যাগ করেন এবং সম্রাটের আয়ুগত্য স্বীকার কৱিৰ তাহার অধীন হন। এই সময়ে তিনি মোগল-সম্রাটকে প্রভূত, পরিমাণে ধনরত্ন উপঢৌকন্ধ দান করেন। আহ্মদনগর s’