পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৪৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামকৃষ্ণ ভট্ট [ 88२ ] রামকৃষ্ণ বৈদ্যরাজ প্রভুর লীলাবসান হষ্টলে তাহার আস্থগুলি এক সপ্তাহকাল কাশীপুরের উদ্যানে রাথিয়া, পরে জন্মাষ্টমীর দিন কাকুড়গাছার যোগোষ্ঠানে সমাহিত হয়। তথায় অস্থাপিও নিতা-পূজাদি হইতেছে এবং প্রতিবৎসর এই প্রতিপদ তিথি eষ্টতে জন্মাষ্টম পর্যান্ত তথায় বিশেষ পূজাদি হয় ও শেষ দিবসে তথায় প্রভূর নিত্যাবির্ভাব নিমিত্তক রামকৃষ্ণোৎসব হচয় থাকে। রামকৃষ্ণদেব যদিও মানবলীল। শেষ করিয়াছেন, কিন্তু তিনি যাহা বলিয়া গিয়াছেন তাছ। কায্যে পরিণত হঠতেছে । তিনি বলিয়াছিলেন যে, “আম! অপেক্ষ আমার নাম বড়–নামেই সকল সাধ মিটিবে । সেই “রামকৃষ্ণ’ নামের যে মহিমা তাহা তাহার শিষ্যসম্প্রদায় বিশেষরূপে উপলব্ধি করিয়াছিলেন এবং যাহারা বাস্তবিক ধৰ্ম্মপিপাসু তাহারা ও নামের মাহাত্মা বুঝিয়া জন্মহারা হইয়াছেন। বর্তমান সময়ে তাহার শিষ্যসম্প্রদায়ের যত্নে কলিকাতার উত্তর উপকণ্ঠস্থিত কাশীপুরের অপরপারে গঙ্গাতীরবর্তী বেলুড়গ্রামে শ্ৰীশ্ৰ৮ রামকৃষ্ণদেবের মঠ প্রতিষ্ঠিত হইয়াছে। এখানে ও দক্ষিণেশ্বরের মন্দিরে প্রতিবৎসর তাহার উদ্দেশে এক একটি উৎসব হইয়া থাকে । রামকৃষ্ণ দৈবজ্ঞ ১ তত্ত্ব প্রকাশিকার ভাস্বর্তী নাম্নী টীকা ও ভাস্বতাচক্ররশু,দাহরণ নামক গ্ৰন্থ প্রণেতা। ২ নৃসিংহ দৈবজ্ঞের পুত্র । ইনি ১৩৩৯ খৃষ্টাব্দে গণিত মুতলহরী নামে একখানি লীলাবতীবৃত্তি রচনা করেন। এতদ্ধির ইহার রচিত তাজি ককৌস্তুভ ও নলিকাবদ্ধপদ্ধতি নামে আরও দুষ্ট থানি জ্যোতিগ্রস্থ পাওয়া ধায় । রামকৃষ্ণ পণ্ডিত, ১ ধৰ্ম্মানবন্ধ রচয়িত । ২ অপর একজন পণ্ডিত । হনি শিবতত্ত্ববোধপ্রণেতা যাদব পণ্ডিতের গুরু । ৩ অধিীধিতিভাবাৰ্থ নামক হয়গ্ৰন্থ রচয়িতা। রামকৃষ্ণপুর, কলিকাতার অপরপারে গঙ্গাতীরে অবস্থিত একটি নগর । ইষ্ট-ইণ্ডিয়া রেলের মুগ্রসিদ্ধ হাবড়া ষ্টেসনের দক্ষিণে অবস্থিত। এখানে চাউলের বিস্তৃত কারবার আছে । রামকৃষ্ণ ভট, এই নামে কএকজন পণ্ডিত দেখতে পাওয়৷ যায়। ১ অব্যয়ানি নামক ব্যাকরণ গ্রন্থ প্রণেত।। ২ কোটিহোম”তমুখাদি প্রয়োগপদ্ধতি রচয়িত।। ৩ গণপাঠ ও শকবোধএক্রিয়া-প্রণেতা । ৪ প্রয়োগদীপিক-রচয়িত।। ৫মধব ত?চপেটপ্রদীপ নামক গ্রন্থ প্রণেত।। ৬ রামকৌতুহল নামে সঙ্গীতসারেদ্বীপ রচয়িত ৭ অtখলায়ন গৃহোক্ত-বাস্তুশাস্তি-রচয়িতা । ৮ বিভাগ তত্ত্ববিচার নামক দীধিতিকার । ৯ ব্যবস্থারদর্পণপ্রণেতা। ১• বৈয়াকরণসিদ্ধান্তরত্নাকর নামে সিদ্ধাস্তকৌমুদীটকা প্রণেতা। ইনি sিরুনল চট্টের পুত্র ও বেঙ্কটের পৌত্র। ১১অনস্তএতোদ্ব্যাপনগ্রয়োগ, জীবৎপিতৃক কৰ্ত্তব্যনির্ণয়, মাসিকশ্রাদ্ধনির্ণয় ও শিবলিঙ্গপ্রতিষ্ঠাবিধি প্রভৃতি গ্রন্থ-রচয়িত। ইনি নারায়ণ সুরির পুত্র এবং কমলাকরের (১৬১২ খৃঃ অঃ) পিতা । ১২ রসেন্দ্রকল্পদ্রুম নামক বৈসুক গ্ৰন্থ রচয়িত। নীলকণ্ঠ ভট্টের (দ্রাবিড়) পুত্র । ১৩ তীর্থরত্নাকর বা রামপ্রসাদ, প্রতাপমাত্ত্বও এবং সিদ্ধান্তচন্দ্রিক বা যুক্তিস্নেহপ্রপুরণা নামে শাস্ত্র প্রদীপের একথানি টকা প্রণেত। ইনি ১৫৪৩ খৃষ্টাব্দে বারাণসী ধামে শেষোক্ত গ্ৰন্থখালি সমাপন করেন । রামকৃষ্ণ ভট্টাচাৰ্য্য, ১ শূলপাণিকৃত প্রায়শ্চিত্ততত্ত্ববিবেকের প্রায়শ্চিত্তকৌমুদী নাম্নী টকা-রচয়িত। ২ সংকল্পকৌমুদী ( মীমাংস ), সাংখ্যকৌমুদী, সাংখ্যপার ও স্মৃতিকৌমুদী নামক কমুখানি ওস্থ রচয়িত।। রামকৃষ্ণ ভট্টাচাৰ্য্য চক্রবর্তী, মবিখ্যাত নৈয়ায়িক শিরো মণি ভট্টাচায্যের ( রঘুনাথ ) পুত্র। ইনি রঘুনাথ কৃত কিরণবলগুণ প্রকাশদীধিতির টীক1, দ্যায়-দীপক ও হায়লীলাবতী প্রকাশ নামক গ্ৰন্থ রচনা করেন । | রামকৃষ্ণ মিশ্র, জনৈক প্রসিদ্ধ পণ্ডিত। ইনি সিদ্ধান্তচন্ত্রিক। কার শিবচন্দ্র সিদ্ধাস্তের গুরু। রামকৃষ্ণ রায়, নাটোর রাজবংশের জনৈক রাজা। বিখ্যাত। রাণী ভবানা ইহাকে পোষ্যপুত্র গ্রহণ করেন। সম্রাট শাহ আলম ইহাকে ‘মহারাজাধিরাজ পৃথ্বীপতি বাহাদুর উপাধি দান করিয়াছিলেন। লর্ড কর্ণওয়ালিসের দশশালা বন্দোবস্তের সময় ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানীর ব্যবস্থামতে যখন নাটোরের অধীনস্থ তালুকদারগণ সাক্ষাৎ সম্বন্ধে ইংরাজরাজকে কর দিতে আদিষ্ট হইলেন, তখন তিনি আপনার ক্ষমতা হ্রাস হইতেছে দেখিয়া বিস্তর আপত্তি উথাপন করেন । এই গোলধোগে এবং ধৰ্ম্মকৰ্ম্মে অত্যধিক নিষ্ঠাহেতু রাজা রামকৃষ্ণ মুখৃঙ্খলে রাজকাৰ্য্য পরিচালন করিতে সমর্থ হন নাই। তাহার অধিকৃত কতকগুলি পরগণা বিক্রয় হইয়া ধায়। এই সময়ে রাণী ভবানী নাটোর-দম্পত্তি রক্ষার জন্ত আর একবার কার্য্যভার গ্রহণ করেন। রামকৃষ্ণের খামাপুঞ্জায় ঐকান্তিকী ভক্তি থাকায় তিনি বিষয়কামনা ৰজ্জ্বন করিতে চেষ্টা পান। তাহার ফলে অনেক সম্পত্তি দীঘাপতিয়ার দয়ারামের ও নড়াইলের কালীশঙ্কর রায়ের কবলিত হয়। কএকটা সম্পত্তি গোবরডাঙ্গার খেলারাম মুখোপাধ্যায় ও কলিকাতার গোপীমোহন ঠাকুর ক্রয় করেন। রামকৃষ্ণ সাধক ও সিদ্ধ পুরুষ ছিলেন। এ সম্বন্ধে অনেক কিংবদন্তী আছে। ১৭৯৪ খৃষ্ঠাম্বে তিনি পরলোক গমন করেন । রামকৃষ্ণ বৈদ্ধরাজ, কনক্ষসিংহ প্রকাশ নামক বৈদ্ধক গ্রন্থ