পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৪৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামগঙ্গ [ ৪৪৩ ] রামগড় রচয়িত। ইনি বেহার-প্রদেশের অন্তর্গত বাগেশ্বরের অধিপতি কন কসিংহের আশ্রয়ে থাকিয় ঐ গ্রন্থ প্রণয়ন করেন। রামকৃষ্ণ শেষ, রসিকসঙ্গীবনী নামে অমরুশতকের টাকাকার। রামকৃষ্ণানন্ত, প্রত্যকৃতত্ব প্রকাশিকা প্রণেতা। রামকৃষ্ণানন্দ, মগভাৰ্য্যটকা-রচয়িতা। রামকৃষ্ণানন্দ তীর্থ, রামাত্মৈক প্রকাশিকাপ্রণেতা সত্যজ্ঞানী নন্দ তীথ যতির গুরু । রামকেলী ( স্ত্রী ) রাগিণীভেদ, রামকরা । [ রাগশব্দ দেখ। ] রামকেশবতীর্থ ( ক্লী ) তীর্থভেদ । ( শিবপুরাণ ) রামকোট, অযোধ্যা প্রদেশের সীতাপুর জেলার অন্তর্গত একট পরগণ ও তদন্তৰ্গত একটা গণ্ডগ্ৰাম | 2বাদ, দশরথতনয় রামচন্দ্র বনগমনকালে এই নগর স্থাপন করিয়া যান । এথানকার তালুকদারগণ জানবারবংশীয় রাজপুত। ১৭০৭ পৃষ্ঠাধে এই বংশের আদিপুরুষ কোন সদর কচ্ছের। দিগকে পরাঞ্জিত করিয়৷ এই স্থান অধিকার করেন । রামকা ( দেশজ ) ভারতীয় সঙ্গীত-শাস্ত্রোক্ত স্বরক্রমভেদ । রামক্ষেত্র ( ক্লা) জনপদভেদ ও একটা প্রাচীন তীর্থ। ( তাপখ০ ৭৩ অঃ ) রামখণ্ড, সহাদ্রিশৈলের অন্তর্গত একটা প্রাচীন তীর্থ ও দেবক্ষেত্র, এই স্থান অতি পবিত্র। (সাহাদ্রি • ২l8|৩৭) রামস্কা, বোম্বাই প্রেসিডেন্সীর গোহেগবাড় প্রদেশস্থ একটা । ক্ষুদ্র সামস্তরাজ্য। ভাড়নগর-গো গুলি রেলপথের ঢোল জংসন হইতে ৩০ ক্রোশ উত্তরে অবস্থিত। এখানকার ঠাকুরের বড়োদূর গাইকোবাড়কে ও জুনাগড়ের নবাবকে কর দিল্প থাকেন। রামখড়া (দেশজ ) উৎকৃষ্ট খড়ি। রামগঙ্গা ( পুৰ্ব্ব ), যুক্ত-প্রদেশের কুমায়ুন জেলায় প্রবা স্থিত একটা নদী । হিমালয়-পৃষ্ঠের ৯• • • ফিন্টু উচ্চ স্থান হইতে । সমুদ্ভুত হইয়া ইহা দক্ষিণাভিমুখে ৫৫ মাইল আসি৷ রামেশ্বরসঙ্গমে সরযুতে মিশিয়াছে। তদনন্তর উভয় স্রোতস্বিনী রামগঙ্গা নামে প্রবাহিত হইয়া কালী নদীতে মিলিত হইয়াছে। রামগঙ্গা (পশ্চিম ), কুমায়ুন ও রোহিলথগুবি ভাগে এবং যুক্ত প্রদেশে প্রবাহিত একটা নদী। হিমালয় পৰ্ব্বতের অক্ষা৩০°৬' উঃ এবং দ্রাঘিs ৭৯০২০ পুং স্থান হইতে উদ্ভূত হইয়া গড়বাল ও কুমায়ুন শৈলমালার মধ্য দিয়া ১•• শত মাইল পথ অতিক্রম করিয়া বিজনেীর জেলায় কালীগড়ের সমতল ক্ষেত্রে পড়িয়াছে। এখান হইতে ১৫ মাইল দক্ষিণে আসিয়ু কোহ নামক স্রোতস্বিনীর সহিত মিশিয়া অবিরাম গতিতে মোরাদ।-- স্বাদ জেলার মধ্য দিয়া মোরাদাবাদ নগরকে দুক্ষিণে রাখিয়া বেরেলা জেলায় আসিয়াছে ; পরে বুদাউন, শাহজাহানপুর, জালালাবাদ কানপুর গ্রভূতি স্থান অতিক্রম করিয়া অযোধ্যা প্রদেশের হার্দোই জেলায় অtসিয়া কনোজের অপর পারে গঙ্গা নদীতে মিশিয়াছে। কুশ, শঙ্ক, দেবহু বা গাড়। নামক শাখানদীত্রয় হহার কলেবর পুষ্টি করিতেছে । পাকতীয় অধিত্যকাভূমিতে প্রবাহিত হওয়ায় ইহার স্রোতোগতি স্থানে স্থানে ভয়ানক বেগযুক্ত। এই কারণে সময় সময় ই হার গতিপরিবর্তন দেখা যায় । রামগড়, মধ্যপ্রদেশের মণ্ডলাজেলার অন্তর্গত একটা উপ বিভাগ। ভূপরিমাণ ২৬৭৭ বর্গমাইল। ২ উক্ত জেলার একটি নগর । অক্ষle ২২° ৪৭’ উঃ এবপ্রাঘি, ৮১° পুকে । একটা পৰ্ব্বতের চূড়ায় অবস্থিত। এই পথত সাহুর নিম্নে বুইনের নদী প্রবাহিত। গুড়ের অপরপারে অমরপুর গ্রাম, এখানে ইংরাজসৈষ্ঠের একট ছাউনী আছে। స్క్రీty e খৃষ্টাব্দে রাজা লরেঞ্জ শ। মুসলমানসেনার मई f८ग्रं স্বীয় ভ্রাত কর্তৃক রাজ্যচ্যুত হন। তিনি জনৈক সামন্তের সাহায্যে মুসলমানদিগকে পুনঃপরাভূত করিয়া নঃরাজ্য উদ্ধার করেন, ঐ সর্দারকে তিনি রাজ উপাধি দিয়। রামগড় রাজ্য দান করিয়াছিলেন । রাঞ্জ নরেন্দ্ৰ শ। উক্ত সদারের উপর বাtষক যে রাজস্ব নিদ্ধারণ করয়tছলেন ১৮১৮ খৃষ্টাব্যে এই BKS BBBYBB KK KDBZBSKK BBB BB KBDS BBSBBS 1ছলেন । ১৮৫৭ খৃ8াবে গড়হা-মণ্ডলার গোড়রাজত্ব"শধর রাজা শঙ্কর শ৷ বিদ্রোহী হন । হংরাঞ্জের বিচারে তিনি ৫াণদণ্ডে দণ্ডিত হইলে তাহার রাণী স্বীয় উন্মাদপুত্র অমানসিংহের BK KEBB BBBB BBBS BB Kgg BDBSBB KSBJ ক একটা খণ্ড যুদ্ধ হয় । রাণী স্বীয় দলবল লইয়। স্বয় রণক্ষেত্রে অবর্তীণ হইয়াছিলেন । যুদ্ধে পরাজি ন্ত হইয়া রাজমহিষী পঠায়ন করেন । ইংল্পাঞ্জসেন। তাছার পদমুসরণ করিতেছে জানিয়া তিনি স্বীয় বক্ষে তরবারি বসহি য়। দেল । সেই অবস্থ{য় তাহাকে ইংরাজKBB BBS DDDSBBS BBBB BBB BDDB BBB প্রাপ্ত ঘটে। অমানসিংহ ও তাছার দুই পুত্র ইংরাজকরে আত্মসমপণ করে । ইংরাজ রাজ তাহীদের রাজ্য ও BSKBBB BSBY KBK KBBB KBBK BBBB BBBB S রামগড়, মধ্যভারতের ভোপাল এজেন্সীর অধীনস্থ একটা ঠাকুরাত সম্পত্তি । এখানকার ঠাকুরগণ যে সকল ভূমি রক্ষা করেন, তাহার জন্ত তিনি বিভিন্ন সামগুরাঞ্জের নিকট হইতে অর্থ-সাহায্য পাহস্থ থাকেন। ঐ তন্‌খ তিনি পলিটিকেল এজেণ্টের হস্ত দ্বিগ্ন প্রাপ্ত হন । হোলকাস