পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৫০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামমোহন রায় রামমোহন রায় 3. হুলস্থূল পড়িল । কেবল কলিকাতায় কেন, সমুদায় বঙ্গভূমিতে জান্দোলনের তরঙ্গ বহিল। বাবুদিগের বৈঠকখানায়, ভট্টাচার্য্যের চতুষ্পাঠীতে, পল্লীগ্রামের চণ্ডীমণ্ডপে যেখানে সেখানে রামমোহন রায়ের কখ। অন্তঃপুর মধ্যেও আন্দোলনের শ্রোত প্রবাহিত হইতে বাকি থাকি ল না। তাছার আশ্চৰ্য্য ক্ষমতা, গভীর বিস্কা ও মধুর ব্যবহারে কতকগুলি সম্রাস্ত লোক তাহার প্রতি আকৃষ্ট হইলেন । গোপীমোহন ঠাকুর, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, (ইনি জষ্টিস জমুকুল মুখোপাধ্যায়ের পিতা, হিন্দু কলেজের একজন সংস্থাপক, এবং উক্ত কলেজের প্রথম সম্পাদক i ) জয়কৃঞ্চ সিংহ, কাশীনাথ মল্লিক, বৃন্দাবন মিত্র, (ইনি রাজা পীতাম্বর মিত্রের পুত্র ও ডাক্তার রাজেস্ত্রণাল মিত্রের পিতামহ ), গোপীনাথ মুল্লী, রাজা বদনচন্দ্র রায়, ( ইনি রাজা নরসিংহের সম্পৰ্কীয় ), রঘুরাম শিরোমণি, হরনাথ তর্কভূষণ, দ্বারকানাথ মুন্সী প্রভৃতি কয়েকজন জাহার নিকট সৰ্ব্বদাই আসিতেন । চন্দ্রশেখর দেব ( বৰ্দ্ধমানাধিপতির রাজকাৰ্য্যনিৰ্ব্বাহক সভার মেম্বর ), তারাচাঁদ চক্রবর্তী (বৰ্দ্ধমানরাজের রাজকাৰ্য্যনিৰ্ব্বাহক সভার সভ্য ), প্রভৃতি অনেককে লইয়৷ তাহাদের একটি রাজনৈতিক দল গঠিত ছিল । সেই দলটি তারাচাদ বাবুর সংস্রব হেতু তৎকালীন শিক্ষিত সমাজে “Chakrabarti-Faction afsson ofaf5sfge i Hrafistest: বম্ব (রাজনারায়ণ বস্ন মহাশয়ের পিতা ), ভৈরবচন্দ্র দত্ত, নিমাইচরণ মিত্র, ব্ৰজমোহন মজুমদার, রাজনারায়ণ সেন, রামনৃসিংহ মুখোপাgায়, হলধরচন্দ্র বস্থ,মদনমোহন মজুমদছ, অন্নদাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, টাকার জমিদার রায় কালীনাথ চৌধুরী প্রভৃতি কয়জন তাহার উপদেশ গ্রহণ করিয়াছিলেন। এতদ্ভিন্ন সল্ট বোর্ডের দেওয়ান ও জ্ঞানরত্নাকরগ্রন্থের সংগ্রাহক নীলরতন হালদার, খিদিরপুর ভূকৈলাসের রাজবংশীয়'রাজ। কালীশঙ্কর ঘোষাল, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর প্রভৃতি স্বপ্রসিদ্ধ ব্যক্তিগণের ও যথেষ্ট অনুরাগ হইয়াছিল। তিনি দুই তিনজন সুপণ্ডিত লইয়া সৰ্ব্বদা তাহাদের সহৰাসে কালধাপন করিতেন । তাহার একজন অমুগত শিষ্য বলেন,—“রামমোছন রায় যখন ১৭৩৪ শকে রহ্মপুরের বিষয়কাৰ্য্য পরিত্যাগ করিয়া এক ঈশ্বরের উপাসনা প্রচারেব উদ্দেশে কলিকাতায় আগমন করেন, তখন হরিহরানন্দ তীর্ণ স্বামীকে আপনার সঙ্গে লইয়া আইলেন । তীর্থস্বামী দেশপর্যটন করি দপুরে উপস্থিত হইয়া মোহন রায়ের 哆 to: পরিতৃপ্ত হইয় তাহাকে সম্মানপূৰ্ব্বক গ্রহণ করেন ; এবং তীর্থস্বামীও তাছার প্রণয়পাশে ৰদ্ধ হইয়া ছায়াবৎ তাহার সঙ্গ ত্যাগ করিতেন না। তিনি তন্ত্রোক্ত সাধন বামাচারে রত ছিলেন এবং মহানিৰ্ব্বাণতন্ত্রামুবাষ্ঠী ব্রঙ্গোপালক ছিলেন । অবধূতাশ্রম গ্রহণ করিবার পুৰ্ব্বে তাহার নাম ননীকুমার ছিল । তাছায়ই কনিষ্ঠ ভ্রাতা রামচন্দ্র বিস্তাবাগীশ । ইনি ব্রাহ্মসমাজের সুপরিচিত গ্ৰথম আচাৰ্য্য । হরিহরাননা তীর্থস্বামী, বিদ্যাবাগীশ মহাশয়কে রামমোহন রায়ের নিকটে অনিয়া সমৰ্পণ করেন। ক্রমে ক্রমে বিদ্যাবাগীশ তাহার একজন প্রধান সহযোগী হইয়া উঠিলেন * । রামমোহন রায়ের নিকটে শিবপ্রসাদ মিশ্র নামক একটা হিন্দুস্থানী ব্রাহ্মণ থাকিতেন ; তাহার সহিত তিনি উপনিষদের আলোচনা করিতেন।” যে সকল ব্যক্তির নাম করা হইল, ইছারা সকলেই যে ধৰ্ম্মামুসন্ধানে তাহার নিকট আসিতেন, এরূপ নহে। বৈষয়িক বিষয়ে পরামর্শ গ্রহণ করিবার জন্ত ও কেহ কেহ আসিতেন। পৌত্তলিকতার বিরুদ্ধে রামমোহন রায়ের প্রবল প্রতিবাদের জন্য র্ত{হtয়া কেহ কেহ আসা বন্ধ করিয়া দিলেন । v দ্বারকানাথ ঠাকুর, রাজা কাণীশঙ্কর ঘোষাল এবং গোপীনাথ মুনী তাছাকে কখনও পরিত্যাগ করেন নাই। দেশশুদ্ধ লোক তাছার শক্র হইল । অনেকেই নানাপ্রকারে তাহার অনিষ্ট চেষ্টা করিতে লাগিল, আবার এমন কতকগুলি লোক ছিলেন, র্যান্থার রামমোহন রায়ের সাক্ষাতে আত্মীয়তা প্রকাশ করিতেন, অথচ গোপনে গোপনে তাহার অনিষ্ট চেষ্টার ক্রটি করিতেন না। ধৰ্ম্মপ্রচারের জন্য রামমোহন রায় চতুৰ্ব্বিধ উপায় অবলম্বন করিয়াছিলেন। প্রথম-কথোপকথন ও তর্কবিতর্ক; দ্বিতীয়— বিদ্যালয় সংস্থাপনদ্ধার ও অন্ত প্রকারে শিক্ষাদান ; তৃতীয়— পুস্তক প্রচার ; চতুর্থ-সভাসংস্থাপন । রামমোহন রায় যখন দেখিলেন যে, পুস্তক প্রচার সত্যধৰ্ম্ম প্রচারের একটি প্রকৃঃ উপায়, তখন তিনি ক্রমে ক্রমে ব্ৰহ্মজ্ঞান প্রতিপাদক গ্রন্থ সকল নিজ ব্যয়ে মুদ্রিত কলিয়া বিন মূল্যে বিতরণ করিতে লাগিলেন। তিনি প্রথমে ১৭৩৭ শকে, বাঙ্গাল। ভাষায় লেদাস্তস্বত্রের ভাষ্য প্রকাশ করিলেন। রামমোহন রায়ের স্ব প্রশস্ত হৃদয় কেবল বঙ্গভূমির মধ্যে दछ झिल न। फ़ेश गम ? उॉब्रtष्ठग्न छशं क्रमान कब्रिङ ।

  • ইংর নিবাস মালপাড়। গ্রামে ছিল। ইনি পরে সংস্কৃত কলেজে

স্মৃতিশাস্ত্রের অধ্যাপক হইয়াছিলেন ।