পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৫০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামমোহন বন্দ্যোপাধ্যায় [ ¢०१ ] রাম রায় কার্য্যে অত্যধিক পরিশ্রমের পর তিনি আর বিশ্রামের অবসর পান নাই। ডাক্তার কাপেণ্টার তাহাকে বিশ্রামের জল্প অসুরোধ করিলেও তিনি বন্ধুবর্গের আতিথ্য উপেক্ষা করিতে পারেন নাই। যে সকল লোক তাছার স্মৃতি সাক্ষাৎ করিতে আর্মিত,তিনি তাহাদিগকে বিমুখ না করিয়া উপযুক্ত উত্তরদানে তাহাদের তৃপ্তি সাধন করিড়েন। এতদ্ভিন্ন উপাসনালয়ে গমন ও অন্যাস্ত স্থান পরিদর্শনে তিনি বিরত ছিলেন না। ১৯শে সেপ্টেম্বর তাছার সামান্ত জর বোধ হইল। চিকিৎসক প্রবর এসলিন, পিচার্ড ও কারিক তাহাব চিকিৎসা করেন এবং সুপ্রসিদ্ধ ডেভিড্‌ ছেয়ার সাহেবের ভগিনী কুমারী হেয়ার ও তাহার ভ্রাতা, পূৰ্ব্বোক্ত কুমারীদ্বয়, ডাঃ এসলিনের মাতা এবং রাজার ভূতাদ্বয় ও রাজারাম সকলেই বিশেষ যত্নের সহিত তাহার সেবা করিয়াছিলেন। ১৮৩৩ খৃঃ অদ ২৭শে সেপ্টেম্বর রাত্রি দুই ঘটিকা ২৫ মিনিটের সময় চন্দ্রালোকোদ্ধাসিত রজনীতে রাজার প্রাণবায়ু বহির্গত হইল । তাহীর মৃত্যুতে ইংলণ্ডবাণী ও ভারতবাসী সকলেই কাদিয়াছিল। তাহার শুশ্ৰুষাকারী ইংলণ্ডবাসী পুরুষ ও কুমারীগণের আগ্রহে তন্মুহূর্তে রাজার মস্তক ও মুথের একটা প্রতিমুঠি প্রস্তুত হইয়াছিল। পাছে স্বীয় পুত্ৰগণ বিষয়াধিকার হইতে বঞ্চিত হন, সেষ্টজষ্ঠ রাজা পুৰ্ব্ব হইতেই তাহার যুরোপীয় বন্ধুগণকে অনুরোধ করেন যে, খৃষ্টান দগের সমাধিস্থানে, অথবা খৃষ্টানদিগের অস্ত্যেষ্টিক্রিয়ার পদ্ধতি অনুসারে তাছাকে যেন সমাছিত ন৷ করিয়া কোন স্বতন্ত্র স্থানে প্রোথিক করা হয়। যে হেতু হিন্দু প্রথানুসারে ও আইন অনুসারে ইহাতে তাহার জাতি নষ্ট হইবে না। তাহার মৃতশরীরেও যজ্ঞোপবীত দেখা গিয়াছিল। তাহার ইচ্ছা মত তদীয় মৃতদেহ ষ্টেপলটন গ্রোভের নির্জুন এক বৃক্ষবাটিকায় নিঃশব্দে সমাহিত করা হইয়াছিল ( ১৮ই অক্টোবর) । তাহার বন্ধু দ্বারকানাথ ঠাকুর ইংলও গমন করিয়া Arno’s vale নামক স্থানে তাহার শব স্থানান্তরিত করিয়া তদুপরে একট সুন্দর সমাধিমন্দির প্রস্তুত করিয়া দিয়াছিলেন। রামমোহন বন্দ্যোপাধ্যায়, নীয়া জেগার অন্তর্গত ভাগীরথীর পূর্ব তীরবর্তী মেটের গ্রামনিৰাপী একজন বাঙ্গালী কবি, বলরাম বনোপাধ্যায়ের পুত্র। ইনি পিতার আদেশে নিজ গৃহে সীতারাম বিগ্রন্থ স্থাপিত করিয়া অতিশয় ভক্তি সহকারে উৎসবাদি ਸ਼ਾਂਸ਼ করিয়াছিলেন। ই ছায় মানস স্বভাৰতঃ কবিতালোকে সমুঙ্গভাসিত ছিল। ইনি আপনার কবিত্বের निण*न श्वक्र* ब्रांभांङ्ग* बांलांग *tछ अष्ट्र दाल पब्रिग्न यॉन । ইহায় পপ্ত ്ണ്ണങ്ങ প্রাঞ্জলতাগুণে বিভূষিত না হইলেও | কবির প্রতিভার পরিচায়ক। ইহার পক্সের অল্পমাত্র উদ্ধৃত হইল । যথা— “অষাঢ়ে নবীনমেঘ দিল দরশন। যেমন সুন্দর শু্যাম রামের চরণ ॥ ঘন ঘন ঘন গর্জে অতি অসম্ভব। যেমন রামের ধনু টঙ্কারের রব ॥ রয়ে রয়ে সোদমিনী চমকে গগনে । যেমন রামের রূপ সাধকের মনে ॥ ময়ুর করয়ে নৃত্য নবমেঘ দেখি । রাম দেখি সজ্জন যেমন হয় সুর্থী ॥" ইত্যাদি ১৮৩৮ খৃষ্টাব্দে এই গ্রন্থ রচনা পরিসমাপ্ত হয়। রামযন্ত্র ( ক্লী ) তন্ত্রোক্ত যন্থবিশেষ। . রামযশস, গেমেন্দ্রের সমসাময়িক একজন কবি। ভারত মঞ্জরীতে ষ্টষ্ট র উল্লেখ আছে। রামরক্ষ, মন্ত্রাত্মক কবচোষধবিশেষ । রামরঙ্গপত্তন, আরিরাজ্যের অন্তর্গত একটা প্রাচীন নগর । ( ভবিষ্যৎ ব্রহ্মখণ্ড ১৫৫ ) রামরহস্যোপনিষদ, উপনি যুদ্ভেদ । রামরাজ, দাক্ষিণাত্যের বিজয়নগরের একজন রাজা । ইনি দক্ষিণাত্যের মুসলমানরাজচতুষ্টয়ের বিরুদ্ধে যুদ্ধ করিয়া নিহত হন । ১৫৬৫ খৃষ্টাব্দে জানুয়ারী মাসে কৃষ্ণানদীতীরে এই ভীষণ যুদ্ধ সংঘটিত হয় । এই যুদ্ধে রামরাজের সহিত লক্ষ হিন্দুসেন নিষ্ঠত হয়। যুদ্ধাবসানে রামরাজ নিজাম হুসেনশাহের সম্মুখে আলী ত হইলে তিনি তদণ্ডেই বিজয়নগরাধিপের শিরশেদের আদেশ দেন এবং ত্ৰিশূলে বিদ্ধ করিয়া জয়স্থ স্তস্বরূপ বিজাপুরে লইয়া যান। [ বিজয়নগর দেখ। ] রামরাজ, সাতারার একজন মহারাষ্ট্র নরপতি। ২য় শাহুল্পীর পর ১৭৪৯ খৃষ্টাব্দে রাজপদে অধিষ্ঠিত হন । ইনি তারাবাইর পৌত্র ও শাহুল্পীর দত্তক । [ মহারাষ্ট্র দেখ ] রামরাজ, স্থাপত্যবিস্তাবিধত্বকগ্ৰন্থ প্রণেতা। রসরাম, নাড়াপ্রকাশ, রসদীপক ও রসরয়গ্ৰীপঃচয়িত। রামরাম, আচার্য্যভেদ । রামরাম দ্যায়ালঙ্কার,বোপদেবকৃত ককিল্লক্রমের টীকাকার। রাম রায় ( শুরু ), জনৈক শিখগুরু। যুক্ত প্রদেশের দেহরা দুন জেলার দেহ র নগর-প্রতিষ্ঠাতা । ইনি খৃষ্টীর ১৭শ শতা"ষ্কের শেষভাগে দুন নামকস্থানে অসির বাস করেন। তাহার উদ্যোগে নিৰ্ম্মিত স্থানীয় একটী মন্দিরের গঠনকাৰ্য্য অনেকাংশ छांशत्रौtब्रग्र गभाषिमभिtब्रव्र अष्ट्रङ्ग”, उभूसिग्न ७हे नशtब्र স্থাপত্যনিদর্শন আর নাই ।