পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৫৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামেশ্বর [ ৫৩৭ ] রামেশ্বর ভট্টাচাৰ্য্য ज्ञाझ= ইহার অভ্যন্তর-প্রাকার নিৰ্ম্মাণ করান। তৎপরে দুইজন সেতুপতিরাজ বহু অর্থব্যয়ে বাহিরের বিচিত্রচিত্রপূর্ণ শিল্পময় মণ্ডপ প্রতিষ্ঠা করির যান। তাছারা যে ধূসরবর্ণ পাথরে এই মওপগুচ্ছ গঠন করিয়াছিলেন, তাহ সমুদ্র বায়ুর লোণ লাগিয়া ধলিখা যাহবার ভয়ে, তদুপরে পুরু পলস্তারার আবরণ দেন । উচ্চার থয়চ সমুদ্রতীরস্থ বন্দরসমূহ হইতে গৃহীত শুষ্ক হ ড়তে নিৰ্ব্বাছিত হুইয়াছিল । এই মন্দিরের গঠন কার্যের আরও একটী আশ্চর্য্যের বিষয় এই যে, উছার দ্বারপথ ও চাদোয় ৪০ ফুটু লম্ব। একএকখানি প্রস্তরখণ্ডে গ্রথিত এবং গর্ভগৃঙ্গের চতুৰ্দ্দিকৃস্থ স্তম্ভশ্রেণী-বিরাজিত বিস্তীর্ণ দালান তদপেক্ষা অশ্চির্য্যঞ্জনক । এই দেবালয়ের গঠন প্রণালী সম্পূর্ণ জুবিড়ী ধরণের। অন্তান্ত দেবালয়ের স্থায় ক্রমে ক্রমে অঙ্গ পুষ্টি না হইয়া সমস্ত নক্স যেন একত্র স্থিরীকৃত করিয়৷ এক সময়ে ইহার নিৰ্ম্মাণকার্য্য সম্পন্ন হইয়াছিল । ইহার বহিঃ প্রাকার ২০ ফুট উচ্চ ও ৪টা গোপুর যুক্ত। পশ্চিমের গো পুরট সম্পূর্ণ রহিয়াছে এবং অপর ৩ট অসম্পূর্ণ অবস্থায় পতিত। প্রাকার ও বারাও এই দেবালয়ের প্রধান গৌরবের বিষয় । ইহা দৈর্ঘ্যে প্রায় ৭০০ ফুট ও প্রস্থ ৪• • ফুট । দৈর্ঘ্যের সমুদায় অংশই থেtলা, প্রস্থে ব। পরিসর দিকে স্তম্ভের উপর ছাদ আছে। ছাদ মেজে হইতে ৩৯ ফুট উচ্চে স্তস্তোপরি স্থাপিত এবং ২• হঠতে ৩০ ফুট । অন্তর স্তস্তশ্রেণী বিরাজিত । এখানকার স্তম্ভের কারুকার্য্য চিদম্বরের পাৰ্ব্বতী মহেশ্বরের কনকস ভাস্থিত স্তস্তাবলীর শিল্পনৈপুণ্যাপেক্ষ কোন অংশে নিকৃষ্ট নহে । প্রত্যেক স্তম্ভে" নানাবিধ দেব দেবী ও প্রাচীন রাঞ্জাদিগের মূৰ্ত্তি খোদিত আছে। এরূপ উৎকৃষ্ট কায্য দক্ষিণদেশের আর কোথাও দৃষ্ট হয় না । গভগৃহের সম্মুখে যে বা প্লাও আসিয়াছে, তাহার একদিকে রামনাদের রাজাদিগের মুর্বি খোদিত রহিয়াছে। প্রত্ন তত্ত্ববিদগণ অনুমান করেন যে, খৃষ্টীয় ১৬শ শতাদের শেষভাগে ধ। ১৭শ শতাদের প্রথমে মধুরার পেরুমলনায়ক যখন মন্দরেখরের মন্দিরের পুনঃসংস্কার ও আয়তন বৃদ্ধি করিতেছিলেন, সম্ভবতঃ সেতুপতির। তাহ। দেখিয়াই রামেশ্বরের মন্দিরস্থ বৃহৎবারা গু, মণ্ডপ ও প্রাকার নিৰ্ম্মাণ করাইয়া থাকিবেন । এই গঠন কার্য্যে অন্ততঃ পঞ্চাশ ৰুৎসর লাগিয়াছিল । ২ জ্যৈষ্ঠমাসের সিতপক্ষের দশমীতে প্রতিষ্ঠোৎসব । ৩ আষাঢ়মাসের ভরণী:নক্ষত্রে দেবীর প্রথম ধ্বজোৎসব । ৪ শ্রাবণমাসে উত্তরফাল্গুনীনক্ষত্রে পাঁচদিনব্যাপী কল্যাণ ( বিবাহ ) উৎসব । ৫ অশ্বিনমাসের প্রতিপদ হইতে দশমী পৰ্য্যস্ত নবরাত্রোৎসব । ৬ কাস্টিক মাসের কান্তিকী পেীর্ণমার্সীতে ব্রহ্মোৎসব। ৭ আগ্রহায়ণমাসে ভরণী:নক্ষত্রে দেবীর দ্বিতীয় ধ্বজোৎসব এবং শুক্লত্রয়োদশাতে লক্ষদ্বীপেtৎসব । ৮ পোষপূর্ণিমার উৎসব। ৯ মাঘমাসে পঞ্চfদবসব্যাপী মাঘোৎসব ও শিবরাত্রোৎসব । ১ • ফাল্গুনমাসে মহ{ভিষেকোৎসব । রামেশ্বর অঞ্চবরস্তুধামণি, হরিহরতারতম্যকাব্য প্রণেতা। রামেশ্বর দত্ত, বেদাগুচঞ্জিকা নাম্নী বেদান্তস্বত্রবৃত্তি প্রণেতা । রামেশ্বর নন্দী, ইনি কাশীদাসের স্থায় মহা ভারতের পদ্যtযুবাদ করিয়া কবি জগতে কীৰ্ত্তি লাভ করিয়া গিয়াছেন । কবি ভারতচঞ্জের দ্যায় ই হার পল্লfবত রচনা দেখিয়া ইহাকে কাশীদাসের পরবর্তী কবি বলিয়া অনুমান হয় । ইহার রচনার চমৎকারিত্ব দেথাইবার জষ্ঠ নিম্নে উক্ত কবির লিখিত শকুন্তলার রূপবর্ণনের ককোংশ উদ্ধৃত করিলাম। যথা— "চামরে চিকুর কেশ হেন মনে লয় । চাচয় তা হাতে নাই এষ্টত বিস্ময় ॥ চাদ কুন দিয়া মুখ করিল নিৰ্ম্মিত । তাহাতে কলঙ্ক হেতু লঙ্কে পরর্তীত ॥ অরুণ তিলক ভালে হেন লয় চিতে । সৰ্ব্বক্ষণ রক্তবর্ণ না থাকে তাহাতে ॥* ইহার স্বভাবোক্তিরচনা প্রভৃতি অতি সুন্দর । রামেশ্বর ন্যায়বাগীশ (ভট্টাচাৰ্য্য), প্রদীপযঞ্জরী নামে অমর কোষট ক]-রচয়িত । রামেশ্বর ভট্ট, ১ রসরাজলক্ষ্মী নামক বৈদ্যক গ্রন্থ গণেন্ত । বিষ্ণুর পুত্র । ২ বিবেকমা ও নামক যোগশাস্ত্ররচয়িত। ইনি সুলতান গিয়াসউদ্দীনের আগ্রহে উক্ত গ্ৰন্থখানি সঙ্কলন DDDD SS S BBBBBKBBBS C DDBBBBBmmmtDS ৫ ভোজপ্রবন্ধবণিত একজন কবি । এক জন কবি । রামেশ্বর ভট্টাচাৰ্য্য, একজন সাধক ব্রাহ্মণ। শিবায়ন, কপিলামঙ্গল, সত্যনারায়ণ প্রভূতি গ্ৰন্থ ইনি রচনা করেন এবং প্রসিদ্ধ বাকৃসিদ্ধ পুরুষ ৰলিয়৷ সাধারণে পরিচিত । ইহার প্রপিতামছের নাম নারায়ণ, পিতামহের নাম গোবৰ্দ্ধন এৰং দেবালয়ের আয় হইতে রামেশ্বরের অনেকগুলি বার্ষিক উৎসব হইয়া থাকে, তন্মধ্যে নিম্নোক্ত ১১টা প্রধান :– ১ বৈশাখমাসের শুক্লযষ্ঠ হইতে ১• দিন ব্যাপী ৰসন্তোৎসব। XVI * '&&