পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৬১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রিজিয়া সেনাদল একত্র করিয়া দিল্লী রাজধানী উদ্ধার মানসে অগ্রসর হইলেন, কারণ তাহাকে বন্দী করিবার পরই সকলে মুইজুদ্দীনকে সিংহাসনে অভিষিক্ত করিয়াছিলেন । রিজিয়ার রাজ্যোদ্ধারবার্তা অবগত হইয়া সুলতান আপন সেনাদল লইয়। বিপক্ষদলের সম্মুখীন হইলেন। যুদ্ধে মুলতান রিজিয়া ও মালিক আলতুনিয়া পরাজিত হইয়। কৈ থলের অভিমুথে পলায়ন করেন । অমুগামী সেনাদল অন্ধেক পথ অসুবৰ্ত্তন করিয়৷ শেষে তাহাদের সঙ্গ ত্যাগ করে। তাহার এইরূপে গোপনে আদিতে আসিতে হিন্দুর হস্তে নিপতিত হইলেন । ১২৪১ খৃষ্টাব্দের অক্টোবর মাসে সুলতান তিন বৎসর ছয়দিন রাজত্বের পর হিন্দুর হস্তে ভবযন্ত্রণ শেষ করেন । তাজ্জিয়ৎউল অমসরের মতে, উলুঘ খাঁ সুলতান রিজিয়াকে নিহত করিয়া স্বীয় জামাত নাশিল্পউদ্ধানকে সিংহাসনদান করেন । পরে উলুঘ খ'। স্বীয় জামাতাকে মারিয়া স্বয়ং গিয়াসউদ্দীন বুলবন নামে সিংহাসনে আরূঢ় হন । ইবন বতুতার ভারত-ভ্রমণ-বুওান্তে লিখিত আছে যে, মুলতান সামসউদ্দীন আলতমাসের মৃত্যুর পর রুকনৃউদ্ধান্‌ সিংহাসন প্রাপ্ত হন । তিনি আপন বৈমাত্রেয় ভ্রাত মুইজুদ্দীনকে নিহত করিলে তাহার সহোদর ভগিনী রিজিয়ার তিরস্কারে লাঞ্ছিত হইয়। তাহার উপর অত্যাচার আরম্ভ BBB S BB BBBJtt BBBS BBBS SBBBB BBBS নাশের উদ্যোগে পরিণত হয় । তখন রিজিয়া জ্যেষ্ঠ ভ্রাতঃ ষড়যন্ত্ৰ বুঝিতে পারিয়া, একদিন শুক্রবারে যখন সুলতান রু কন্‌উদ্দীন ভজনার জন্ম মসজিদে যাইতেছেন, তখন তিনি প্রাসাদশিখরে দাড়াইয়। করুণ মৰ্ম্মভেদী কণ্ঠে উপস্থিত রাজপুঙ্গ বগণের সমক্ষে আত্মবেদন নিবেদন করিলেন । তখন সমবেত শ্রোতা মণ্ডলী রাজক স্থার বিনীত প্রার্থনায় উত্তেজিত হইয়। মসজিদ হইতে রুকনৃউদ্দীনকে টানিয়া বাহির করিয়া সাধারণ সমক্ষে নিষ্ঠুর ভাবে নিহত করিল। নাশিরউদ্ধান্‌ তখন না বtলক থাকায় সাধারণের প্রার্থনায় রিজিয়াই সাম্রাজ্যাধীশ্বরী হইলেন । রাজসিংহাসনে অধিষ্ঠিত হইয়া তিনি পুর্ণপ্রভাবে প্রায় চারি বৎসর কাল রাজ্যশাসন করেন । রমণী হইলেও তিনি পুরুষের স্থায় ধনুশর, তুণীয়, অসি, বৰ্ম্ম প্রভৃত্তি ধারণ ও অশ্বগৃষ্ঠে আরোহণ করিয়া ও নানা পরিষদৃবর্গে পরিবৃত্ত রাজধানীতে বা রণক্ষেত্রে পরিভ্রমণ করিতেন । কখনও আপনার কমনীয় মুখমণ্ডল অবগুণ্ঠনে আবৃত রাখিতেন ন । হাৰুলী জাতীয় আপনার এক ক্রীতদাসের সহিত [ ৬১৪ ] তিমি | রিপণ অবৈধ প্রণয়ে আসক্ত হওয়ায় অমাত্যসাধারণ সন্দেহপূৰ্ব্বক তাহাকে রাজ্যচু্যত করিয়া জনৈক আত্মায়ের সহিত র্তাহার বিবাহ দিয়া তাহাকে গৃহী করেন এবং রাজছত্র তাহার কনিষ্ট ভ্রাত। লাশিরউদ্দীনের শিল্পে শোভিত হয় । রিটি (স্ত্রী) ১ অগ্নিদাহের চড়চড় শক । ৩ কৃষ্ণুলবণ । রিণীনগর (ী) প্রাচীন নগরভেদ। রিং ( fত্র ) গঙ্গা। গমনশীল । রিদ্ধ (ত্রি ) পক ( শস্তাদি, । রিধম (পুং ) ১ কামদেব । ২ বসন্ত । ( বিশ্ব ) রিম্ব, গতি। ভূদি• পরীক্ষ সব সেট, লট বিষতি। লুঙ, অগ্নিস্বীৎ । রিপ, ১ হিংসা, মায়। ( যায়ণ) ২ পৃথিবী, ভূমি। (সায়” ) ৩ রিপু, ক্ষতিকারক। " favid (George Frederick Samuel Robinson) রিপণুের ১ম মাকুইস, বাকিংহাম্মদারের ৪র্থ আলের কথা শ্রম গ সারার গর্ভে ও রিপণের ১ম আলোর ঔরসে লণ্ডন নগরে ২৪ এ অক্টোবর এই মহাত্মা জন্ম গ্রহণ করেন । ২ বাদ্যযন্ত্রভেদ । ४४8> शृष्ठेt१ হইতে তাঙ্গার রাজনৈতিক সংস্রবের সুরপাত। ঐ বর্ষে ভিব্রিসেল সে শিষ্ট দোত্যকাণ্যে (Attache) নিযুক্ত হন। ১৮৫৩খু4াবে তিনি ইদাস ফিলডের এবং তৎপরে হয়ক্সায়রের ওয়েষ্ট্র-রাইডিং হইতে পালিয়মেন্টের সভ্য নিবাচিত হইলেন। ১৮৫৯ খৃষ্টাব্দে জানুয়ারি মাসে পিতৃ উপাধি এবং ঐ বর্ষে নবেম্বর মাসে পিতৃব্যের উপাধির উওরাধিকার লাভ করেন । পালিয়ামেণ্টের প্রবেশের অল্প দিন পরেই তিনি যুদ্ধবিভাগে অণ্ডার সেক্রেটারী, তংপরে ১৮৬১ খৃষ্টাব্দে ফেব্রুয়ারা মাসে ভারতবষের পক্ষে অণ্ডার সেক্রেটারী (Under Secretary for }ndia), তৎপরে ১৮৬৩ খৃষ্ঠাকে যুদ্ধবিভাগের প্রধান সেক্রেটরী এবং ১৮৬৬ খৃষ্টাব্দে সেক্রেটর অব দি ষ্টেটু (Seere tary of the State for India) frijst gã 1 »vev খৃষ্টাকে ডিসেম্বর মাসে মহামতি গ্ল্যাভূঞ্জেনের শাসনারস্তে লর্ড রিপণ Afgh st; Helvife ( Lord President of the council) হইয়াছিলেন, তৎপরে ১৮৭৩ খৃষ্টাব্দে উদারনৈতিক দলের শাসনাধিকার বিচুত হইলে লর্ড রিপণও স্বেচ্ছায় উক্ত পদ ত্যাগ করেন । ১৮৬৯ খৃষ্টাব্দে হংকাণ্ডেশ্বরী তাহাকে ( Knight of the garter) Griff athl Hotfile *coa ইছারহ দুই বর্ষ পরে আলাবামা-সত্ব সম্বন্ধে ওয়াসিংটনে যে সন্ধি হয়, উক্ত গুরুতর কার্য্যনিৰ্ব্বাহের জন্ম লর্ড রিপণ উভঙ্গ