পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৬১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রিপণ [ ৬১৫ ] রিপণ


- রাজ্যের সন্ধিসমিতির প্রধান সভাপতি ( Chairman of the

High commission ) *ÈHIfĘzon i Horsta nfk 5 উক্ত কাৰ্য্য সম্পন্ন করিয়া তিনি মাকু ইস্-পদৰূপ মহোচ্চ সন্মানে ভূষিত হইলেন । ১৮৭৮ খৃষ্টাব্দে তিনি রোমান কাথলিক মত গ্রহণ করেন, তজ্জন্ত তিনি ফ্রিমাসনের শ্রেষ্ঠ উপদেষ্ট৷ (Grand-master of the Euglish Free-mason) *H পরিত্যাগ করতে বাধ্য হন। ১৮৮• খৃষ্টাব্দে মহামতি গ্লাডষ্টো পুনরায় প্রধান মন্ত্রিই লাভ করেন। ঐ বর্ষে পালিদামেণ্টে উদারনৈতিক মন্ত্রিবর্গের প্রাধান্ত লাভের সহিত বড় লাট লিটন পদ ত্যাগ করিতে বাধ্য হইলে মাকুইস অফ রিপণ বড়লাট হইয়া ভারতে আসিলেন ; র্তাহার গু ভাগমনে ভার ল বাধীর হৃদয়ে শান্তি 1ারি সিক্ত হইল, সীমান্ত গোলপোগ মিটিবার সুযোগ হইল। লর্ড টিনের রাজ্যবিস্তারনাতির কারণ ভারতের উত্তরপশ্চিমপ্রাস্তে দারুণ সমরা নলের সূচনা হইয়াছিল । শাসুিপ্রিয় ও প্রজারঞ্জক লড-রিপণ ভারতে আসিয়াই ভারতসীমার বাহিরে স্থায়িরাপে সৈন্যরক্ষার ঘোর বিরোধী হঠলেন । তিনি প্রথমেই দোস্ত মহম্মদের পে । আমার আবদুর রহমনকে কাবুলের সিংহাসনে বসাইলেন । মামীর শের আলির পুত্ৰ নিৰ্ব্ব{lসত আয়ুব খাকে চিরাটে আনিবার জন্য অমুমতি দেওয়া হইল। কিন্তু আয়ুব খ। এখানে আসিতে না আসিতে বহুসংখ্যক গাজী তাহার অনুব গু হইলেন । যুদ্ধের সম্ভাবন দেখিয়া ইংরাজসেনাপতি জেনারল বারে শত্ৰীসন্সের বিরুদ্ধে মৈবন্দ রণক্ষেত্রে উপুস্থিত হইলেন, কিন্তু সংখ্যায় অল্প ইংরাজসৈন্ত বহুসংখ্যক গাষ্ঠী ও পাঠান সৈন্তের আক্রমণ সহ করিতে সমর্থ হইল না। অধিকাংশ ইংরাজ-সেনাপতি ও সেনানী অসাধারণ বীরত্ব দেখাইয়া ভাষণ যুদ্ধে জীবন বিসর্জন করিলেন। অতি অল্পমাত্র সৈন্ত কান্দাহারে পলাইয়া আসিয়া প্রাণরক্ষা করিয়াছিল। অবশেষে প্রধান সেনাপতি লর্ড-রবার্ট বছসৈন্স সহ গিল্প আয়ুবর্থীকে পরাস্ত করিয়া বুটশ গধর্ণ মেণ্টের সন্মান রক্ষা করেন। ইহারই অত্যয়কাল পরে রুষসেনাপতি স্কোবেলেফ জিওক্‌-টেপে আক্রমণ করিলেন, সেই সঙ্গে রুষের লোলুপদৃষ্টি কান্দাহারের উপর পড়িল, ভারতীয় ইংরাজগণও তাহাতে বিচলিত হইলেন। কিন্তু দূরদর্শী লর্ড রিপণ আশঙ্কার কোন কারণ মনে করিলেন না । তাইরি বিশ্বাস ছিল, যে ভারতীয় প্রজাবৃন্দকে মুখে রাখিতে পাfরলে, তাহাদের অভাবের সময় উপযুক্ত সাহায্য দান করিলে, डावप्रू} థ్రా অজন্ম ন ঘটিলে এৰং প্রজাগণ গবমেন্টের পক্ষে থাকিলে বৈদেশিক আক্রমণের কোন আশঙ্কানাই। পূৰ্ব্বে গর্ডমেও উপায় === --F T উদ্ভাবন করিলে ও বাহ স্বসিদ্ধ করিয়া যাইতে পারেন নাই এবং রক্ষণশীল বড়লাটগণের অমনোযোগিতায় যাহ! এতদিন হইতে েৈর নাই, এখন লর্ড রিপণ প্রজাবৃন্দের সুবিধা হইবে ভাবিয়াই ১৮৮২ খৃষ্টাব্দে ১লা এপ্রিল, রাজস্ব ও কৃষিবিভাগ পুন: প্রতিষ্ঠিত করিলেন। ছুর্ভিক্ষ-সমিতির ( Famine cou mission ) প্রস্তাব অনুসারে দুভিক্ষ-পীড়িত প্ৰজাগণের অভাব মোচন ও ভূমিসংক্রাস্ত কর নিদ্ধারণের জন্যই উক্ত বিভাগের স্বষ্টি । তিনি স্থির করিয়া গিয়াছিলেন যে, গবর্মেণ্ট ইচ্ছ। করিলেই কোন জমির কর বুদ্ধি করিতে পরিবেন না । জমির মূল্য বৃদ্ধি, চাষ বুদ্ধি ও গবমেন্টের ব্যয়ে জমির উন্নতি সাধিত হইলে তবেই খাজনা বৃদ্ধি হইতে পরিবে । দেশের নানা বিষয়িণী উন্নতি ও প্রজার মঙ্গলের দিকে ভারতীয় ক্লাষবিভাগ ( The of India ) দৃষ্টি রাখিবেন, তজ্জষ্ঠ জরিপ, প্রজাপওন, জলবায়ুর গতি নিদ্ধারণ, পশ্বাদির চিকিৎসাবিদ্যার প্রসার ও অস্তবাণিজ্যের রীতিমত তাfdাক। প্রস্তুত কfরবেন । দুভিক্ষ বা দুমূল্যের সময় যাহাতে গরিব প্রজা সাধারণ বিশেষ কষ্ট Agricultural Department ন পান, তজ্জষ্ঠ ভিক্ষ-ভাণ্ডার ( Fauvine Fund ) স্থাপিত হইল এবং প্রতি বর্ষে ১৫ লক্ষ টাকা করিয়৷ ঐ ভাণ্ডারে জমা রাথিবীর ব্যবস্থ হহল। ৩ জন লোকের উপর ঐ ভাণ্ডারের কত্ত্বত্ব থাকিল, তন্মধ্যে একজন সরকারী ও ছুইজন বেসরকারী লোক হইবেন, বেসরকারীর মধ্যে একজন ভারতবাসী হওয়া চাই। ইহার পর লর্ড রিপণের দৃষ্টি মংি ? : রাজ্যের উপর পড়িণ। তিনি দেখলেন, ঐ রাজ্য ৫০ বর্ষ বুটাশ গবমেন্টের হাতে রহিয়াছে। কিন্তু ধৰ্ম্মতঃ ও ষ্টীয়তঃ বিচার করিয়া দেখিলে উষ্ঠ। তদেশীয় নৃপতির শাসনাধীন হওয়৷ উচিত। এ কারণ তিনি মহিমপ্লের হিন্দুস্পতির হস্তেই তাছার পুত্বপুরুষের অধিকার প্রত্যুপণ করিলেন । ১৮৮১ খৃষ্টান্ধ হইতেই আফগান রাজ্য ইহতে বৃটিশ সেনাদল উঠহয়। সানিবার বন্দোবস্ত হয়। কোয়েট ও কুরমু উপত্যক। হইতে ইংরাজসৈন্ত তুলিয়া আনিয়া অল্প সংখ্যক এদেশীয় সৈন্ত রাখা হইল। লুণ্ডি কোটাল হইতে খাইবার গিরিসঙ্কটের রক্ষণাবেক্ষণের ভার তত্ত্বত্য পাহাড়ী সর্দারগণের উপর রহিল। অল্প দিন মধ্যেই সীমান্ত প্রদেশে শাস্তি স্থাপিত হইয়াছিল । সুবৃহৎ ভারতসাম্রাজ্যের রাজস্ব ও শাসন বিভাগের ক্রমশ: এক কেন্দ্রীভূত করিবার কারণ ও তজ্জন্ত স্থানীয় গবমেন্টের মুশাসন বুদ্ধি কল্পে স্বায়ত্ত-শাসন বিস্তার লড-রিপণের প্রধান উদ্দেশু ছিল। ভারতবাসীর মধ্যে রীতিমত শিক্ষ। বিস্তারের জন্ত