পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৬৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুষিয়া [ ७७8 ] যথেষ্ট কারণ ছিল । সম্রাঞ্জী কাথারাইন যৎকালে দক্ষিণ রুর্ষিস্থায় লমণ করেন এবং সম্রাটু ২য় জোসেফের সহিত সাক্ষাৎ করেন, সেই সময়ে স্বলতানের মনে মান সন্দেহের স্বত্রপাত হয়। স্কুইডেনও সুযোগ পাইয়া স্বীয় হৃতরাজ্য পুনঃপ্রাপ্ত হইবার আশায় সেই বৎসরে কুষিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিলেন। কিন্তু ৩য় গাটাভাস যুদ্ধ চালাইতে অসমর্থ হইয়। ভেরেল নামক স্থানে পূৰ্ব্বেগ্ন মত সর্তে সন্ধি স্থাপন করিলেন । তুর্কদিগের সহিত যুদ্ধেও কথোরাইন জয়লাভ করিলেন। সেনাপতি পেটেমকিল ও চাকফ, এবং মুবারফ, খোটিন অধিকার কৃরিলেন। ১৭৮৯ খৃঃ শেষোক্ত সেনাপতি ফকুমানি ও রিমনিক্‌ নামক স্থানের যুদ্ধে জয়লাভ করিলেন এবং ১৭৯০ খৃঃ এক ভীষণ যুদ্ধে ইসমাইলকে বন্দী করিলেন। ১৭৯২ খৃঃ জেসের সন্ধিতে কাথারাইন ও চাকফ, ওবাগ, ও নিষ্ট্রর নদীর মধ্যবৰ্ত্তী উপকূলভাগ অধিকার করিলেন । অবিলম্বে কাথারাইন পুনৰ্ব্বার পোলণ্ডের ব্যাপারে ব্যাপৃত হইয় পড়িলেন। টার্জোভিক নামক সহযোগীদিগের ষড়যন্ত্র ব্যর্থ করিবার জন্ত কাথারাইন ৮•••• কৃষ সৈন্ত ও ২• • • • কসাক সৈন্ত পোলওে প্রেরণ করিলেন। ১৭৯৪ খৃঃ মুবারফ, ওয়ার্স দুর্গ অধিকার করির অধিবাসীদিগকে নিহত করিলেন। পর বৎসল্প ষ্টানিস্ স্ তাহার রাজমুকুট উন্মোচন করিলেন এবং পোলণ্ডে তৃতীয় বিভাগ উপস্থিত হইল। পোলাওর স্বাধীনতাস্বৰ্য্য একেবারে অস্ত গেল । পোলগণ ভণ্টেয়ার, ডাইডারে প্রভৃতি ফরাসী বিপ্লবকারীদিগের সহানুভূতি পাইয়াও স্বাধীনতা রক্ষা করিতে পারিল না। কাথারাইন ফরাসী বিপ্লবের ঘোর বিরোধী ছিলেন। अरुषा९ २१०४ ९: २१३ नरषषब्र ॐाशद्र शृङ्गा इहेण। বৈদেশিক লেখকগণ তাহার চরিত্র যথেচ্ছ সমালোচনা করিब्रांtछ्न। ॐाशtब्र नङिक कब्रिज याशहे इसेंस नl cफन, भशशভৰ পিতন্ধের পরে অজুল্য প্রতিভাশালিনী উপযুক্ত সম্রাঙ্গী রুষিয়ার সিংহাসনে আরোহণ করে নাই। আস্তাপি কাথারাইনের স্মৃতি রুষিয়ায় সন্ত্রমের সহিত কীৰ্ত্তিত হইয়া থাকে। পল জননীর জীবদ্দশায় প্রায়ই নির্জনে বাস করিতেন, তজন্তু তিনি জমনীর ঘৃণার পাত্র বলিয়া বিবেচিত হইতেন । কথিত আছে যে, কাথারাইন এক উইলের দ্বারা পলকে উত্তরাধিকার হইতে বঞ্চিত করিতে সঙ্কল্প করিয়াছিলেন । উক্ত উইল রীতিমত স্বাক্ষরিত হইয়াছিল* কিন্তু পলের বন্ধু कूब्रश्रुिन, कtथाब्राश्रनग्न यूळू इहेबामाज खेहेणषामि गहेब्रl ছিড়িয়া ফেলিয়াছিলেন। পলের শাসনকাহিনী অতিসংক্ষেপে রুষিয়া বর্ণিত হইল। পল প্রথমেই তুরুষ্কের সহিত মিত্রতাস্থাপন করিয়া ফরাসী-বিপ্লবের প্রতিকূলতাচরণ করিবার জন্ত প্রতিজ্ঞাবদ্ধ হইলেন। ভেরোণার যুদ্ধক্ষেত্রে মুবারফ, রুষ ও অষ্ট্রীয়-সৈন্যের সেনাধ্যক্ষ হইলেন। ১৭৯৯ খৃঃ, তিনি ফরাসী সেনানায়ক মোরোকে আড নুীর তীরে পরাজিত করিয়া জয়োল্লাসে মিলানে প্রবেশ করিলেন । ইহার পরে তিনি ম্যাকডোনাল্ডের সছিত টেবিয়ার যুদ্ধে এবং সেই বৎসর নোভি নামক স্থানে জুৰাটের সহিত যুদ্ধে জয়লাভ করেন। তৎ পরে তিনি ফরাসীদিগকে সুইজারলও হইতে বিতাড়িত করিবার অভিপ্ৰায়ে আল্পস্ পৰ্ব্বত অতিক্রম করিয়া যুদ্ধযাত্রা করিলেন। কিন্তু অষ্টিয়ার সৈন্য দ্বারা পরিবেষ্টিত হইয়। তিনি অনেক ক্ষতিগ্রস্ত হইলেন। অবশেষে তিনি বিফল মনোরথ হইয়া স্বদেশে প্রত্যাগমন করেন। এখন পলের রাজনীতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হইল। ইংলণ্ড ও অষ্টিয়ার প্রতারণা বুঝিতে পারিয়া তিনি বোনাপার্টের শরণাপন্ন হইলেন। বোনাপাটও তোষামোদ দ্বার। পলকে স্বীয় দলভুক্ত করিতে উপায় সুবলম্বন করিলেন এবং সমস্ত রুষ-বীর কারামোচন করিয়া, তাহাদিগকে নূতন পোষাক এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত করিয়া পলের নিকট গ্রেরণ করিলেন । পরে ভারতবর্ষ আক্রমণ করিবার সঙ্কল্পে পল ৰোনাপার্টের সহিত মিলিত হইবার চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু ১৮০১ খৃঃ ২৩শে মার্চ রাত্রিতে পল গুপ্তভাবে নিহত হইলেন। প্লোটাজুরফ, বেনিংসেন ও পহেনু, এই তিনজনই এই শোচনীয় ঘটনার মূল। পল ক্রমে ক্রমে রাজকোষ ক্ষয় করিয়া ফেলিয়াছিলেন। পলের মৃত্যুর পরে তাছার জ্যেষ্ঠপুত্র ১ম আলেকসান্দর ১৮০১ খৃঃ সিংহাসনে আরোহণ করেন। ইনি ১৮২৪ খৃঃ পর্য্যস্ত রুষিয়ার সম্রাট ছিলেন। তিনি সিংহাসনে আরোহণ করিম্বাই ইংলণ্ড ও ফ্রান্সের সম্বিত সন্ধি স্থাপন করিলেন । কিন্তু অবিলম্বে তিনি রাজনীতি পরিবর্তন করিলেন এবং ১৮•৫ খৃঃ ক্রান্সের বিরুদ্ধে অষ্টি স্থা ও ইংলণ্ডের সহিত মিলিত ছইলেন। প্রথমে ২রা ডিসেম্বর অষ্টারলিট্জ, নামক স্থানে छग्नकब्र भूष श्रुंण । ठtशरठ क्लष*१ २०००० हेनछ, २७७फ़े কামান ও ৩০ট পতাকা ছায়াইলেন । রুষগণ বলেন যে, অষ্টিয়-সহযোগীদিগের বিশ্বাসঘাতকতায় তাছাদের এই ভয়कङ्ग अनिडे गश्षउि श्श्ण। बाश श्जेरु coधन्दार्शब्र गरिठ छेउ यूरषद्र अवगाम एब्र । नरग्न ०४०१ ५: अग८च्नग्न दिङ्गtश ৪র্থ সংঘর্ষ সংঘটিত হইল। ১৮৯৭ খৃঃ নেপোলিওন