পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৬৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুষিয়া [ ৬৭৯ ] মেটধেরিয়াকূ-সম্প্রদায় বশ কীর জাতির মধ্যেই ইতস্তত: বিক্ষিপ্ত হইয়া বাস করে। ইহার গোমেষাদি ও মৌচাক হইতে আপনাদের জীবনোপায় অর্জন করিয়া থাকে। এই উভয় জাতিই ইসলাম ধৰ্ম্মাবলম্বী। ক্রিমিয়া-প্রায়োদ্বীপে, আজেফি সাগরের পূৰ্ব্বোপকূলে, ককেস পৰ্ব্বতের উত্তরপাদমূলে এবং ষ্ট্রেপি নামক বিস্তৃত প্রাস্তুর মধ্যে নোগাই তাতারের বাস করে । কৃষিকাৰ্য্য ও চামড়ার জুতা লাগাম প্রভৃতি প্রস্তুত ও বিক্রয় ইহাদের প্রধান উপজীবিকা। ইহার ছাগ, চুম্বা, ভেড়া, অশ্ব প্রভৃতি গৃহ-পালিত জন্তু পালন করিয়া থাকে । এখানে টিউটন-শাখাভূক্ত যতগুলি লোক বাস করে, তাছাদের সংখ্যা তুর্ক সম্প্রদায়ের অপেক্ষ কোন ক্রমেই কম নহে। উস্থার জন্মণ গ্র সুয়েডিস নামে খ্যাত। উহাদের মধ্যে কএকঘর দিনেমার আসিয়া মিশিয়াছে। বণ্টিক সাগরোপকুলবী প্রদেশে ও ফিনলগু উপসাগরতীরে লিষ্ট্রে ও এস্থোনীয় জাতির মধ্যে বহুসংখ্যক জৰ্ম্মণ বংশ বাস করিড়েছে। র্তাহার। অসিধারী বীর বলিয়া পুঞ্জিত এবং সন্ত্রাস্তবংশীয় ও রাজসমূঢ় প্রাপ্ত । তথাকার জনসাধারণ এই সম্মানাহ রাজপুঙ্গব বা অমাতাগণ ( mobility )-রূপে গণ্য। ১৩০০ হইতে ১৫৩১ খৃষ্টাব্দের মধ্যে যখন এই অসিধারীãoiro (Order of the knights of sword-bearers ) অধীনে এই প্রদেশের শাসনভার গুস্ত ছিল, তখন ঐ সকল জৰ্ম্মণবংশের আদিপুরুষগণ এথানে আসিয়া উপনিবেশ স্থাপন করেন । রুধসাম্রাজ্যের প্রধান প্রধান নগরে, রাজধানী দ্বয়ে, দক্ষিণ রুধিয়ায় এবং ক্রিমিয়া বিভাগে বহু শত জৰ্ম্মণ পরিবারের বাস আছে। ফিন্‌লণ্ড উপসাগরের উত্তরকুল ও বোথনিয়া উপসাগরের পূর্বকূলে অসংখ্য হয়েডিসগণ বাস করিয়াছে। 幾 উত্তর ও মধ্যরুষে য়িহুদার বাস নাই, কিন্তু বর্তমান কম্বিয়ারাজ্যের যে সকল স্থান পোলওরাজ্যের অধিকারে ছিল, তাছাতে বহুসংখ্যক য়িহদীর বাস আছে। ইহারা স্বর্ণ ও রূপ্যকার, দরজী, মুচী ও মদ্যচোলাই প্রভৃতি কাৰ্য্য করে। সমগ্র দক্ষিণরুষে বাণিজ্যব্যপদেশে গ্রীকগণ নগরে নগরে গ্রামে গ্রামে বিচরণ করিতেছে। ক্রিমিয়া প্রারোপদ্বীপের কয়েকখানি গ্রামে একমাত্র গ্রীকৃ জাতির বাস দেখা যায় । এখানে তাহার ক্ষেত্রাদি রক্ষা করিয়া চাস বাস করে अ५दा ढगान ब्रक कब्रिद्रा नाना थशाह श्राइयोइक **** করিয়া খাকে । ভাব এবং দেহের গঠনের প্রতি লক্ষ্য করিলে কাগমা" রুষিয়া দিগকে স্বভাবতঃই মোগলবংশসমুদ্ভুত বলিয়া বোধ হয়। এই জাতির বিভিন্ন শাখা আজিও রুবিয়ার দক্ষিণ-পূৰ্ব্ব অংশের তৃণাচ্ছাদিত ষ্টেপি প্রাস্তরে বাস করিতে দেখা যায় । ১৭৭১ ও ১৭৭২ খৃষ্টাব্দে চীন-সাম্রাজ্যের আমন্ত্রণে অধিকাংশ কালমাকৃ রুষিয়া পরিভ্যাগপূৰ্ব্বক সোঙ্গারিয়া প্রদেশে ধাইয়া ৰাস করিয়াছে, ইছাদের মধ্যে পাঁচটা থাক বা জাতিৰিভাগ আছে । রুবিধায় যে অংশে এই কালমাকৃগণ বাস করে, তথায় কৃষিকার্য্যের উপৰোগী ক্ষেত্রাদি না থাকিলেও তাহার। মুসায় বঙ্গোবস্তের সহিত আপনাপন অশ্ব, গে, ছাগ, মেষ, মহিষ, ভেড়া, উষ্ট্র প্রভৃতি পালন করিয়া থাকে । তুণাচ্ছাদিত ষ্ট্রেপি প্রাস্তরে তাছাদের পালিত পশু সংথ্যা ৩০ লক্ষের ও অধিক । রুধিয়ার অন্তান্ত প্রদেশে তাহারা পশম, চুল, সুক্ষরোম, বস, ছাগ, অশ্বগবাদির চামড়া, ছাগচৰ্ম্ম প্রভৃতি বিক্রয় করিয়া জীধিক নিৰ্ব্বাহ করে । এই কালমাকৃগণ বৌদ্ধধৰ্ম্মাবলম্বী । র্তাহাদের মধ্যে এক জন শ্রেষ্ঠ লামা আছেন । তাছাদের নিকট এথন ও সংস্কৃত বৌদ্ধগ্রন্থ দেখা যায় । তাহাদের শাসন পদ্ধতি স্বতন্ত্র, টঙ্কা ক্টাচাদের নিজস্ব সম্পান্ত। দরবেৎ জাতির গানই তাছাদের মধ্যে সৰ্ব্ব প্রধান । তিনি আটজন মন্ত্রী ও বিচারপতি এবং সেণ্টপিটাসবর্গ হষ্টতে সম্রাটুপ্রেরিত একজন প্রতিনিধির সাহায্যে রাজার মৃtয় স্বঞ্জাতিগণের উপর কর্তৃত্ব করিয়া থাকেন । ১৭৭১ ও ১৭৭২ খৃষ্টাবো বহুসংখ্যক কালমাকৃ চীনসাম্রাজ্যে যাইয়। উপনিবেশ স্থাপন করিলে, অবৃঃসেই-সটি প্রদেশের দক্ষিণে যুরাল ও বলগা নদীর মধ্যবর্তী সমগ্ৰ ষ্টেপি প্রাস্তুর জনশূন্ত হইয় পড়ে। তখন বুকাই সর্দারের অধীনে কিরঘিজ, কলাক জাতির কয়েকটা শাখা কালমাক পরিত্যক্ত ভূমিতে আসিয়া বাস করে। কিরঘিজ কলাকের এই দ্বিতীয় উপনিবেশ বুকাইর দল ( Bukei horde oil Little Horde ) নামে পরিচিত । আকৃতিগত সোসাদৃশুে এই ক্ষুদ্র কলাকসম্প্রদায় কালমাকৃ বা মোগলজাতির অনুরূপ। ইহাদের ভাষার সন্ধিত তুর্কভাষার অনেক সাদৃশু আছে। কালম্যক জাতির স্থায় ইহারাও ভ্রমণশীল। কোন একস্থানে চিরস্থায়িক্ষপে গৃহাদি নিৰ্ম্মাণ করিয়া বাস করে না। ইহার দলবদ্ধ হইয়া একস্থান হইতে অন্তস্থানে ঘুরিয়া বেড়ায় এবং যাইবার সময় আপনাদের পালিত উষ্ট্র, গোমেবাদি জন্তুসমূহ লইয়া যায়। অশ্ব এবং ছাগ ইহাদের মুলধন, কারণ ঐ দুইটী পশুই ইহার ওরেনবর্গ, ট্রোইস্ক ও অষ্ট্রাথান নগরে ৰিক্ৰয় করিয়া অর্থ সঞ্চয় করিয়া থাকে। কোন কোন ধনী কলাক ২০ হাজার পৰ্য্যস্ত ছাগ পালন করে। ইহাদিগকে যব, গোধূম ও ছোল৷