পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৬৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রূপক রূপের জন্ত অহল্য বন্ধ্য; এবং তিলোত্তম দাসী হইয়াছিল । অতএব অতিরূপই দুঃখের কারণ।* রূপ শব্দের বৈদিক পৰ্য্যায় নির্ণিক, বত্ৰি, বৰ্প, বপুঃ, অমতি, অপ, প, অল্প, পিষ্ট, পেশ, ক্লশন, শ্বর, অর্জন, তাম্র, অরুষ, শিল্প । ( বেদনিক ৩ অe ) রূপ, ত্ৰিগৰ্ত্ত বা কোটকাঙড়ার জনৈক নরপতি । রূপক ( ক্লা) রূপ তীতি রূপি-খুল, ১ নাটক। 'কপারোপাত্ত রূপকং রূপ আরোপিত হয়, এজন্তু নাটককে রূপক কহে । রূপক নাটকাদিভেদে দশ প্রকার। ইহা ভিন্ন উপরূপক ১৮ প্রকায়, সৰ্ব্বসমেত রূপক ২৮ প্রকার। নাটক, প্রকরণ, ভাণ, ব্যায়োগ, সমবকার, ডিম, ঈহমৃগ, অঙ্কবৗথ্য ও প্রহসন এই দশ প্রকার রূপক, এবং নাটক, ত্ৰোটক, গোষ্ঠী, সন্ট্রক, নাট্যরসিক, প্রস্তান, উল্লাপ্যক, ব্যান, প্রেস্ত্রণ, রাসক, সংলাপক, শ্ৰীগদি ত, শিল্পক, বিলাসিক, দুমল্লিক, প্রকরণী, হল্লীশ ও ভাণ এই অষ্টাদশ প্রকার উপরূপক । ২ মূৰ্ত্ত । ( সাহিত্যদ• ৬ পরি” ) “আদিগুতাঞ্চ চিত্রে কিমালিখামাছ রূপকম্।” { কথাসরিৎসাe ৫৫.৪৩ ) ৩ কাব্যালঙ্কারভেদ, রূপক অলঙ্কার। ইহার লক্ষণ— “রূপকং রূপিতারোপাৎ বিষয়ে নিরপহবে ।” ( সাহিত্যদ• ১০৬৬১ ) নিরপহব বিষয়ে যে স্থলে রূপিতের আরোপ হয়, তথায় এই অলঙ্কার হইয় থাকে, প্রকৃত বিষয় গোপনের নাম নিরপহব, যে স্থলে প্রকৃত বিষয় গোপন না করিয়া উপমেয়ে উপমানের আরোপ হয়, তথায়ই এই অলঙ্কার হইয়া থাকে । এই লক্ষণ আরও একটু পরিস্ফুট ভাবে বলিতে গেলে এইরূপ [ సిసి 9 w---------------------

  • উমোবাচ ।

রূপাতিশয়সম্পন্ন। নানাগুণসমদ্বিতা: | কিমৰ্থং দুঃখিত। জাতীঃ কান্তসৌখ্যবিবর্জিত ॥ ঈশ্বর উবাচ । দময়ন্ত্রী তথা সীত। রূপাতিশল্পপারগ । দুঃখিত। তেন সংজাত কাস্তসৌখ্যবিবর্জিত । অছলা বন্ধকী জাত কপিলন্ত চ যোধিত । রূপন্ত তু প্রভাবেন দাসী জাতী তিলোত্তম । তস্মাক্রপঞ্চ মেচক্ষত্ত্বি লক্ষণজ্ঞাস্তগোধমা: | অতিরূপেণ স্বল্পায়ুঃ পুরুষে যোধিতোহুপি থা। অথবা দেখাধীনস্তু জায়তে তু মহাতপে ॥" ( দেবীপুরাণ মঙ্গাকুওপ্রবেশাখ্যায় ) J রূপক


বলা যায়। প্রতিষেধের অভাব হইয় যে স্থলে উপমানে উপমেয়ের আরোপ হইয়া থাকে, সেই স্থলেই এই অলঙ্কার হইবে। আরোপ শব্দে তাদাত্ম্যাধ্যাস, অর্থাৎ তদ্রুপত। উপমেয়ে উপমানের একরূপতা, কখন কখন তাহাই ©TWINosfossy, এই রূপক অলঙ্কার তিন প্রকার পরম্পরিত, সাঙ্গ ও নিরঙ্গ। “তৎপরম্পরিতং সাঙ্গং নিরঙ্গমিতি চ ত্রিধ ।” ( गॉश्ठिाल० ००७१०) যে স্থলে কোন বস্তুর আরোপ অন্ত বস্তুর আরোপণের কারণ হইয়া থাকে, তথায় পরস্পরিত রূপক হয়, এই পরম্পরিত রূপক শ্লিষ্ট ও অশ্লিষ্ট নিবন্ধন চারিপ্রকার হয় । “যত্র কস্তচিদারোপ; পররোপণকারণং। তৎপরম্পরিতং শ্লিষ্ট্রাপ্লিষ্টশবনিবন্ধনং । প্রত্যেকং কেবলং মালারূপঞ্চেতি চতুৰ্ব্বিধৰ্ম্ম ॥” ( সাহিত্যদ০ ১০৬৭১ ) পরম্পরিত রূপক কেবল শ্লিষ্ট ও কেবল অশ্লিষ্ট এবং শ্লেষ দ্বারা মালা রূপ ও অশ্লেষে মালারূপ এই চারি প্রকার । যে স্থলে কেবল শ্লিষ্ট পদদ্বারা এই রূপক হয়, তথায় কেবল শ্লিষ্ট, অশ্লিষ্ট পদদ্বারা হইলে কেবল অশ্লিষ্ট, এবং শ্লেষদ্বারা মালারূপে বর্ণিত হইলে শ্লিষ্ট মালারূপক এবং শ্লিষ্ট না হইলে অশ্লিষ্ট মালারূপক হইবে। উদাহরণ— *অtহবে জগত্নদণ্ডরাজ মওলরাস্থবে। ঐনুসিংহ মহীপাল স্বস্তাস্তু তব বাহবে । অত্র রাজমওলং নৃপসমূহ এব চন্দ্রবিশ্বমিত্যারোপে। রাজবাহোঃ রাহুত্বারোপে নিমিত্তং” ( সাহিত্যদ- ১০ পরি০ ) হে শ্রমৃসিংহ মহীপাল ! যুদ্ধকালে জগতে উদ্ধত রাজমণ্ডলে ( চন্দ্রমণ্ডলে ) রাহুরূপ বাহুর তোমার মঙ্গল হউক । এইস্থলে শ্লেষে নৃপসমূহে চন্দ্রবিশ্বের আরোপ, এবং রাজবাহু রাহুত্বে আরোপের কারণ হওয়ায় এই অলঙ্কাল্প হইল, শ্লেষদ্বার। আরোপ হওয়ায় শ্লিষ্ট পরম্পরিত রূপক হইল । এই রূপ যে স্থলে শ্লেষদ্বারা হুইবে না, তথায় অশ্লিষ্ট পরম্পরিত রূপক হইবে । মালারূপক উদাহরণ— “মনোজরাজস্ত সিতাতপত্রং থওচিত্ৰং হরিদঙ্গনায়াঃ । বিরাজতি ব্যোমসর সরোজঃ কপূরপুরপ্রভমিদুবিম্বং ॥” ( সাহিত্যদ• ১ • পরিe ) কপুরপুঞ্জসদৃশ চজমণ্ডল বিরাজিত আছে। এই চঞ্জ