পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৭৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেশম مـہـ تیس--محبوجھ* ছোট পলু, নিস্তারী পলু ও বড় পলু পাকিলে অনায়াসেই চিনিয়া লওয়া যায়। পাকা পলু বা ছয় লইয়া কোয় প্রস্তুতের জন্ত চন্দ্র কীর উপর রাখিয়া দেওয়া হয়। বিলাতী পলু পাকিলে সহজে চেনা যায় না। আবার চন্দ্র কীর উপর রাখিয়া দিলেও তেমন ভাল কোয় জন্মায় না। পাকা বিলাতী পলু গুলি প্রায় চন্দ্র কীর উপরে চলিয়া বেড়ায় এবং সুবিধা পাইলে দেওয়াল বহিয়া মট্কার উপর গিয়া কোয় প্রস্তুত করে। এ কারণ এই পপুর কোয়া প্রস্তুতকালে কিছু সাবধান হওয়া আবণ্ঠক । পলু রেজে উঠি৭ার কালে বয়ার খুটী গুলি ও কাঠ গুলিতে শুকুনা ঝাউর ডাল অথবা অরহরের শুকুনা ডাল গোছা গোছ করিয়া সারি পাধি দেওয়া উচিত। বিলাতী পলু পকিতে আরম্ভ করিলেই ডালের চারিদিকে ঘুরিয়া বেড়াইতে থাকে। ক্রমে ডাল হইতে বাহিরে আসিয়া ঘরার কাঠির উপর আসিয়। শুকৃন৷ পাতা থাইয় তাহারই মধ্যে কোয় প্রস্তু গু করিতে থাকে। পীতা দিবার পর যে পলু পাতার উপর না থাকিয় ডলার চারিদিকে আসিয়া পড়ে, তাহাদিগকে পাকা বলিয় জানিবে। অবিলম্বে সে গুলি বাছিয়া লইয়া চন্দ্র কীর নীচে রাখিপ্পা দিলে তাহাতেই কোয় প্রস্তুত করে । অধিকাংশ বলবান পলুই ঘরা হইতে পলাইবার চেষ্টা করে । কিন্তু কালশিরা রোগগ্ৰস্ত ! .ے হইলে সেরূণু পলায়নের চেষ্টা থাকে না। এরূপ স্থলে বিলাতী পলু দেশায় পলুর স্থায় কাসারের মধ্যে কোয় রাথে । দেশীয় পলুর কাসারী কোয়া বীজের জন্ত রাখা উচিত। তসর । o সাল, আসন, অৰ্জুন, হরিতকী, বয়ড়া, কুল, জিওল, দেশী আবলুস, সিঁধা, মহুয়া, কস্তি, ঢাক, লোধ, শিমূল, করমচা, জাম, অখখ, ফল্স, রেড়া, সেগুন, বাদাম এই সকল বৃক্ষে স্বভাবতঃ তসরকীট জন্মে। যেখানে স্বভাবতঃ তসরকীট হয়, সেখানে কোন নুতন গাছ পুতিলে সেই গাছের পাতা খাইয়াও কথন কখন তসরকাট কোষ প্রস্তুত করে। যে গাছের পাতা তীব্র গন্ধযুক্ত অথবা তিক্ত গন্ধে বা স্পর্শে ক্লেশদায়ক, ঐ সকল পাত তসরকাটে খায় না । নিতান্ত ছোট গাছের পাতাতেও ছাড়িয়া দিলে তাই খায় না । ইহার স্বভাবতঃ বড় গাছের কড়াপাত থাইয়া কোষ প্রস্তুত করে। তসর কীট ও বন্য ও গৃহপালিত দুই অবস্থায় দেখা যায়,সাঁওতালের পধানতঃ ৩টা ঋতু বা বলে তসত্বকীট পালন করে। প্রথম বা ধুরিয়া বন্দে বৈশাখ মাসের প্রথমে তসর কীট পালন করিতে হয়। কারণ ঐ সময়ে পুৰ্ব্ব বৎসরের সঞ্চিত অধিকাংশ বীজের কোয়া হইতে পতঙ্গ কাটিয়া বাহির হয় । যে রাত্রে পতঙ্গ বাহির হয়, তাহার পর দিনই ডিম পাড়ে। ডিম ফুটিতে কেবল আট দিন মাত্র লাগে । XVI >|ybr [ ৭৪৯ ] রেশম. পরে সেই সকল কীট ফুটয় প্রায় দুই মাস পাতা খাইয়া পরে কোয় প্রস্তুত করে । এই ধুরিয়া বন্দের বড় বেঁটাযুক্ত ছোট ছোট কোয়া গুলি বর্ষাতি বন্দের বীজের জন্ত বাছিয়া লওয়া হয়। এই কোয়ার মধ্যে যে কীট থাকে, তাহ অত্যন্ত ক্ষীণ। সবল কীট যে কোয়ার মধ্যে থাকে, ঐ গুলি প্রায় কৃষ্ণবর্ণ ও তাহাদের বেঁটা গুলি ছোট ছোট। বর্ষাতি বন্দের যে ছোট ছোট অথচ সাদারঙের কোয়াগুলি যাহা বীজের জন্ত বাছিয়া লওয়া হয়, উহাকে ‘লারিয়া’ কোয় বলে। লারিয়া কোয় হইতে ৬ই কি ৭ই জ্যৈষ্ঠ কোয় কাটিয়া প্রজাপতি বাষ্টির হয়। পরদিবসই তাহারা ডিম পাড়ে। আট দিন পরেই ডিমগুলি মুখায়, পরে সেই কীট গুলি দেড়মাস কাল গাছে থাকিয়া পাতা খাইয়৷ আষাঢ়ের শেষে বা শ্রাবণের প্রথমে কোয় প্রস্তুত করে । বর্ষাতি বন্দেল লরিয়া কোয় তংপরে তৃতীয় বন্দ অর্থাং জিাড়ই বন্দের বীজের জন্ত রাখা হয়। জাড়ষ্ট বলের উপযুক্ত গুট হইতে ২-এ ২১ এ শ্রাবণ প্রজাপতি বাহির হয়। তৎপরদিন তাহারাও ডিম পাড়ে। পুৰ্ব্বের স্তায় এ ডিম গুলিও আটদিনেই ফুটিয় উঠে। দুষ্টমাস কাল আহার করিয়া আশ্বিন মাসের শেষ সপ্তাহে কোয় প্রস্তুত করে । কটাবস্থায় তসরকািটকে দিবারাত্র বাহিরে গাছের উপর রাখিয়া দিতে হয়। অন্য সময়ে ঘরের ভিতর রাখা যাইতে পারে। বেশী বীজের কোয়৷ রাখিতে হইলে ঘরের মাঝে না রাথিয়া, বাহিরে একটী বঁাশের উপর রাথিয় দেওয়া হয়। রৌদ্র ও বৃষ্টি হইতে রক্ষা করিবার জন্য গুটীগুলির উপরে একটা খড়ের ছাউনী করিয়া দিতে হয়। যে দিন দুই একট প্রজাপতি কাটিয়া বাহির হইতে দেখা যায়, সেই দিনই বঁাশ গtছি নামাইয়া কোয় গুলিকে ধন্থকের আকারে বধিয়া বাশে ঝুলাইয় দিতে হয়। রাত্রি ৯/১০টার সময় গুটি কাটিয়া প্রজাপতি বাহির হয় । বাহির হইবামাত্র পুরুষগুলি উড়িয়া যায়। স্ত্রী গুলি ধমুকের উপরেই বসিয়া থাকে। রাত্রি ১২ট হইতে ৩টা পৰ্য্যন্ত পুরুষ গুলি আসিয়া ধনুকের উপর বসিতে থাকে । যে গুলি উড়িয়া গিয়াছিল, সেই গুলি আসে কি না তাহ ঠিক বলা যায় না। প্রত্যুষে ধনুক গুলি ঘরের মধ্যে আনিয়া রাখিয়া দেয়। বৈকালে স্ত্রী গুলিকে বড় বড় পাতার ঠোঙার মধ্যে রাখিয়া ঠোঙার মুথ কাটি দিয়া আবদ্ধ করিয়া দেয়। ফাকা ঠোঙার মধ্যে যতই সে উড়িতে চেষ্টা করে, ততবারই সে কতক গুলি করিয়া ডিম পাড়ে। বন্য অথব স্বাভাবিক অবস্থায় প্রজাপতি এক গাছ হইতে অন্য গাছে উড়িয়া গিয়া বহু গাছে ২৪টা করি। ডিম পাড়িয়া রাখে। ঠোঙার মধ্যে ডিম পাড়াইলে পাচ দিন পরে ঠোঙা গুলি খুলিয়া প্রজাপতি গুলি ফেলিয় দিতে হয় ও ডিমগুলি