পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৭৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোগ দোযবলজাত রোগ দুই প্রকার, শারীরিক ও মানসিক, শারীরিক দোষ ও দুই প্রকার, আমাশয় আশ্রিত ও পঙ্কাশয় আশ্রিত। পূৰ্ব্বোক্ত সকল রোগকে মাধ্যাত্মিক রোগ কহে । আগন্তু রোগই সংঘাতবলজাত রোগ, আগন্তুক রোগ দুই প্রকার, শস্ত্রাঘাত জনিত ও হিংস্ৰজন্তুকৃত। এই আগন্তুক রোগ আধিভৌতিক রোগ নামে অভিহিত হয় । শীত, উষ্ণ, বাত, বর্ষা প্রভূতি কারণে যে সকল রোগ জন্মে, তাহাদিগকে কালবলজাত রোগ কহে । এই কলিবলজাত রোগ দুই প্রকার, যথা—ঋতুবিপর্য্যয়জাত, ও স্বাভাবিক ঋতুজনিত, দেবদ্রোহ ও অভিশাপাদি জনিত অথবা অথৰ্ব্ববেদোক্ত মারণ প্রভূতি কার্যা করিলে নানা প্রকার উপসর্গ-জনিত যে রোগ হয়, তাহাকে দৈববলজাত রোগ এই দৈববলজনিত রোগ আবার দুষ্ট প্রকার, বিদ্যুৎ বা বজাঘাতকৃত এবং পিশাচাদিকৃত। চহাদিগকে আরও দুষ্ট প্রকারে বিভাগ করা যাইতে পারে, আকস্মিক ( যাহা ঘটনাক্রমে জন্মে ) এবং সংসৰ্গজাত । ক্ষুধা, পিপাস, জরা, মৃত্যু ও নিদ্র প্রভৃতি স্বভাববলজাত রোগও দুই প্রকার, কালকৃত ও অকালকৃত। অতিশয় যত্ন করিলেও কিছুতে যাহা রোধ করা যায় না, তাহা কালকৃত অনায়াসেই ঘটে, তাহাকে কহে । এবং যত্ন না করিলেও যtহ অকাগকৃত কহে । বাত, পিত্ত ও শ্লেষ্মাই সকল প্রকার রোগের মূল, রোগ হইলেই তাঁহাদের নুনাধিকভাবে লক্ষণ দেখিতে পাওয়া যায়। যেমন এই সমস্ত বিশ্ব সত্ত্ব, রজঃ ও তমঃ এই তিনুগুণ ব্যতীত থাকিতে পারে না, তদ্রুপ রোগ সমূহও বাৰু, পিত্ত ও শ্লেষ্মা ব্যতীত থাকিতে পারে না। বাত, পিত্ত ও শ্লেষ্মা রোগের একমাত্র আশ্রয়, সুতরাং রোগ উহাদিগকে মুশ্ৰয় না করিয়া থাকিতে পারে না। 攀 দোষ, ধাতু এবং মলের পরম্পর সংসর্গ স্থান এবং কারণভেদে বিবিধ প্রকার হইয়া থাকে। সপ্তধাতু ও দোষকত্ত্বক দূষিত হইয় যে সকল রোগ জন্মে, সেই সকল রোগের রসঙ্গ, রক্তজ, মাংসল, মেদোজ, অস্থিজ, মজ্জজ এবং শুক্রজ এই मृकण नाभ ८म ७ब्र बहिप्य *** ! ইহার মধ্যে আবার রসধাতু দূষিত হইলে অন্নে অশ্রদ্ধা, অরুচি, অপাক, অঙ্গমৰ্দ্দ, জ্বর, হল্লাল, তৃপ্তি (ক্ষুধার অভাব } শরীরের গৌরব, পাণ্ডু, হদ্রোগ, মার্গের উপরোধ, ৰূপত, মুখবৈরস্ত, অবসয়ত, অকালে কেশের সঙ্কোচ ও পকত প্রভৃতি বিকার জন্মে। শোণিত দুষিত হইলে কুষ্ট, বিসর্গ পীড়ক, নীলিকা, তিল, ব্যঙ্গ, গুচ্ছ, ইন্দ্রগুপ্ত, প্লাহ, বিদ্রধি, গুল্ম, বতিরক্ত, XVI [ १७x } 2 సె: রোগ অশ, অৰ্ব্বদ, অঙ্গমৰ্দ্দ, অস্বগৃদর, রক্তপিত্ত, এবং মুখ, মলদ্বার ও মেঢ়দেশে পাক প্রভৃতি বিকার জন্মে। মাংস দুষিত হষ্টলে—অধিমাংস, অৰ্ব্বদ, অৰ্শ, অধিজিহা, উপকুশ, গলগণ্ডিকা, মালজী এবং মাংস সংস্থতি প্রভৃতি বিকার জন্মে । মেদ দূষিত হইলে—গ্রন্থি, বৃদ্ধি, গলগ৩, অৰ্ব্বদ, ওষ্ঠ প্রকোপ, মধুমেহ, অতিস্থলত, ও অতিশয় ঘৰ্ম্মনির্গম প্রভৃতি বিকার উপস্থিত হয়। অস্থি দূষিত হইলে— অধ্যস্থি, অধিদপ্ত, অস্থিতোদ, ও কুলঘ প্রভৃতি বিকার হয় । মজ্জা দূষিত হইলে—তমোদৃষ্টি, মুচ্ছা, ভ্রম, শরীরের গৌরব, উরু ও জঙ্ঘার স্থলত, চক্ষের অভিষ্যনী প্রভৃতি রোগ জন্মে। শুক্র দুষিত হইলে—ীবন্ত, প্রহর্ষণ ( গায়ে কাটা দেওয়া বা শরীর রোমাঞ্চ হওয়া ), শুক্রাশ্মরী ও শুক্রমেছ প্রভৃতি বিকার জন্মে। মলাশয় দুধিত হইলে—ত্বকৃরোগ, মলরোধ ব। অতিশয় মল নিঃস্থত হয় । শারীরিক কোন ইঞ্জিয়ের স্থান দূষিত হইলে—ইঞ্জিয় কার্য্যের অপ্রবৃত্তি অথবা অস্বাভাবিক প্রবৃত্তি হইয়া থাকে । দোষ সকল কুপিত হইয়। শরীরের সর্ববস্থানে ধাবিত হইতে থাকে, তাহার মধ্যে যে স্থানে সেই কুপিত দোষের সংসর্গে অন্তদোষ বিগুণ হয়, সেই . স্থানেই রোগ হইয়। থাকে। of . এইস্থলে এইরূপ সংশয় জন্মিতে পারে যে, জর প্রভৃতি বায়ু, পিত্ত, ও কফ এই তিন দোষকে নিত্য আশ্রয় করিয়া থাকে, কি তাহাদিগের শিরাম আছে ? যদি নিত্য আশ্রয় করিয়া থাকে,তাহ হইলে সৰ্ব্বদা সকল প্রাণীর পীড়িত থাকিতে হয়। যদি বায়ু, পিত্ত ও কফ ভিন্ন এবং জরাদিরোগ ভিন্ন এইরূপ বলা যায়, তবে জয়কালে অন্ত প্রকার লক্ষণ না হইয়। কি নিমিত্ত কেবল বায়ু, পিত্ত ও কফের লগণ দৃষ্ট হয় ? এ কারণ বায়ু পিত্ত কফই জরাদি রোগের কারণ বলিয়া নির্দিষ্ট আছে। हे शंद्र मैौमा१माग्र दणt दहेब्रttछ् cय, याबू, *िख ७ करकहे জয়াদিরোগ প্রকাশ পায় বটে, কিন্তু তাহাতে নিত্য অবস্থিতি করে না। যেমন বিদ্যুৎ, বাত, বর্ষা, ও বঞ্জ আকাশ ব্যতীত প্রকাশ পায় না, অথচ তাহারা নিয়ত আকাশে থাকে না, অম্ভ কোন কারণ দ্বারা আকাশে সস্তৃত হয়, জরাদিরোগও তদ্রুপ অন্ত কারণে বায়ু, পিত্ত ও কফকে আশ্রয় করিয়া প্রকাশ পায়, তরঙ্গ বা বুদবুদ যেমন জল হইতে ভিন্ন নহে, অথচ জল থাকিলেই,তাহাতে নিরবচ্ছিন্ন তরঙ্গ বা বুৰা থাকে না, অন্য কারণদ্বারা তাছা জলে উৎপন্ন হয়, জল্পাদিরোগ ও তদ্রুপ সম্ভ কারণ দ্বারা বায়ু, পিত্ত ও কফে উৎপন্ন হয়। কোন প্রকার স্বাভাবিক নিয়মলঙ্ঘনে অথবা ঋতুর প্রভাবে ৰায়ু, পিত্ত ও কফের মধ্যে একটী বা ততোধিক দোষ বুদ্ধি হয়।