পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৭৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

~ു • রোগ সেই বদ্ধিত দোষ সেইরূপ কোন কারণে কুপিত হয়, ঐ কুপিত দোষ শরীরের কোন একদেশ আশ্রয় করিলে একদেশগত রোগ জন্মে। সৰ্ব্বাঙ্গব্যাপ্ত হইলে জর প্রভৃতি সৰ্ব্বাঙ্গগতরোগ হয়। দোষ কুপিত ইষ্টয় শরীরের একদেশই আশ্রয় করুক, বা সমস্ত শরীরই আশ্রয় করুক, দোষের প্রকোপ মাত্রই রক্তের প্রকোপ হয়। রক্ত কুপিত হইলেই উষ্ণ ও অধিকতর বেগবান হইয়া উঠে । তজ্জন্ত প্রায় সকল রোগেই জ্বরের লক্ষণ দৃষ্ট হয়, অর্থাৎ শরীর উষ্ণ এবং ধমনী বেগবতী বলিয়৷ অসুভব হয়। নিদান, পূৰ্বরূপ, রূপ, উপশয় ও সম্প্রাপ্তি এই পাঁচটা রোগজ্ঞানের কারণ । “নিদানং পুষ্করপাণি রূপাণু্যপশয়স্তথা। সম্প্রাপ্তিশ্চেতি বিজ্ঞানং রোগাণাং পঞ্চধা স্কৃতং ॥” (সুশ্রুত) যাহা দ্বারা দোষ কুপিত হইয়। রোগোৎপাদন করিতে পারে, তাহাকে নির্মান কহে, বিপ্রকৃষ্ট ও সন্নিকৃষ্ট ভেদে নিদান দুই প্রকার । বিরুদ্ধ আহার বিহারাদিকে বিগ্রকৃষ্ট অর্থাৎ দুরবর্জিনিদান, এবং কুপিত বাতাদিদোষকে সন্নিকৃষ্ট অর্থাৎ নিকটবর্তিমিদান বলা যায়। ১ রোগ বিশেষ প্রকাশিত হইবার পুৰ্ব্বে যে সমস্ত লক্ষণম্বারা ভাবিরোগ অনুমান করা যায়, তাহার নাম পুৰ্ব্বরূপ। পুৰ্ব্বরূপও দুইভাগে বিভক্ত, সামান্ত ও বিশেষ। যে পুৰ্ব্বরূপ দ্বারা বায়ু, পিত্ত ও শ্লেষ্ম এই তিন দোষের কোনও বিশেষ লক্ষণ প্রকাশ না হইয়৷ কোন ভাবিরোগমাত্র অনুমান করা যায়, তাহাকে সামান্ত পুস্বরূপ কহে। আর যে পুৰ্ব্বরূপ দ্বার ভাবিরোগের দোষভেদ পর্য্যস্ত অনুমান করিতে পারা যায়, তাহাকে বিশিষ্ট পুৰ্ব্বরূপ কহে। এই বিশিষ্ট খুব্বরূপ সুস্পষ্টরূপে প্রকাশিত হইলে তা হাকে রূপ কহে । বস্তুতঃ যে সমস্ত লক্ষণস্বারা উৎপন্নরোগ অবগত হইতে পারা যায়, তৃহার নাম রূপ কহে । নিদান বিপরীত বা রোগ বিপরীত অথবী এতদুভয়ের বিপরীত কাৰ্য্যকারক ঔষধ বিশেষ সেবন এবং তদ্রুপ আহার বিছারাদি স্বারা রোগের উপশম হইলে তাহাকে উপশয় কহে । ইহার বিপরীতের নাম অমুপশয় । এই উপশয় ও অনুপশয় দ্বারা রোগের গুঢ় লক্ষণ নির্ণয় করিতে হয়। দোষ সকল যেরূপ কুপিত হইয়। শারীরিক অবয়ব বিশেষে অবস্থান ৰ৷ বিচরণপূর্বক রোগোৎপাদন করে, তাহাকে সম্প্রাপ্তি কহে। সংখ্য, বিকল্প, প্রাধান্ত, বল ও কালামুঘারে এই সম্প্রাপ্তি ভিন্ন ভিন্ন হুইল্প থাকে । ৮ প্রকার জয়, ৫ প্রকায় গুল্ম এবং sv ंश्च कूले *स्रुङि १ि:ख:ङ्गि मtम ग१५]1 । शिंशtषछ् [ १७२ ] রোগ ত্রিদোষজ রোগের কুপিত দোষসমূহ কোন দোষ কি পরিমাণে কুপিত হইয়াছে, তাহ জানিবার জন্য প্রত্যেক দোষের লক্ষণ বিবেচনাপূৰ্ব্বক যে অল্পাংশ বিভাগ করা হয়, তাহার নাম বিকল্প। ঐন্ধপ রোগের মিলিত দোষসমূহ মধ্যে যে দোষ प्रशैः निनान प्रांत भूरुिङ इग्न, उाशहे ७५न ७२९ $ কুপিত দোষসংসর্গে অন্ত দেtযদ্বয় কুপিত হইলে তাহ অ প্রধান নামে অভিহিত হয়। যে রোগ সমুদয় নিদানদ্বারা উৎপন্ন হয়, এবং যাহার পুর্বরূপ ও রূপ সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, সেই রোগ বলবান, আর ঘাহা অল্প নিদানদ্বারা উৎপন্ন হই। অল্পমাত্র · পুৰ্ব্বরূপ ও রূপ প্রকাশ করে, তাহ হীনবল বলিয়। বুঝতে হুইবে । এই সমুদয় রোগই সাধারণতঃ দোষঙ্গ ও আগন্ধক দুই ভাগে বিভক্ত। পূৰ্ব্বে যে সকল ভেদ বলিয়াছি, তাহ। এই দুইভাগের অন্তভূক্ত। যে সকল রোগ বায়ু, পিত্ত ও কফ এই তিন দোষের পৃথক্ এক একটী বা মিতি দুইটী অথবা তিনটী দোষ হইতে উৎপন্ন হয়, তাহদিগকে দোষদ্ধ কহে । অপর দুই দোষকেও একটা দোষ কুপিত হইলে কুপিত করিয়া তুলে, এজন্য কোন রোগই এক দোষজ হয় না, ইছাই সাধারণ নিয়ম। তবে যে, একটা, ছুইটী বা তিনটা দোষ রোগের প্রথম উৎপাদক হয়, তদমুসারে রোগও এক#োষজ, দ্বিদোষজ ব। ত্রিদোধৰ্ম্ম নামে অভিহিত হইয়া থাকে। যে সকল রোগ অভিঘাত, অভিচার, অভিশাপ ও ভূতবেশ প্রভূতি কারণ বশতঃ সহল। উৎপন্ন হয়, তাহাদের নাম আগন্তুক। স্ব স্ব নিদানানুসারে দোষ বিশেষ কুপিত না হলে দোষজ রোগের উৎপত্তি হয় না। কিন্তু আগন্তক রোগের প্রথমেই যাতন প্রকাশ পাইয়া পরে দোষ বিশেষকে কুপিত্ত করে, ইহাই উভয়বিধ রোগের পার্থক্য । • প্রকুপিত বায়ু, পিত্ত ও কফ এই ত্রিদোষ দোষজ রোগোৎপত্তি বিষয়ে বি প্রকৃষ্ট নিদান। বিবিধ অস্থিতজনক আহার-বিহারাদি রূপ নিদান দ্বারা ঐ তিন দোষ কুপিত হইয়। রোগোৎপাদন করিয়া থাকে। ইহা ভিন্ন কতিপয় উৎপন্ন রোগ ও রোগ বিশেষের নিদান হয়। যেমন জয়সস্তাপ হইতে রক্তপিত্ত, রক্তপিত্ত হইতে জ্বর, জর ও রক্তপিত্ত্ব এই উভয় রোগ হইতে রাজধক্ষ্মা, প্লীহাবুদ্ধি হইতে উদররোগ, উদররোগ হইতে শোখ, অশ হইতে উদররোগ বা গুল্ম, প্রতিস্তায় হইতে কাল, কাল হইতে ক্ষয়রোগ এবং ক্ষয়রোগ হইতে ধাতুশোষ প্রভৃতি রোগ উৎপন্ন হইতে দেখা যায়। এই সকল রোগোৎপাদক রোগের মধ্যে কোন কোন রোগ