লকি ১৫৫৪ ফিটু উচ্চ। এই পাৰ্ব্বত্য ভূভাগে বাস ও শালবন আছে। বর্তমান মানচিত্রে ইহা লাঙ্গতারাই নামে লিখিত। ' লকবল্লী, মহিমুর রাজ্যের কন্নুর জেলার অন্তর্গত একটা তালুক। ভূপরিমাণ ৫৪ বর্গ মাইল। ৭৯৯ খানি গ্রাম লষ্টয়া এই উপবিভাগ গঠিত। চন্দ্রদ্রোণ ধাৰাবাবুন শৈলমাল এই উপবিভাগের দক্ষিণাংশে বিস্তুত আছে। বাবাবুন শৈলের সর্বত্র এবং বনমালা-সমাকীর্ণ জাগর উপত্যকায় কাফিচাষের বহু বিস্তৃত উদ্যানরাজি রিাজিত দেখা যায়। পশ্চিমাংশে ভদ্রানদীর উভয় কুলে লন্ধবী গ্রাম পৰ্য্যন্ত বিস্তৃত শাল ও সেগুণ বন । ২ উক্ত উপবিভাগের অন্তর্গত একটী গওগ্রাম। অক্ষা" ১৩° ৪২' ৪০" উঃ এবং গ্রাঘি’ ৭৬° ৪১' ৪০%। রাজা বঙ্গমুক্ত রায়ের সুপ্রাচীন রাজধানী রত্নপুরী ইহার সন্নিকটেই অবস্থিত। যেদেপল্লী নগরে বিচার সদর প্রতিষ্ঠিত আছে। লকার (পুং) ল-স্বরূপে কারঃ। লস্বরূপবর্ণ, লকার এই অক্ষর। “অমুকুলাং বিমলাঙ্গীং কুলজাং কুশলং মুশীলসম্পন্নাং । পঞ্চলকারাং ভাৰ্য্যাং পুরুষঃ পুণ্যোদয়াল্লভতে।” (উদ্ভট ) লকি, পঙ্গাবপ্রদেশের বা জেলার একটা তহলীল। ভূপরিমাণ ১২৬৯ বর্গ মাইল। অক্ষা” ৩২° ১৬’ হইতে ৩২° ৪১' উঃ এবং দ্রাখি ৭০° ২৫ ১৫% হইতে ৭০° মধ্য । কুরাম ও তোটী-বিধৌত উপত্যকার দক্ষিণ প্রাস্তুর লইয়া এই তহসীল গঠিত। এখানে মারবাত নামক একটা জাতির বাস আছে। তাহদের প্রাধান্তহেতু পার্শ্ববৰ্ত্তী স্থানবাসী লোকে ইহাকে মাৰ্ব্বাৎ বিভাগ বলিয়াই উল্লেখ করিয়া থাকে। কিন্তু লকি নগরে রাজকীয় সদর প্রতিষ্ঠিত থাকায় সরকারী বিবরণীতে উহ! লকি নামে গৃহীত হইয়াছে। এই স্থান বালুকাপূর্ণ বলিয়া কৃষিকার্য্যের বিশেষ সুবিধা নাই। গম্ভীল প্রভৃতি পৰ্ব্বতগাত্রবাহী কএকটা স্রোতস্বিনী ভিন্ন এখানে তালরূপ জল সরবরাহ হয় না। অধিকাংশ নদীতেই বর্ধ বাতীত অপর ঋতুতে জল থাকে না। কেবল বালুময় জলখাত পতিত থাকে মাত্র। যেখানে বালুর মাত্রা কম, সেই খানে অধিবাসিগণ একত্র হইয়া বাস করে। উহাই এক একটা গ্রামরূপে গণ্য। বর্ষার সময় জলপ্রবাহ গ্রাম সন্নিকটস্থ নিম্নভূমে সঞ্চিত হইবার জন্য গ্রামবাসিগণ নাল কাটিয়া দেয় এবং সেই খাতে ধাধ দিয়া জল বাধিয়া রাখে। অনেক গ্রামে তাহারা এক একটা ক্ষুদ্র পুষ্করিণীও কাটিয়া লয়, কিন্তু বালুকাময় মৃত্তিকায় তাঙ্ক অধিককাল স্থায়ী হয় না। তখন অধিবাসিগণ একমাত্র গম্ভীল নদী হইতে অথবা ১০ হইতে ১৫ মাইল পৰ্যন্ত দূরবর্তী পৰ্ব্বত মধ্যস্থিত জলখাত বা পুষ্করিণী হইতে জল আনয়ন করিয়া থাকে। গাধা বা বলদের পৃষ্ঠে জলের মশক চাপাইয়া রমণীরাই [ ১১৯ ] লকুল্য জল জানে, কখন কখন তাহারা নিজেও কিছু কিছু সঙ্গে লয়। ২ উক্ত জেলার একটি নগর এবং মাৰ্ব্বাৎ বা লকি তছশলের বিচার সদর। গম্ভীল নদীর দক্ষিণকুলে এড্ওয়ার্ডসাবাদের ১৬ ক্রোশ দূরে অবস্থিত। অক্ষা ৩২৩৬৪e“উঃ এবং দ্রাক্ষিণ ৭•৭৭ পূঃ। এই নগরের অপর পারে পূৰ্ব্বতন ঈশানপুর নগর ছিল। ১৮৪৪ খৃষ্টাৰে শিখগবর্মন্টের রাজস্বসংগ্রাহক ফতে খ তিবান। এখানে দুর্গ স্থাপন করিরা ধীরে ধীরে তাহার পার্শ্বে একটী নগর প্রতিষ্ঠা করেন। গম্ভীল নদীর প্রবল বস্তায় নগরভাগ জলপ্লাবিত হওয়ায় এবং কুরম ও গম্ভীলা-সঙ্গমস্থ খাড়ি-জাত মশকের দৌরাত্ম্যে স্থানীয় রাজকৰ্ম্মচারী ঐ রাজধানী পরিত্যাগ শ্রেয়; বিবেচনায় ১৮৬৪ খৃষ্টাৰো অপর পারস্থিত বালুকাপূর্ণ উচ্চ বেলাভূমে নগর পরিবর্তন করেন। এখানে পূৰ্ব্বে মীণাথেল, থোয়েদাদখেল ও সৈয়দখেল নামে তিনটা গ্রাম ছিল, ঈশানপুরের অধিবাসীরাও পরে নূতন নগরে আসিয়া সমবেত হয় এবং কয়ট গ্রামের লোক একত্র হওয়ায় একটা সমৃদ্ধিশালী নগর গঠিত হয়। মিউনিসিপালিটীর অধীন থাকায় এই নগর অপেক্ষাকৃত ঐসম্পন্ন । লকি, সিন্ধুপ্রদেশের করাচী জেলার অন্তর্গত একটা গিরিশ্ৰেণী। [ লখি দেখ। ] লকি, বোম্বাই প্রেসিডেন্সীর শিকারপুর জেলার একটা নগর। { লখি দেখ। ] লকুচ (পুং ) লক্যতে ইতি লক স্বাদে+বাহুলকাচ্চঃ । বৃক্ষবিশেষ। চলিত ডহুয়া, মাদার। পৰ্য্যায়—লিকুচ, শাল, কষায়ী, দৃঢ়বন্ধল, ডছ, কাশ্য, শুর, স্থলস্কন্ধ। ইহার গুণ-- তিক্ত, কষায়, উষ্ণ, লঘু, কণ্ঠদোযহর, দাহজনক ও মল সংগ্রহকারক । ভাবপ্রকাশমতে পর্য্যায়-ক্ষুদ্রপনস, ডহ। আমগুণ-উঞ্চ, গুরু, বিন্তৈকর, মধুর, অন্ন, ত্রিদোষবৰ্দ্ধক, রক্তকর, শুক্র ও অধিনাশক, চক্ষুর অহিতকর। সুপক্ষগুণ-মধুর, অম, বায়ু ও পিত্তবদ্ধক, কফ ও অগ্নিবৰ্দ্ধক, রুচিকর, বৃষ্য ও বিষ্টস্তক ” ( ভাবপ্রe ) লকুচএাম, বিষ্কাপামুলস্থ একটা প্রাচীন গ্রাম । ( ভবিষ্যত্রহ্ম খ” ৮৬২ ) লকুট (পুং ) লগুড়। লকুটিন (ত্রি) লগুড়-হস্ত। লগুড় লইয়া গমনকারী। লকুল (পুং) ল অক্ষরের জয়প্রাসযুক্ত। ল বহল। লকুলিন (পুং) সুনিবিশেষ। লকুল্য (ত্রি)লকুলাৰীৰ।
পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/১১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।