লক্ষীনরসিংহ [ ১২৮ ] লক্ষীনিবাস লক্ষীদাস (পুং ) যোগশতকগ্রন্থপ্রণেতা। লক্ষীদাস, ১ অনুমান-লক্ষণপ্রণেতা। • যোগশতক নামক গ্রন্থকৰ্ত্তা। ৩ কেরলবাসী একজন কবি । ইনি শুকসন্দেশ কাব্য রচনা করেন । ৪ ভাস্করাচার্য্যকৃত সিদ্ধাস্তশিরোমণি গ্রন্থের গণিততত্ত্বচিন্তামণি নামক প্রসিদ্ধ টীকাকার, বাচস্পতি মিশ্রের পুত্র ও কেশবের পৌত্র। ইনি ১৪৯১ খৃষ্টাব্দে স্বীয় গ্রন্থ সমাপন করেন। লক্ষীদেব, মম্বের সমসাময়িক একজন পণ্ডিত। ঐকণ্ঠচরিত কাব্যে ইহার উল্লেখ আছে। লক্ষীদেবী (স্ত্রী) মিথিলারাজ চক্সসিংহের মহিষী। লছিমা ও লখিম নামে প্রসিদ্ধ। বিবাদচন্দ্র প্রভৃতি গ্রন্থপ্রণেতা মিসরীমিশ্র ও মিতাক্ষরা-টীকারচয়িতা বালন্তট তাহার আশ্রয়ে প্রতিপালিত হন। রাণী স্বয়ং পণ্ডিতদিগের যত্নে মিতাক্ষরাব্যাখ্যান নামক এ প্রসিদ্ধ মিতাক্ষরা-টীকা রচনা করেন । লক্ষীধর, ১ একজন কবি। পন্থাবলীতে ইহার উল্লেখ আছে। ২ দ্রাবিড়বাসী জনৈক ব্রাহ্মণ । ভোজপ্রবন্ধে ইহার বিষয় বর্ণিত হইয়াছে। ৩ অলঙ্কারমুক্তাবলীপ্রণেতা । ৪ চক্রপাণিকাব্য ও নলবর্ণনকাব্যরচয়িতা । ৫ পিঙ্গলটীকাগ্রণেতা । বৃত্তরত্নাকরাদর্শে ইহঁার নামোল্লেখ আছে । ৬ সূতিকল্পক্রম বা গৃহস্থকাগুরচয়িত । ৭ গণিতপ্রদীপ প্রণেতা। ইনি নাগনাথের ভ্রাতা ও নিম্বদেবের পুত্র । ৮ বড় ভাষাচন্ত্রিকা-রচয়িতা ; ইনি কোণ্ডভট্টের শিষ্য এবং যজ্ঞেশ্বর ভট্টের পুত্র। ৯ ইষ্টিকারিকা-প্রণেতা। ঐকণ্ঠের পুত্র ও বিদ্যাধরের পৌত্র। ১০ বিরুদ্ধবিধিবিধ্বংস নামক গ্রন্থের রচয়িতা । মল্লদেবের পুত্র ও বামনের পৌত্র । লক্ষীধর আচাৰ্য্য, নামচিন্তামণি, স্থায়ভাস্কর ও ভগবল্লামকৌমুদীরচয়িতা। বিটঠলাচার্য্যের পুত্র। অনস্তানন্দ রঘুনাথ যতি ও শ্রীকৃষ্ণ সরস্বতীয় নিকট ইনি শিক্ষা সমাপন করেন। লক্ষীধর কবি, অদ্বৈতমকরন ও স্থায়মকরদ রচয়িত । লক্ষীধর দেশিক, আননালহরীটীকাগ্রণেতা । লক্ষীধর ভট্ট, ১ কুওকারিকা-রচয়িত । ২ কৃত্যকল্পতরুপ্রণেতা। ইনি কান্তকুক্তাধিপতি রাজা গৌবিন্দচন্দ্র দেবের মন্ত্রী ও মহাসদ্ধিবিগ্রহিক হৃদয়ধরের পুত্র। দানকল্পতরু, রাজধৰ্ম্মকল্পতরু ও ব্যবহারকল্পতরু নামে ইহার রচিত আরও তিনখানি খণ্ডগ্রন্থ পাওয়া যায় । উহা সম্ভবতঃ উক্ত কৃত্যকল্পতরুরই অস্তভুক্ত। লক্ষীধরসেন, একজন বৈষ্ঠ পত্তিত। কাকুৎস্থ্যসেনের পুত্র ও সাঙ্গ সেনের পৌত্র। তন্ত্ৰচঞ্জিকা নামী চিকিৎসাসংগ্ৰহটীকা প্রণেতা শিবদাসসেন ইস্থায় প্রপৌত্র । -- লক্ষীনরসিংহ, ১ বিলাস নামক ব্যাকরণ প্রণেতা। বিশেষণ স্বল্পৰৈয়ৰ্থ নামক স্থায়শাস্ত্রপ্রণেতা। লক্ষীনাথ (পুং ) বিষ্ণু । লক্ষীনাথ, গোপালাৰ্কনচন্ত্রিকা রচয়িত। লক্ষীনাথ ভট, পিঙ্গলার্থপ্রদীপপ্রণেতা রায়ঃ ভট্টের পুত্র ও নারায়ণের পৌত্র। ১৬০০ খৃষ্টাৰো উক্ত গ্রন্থ সমাপন করেন। ২ একজন পণ্ডিত। বৃত্তমৌক্তিক প্রণেতা চন্দ্রশেখর ইহার পুত্র। লক্ষীনাথ মিশ্র, লীলাবতীটাকা ও সিদ্ধান্তশিরোমণিটাক নামক দুইখানি টীকা ইহার রচিত বলিয়া প্রকাশ। লক্ষীনাথ শৰ্ম্মন, শিশুপালবধব্যাখা রচয়িত। নারায়ণ শঙ্কার পুত্র ও বংশীধর শর্থার পৌত্র। লক্ষীনারায়ণ, ১ উপশমাৰ্য্য, কাশীস্তোত্র, কৃষ্ণাষ্টক, দেব্যষ্টিক, নীরাজনপন্থালিলক্ষণবিবিক্তি, পাংগুলাবৃত্তিপ্রকাশ, প্রাতঃস্মরণাষ্টক, ভারতীনীরাজন, মঙ্গলদশক, মদনমুখচপেটক, রামচন্দ্রপঞ্চদশী, রামপঞ্চদশীকল্পলতিকা, বিদ্ধ্যবাসিনীদশক, বিশ্বেশ্বল্পনীরাজন, বিষ্ণুলীরাজন, শঙ্করাষ্টক, শিবদশক, শিবস্তোত্র, সূৰ্য্যযটুপদী প্রভৃতি গ্রন্থপ্রণেতা। ২ তত্ত্বপ্রকাশিকাব্যাখ্যা নামক বেদান্তগ্রস্থরচয়িতা । ৩ দায়াধিকারিক্রমপ্রণেতা । ৪ লঘুসংগ্ৰহ নামক জ্যোতিগ্রস্থরচয়িতা । ৫ শ্রতবোধটীকাগ্রণেতা । লক্ষীনারায়ণ, কুঁৰ্গরাজ্যের দেওয়ান। ইনি জাতিতে ব্রাহ্মণ। ১৮৩৭ খৃষ্টাব্দে তালুপ্রদেশবাসী গৌড়গণ বিদ্রোহী হয়। ক্রমে সেই বিদ্রোহবহি দক্ষিণ-কাণাড়া হইয়া কুৰ্গরাজ্যে বিস্তারলাভ করে । এই সময়ে অভ্রম্বর নামক একজন রাজদ্রোহীর প্ররোচনায় দেওয়ান লক্ষ্মীনারায়ণ ইংরাঞ্জের শক্র হইয় উঠেন। কিন্তু বিশ্বস্ত কুর্গসেনার সাহায্যে শীঘ্রই দেওয়ানজীর উদ্যম ব্যর্থ হয়। লক্ষীনারায়ণ (পুং ) লক্ষ্ম্যাম্বিতে নারায়ণঃ । শালগ্রাম-শিলবিশেষ। ইহার লক্ষণ,—যে শালগ্রাম শিলার একদ্বারে চারিট চক্র, ঘোর কৃষ্ণবর্ণ ও বনমালাবিভূষিত, অর্থাৎ বনমালাচিহ্নযুক্ত। “একদ্বারে চতুশ্চক্রং বনমালাবিভূষিতম্। নবীননীরদাকার লক্ষ্মীনারায়ণাভিধম্।।” (ব্রহ্মবৈবর্তৃপু• ) লক্ষ্মী ও নারায়ণ । লক্ষীনারায়ণ ন্যায়ালঙ্কার, ব্যবস্থারত্নমালা নামক দীধিতিকার। নবদ্বীপের সুপ্রসিদ্ধ নৈয়ায়িক গদাধর তর্কবাগীশ ভট্টাচায্যের পুত্র। লক্ষীনারায়ণ যতি, স্কায়ামৃতরচয়িত ব্যাসতীর্থ বিন্দুর গুরু। লক্ষীনারায়ণ ( রাজা ), কোচবিহারের একজন রাজা । বালগোস্বামীর পুত্র ও নরনারায়ণের পৌত্র। ইনি রাজা মানসিংহকে ১••• ছিঃ সার্ধনাপূর্বক স্বরাজ্যে লইয়া যান। ১৬১৮ খৃষ্টাঙ্গ পৰ্য্যস্ত ইনি রাজসিংহাসন অলঙ্কত করিয়াছিলেন। o লক্ষীনারায়ণব্রত, ব্ৰতবিশেষ। লক্ষীনিবাস, শিবহিতৈষিণী নাৰী মেঘদূতটকীপ্রণেতা।
পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/১৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।