পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ২৯ ] রোমসাম্রাজ্য - সকলেই তাহার সহিত সখাতুত্রে জাবদ্ধ হইল । তিনি পশ্চিম নিউমিডিয়ায় মেসালিয়াধিপতির পুত্র মেলিনিসার সহিত বন্ধুত্ব স্থাপন করিলেন। এইরূপে তিনি পূৰ্ব্বে নিউমিডিারাজ সাইফাক্সের মিত্রত লাভ করিলেন । হালক্রবলও সেই উদ্দেশ্রুে ভখায় গমন করিয়াছিলেন । সিপিও প্তাহার সহিতও বন্ধুভাবে অবস্থান করিতে লাগিলেন। জিন্নাগোর সফোনিস্বা নায়ী এক পরম সুন্দরী অঙ্গ ছিল । সাইফান্স তাহার রূপলাবশ্যে মুখ হইয় তাহাকে বিবাহ করিলেন। অগত্যা সিপিও সাইফাক্সের সাহায্য হারাইলেন। স্পেন হইতে সিপিওর অক্ষুপস্থিতিতে বিষম বিদ্রোহ উপস্থিত হইল । সিপিও অবিলম্বে তথায় গমনপূর্বক ইলিটার্জিস্ নামক নগররাসীদিগকে ভয়ানক শাস্তি প্রদান করিয়া বিদ্রোহানল নিৰ্ব্বাণ এবং অবিলম্বে গেড্স অধিকার করিলেন। মাগে৷ স্পেন হইতে লিগারিয়া গমনপুৰ্ব্বক হানিবলের সাহায্য করিতে লাগিলেন। প্রকৃত প্রস্তাবে স্পেন সম্পূর্ণরূপে সিপিওর করায়ত্ত হইল। সিপিও ২০৬ খৃঃ পূঃ রোমে গমনপূৰ্ব্বক কদলপদের প্রার্থ হইলেন এবং ২০০ খৃঃ পূৰ্ব্বাদের জন্ত কন্সল নিযুক্ত হইয়া আফ্রিকায় যাইয়া পিউনিক যুদ্ধের শেষ করিতে চাহিলেন, কিন্তু প্রবীণ কন্সলম্বয় তাহাতে সন্মতি দিলেন না। তখন সিপিও সিসিলি জয় করিবার ইচ্ছা প্রকাশ করিলেন, কিন্তু সেনেট র্তাহাকে সৈন্ত দিতে অনিচ্ছুক হইলেন। সিপিওর অদ্ভুত প্রতিভায় শত সহস্র রোমক যুবক স্বেচ্ছাপ্রণোদিত হইয় যুদ্ধার্থে অগ্রসর হইল। সেনেট ইহা নিবারণ করিতে পারিলেন না। সিপিও সিসিলিতে যাইয়া যুদ্ধের উদ্যোগ করিতে লাগিলেন । এদিকে রোমে তাহার শত্রগণ র্তাহাকে ফিরিয়া আনিবার জন্ত সেমেটকে উত্তেজিত করিতে লাগিল। সিপিও গ্রীক-সাহিত্যু অম্বরক্ত এবং অত্যন্ত বিলাসী ছিলেন, তজ্জন্ত অনেক প্রাচীন রোমক র্তাহাকে ভালবাসিতেন লা। তাহার শত্ৰুগণ সংবাদ দিল যে, সিপিও সিসিলিতে বসিয়া বিলাসম্রোতে ভাসিতেছেন, তজ্জন্য র্তাহাকে অবিলম্বে রোমে আহবান করা উচিত। কিন্তু সেনেট র্তাহাকে ফিরাইতে সাহসী না হইয়া অনুসন্ধানের নিমিত্ত কমিশন পাঠাইলেন। তাহার যাইয়া সিপিওর যুদ্ধোদ্যোগ এবং অভিনব রণকৌশল দেখিয়া বিক্ষিত হৃদয়ে ভূয়সী প্রশংসা করিলেন । তখন সেনেট তাহাকে স্বদেশে প্রত্যাগমনের পরিবর্তে আফ্রিকায় যাইয়া যুদ্ধ করিতে জাদেশ দিলেন। অনুসারে ২৭৪ খৃঃ পূৰ্ব্বাদে সিপিও লিলিৰিয়াম হইতে যাত্রা করিয়া আফ্রিকায় উপকূলে উটিক নামক স্থানে অবতরণ করিলেন। কার্থেজীর সৈন্য লিপিওর কিন্তু তৎপূৰ্ব্বে জিস্গো | • পুঞ্জে প্রতিকী লিগে হালের অধীনে পরিচালিত হইল xvil kr ७षर उँशब्र घाशाज्र गरेक्लन्न जराशार्थी काप्र्भधग्न ऋक शूरु कब्रिएल नाशित्नम । ९०७ षः ग्रं अँीडिमछ पूरुॉब्रख श्हेन । cअनि গভীর মিশীথে লিপিও কার্থেজীয় শিবির আক্রমণপূর্বক অগ্নি প্রদান করিলেন। সমস্ত শিবির জীভূত হইজ জধিকাংশ কার্থেজীর সৈন্য তরবারি ও অগ্নিমুখে জীবন গির্জন করিল। হাসন্ধবল পুনৰ্ব্বার আর একদল সৈন্য লইয়া সাইফাক্সের সাহায্যে যুদ্ধার্থ প্রস্তুত হইল। কিন্তু লিপিও ও মেসিনিসার মিলিত সৈন্য তাহাদিগন্ধে সম্পূর্ণরূপে পরাজিত করিল। সাইফাজের প্রশ্নয়িনী সফোনিস্থা বন্দিলী হইলেন। মেসিনিস বহু দিন ইষ্ঠার পাণিপ্রার্থী ছিলেন, এক্ষণে চিয়াভিলষিত হৃদয়লক্ষ্মীকে বনিনী পাইয়া তাহাকে লিপিওর অজ্ঞাতসারে বিবাহ করিলেন। সিপিও ভাবিলেন, পাছে এই বিবাহে মেসিনিসা স্বীয় শ্বশুর হাস্ক্রবলের পক্ষাপ্রয় করে, এইজন্য তিনি উক্ত কম্যাকে তাহার হস্তে সমর্পণ করিতে বলিলেন । মেসিমিলা সফোনিসবাকে যথার্থ ভাল খাসিয়াছিলেন, সুতরাং তাহার অঞ্চলক্ষ্মী হইয়া সে যে বঙ্গিনী হইবে, তাহ তাহার সহ হইলন । তিনি প্রণয়িনীকে বিষ প্রদান করিলেন। এইরূপে সঙ্কেনিসবার চুড়াগ্যের শেষ হইল। কার্থেজীয়গণ সিপিওর পরাক্রমে ব্যতিব্যস্ত হইয়া রোম হইতে আসিবার জন্য হানিবল ও মাগোর নিকট দূত পাঠাইল। হানিবল সুদীর্ঘ ১৫ বৎসর কাল ইতালীতে যুদ্ধ করিয়া ইতালীর এক প্রান্ত হইতে অপর প্রান্ত পৰ্য্যস্ত অধিকার করিয়াছিলেন । হানিৰলের স্বদেশগমনে রোমকগণ মহা আনন্দিত হইল। হানিবলের সহিত যুদ্ধে রোমকদিগের ৩০০০০০ সৈন্য বিনষ্ট হইয়াছিল, ধনসম্পং কত যে লুষ্ঠিত হইয়াছিল, তাহার ইয়ত্ত করা দুষ্কর। রোমকগণ তৎপূৰ্ব্বে এতাদৃশ যুদ্ধপ্রতিভা নয়নগোচর বা কর্ণগোচর করে নাই। অদ্বিতীয় পিতৃভক্ত পুত্র পিতার আজ্ঞাপালনের জন্য যে মহাত্ৰতের উদয়াপন করিয়াছিলেন, তাহার কিয়দংশ পূর্ণ করিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হানিবল জাহাঙ্গে উঠিলেন । তিনি কার্থেক্সে উপস্থিত হইবা মাত্র কার্থেজীয়গণ পুনরায় নববলে । বলীয়া হইয়া উঠিল। কিন্তু হানিবল বর্তমান অবস্থা পৰ্যালোচনা করিয়া যুদ্ধ অপেক্ষ সন্ধির অস্তাবের অনুমোদন কারলেন। কিন্তু যুদ্ধোন্মত্ত কার্থেজীয় সৈন্যগণ রোমক-সেনাপতি পিপিওর সন্ধির সৰ্বে স্বীকৃত হইল না। হানিবল স্বয়ং সিপিওর সহিত সাক্ষাৎ করিয়া কোন কোন সর্ত পরিবর্তন করিতে বলিলেন, কিন্তু লিপিও তাছা শুনিলেন না। অগত্মা যুদ্ধ বাধিল । ২১২ খৃঃ পূঃ, জেম নামক স্বানে উত্তর সৈন্যের ভয়ঙ্কর যুদ্ধ উপস্থিত হইল। হানিৰল অদ্ভুত রণকৌশল প্রদর্শন