পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৫১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্দীপাল ২ উক্ত জেলার একটী নগর এবং বন্দিবাস উপবিভাগের বিচার সদর। অক্ষা ১২°৩•৫৯%উঃ এবং দ্রাখি" A৯’৩৮৪•* পূ: । এই স্থানের ঐতিহাসিক প্রসিদ্ধি আছে। বিগত কর্ণাটক যুদ্ধের সময়ে এই স্থানেও যুদ্ধ ঘটিছিল। জার্কটের নবাৰবংশের আীয় এক জন মুসলমান সামস্ত বন্দিবাস-দুর্গের অধিনায়ক ছিলেন। ১৭৫২ খৃষ্টাব্দে ইংরাজ সেনাপতি মেজর লরেন্স বন্দিবাস আক্রমণ করেন। তদনন্তর ১৭৫৭ খৃষ্টাব্দে কাপ্তেন অলডারকোম নগর দগ্ধ করিয়াও দুর্গ জয় করিতে পারেন নাই। তৎকালে ঐ দুর্গমধ্যে অবস্থিত ফরাসী সৈন্ত পুনঃ পুনঃ ইংরাজদিগকে ছটাইয়া দিয়াছিল। ১৭৫৯ খৃষ্টাব্দে মোনসোন ভীমবেগে রূৰ্ণ লাক্রমণ করিলেন. বটে, কিন্তু দুর্গজয়ে অসমর্থ হইয়া স্বীয় সেনাদল লইয়া প্রত্যাবৃত্ত হইলেন। এই সময়ে দুর্গস্থ ফরাসী সেনাদল বিদ্রোহী হয়। ইংরাজ সেনাপতি আয়ারকুট সুযোগ বৃথিয়া সেই অবসরে দুর্গ আক্রমণ করেন। দুর্গবাসিগণ কিছুদিন অবরোধের পর, ইংরাজকরে আত্মসমর্পণ করে। ফরাসীর মৃথগাস হস্তচু্যত দেখিয়া ১৭৬০ খৃষ্টাব্দের প্রথমেই সেনাপতি লালী সালে দুর্গ সম্মুখে আসিয়া উপনীত হইলেন। দেখিতে দেখিতে দুষ্ট দিবস মধ্যেই বুশি ৩ হাজার মরাঠা সেনাসহ সেই রণপ্রাঙ্গণে আসিয়া সমবেত হইলেন। ফরাসী সৈন্ত দুর্গ অবরোধ করিল ; নিরুপায় বুৰিয়া সন্ত্র আয়ারকুট একদিন দুর্গদ্বার উন্মোচনপূর্বক সশস্ত্র ও সদলবলে সন্মুখে উপনীত হইলেন। দুই দলে ঘোরতর সংঘর্ষের পর ফরাসীরা পরাজিত হইল। বুশ ইংরাজ-করে বন্দী হইলেন। ফরাসীদিগের সহিত ইংরাজরাজের ভারতে আর কোথাও এরূপ যুদ্ধ ঘটে নাই। ১৭৮০ খৃষ্টা চইতে প্রায় ৩ বৎসর কাল লেপ্টনাণ্ট ফ্লিট বিশেষ কৌশলের সহিত মহিমুরপতি হাইদার আলীর প্রচণ্ড আক্রমণ হইতে এই দুর্গ রক্ষা করিয়াছিলেন। হায়দারের আক্রমণকালে আয়ারকৃটও দুইটা যুদ্ধে তাছাকে সহায়তা করিয়াছিলেন এবং অপরগুলিতে তিনি বিশেষ দক্ষতার সহিত স্বীয় বাহিনী রক্ষাপুৰ্ব্বক শক্রদলকে বিদূরিত করেন। বন্দী গ্ৰী বলি কণিকারাক্তিন ইতি উৎ বলী অতিপাঠক। “গোপ্তারং সুরসৈন্তানাং ৰং পুরস্বত্য গোত্রভিত । अऊाitनषाठि *ङ्गर७ा वनौभेिद छविद्रम् ॥“ (कूयांद्र २॥५२) लग्नीतःि (*्र ) रेशतः । • বন্দীকার (পুং ) বন্ধীৰং গৃহস্থং করোতীতি কু-অণু, । বলিগ্রাহ, ডাকাইত। পৰ্ব্যান্থ-মাচল, প্রসঙ্কচৌর, চিন্নাভ। (ত্ৰিক|. } বন্দীকৃত (ৰি) কারাবন্ধ। অপরাধী বোধে রাজপুরুষ रुरुँरु Wo ! - a: বন্দীপাল (পুং) কারারী (Jailor)। I ex I বস্তধায় - جمعجیبی === - বন্দুক (তেলণ্ড) আগ্নেয়াস্ত্রবিশেষ। * বন্দোবস্ত (পারসী) কোন একটা বিষয় বা কার্যের নিম্পত্তি করিয়া দেওয়া । * বন্দ্য (ত্রি) বন্দ্যতে হয়তে ইর্তি বদি-গ্যুৎ। বন্ধনীয়, স্তুত, বন্দনের যোগ্য । ------ “মাশী:পরম্পরাং বন্দ্যাং কৰ্ণেকৃত্বা কৃপাং কুরু।” (সাহিত্যন্ধs) প্রিয়াং টাপ্ত। বন্যা, বন, পরগাছা। ২ গোরোচনা। বন্দ্যতা (স্ত্রী) বন্যস্ত ভাব তল-ট্রাপ্ত। ধন্যত্ব, বন্দ্ব্যের ভাব বা ধৰ্ম্ম, বন্ধন । বন্দ্র (ত্রি ) বলতে স্তেীতি দেবাদী পূজাকালে ইতি বন্দি-বুক । পূজক। (উজ্জ্বল ) z: বন্ধুর ক্লে) ২ রথের নীড়বন্ধনধারভূত অক্ষসহ ঈযুদ্ধয়। ই সারথির বসিবার স্থান। সায়ণাচাৰ্য্য বেদভায্যে ইহার এইরূপ অর্থ করিয়াছেন;–‘নীড় বন্ধনধারভূত, উন্নতানতরূপবন্ধনকাষ্ঠম, বেষ্টতং সারথেঃ স্থানম্ যদ্ব সারথ্যাশ্রয়স্থানম্। [ পবগে দেখ ] বন্ধুরন্থ (ত্রি) রথাসনে উপবিষ্ট। রথারূঢ়। o - বন্ধুরায়ু (ত্রি) বন্ধুরযুক্ত r বন্ধুরা রথে নিবাসাধারভূতকাচে বন্ধুরং তস্থান।’ ( ঋক্ ৪।৪৪১ সায়ণ ) - বন্ধুরেষ্টা (ত্রি) রথোপবিষ্ট (ইন্দ্র ) । ( থক্ ৩৪৩১ ) বম, বোম্বাই-প্রেসিডেন্সীর ঝালাবার প্রান্তস্থ একটা ক্ষুদ্র সামন্ত রাজ্য, তিনখানি গওগ্রাম লইয়া গঠিত। ভূপরিমাণ ২৪ বর্গমাইল। এখানকার অধিবাসীরা এখন ছয় অংশে বিভক্ত হইয়া পড়িয়াছে। মোট রাজস্ব ২২৩১•১, তন্মধ্যে ইংরাজরাজ বার্ষিক ৩৭১৫ টাকা ও জুনাগড়ের নবাব ২৭৭ টাকা পাইয়া থাকেন। বন্য (ত্রি ) বনে ভব, বন-যৎ। ১ বনোদ্ভূত, যাহা বনে উৎপন্ন হয়। “হৈয়ঙ্গবীনমাদায় ঘোষবৃদ্ধায়ুপস্থিতা নামখেয়ানি পৃচ্ছন্তে বস্তানাং মার্গশাখিনা।" (র ১৪৫) ( ) ২ ত্বচ, । ( রাজনি• ) ৩ ফুটন্নট। “কুটন্নটং পরং বস্তং মুস্তাভঞ্চ পরীলবং ” (বৈদ্ধকরা” ) (পুং ) ৩ বনপূরণ, বুনো ওল। ৩ বারাহীকন । এ দেবনল । ( রাজনি• ) ও ক্ষীরবিদারী। (বৈসুক্ষরত্ন” ) ৭ শঙ্খ । ৮ লতাশাল । বন্যঞ্জ ( স্ত্রী) বনোপোদকী, বনপুই। (বৈদ্যকনি• ) ri বন্যজীরক ( ক্লী) বনজ কটুজীরক, বনজীরা । ( বৈদ্ধকনি, ) কলিঙ্গ-কাদষণা । গুণ-ৰীধ্যস্তস্তক, বলপ্রদ ও জামদোষনাশক । বস্থাৰীপ (পুং ) ঘন্তহস্তী। ধন্যধান্য (স্ত্রী) মীবার, উড়িধান। (পৰ্যায়মু )