রোম-সাম্রাজ্য শ্ৰুেসিয়ান ক্রীতদাস যুদ্ধে বন্দিরূপে স্থত হইয়া কাপুয়ার অক্সক্ৰীড়া*tto (Gladiator's training school) fiffs zoosfom আম্ফিথিয়েটারে এই অস্ত্রীড়কগণ পরম্পরকে বধ করিয়া রোমক-দর্শকলিগের শোণিত পিপাসার শাস্তি করিত। ৭৩ খৃঃ পূঃ স্পার্টাকাস ৭০ জন অস্ত্রীড়কের সহিত ব্যারামমন্দির হষ্টতে পলায়ন করিয়া বহু অনুচরবৃন্দের সহিত বিস্তুবিয়াস, পৰ্ব্বতে আশ্রয় লইয়া দলপুষ্ট করিয়াছিলেন । বহুসংখ্যক অস্ত্রীড়ক ও ক্রীতদাস অবিলম্বে স্পার্টাকাসের দলভূক্ত হইল । দুই বৎসরের মধ্যে স্পার্টাকাস ৭০ হাজার সৈন্তসংগ্রহপূর্বক সমগ্র দক্ষিণইতালী অধিকার করিলেন (৭২ খৃঃ পূঃ) । কন্সলস্বয় পুনঃ পুনঃ তাহার নিকট পরাজিত হইলেন । তখন স্পার্টাকাস সমগ্র ইতালী লুণ্ঠন করিতে আরম্ভ করিলেন। সেনেট এই বিষম বিপদের সময় (৭১ খৃঃ পূঃ) প্রিটর ক্রাসাকে ৬ দল সৈন্তের অধ্যক্ষ করিয়া যুদ্ধক্ষেত্রে প্রেরণ করিলেন। লুকানিয়ায় পেটিল্লা নামক স্থানে স্পার্টাকাসের সৈন্তের সহিত ক্রাসাসের ভয়ঙ্কর যুদ্ধ হইল। স্পার্টাকাস, পরাজিত ও আপুলিয়ার নিহত হন । বর্ণীকৃত ৬ হাজার সৈন্ত কাপুয়া হইতে রোম পৰ্য্যস্ত রাস্তার দুই পার্থে শ্রেণীবদ্ধভাবে শূলে আরোপিত হইল। অবশিষ্ট সৈন্য সকল পম্পি কর্তৃক বিনষ্ট হইয়াছিল। পরে পম্পি ও ক্রাসাস, উভয়ে কন্সল পদের প্রার্থ হইলেন। নিয়মানুসারে তাহার উক্ত পদের যোগ্যপাত্র না হইলেও সেনেট তাহাদিগকে কন্সল নিযুক্ত করিলেন । ৭১ খৃঃ পূঃ ৩১ এ ডিসেম্বর পম্পি জয়োল্লাসে মহাসমারোহে রোমে প্রবেশ করিলেন । ইহঁাদের কাৰ্য্যকালে সাল্লার শাসনব্যবস্থা অনেকাংশে পরিবর্তিত হইল । এই সময়ে অরেলিয়াসকট্ট লেক্স অরেলিয়া নামক আইন প্রবর্তন করেন । সাল্লা এসিয়া হইতে ইতালীতে প্রত্যাগমন করিবার পরে রোমক সেনাধ্যক্ষ মরেন আর্টেলাসের প্ররোচনায় মিথি দোতসের রাজ্য আক্রমণ করিলেন। তাহাতে মিথি দেতিস্ রোমীয় সেনেট সমক্ষে মরেনার নামে সন্ধিলজঘনের অভিযোগ উথাপন করিয়া প্রতিবিধানের আশা করিতে লাগিলেন, কিন্তু কোন ফল হইল ন, বরং মরেনা উত্তরোত্তর মিথি দেতিসের রাজ্য আক্রমণ করিয়া $াহাকে ব্যতিব্যস্ত করিয়া তুলিলেন । তখন নিরুপায় হইয়া মিম্বিনেভি একদল সৈন্তসংগ্রহপূর্বক হেলি নদীর তীরে মরেনাকে আক্রমণ করেন। তাহাতে মরেনা পরাজিত হইয়া ফ্রিজিয়ায় পলাইয়া যান। তখন মিথি দেতি কাপাডোকিয়া প্রভৃতি স্থান অধিকার করিয়া লন । এই সময়ে ৮২ খৃঃ পূঃ গাধিনিয়াস, সাল্লার আদেশে এলিয়ায় গমন করিয়া মূল্পেনাকে - ৰিঙীয় মিধি দেতিক যুদ্ধ (৮৩-৮২ খৃ: পূ:) [ ( , ] রোম-সাম্রাজ্য যুদ্ধ ত্যাগ করিতে বলেন, তদনুসারে মিথি দেতিস পূৰ্ব্বসদ্ধির সৰ্বানুসারে কাপাডোকিয়া পরিত্যাগপূৰ্ব্বক স্বরাজ্যে প্রত্যাগমন করেন। এইরূপে দ্বিতীয় মিথি দেতিক যুদ্ধ সমাপ্ত হয়। কিন্তু মিথি দেতিস্ রোমকদিগের দুরভিসন্ধি জানিতে পারিয়া গোপনে যুদ্ধের আয়োজন করিতে লাগিলেন। মেরায়াসৃপক্ষীয় সেনাপতিগণ,স্পেনের সাটোরিয়াস ও বহুশতজলদসু্য র্তাহার দলে মিলিত হইল। এই সময়ে মিথাইনিয়ার রাজা ৩য় নিকোমিডস্ a. স্বয়কাল সমস্ত রাজা রোমের সাধারণ দিতিক যুদ্ধ তন্ত্রের নামে অর্পণ করিয়া যান। কিন্তু (৭৪-৫১ খৃঃ পূঃ) নিকোমিডসের নাইস নামী স্ত্রীর গর্ভজাত সন্তানের সিংহাসনপ্রাপ্তি বিষয়ে মিথি দেতিস্ সাহায্য করিতে লাগিলেন। এই স্বত্রে ভীষণ যুদ্ধ বাধিল । রোমক কন্সল লুকালাস এবং অরিলিয়াস্কট র্তাহার বিরুদ্ধে যুদ্ধার্থ প্রেরিত হইলেন। মিথি দেতিস্ প্রথমে সমস্ত বিথাইনিয়া অধিকার করিলেন, অবশেষে কট্টা কালচেডন নামক স্থানের যুদ্ধে মিথি দেতিস্কে পরাজিত করিলেন এবং তাহাকে মিজিকাস্ নামক স্থানে অবরুদ্ধ করিয়া খাদ্যসংগ্রহপথ বন্ধ করিলেন । তখন তিনি স্বীয় রাজ্যে প্রস্থান করিতে বাধ্য হইলেন । কিন্তু লুকালাস র্তাহার-অমুসরণ করিয়া পুনরায় তাহাকে পরাজিত করিলেন। মিথি দেতি স্বীয় জামাতা আৰ্ম্মেণিয়াপতি টাইগ্রেনসের মিলিত সৈন্য লইয়া রোমক-সেনাপতি ফেরিয়াসকে সম্পূর্ণরূপে পরাজিত করিল। তৎপরে ৬৭ খৃঃ পূঃ রোমকসেনাধ্যক্ষ টুিয়ারিয়াস জেলা নামক স্থানে ভয়ঙ্কর যুদ্ধে পরাজিত হইলেন। রোমক শিবির ও যুদ্ধভাণ্ডার শত্রুর হস্তগত হয়। এদিকে লুকালাসের বিপক্ষগণ রোমে প্রাধান্ত লাভ করায় তাহার লুকালাস্কে রণক্ষেত্র হইতে প্রত্যাবৃত্ত হইতে আদেশ পাঠাইলেন। তাহাতে লুকালাসের সৈন্যগণ বিদ্রোহী হইয়। উঠিল। এই স্বযোগে মিথি দেতিস ও টাইগ্রেন্থ উভয়ে পুনরায় পণ্টাস ও কাপাডোকিয়া অধিকার করিলেন । লুকালাসের । বিপক্ষগণ র্তাহার পরিবর্তে মেব্রিওকে কন্সল নিযুক্ত করিয়া যুদ্ধক্ষেত্রে পাঠাইলেন। কিন্তু তিনি যুদ্ধে শত্রুপক্ষের কিছুই করিতে পারিলেন না। মিথি দেতিস্৬৭ খৃঃ পূঃ পুনরায় স্বীয় সিংহাসনে আরোহণ করিলেন। এই সময়ে পম্পি মিথি দেতিক যুদ্ধের সেনাপতি নিযুক্ত হওয়ায় লুকালা স্বপদ পরিত্যাগ করিতে বাধ্য হইলেন । এই সময়ে ভূমধ্যসাগরে জলদস্যগণের অত্যন্ত উপদ্রব বৃদ্ধি পাইয়াছিল। সিরীয়, সাইপ্রাস এবং ক্রীতদ্বীপের লোক । সকল প্রধানতঃ এই কার্য্যে লিপ্ত ছিল । তাহারা বাণিজ্যপোত লুণ্ঠনম্বারা বহুধনরত্ন সঞ্চয় করিয়া ছিল এবং একসহস্র রণতরী
পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।