বরাহ [ 46.8 J বরাহমিহির • বরাহগ্রাম, বােম্বাই প্রেসিডেন্সীর বেলগ্রাম জেলার অন্তর্গত একটী গগুগ্ৰাম । ↔ বরাহতার্থ, তীর্থভেদ । ( কুৰ্ম্মপু” ) বরাহদংষ্ট্র (পুং) রোগবিশেষ, চলিত বরাহদস্ত। (মাধবনি) স্ক্রিয়াং টাপ । বরাহদত্ত, বণিকতেন। (কথাসরিৎসা ৩৭১•• ) বরাহদৎ (স্ত্রী) বরাহদস্ত। বরাহদস্ত (ত্রি ) বরাহদস্তবিশিষ্ট । ( পুং ) বরাহের দাত । বরাহদেব স্বামিন, গৃহস্থত্রব্যাখ্যা-রচয়িত। বরাহদ্বাদশী (স্ত্রী) মাঘমাসের শুক্লাম্বাদশীতে বরাহরূপী বিষ্ণুর প্রত্যর্থে আচরণীয় কৃত্যভেদ। বরাহদ্বীপ (ক্লী) দ্বীপভেদ। [ বরাহ দেখ। ] বরাহনগর, বাঙ্গালার ২৪ পরগণার অন্তর্গত একটা প্রাচীন ও প্রসিদ্ধ নগর । কলিকাতা রাজধানীর উত্তর উপকণ্ঠে এক মাইল দূরে গঙ্গানদীর বামকূলে অবস্থিত। এই স্থান পূৰ্ব্বে | বাণিজ্য প্রধান ছিল । গঙ্গভূক্তিতরঙ্গিণী প্রভৃতি প্রাচীন গ্রন্থে তাহার উল্লেখ পাওয়া যায়। এখানকার কাচি ধুতির বাণিজ্য পুর্কে বহু বিস্তৃত ছিল, এখন তাহার অনেক হ্রাস ঘটিয়াছে। পুর্কে ওলমাজ বণিকগণের এখানে একটা কুঠী ছিল। চুচুড়ায় আসিবার সময় ওলন্দাজ সওদাগরী জাহাজ এখানে নঙ্গর করিয়া থাকিত । এই স্থানের বরাহনগর নামকরণ সম্বন্ধে মানা কথা শুনা যায়। ঐ সময়ের একখানি প্রাচীন কাগজপত্রে প্রকাশ ওলনাঙ্কগণ এখানে বরাহহত্যা করিত বলিয়। এই স্থানের বরাহনগব নাম হইয়াছে। স্থানীয় কিংবদন্তী এইরূপ যে, বিষ্ণুর বরাহ মুষ্টি হইতে এই স্থান দেব নামে কীৰ্ত্তিত হয়। আবার অনেকে বলেন যে, এখানে একজন স্ন্য সন্ধার ছিল, সে বরাহ অবতারের উদ্দেশে এই নগর স্থাপন করে । যাচাহউক, বরাহনগর স্থান ও নাম নিতান্ত আধুনিক নহে। মহাপ্ৰভু চৈতন্যদেব মাসিয়া এপানে ভাগবতাচাৰ্য্যকে অসুগ্ৰহ করিয়াছিলেন । আজও বরাহনগরে ভাগবতাচার্য্যের পাট আছে । [ভাগবতাচাৰ্য্য দেখ ।] এখানকার ওলন্দাজ কীৰ্হি-লিদর্শন স্বরূপ এখনও অনেক চিত্রিত টালির ভগ্নধও দেখিতে পাওয়া যায় । ১৭৯৫ | ওলমাঙ্ক গভমেণ্ট এই স্থান ইংরাজকরে সমর্পণ করেন । ওলনাহুদিগের আগমনের পূৰ্ব্বে এখানে একটা পর্তুগীজ উপনিবেশ h স্থাপিত হইয়াছিল। ইংরাজাধীনে এখানে মিউনিসিপালিটা স্থাপিত হইয়াছে, উহা মৰ্থমুৰব্বান মিউনিসিপালিটী অব কাল- | কাট’নামে পরিচিত । এখানে গঙ্গাতীরে অনেক ধনী ও বণিকের । বাগানবাত্নী আছে। কএকখানি ঠাকুরবাড়ীও গঙ্গাসৈকত ভূমির শোভা বৃদ্ধি করিতেছে। আলমবাজারের রেড়ীর তৈলের কল ও তাহার বাণিজ্য এবং বোর্ণিও কোম্পানীর চটের কল এখানকার প্রসিদ্ধ বাণিজ্যকেন্দ্র। আলমবাজারের উত্তরাংশে সুপ্রসিদ্ধ দক্ষিণেশ্বরের কালীবাড়ী। পূজ্যপাদ পরমহংস রামকৃষ্ণদেব এখানে অবস্থান করিতেন । বরাহনামন (পুং) বরাহন্ত নামেব নাম যস্ত। বারাহীকদ। বরাহনিমূ্হ (*) বানাসল। ( চরক স্বত্রস্থান ) বরাহপণ্ডিত, প্রয়োগসংগ্রহবিবেক নামে ব্যাকরণরচয়িতা । বরাহপত্রী (স্ত্রী) অথগন্ধা । ( রাজনি• ) বরাহপিত্ত (ক্লী) শূকরপিত্ত। ইহার শোধনপ্রণালী—পৃকর পিত্ত্ব শুকাইয়া লইয়। পরে নিম্বরলে ভাবনা দিলে একদিনেই বিশুদ্ধ হয় । মৎস্তাদির পিত্ত শোধনপ্রণালীও এইরূপ । [ মৎস্তপিত্ত দেখ। ] বরাহপুরাণ (ক) বরাপ্রোক্ত একখানি মহাপুরাণ। [ পুরাণ শব্দে বিস্তৃত বিবরণ দেখ। ] বরাহভূম (বরাহভূমি), মানভূম জেলার অন্তর্গত একটা গণ্ড গ্রাম ও পুলিস থানা। এই নামে এখানে একট পরগণাও আছে। বরাহমাংস (কী ) শূকরমাংস, বন্ত ও গ্রাম্যভেদে দুই প্রকাব - বন্ত বরাহ মাংসের গুণ—গুরু, বাতহর, বৃষ্য এবং বল ও স্বেদকর । গ্রাম্য বরাহু মাংস— গুরু, মেদ, বল ও বীৰ্য্যবৰ্দ্ধক । “বরাহমাংস গুরুবাতহাবি বৃৰ্য্যং বলম্বেদকরং বনোখম্। তথা শুরু গ্রামবরাহমাংসং তনোতি মেদোবলবীৰ্য্যবৃদ্ধিম্।” ( রাজনি o ) বরাহমিহির, ভারতে যত জ্যোতির্বি জন্মগ্রহণ করিয়াছেন, তন্মধ্যে বরাহমিহিরকেই সৰ্ব্বপ্রধান বলিয়া সকলে মনে করেন । সাধারণের বিশ্বাস, বরাহমিহির রাজা বিক্রমাদিত্যেয় নবরত্নের মধ্যে একজন। এসম্বন্ধে অনেকেই জ্যোতির্বিদাভরণের এই শ্লোকটা উদ্ধৃত করিয়া থাকেন—
- ধত্বন্তরিক্ষপণকামরসিংহশঙ্কু-বেতালঙট্রখটস্কপরষ্কালিদাসী । BB DDDDBBB BBBS BBBS BBB DD DDDDDB SBBB S
অনেকের বিশ্বাস, রঘুবংশ, কুমারসম্ভব প্রভৃতি প্রণেতা কবি কালিদাস উক্ত জ্যোতির্ষিদাভরণের রচয়িত, সুতরাং তিনি বরাহমিহিরের সমসাময়িক বটেন । প্রমাণস্থলে অনেকে জ্যোতির্বিদাভরণ হইতে এই শ্লোকটও উদ্ধৃত করিয়া থাকেন—
- बt१: निभूब्रपर्ननषिप्रधऐ१-(००७४ ) {ीtप्ठ कालो नरभिट्ठ মাসে মাধবলংঞ্জিতে চ ৰিন্থিতে প্রশ্বক্রিয়োপক্রম: ॥"
উক্ত শ্লোকানুসারে ৩.৬৮ গত কলালে বা ২৪ বিক্রমসংবতে জ্যোতির্ষিদাভরণের রচনাকাল হইতেছে, কিন্তু পরে জ্যোতির্ষিদাত্তরণের মধ্যেই—