*-- l বৰ্দ্ধমান মহারাষ্ট্রকেশৰী শিবাজী এই দুর্গ নিৰ্ম্মাণ করেন। ১৮০০ খৃষ্টাব্দে | মহাদজি সিন্দির ২৫% • সৈন্ত লইয়া প্রতিনিধির হস্ত হইতে এই : গুর্গ দখল করিয়া-লয়েন । এ সময় সিদিয়ার ভগিনী সৰ্ণোবৎ ৷ ঘোড়পড়ের স্ত্রীর মধ্যস্থতার রেক্ট অত্যাচার ঘটতে পারে নাই। - ১৮৯৩ খৃষ্টাৰে ছৰ্গাধ্যক্ষ বলৰন্ত রাও বকৃলি এখানে যেসাই তিরঞ্জির সহিত যুদ্ধ করেন। ১৮৯৫ খৃষ্টাব্দে ফতেসিংহমানে তুর্গ আক্রমণ করিয়াছিলেন, ও বহু অশ্ব লইয়া যান। তাহার নিক্ষিপ্ত গোলকের চিহ্ন অদ্যাপি দুর্গদ্বারের খিলানের উপর দৃষ্ট হয় । ১৮৯৬ খৃষ্টান্ধে ৰসস্তুগড়ের যুদ্ধের পর বাপু গোখলের হস্তে গুর্গ সমৰ্পিত হয়, তিনি ১৮১১ খৃষ্টাৰ পৰ্য্যস্ত কর্তৃত্ব চালাইয়াছিলেন, তৎপরে পেশকা সেই ভারগ্রহণ করেন। ১৮১৮ খৃষ্টাব্দে | বিনা যুদ্ধে এই দুর্তেস্ক দুর্গ ইংরাজগবমেন্টের অধিকারভুক্ত হইল। ! এখন ফুর্গের অবস্থা নিতান্ত মন্দ । অধিকাংশ ভবনষ্ট । ধ্বংসাবশেষে পরিণত । মৃত্তিকারাশির মধ্যে এখনও দুইট কামান পুড়িয়া আছে । ২ পাতার জেলাস্থ মহাদেৰ শৈলমালার পুৰ্ব্বাংশে উন্নত একটী শাখা থটাওর মোল হইতে চমানবশম শৃঙ্গ পর্য্যন্ত প্রায় ১৬ মাইল বিস্তৃত। সাধারণতঃ “বন্ধনগড় মছিব্ৰুগড়" নামে | পরিচিত । এষ্ট বিস্তৃত শৈলমালার উপর উত্তরে বর্দ্ধনগড়, কবাঢ়ের নিকট সদাশিবগড় এবং সদাশিবগড়ের ১২ মাইল । বৰ্দ্ধমান, দক্ষিণে মছিন্দ্রগড় অবস্থিত। | বৰ্দ্ধনসূরি । পুং) একজন প্রসিদ্ধ জৈনাচার্য্য । | বৰ্দ্ধনিক (স্ত্রী) যজ্ঞাদির পবিত্র জল রাখিবার পারভেদ, বদনা। বন্ধনী ( স্ত্রী) ১ জলপায়বিশেষ । ( মেদিনী ) ২ সন্মানী, ঝাটা । ( ছেম ) ৩ সনাল পাত্রবিশেষ, কমণ্ডলু বা বদন । ‘আলুঃ স্ত্রী কর্কীপার বর্ধনী চ ললম্ভিক ' ( জটাধর ) প্রতিষ্ঠাদি কাৰ্য্যে এই বন্ধনী পারের আবশুক হইয়া থাকে । “প্রতিষ্ঠা যন্ত দেবন্ত তদাখ্যং কলসং স্তসেৎ । ঐশাস্তাং পুজস্বেদ্যাম্যে অন্ত্রেশৈব চ বন্ধনীম্ ॥ কলসং বন্ধনীঞ্চৈব গ্রন্থাৰ বাস্তোম্পতিং তথা । আসনে তানি সৰ্ব্বাণি প্রণবাখ্যং জপেদগুরু; ॥" | ( গরুত্বপূ• ৪৮ অ• ) { বদ্ধনীয় ( ত্রি ) বদ্ধ-অনীম্বর। ৰন্ধনযোগ্য, ৰন্ধনাৰ্ছ । “জ্ঞাতয়ো বৰ্দ্ধনীয়াস্তৈৰ্য ইচ্ছতাত্মনঃ শুভম্।।” (উদ্যোগপ০) বদ্ধমান ( পুং ) বন্ধতে ইত্তি বৃধ-বৃন্ধেী শানচ, ১ এরওবৃক্ষ । ( অমর ) ২ পশুপ্তেম্ব । ৩ শরাব, শরী। i “তথা গঃ কপিল দ্বোঞ্ছা স্ৰংসা পাণ্ডুলক্ষ্মনঃ। হেমমৃঙ্গ রূপ্যক্ষুর স্বৰা চক্রে প্রদক্ষিণম্। [ ७२७ ] বৰ্দ্ধমান স্বস্তিকান বদ্ধমানাংশ, নল্যাবর্তীংশ্চ কাঞ্চমান ।”(তার ৭৮-১৯) এই অর্থে এছ শৰা ক্লীবলিঙ্গ ও দেখিতে পাওয়া যায় । “মঘামু তিলপূর্ণানি বর্ধমানালি মানৰ । প্রদায় পুত্রপশুমানিহ প্রেত্য চ মোতে ॥’ (ভারত ১৩৬৪৷১২) ৪ কিষ্ণু । ( মেদিনী ) ৫ জিনবিশেষ। পৰ্য্যায়—বীর, চরমতীর্থঙ্কৎ, মহাৰীর, দেবাৰ্য্য, জ্ঞাতলঙ্গন। (হেম) মহাবীর দেখ ।] ৬ ধনীদিগের গৃহবিশেষ । ‘স্বস্তিকে বদ্ধমানশ্চ নন্দ্যাবর্তীদন্থোইপি চ (হলায়ুধ ) বৃহৎসংহিতায় লিখিত আছে যে, এই গৃহের দ্বার দক্ষিণদিকে করিতে নাই। “দ্বারালিম্বো হস্তগতঃ প্রদক্ষিণোহন্তু: শুভস্ততশ্চাদ্য । তদ্বচ্চ বৰ্দ্ধমানে দ্বারস্তু ন দক্ষিণং কাৰ্য্যম্ ॥” (বৃহৎসংহিতা ৫৩৩৩) ৭ স্বনামখ্যাত দেশ, বৰ্দ্ধমান প্রদেশ । "প্রাচ্যাং মাগধশোণে চ বারেী গোঁড়রাঢ়কাঃ। বৰ্দ্ধমানতাম্রলিপ্তপ্রাগৃজ্যোতিযোদয়াদ্রয়ঃ (জ্যোতিস্তত্বধৃত কুৰ্ম্মচ) ৮ ভদ্রাশ্ববর্ষের অস্তগত কুলপৰ্ব্বতবিশেষ। ভদ্রাশ্ববর্ষের ৭টি কুলপৰ্ব্বত । তাহার মধ্যে বৰ্দ্ধমান সপ্তম কুলপৰ্ব্বত । “বিশালঃ কম্বলঃ কৃষ্ণে জয়স্তে হরিপর্যতঃ । বিশোকে বদ্ধমানশ্চ সপ্তৈতে কুলপৰ্ব্বতা: ॥”(মার্কণ্ডেয়পু ৫৯১২) ( ত্রি ) ৮ বৃদ্ধিবিশিষ্ট, বৃদ্ধিশাল, বদ্ধিষ্ণু । বাঙ্গালার ছোটলাটের শাসনাধীন একটী বিভাগ, একজন কমিসনরের অধীনে পরিচালিত । অক্ষণ০ ২১°৩৫’ হইতে ২৪°৩৫ উঃ এবং দ্রাঘি• rsరి ణా ৮৬৩২৪৫% পুৰ্ব্বমধ্য । বৰ্দ্ধমান, হুগলী, হাবড়া, মেদিনীপুর, বাকুড়া ও বীরভূম জেলা লষ্টয়া এই বিভাগ গঠিত । ইহার উত্তরসীমায় সাওতাল পরগণা ও মুর্শিদাবাদ, পূৰ্ব্বে নর্মীয়া ও ২৪ পরগণা জেলা বা গঙ্গানদা, দক্ষিণে বঙ্গোপসাগর ও বালেশ্বর জেলা এবং পশ্চিমে ময়ুরভঞ্জ রাজ্য এবং সিংহভূম ও মানভূম জেলা । বৰ্দ্ধমান, বাঙ্গালার অন্তর্গত একটা জেলা। ছোটলাটের শাসনাধীন। অক্ষা ২২°৫৫' হইতে ২৩"৪৩' উঃ এবং দ্রাঘি• ৮৬"৫২ হইতে ৮৮°৩০' পূঃ মধ্য। ভূপরিমাণ প্রায় ২৬৯৭ বর্গমাইল। এই জেলার উত্তরে বীরভূম, সাওতাল পরগণা ও মুর্শিদাবাদ, পূর্কে ভাগীরথীতীরবর্তী নদীয়া জেলা, দক্ষিণে হুগলী, মেদিনীপুর ও বাকুড়া জেলা এবং পশ্চিমে মানভূম। এই জেলার প্রায় সৰ্ব্বত্রই সমতল, কেবল সাঁওতাল পরগণার সমীপবৰ্ত্তী উত্তরপশ্চিম কোণাংশ ক্রমোচ্চ নিম্ন পাৰ্ব্বত্য ঢালু ভূমিতে ও জঙ্গলে পূর্ণ। এই বনভাগে নেকড়ে, চিতা, ও জস্তান্ত হিংস্ৰজন্তুর বাস আছে । অপরাপর স্থান শুমিল শঙ্কক্ষেত্রে পুর্ণ। মধ্যে মধ্যে তাল, আম্র, কদলী ও বাশবন
পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৬২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।