বৰ্দ্ধমান যোজন এবং প্রস্থ অষ্ট যোজন। এই দেশের মধ্যভাগ দিয়া দামোদর নদী প্রবাহিত হইতেছে । ইহার পূর্ব দিকে যে সকল নদী আছে, তন্মধ্যে মুণ্ডেশ্বর, বকুল, ও সরস্বতী এই তিনটিষ্ট প্রধান । এতদ্ভিন্ন ইহার দক্ষিণ দিকেও বহুতর নদী প্রবাহিত । তৃণধান্তাদিভেদে সপ্তদশ প্রকার ধান্ত এদেশে উৎপন্ন হয়। রক্ত, শ্বেত ও পাটলবর্ণ কার্পাস এখানে প্রচুর পরিমাণে জন্মে, ইহা ছাড়া পাচ প্রকার ইক্ষুবৃক্ষের এখানে বার মাস চাষ হইয়া থাকে। ফল কথা, সমস্ত বস্তরই এদেশে বৰ্দ্ধন অর্থাৎ উপচয় হয় বলিয়া ইহার নাম বৰ্দ্ধমান । দামোদরজল বিষ্ণুর পাদপদ্ম হইতে সস্তৃত। সুতরাং দামোদর নদীর উভয় পার্শ্বব্যাপী বৰ্দ্ধমানের অধিবাসী মনুষ্যদিগকে বিভিন্ন দেশবাসী লোকেরা যথেষ্ট প্রশংসা করিয়া থাকে। অঘোর নামধেয় জনৈক ক্ষত্রিয় নরপতি ধৰ্ম্মাম্বুসারে বৰ্দ্ধমানবাসী প্রজাপুঞ্জকে শাসন করিতেন। হে রাজন! কলির চারি হাজার বর্ষ অতীত হইলে, এই বংশীয় রাজা বীরসিংহের গৃহে একটা বড় কৌতুককর ঘটনা ঘটিয়াছিল। কাঞ্চিপুরে গুণসিন্ধু নামে রাজা ছিলেন। তাহার পুত্রের নাম সুন্দর । সুন্দর একসময়ে বদ্ধমানে আগমন করেন। বদ্ধমানাধিপতি বীরসিংহের বিস্তানায়ী এক পরমাসুন্দরী দুহিতা ছিল। বিস্ত উপনিষৎশাস্ত্র ব্যতীত অন্তান্ত সমস্ত শাস্ত্রেই বিশেষ বুৎপত্তি লাভ করেন। সুন্দর ভূ-বিবর দিয়া গিয়া বৃত্রিকালে বিদ্যাকে বিবাহ করেন। বিদ্যা শাস্ত্রবিচারে সুন্দরের কাছে পরাস্ত হন। পরে সুন্দর তাহাকে সম্ভোগ করেন। হে নৃপবর ! এই বিস্তামুন্দয়ের বৃত্তাস্ত চৌরপঞ্চাশংগ্রন্থে বিশেষভাবে উল্লিখিত হইয়াছে। রাজা অঘোরের পুত্র ক্রমান চত্রাঙ্গদ । ইনিও রাজা ছিলেন। গণেশপুরাণে এই রাজার বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ হইয়াছে । প্রমান কাস্তিচন্দ্র জনৈক স্বৰ্য্যবংশীয় রাজা ছিলেন। ইলি কুশের বংশে উৎপন্ন। এই কান্তিচন্ত্র এক সময় বদ্ধমান শাসন করেন । কুশ হইতে মুকস্তার গর্ভে অতিথি নামে এক পুত্র জন্মে । অতিথি হইতে আঙ্গুরার গর্ভে মহাবল भू७औएकत्र छन। हप्न । বরোধবীৰ্য্য পুওরীক হইতে উলুপীর গর্ভে ক্ষেমধৰ্ম্ম নামে এক পুত্র উৎপন্ন হয়। ক্রেমধর্শ যোগীপক্ষ ছিলেন । ইষ্ঠাস্বারা কুল পৰিত্ৰ হইয়াছিল । ইনি এক মুনির নিকট বরলাভ করেন । এই বরপ্রভাবে তৎপত্নী রতিদার গর্ভে দেৱধৰ্ম্ম নামে উহার এক পুত্র হয় । দেবধৰ্ম্ম হইতে দেবানীক জন্মগ্রহণ করেন। ইহঁাদিগের সকলেরই জন্মভূমি বর্ধমান । XVII ty [ ৬২৯ ] বর্তমান দেবানীকের ঔরসে ফুয়ার গর্তে পারিজাত নামে এক পুত্র উৎপন্ন হয়। ইনি রাজকার্কে ৰিচক্ষণ এবং যুদ্ধৰটা পরম' १ श्णिन । ऎनि शंभणश् छफ्रिौ नशैश्ा.जैरङ्ग अचअश् করেন । পারিজাত হইতে পুরুষকায়তৎপন্ন শ্রেষ্ঠ রাজা আর cरुइहे उथाग्न श्रिणन न । uहे •ाग्निबाङ इहेरठ १अझैौह গর্তে লাতুঙ্গ নামে এক পুত্র হয় । নির্ভীকচিত্ত নাতুল হিন্তালকাননে ৰাস করিতেন। নাতুঙ্গ হইতে মারিষার গর্ভে অর্কপুর এবং অর্কপুত্র হইতে প্রমীলার গর্ভে দিকৃপতি উৎপন্ন হন। দিকৃপতি হইতে সুদর্শার গর্ভে দুই বলবান পুত্র জন্মগ্রহণ করেন। তৎপরে বাজনাত্ত, রক্ষাকলি, বামন ও ছত্রমস্তক নামে চারিপুত্র জন্মে। গোবৰ্দ্ধনদেশে জীমূতনীর তটে বঙ্গনাভের মেনকানায়ী পত্নীর গর্তে স্বগণ ও গণচূড় নামে দুই পঞ্চম সুপার পুত্র উৎপন্ন হয়। গণচুড় পাটলি গ্রামের নিকট যমকর নদীর পার্শ্বে বাসস্থাপন করেন। ইনি অতি লুদ্ধস্বভাব ছিলেন । স্বগণের ঔরসে মোদামতীর গর্ভে বিভূতি, স্নভূতি ও রামভূতি নামে তিন পুত্র জন্মে। রামভূতি কীকটদেশে রাজপাট স্বাপন করেন । ঐ দেশ তখন পৰ্ব্বত-পরিবেষ্টিত ও জঙ্গলাকীর্ণ ছিল । বহুসংখ্যক নীচজাতীয় গ্রজ তাছার শাসনাধীন হইয়াছিল। স্বভূতি পলাসনগরে রাজ্য করিতেন । তাছার রাজত্বস্থান চন্দ্রসূৰ্য্যকিরণের কেন্দ্রস্থল ছিল । বিভূতি অতি বলৰিক্ৰান্ত রাজা ছিলেন। তিনি যৌবনকালেই কেরল ও শতশৃঙ্গ প্রদেশে রাজ্যস্থাপন করেন । তাহায় রাজ্যে বহুতর পূদ্রজাতীয় প্রজা বাস করিত। ইহাই পৌরাণিক মত । পরে দ্বিজকন্তু তুঙ্গলেখার গর্ভে পুষ্পাঞ্জুর জন্মগ্রহণ করেন । পুষ্পাপ্পুরের পুত্র হটাশ্ব । ইনি বড় কোমলপ্রকৃতির রাজা ছিলেন । ষ্টকার তপোমুষ্ঠান ছিল। অগস্ত্য ইষ্ঠাকে বর দেন । সেই বরপ্রভাবে ইনি উৎকলের অন্তসীমায় জগন্নাথক্ষেত্রের অদূরে একান্ত্রকাননে রাজা হন । গগুকী নাম্নী পত্নীর গর্তে চলনৰলে, চন্দন নামে ইহঁার এক স্বন্দর পুত্র জন্মে। চন্দমের এক কনিষ্ঠ সহোদয় ছিল, তাহার নাম অথোয় । ইনি তুলাদেশের চন্দনকাননে রাজা করেন। অঘোর হইতে তৎপত্নী দেশিকার গর্ডে করণ জন্মগ্রহণ করেন । করণ অসাধারণ বিক্রমসম্পন্ন ছিলেন । ইনি বদ্ধমান পরিত্যাগ করিয়া কলাপক গ্রামে গমন করেন। भूकब्राञन नामक् बोनक क्रबिग्न छनौव्र ब्राप्जा अछिबिस्न झ्न । সংক্ষেপে বর্ধমানাধিপতি ভূপালজিগের ৰিৰয়ণ লিপিবদ্ধ হইল । অস্তান্ত সাধারণ দেশের মধ্যে বৰ্দ্ধমান্স একটি শ্রেষ্ঠতম দেশ। এখানকার ভূপালদিগের বিবরণ পুরাণে ৰর্ণিত আছে । পুষ্করাননের বংশধর ভূপালগণই পরে মঙ্গলাদেবীর জর্মনার ফলে বৰ্দ্ধমানে রাজা করিয়া জালিতেছেন । (দিগ্বিজয়প্ৰ")
পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৬২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।