পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৬৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৰ্দ্ধমান হইতে চাউল, তামাক, নানাপ্রকার কলায়, গোম, সরিষা, পাট, চিনি, লবণ, দেশী ধুতি, তুলা প্রভৃতি অল্প স্থানে রপ্তানী হয় এবং এখানে বিলাতী কাপড়, বিলাতী জিনিস, লৌহ, লবণ, গরম মসলা, নারিকেল ও এরও তৈল আমদানী হইয়া থাকে । এই জেলার ইষ্ট ইণ্ডিয়া রেলওয়ের মেমরি, শক্তিগড়, বৰ্দ্ধমান, কামুজংসন, মানকর, পানাগড়, দুর্গাপুর, আওলি, রাণীগঞ্জ, সিয়ারসোল, নিম্নচা, আসনসোল, সীতারামপুর, বরাকর, ওস্কর ও ভেদিয়া প্রভৃতি ষ্টেলনেই অধিকাংশ আমদানীয়ুপ্তানীর চালান হইয়া থাকে। রাণীগঞ্জে বরণকোম্পানীর এক বৃহৎ কারখানা আছে, তাহাতে পাইপ, ইষ্টক ও নানা প্রকার স্বধৃত টালিখোলা প্রস্তুত হইতেছে। এই জেলায় ৪টি জেল ও ১৭টি থানা আছে। এতন্মধ্যে ৮টি থানা সদরেয় অধীন যথা-বদ্ধমান, সাহেবগঞ্জ, খগুঘোষ, রায়না, ! গাঙ্গুড়, সলিমাবাদ, বুদবুদ ও আউসগ্রাম। ৩টি থান রাণী গঞ্জের অধীন যথা-রাণীগঞ্জ, আসনসোল ও কক্সা। ৩টি । থানা র্কাটোয়ার অধীন যথা – কঁটোয়, কেতুগ্রাম ও মঙ্গলকোট এবং ৩টি থান কালার অধীন যথা–কালন, পুৰ্ব্বস্থলী ও মস্ত্রেখর । ঐ গুলি আবার ৭১টি পরগণায় বিভক্ত । ৩ উক্ত জেলার সদর মহকুমা, অক্ষা ২২° ৫৭৩০% হইতে ২৩ ৩২'উঃ এবং দ্রাধি ৮৭৩২৪৫% হইতে ৮৮"১৬৪৫' পূ.। ভূপরিমাণ ১২৪২ বর্গমাইল । ৪ উক্ত জেলার প্রধান নগর ও সদর, বাকী নদীর তীরে অবস্থিত । অক্ষা" ২৩১৪-১০৫ উঃ ও দ্রাধি” ৮৭"৫০ ৫৫ পু.। লোকসংখ্যা প্রায় ৩৫ হাজার। ১৮৬৩ খৃষ্টান্স ষ্টতে অনৰ্থকর জ্বরে এই সহর উৎসঃ প্রায় । এখন মহারাজের ব্যয়ে জলের কল ও মিউনিসিপালিটির চেষ্টায় বদ্ধমান সহরের অনেকটা [ ৬৩৭ } বৰ্দ্ধমানপত্তি দক্ষিণে থায় ৪• মাইল লম্বা এবং প্রন্থে প্রায় সিকি মাইল । ইহার চতুঃসীমান্থিত পৰ্ব্বতরাজি তুষারাবৃত শিখরে.দওtামাৰ । এই উচ্চচুড় পৰ্ব্বতগুলি চারিদিকে বিভমান খাৰায় ইহার নিম্নদেশে সুর্য্যকর স্পর্শ করিতে পারে না। বর্ধমান্স নদী এই পৰ্ব্বতমালা ভেদ করিয়া চঞ্জভাগায় মিলিত ইয়াছে। এখানে কয়েকখানি গ্রামে অতি অল্পলোকেরই বাস আছে, তাহান্না এখানকার কঠোর শীত সহ করিতে সমর্থ। বৰ্দ্ধমান, স্বনামখ্যাত কএকজন গ্রন্থকর্তা। ১ ফাতন্ত্রবিস্তর রচয়িতা। ২ ক্রিয়া গুপ্তক, সিদ্ধরাজলৰ্ণন ও গণর মহোদধিপ্রণেতা। ইনি ১১৪• খৃষ্টান্ধে শেষোক্ত গ্ৰন্থখানির একখানি টীকা রচনা করিয়াছিলেন। সুপ্রসিদ্ধ পণ্ডিত গোবিন সুরি ইছার গুরু ছিলেন । ৩ নানাশাস্ত্রার্থনির্ণয়রচয়িতা । ৪ শ্রাহ্মপ্রদীপ প্রণেতা। ৫ একজন পাটন কবি । ৬ একজন বিখ্যাত জ্যোতিৰ্ব্বিদ, বরাহমিহির ইহার নামোক্ষেপ করিয়াছেন । বদ্ধমান উপাধ্যায়, ১ কিরণাবলী প্রকাশ,খওনখওখা-প্রকাশ, তত্ত্বচিস্তামণিপ্রকাশ, স্থায়কুসুমাঞ্জলিগ্রকাশ, মায়নিবন্ধ প্রকাশ, ন্যায়পরিশিষ্টপ্রকাশ, স্থায়লীলাবতী প্রকাশ এবং গ্রমেয়তত্ববোধ প্রভৃতি গ্রন্থ রচনা করেন। ইনি গঙ্গেণ বা গঙ্গেশ্বরের পুn মধ্যে পরিগণিত । ২ এক জন বিখ্যাত পণ্ডিত । ইনি কবিশ্রেষ্ঠ ও মহাধৰ্ম্মাধিরাজ ভবেশের পুত্র ; পিতার নিকট বিদ্যাশিক্ষা লাভ করেন। গঙ্গাকৃত্যবিবেক, ওবিবেক, ধৰ্ম্মপ্রদীপ, পরিভাষাবিবেক, স্মৃতিতত্ত্ববিবেক, স্থতিষ্ঠস্বামৃত, স্থতিতষামূতসারোদ্ধায় ও প্ৰতিপরিভাষা প্রভৃতি গ্রন্থ ইষ্ঠার রচিত বলিয়া প্রকাশ। রঘুনন্দন, কমলাকর ও কেশব ইহার মত উদ্ধত করিয়াছেন । বর্ধমানক (ত্রি) বৰ্দ্ধমান স্বার্থে সংজ্ঞায়া বা কন। ১ বুদ্ধি উন্নতি হইয়াছে। পূৰ্ব্বে এখানে বৰ্দ্ধমান বিভাগের কমিসনর | বিশিষ্ট । (পুং ) ২ শরাব । ( অমর ) ৩ এরওৎক্ষ । সাহেব বাস করিতেন। এখানকার বদ্ধমান-মহারাজের স্ববৃহৎ ও আরঞ্জিক, আরতি । প্রাসাদ, তাছাদের প্রতিষ্ঠিত অষ্টোত্তরশত শিবমন্দির এবং •নটনৰ্ধকগন্ধৰ্ব্বৈ: পূৰ্ণকৈবর্ধমানকৈঃ। পীরবহরমের মসজি দেখিবার জিনিস। ১৬২৪ খৃষ্টাব্দে শাহজাদা নিত্যোদযোগৈশ্চ ক্রীড়াতিস্তম্রাপ্যপরিহর্ষিতা ।” খুরম্ (পরে শাহজাহান ) বৰ্দ্ধমান অধিকার করেন । ১৬৯৫ খৃষ্টাব্দে শোভসিংহ বদ্ধমানাধিপতিকে নিহত করিয়া বৰ্দ্ধমান অধিকার করেন । অবশেষে বর্ধমান-রাজকুমারীর হস্তে তাহার আয়ু শেষ হয় ; বর্ধমান জেলার ইতিহাস প্রসঙ্গে পূৰ্ব্বেই সে কথা বলা হইয়াছে। এখানে ইষ্ট ইণ্ডিয় কোম্পানীর বড় ষ্টেসন বর্ধমানগণ, কুমারগ্রশস্তিকাবান্ধচরিতা। বৰ্দ্ধমানদ্বার (স্ত্রী) ১ বর্ধমানের প্রবেশপথ। ইলি হেমচঞ্জের শিধ্য ছিলেন । ২ হস্তিনাপুর রাজ্যের প্রবেশদ্বার । বহুমানপুর (জী) গ্রামবিশেষ। গুজরাতের একটি প্রধান নগর । বৰ্দ্ধমানপুরীয় (ত্রি ) বর্ধমান নগর সম্বকীয়। তন্নগরজাত । বgমানপতি (পুং) বর্ধমানন্ত পতিঃ । বর্ধমানপুরের অধিপতি । আছে। এখানকার গীতাভোগ ও মতিচুর প্রসিদ্ধ। বৰ্দ্ধমান ( মেরু বৰ্দ্ধমান ), উত্তরভারতের কাশ্মীর উপত্যকার পূৰ্ব্বপার্শ্ববর্তী একটা शीर्ष फें°फाक । একটী উচ্চচুড় পৰ্ব্বতबाबा ক্ষুক উত্তর উপত্যক পরস্পরে বিচ্ছিল। ইহা উত্তর XVII وون لا