বর্ষপ্রবেশ ১৩ বার ২৯ জও, ২২ পল, ৪১ বিপল, ২৪ অল্পপল হয়। কিন্তু ধারের জন্ম লাতের অপেক্ষা অধিক, অতএব ঐ অন্ধকে ৭ দিয়া ভাগ করিলে ৬ অবশিষ্ট থাকে। সুতরাং ৭ই আশ্বিন শুক্রবার ২৯ দও, ২২ পল, ৪১ ৰিপণ ২৪ জয়পল সময়ে তাহার বর্ষপ্রবেশ ইরান্থিগণ ঐ সময় গণনা করিয়া দেখিলে দেখা যায় যে, তখন মীনয়াশির পূর্বদিকে উদয় হইয়াছে। অতএব ঐ मैौमद्रांश्रिहें दर्दशभ्रं । পূৰ্ব্বে বলা হইয়াছে যে, উক্ত সময়ে ঐ ব্যক্তি ৫১ বৎসর অতিক্রম করিয়া ৫২ বৎসরে পদার্পণ করিয়াছিল। তাঙ্কার । জন্মলগ্ন ধষ্ণু, ৫১ রাশি সরাইলে শেষ কুম্ভ হয় এবং তৎপন্ন রাশি মীন, অতএব ৫২ বৎসর আরম্ভে পূৰ্ব্বোক্ত নিয়মানুসারে মীন ! রাশিতে তাহার জন্মলগ্ন সঞ্চার হইয়াছিল। কিন্তু ১৮-৪ শকার । আশ্বিন মাসে বৃহস্পতি অতিচারী হইরা মিথুন রাশিতে ছিল, সুতরাং ঐক্লপ জন্মলগ্ন সঞ্চালন করিলে গণমা ব্যতিক্রম হয়। ] এন্থলে হুক্ষগণনার আবগুক। ঐ ব্যক্তির জন্মকালে বৃহস্পতি । মকরের প্রায় ২২ অংশে অবস্থিত ছিল, এবং তাছার জন্মলগ্নস্ট ৮১১৫ •, অর্থাৎ বৃহস্পতি হইতে দক্ষিণাৰর্তের জন্মলগ্ন প্রায় ৪• অংশ অন্তর । তাছার বর্ষপ্ৰবেশকালে বৃহস্পতির শট ২৮৪•, অতএব উহা হইতে দক্ষিণাবর্বে ৪০ অংশ অন্তরে , অর্থাৎ মেঘরাশিয় ২৭ অংশে জন্মলগ্ন সঞ্চালিত । | এইরূপে প্রতিবৎসর জন্মলগ্নের সঞ্চার হয় বলিয়া জন্মরাশি । হইতে গ্রহগোচরফল বিচার করা যায়। এক্ষণে ঐ সঞ্চালিত ; লগ্ন ও বর্বলয় হইতে যেরূপে ৰাৎসরিক শুভাশুভ ফল নিপীড । হয়, তাহ অতিসংক্ষেপে বলা যাইতেছে । ! গ্ৰহগণ জন্মকালে শুত হইয়া বর্ষপ্রবেশকালেও শুভ হইলে । শুভফলের আধিক্ষ্য হয়। কিন্তু জন্মকালে শুভ হইয়াৰৰপ্ৰবেশ । কালে অশুভ হইলে বর্থের প্রথমার্ধে শুভ এবং শেষাদ্ধে অশুভ হয়। আর যদি জন্মকালে অশুভ হইয়া বধগ্ৰবেশকালে শুভ | হয়, তবে বধের প্রথমার্ধে অশুভ এবং শেষার্কে শুভ হইয় থাকে। ] বলং, জয়লা, সঞ্চালিত জন্মণ ও জয়রাশিতে শুভ | rন ৰোগৰ পৃষ্টি খাকিলে, অথবা তাধিপতি গ্ৰহগণ শুভ গৃহনত হইয়া শুভযুক্ত বা দৃষ্ট হইলে লে বর্ষে বিবিধ প্রকার স্বধ হয়, ইহার ৰিপরীতে অশুভ হইয়া থাকে। কালর বা জয়রাপি হইতে অষ্টম রাশিতে অখৰ জন্মকালে a rণিতে পনি কিংৰ মঙ্গল ছিল, সেই রাশিতে, বর্বলয় কিংবা সcলিত জয়ল হইলে সেই বর্ষে বিশেষতঃ ঐ লগ্নে ৰদি পাপअस्त्र cवाभ द इ*ि धारक डांश रहेग भीमब*ौफ़जूङ s বিপদাপন্ন ছয় । [ છts জন্মকালীন অষ্টমস্থ পাপগ্রহ বর্ষলগ্নে খাকিলে বিশেষ অশুভ J বর্ষপ্রবেশ --- ہے جسم یقیمتیسی‘‘۔* ফল হইয়া থাকে। যদি বর্ষপ্রবেশের জন্মদিন পূৰ্ব্বে বা পরে পাপগ্ৰহগণ বক্ৰী হয় এবং বর্ষলগ্নে পাপগ্রহের যোগ বা দৃষ্ট থাকে, তাহা হইলে সেই বর্ধে নানাবিধ কষ্ট ও ব্যাধি হয়। বর্ষপ্রবেশকালে চন্দ্র জন্মরাশিতে জন্মনক্ষত্রযুক্ত হইয়া বর্ষলগ্নের চতুর্থ, যষ্ঠ, সপ্তম, অষ্টম, কিংবা দ্বাদশ গৃহ ভিন্ন অন্নগৃহে অবস্থান করিলে এবং তাহার প্রতি শুভগ্রহের দৃষ্টি থাকিলে, সে বর্ষে বিবিধ শুভফল হইয়া থাকে। নচেৎ বিপরীত ফল হয় । বর্ষলগ্নাধিপতি, জন্মলগ্নাধিপতি, সঞ্চালিত জন্মলগ্নাধিপতি ও জন্মকালীন বলবান গ্ৰহগণ বর্ষপ্রবেশকালে নীচস্থ অথবা দুৰ্ব্বল হইলে রোগ, শোক ও অর্থনাশ হয় । বর্ষপ্ৰবেশকালে ধমুল শুভগ্রহযুক্ত বা দৃষ্ট হইলে ধনাগম, কিন্তু পাপগ্রহযুক্ত বা দৃষ্ট হইলে ধননাশ হয় । জন্ম ও বর্ষলগ্নে চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, কিংবা দ্বাদশে সঞ্চালিত লগ্ন হইলে অথবা উহাতে যদি পাপগ্রহের যোগ বা দৃষ্ট থাকে তাহা হইলে অশুভ হয় । জন্ম ও বর্ষ এই উভয় লয় হইতে উক্ত স্থান ভিন্ন অদ্য কোন গৃহে জন্মলগ্ন সঞ্চালিত হইলে শুভফলের আধিক্য হয় । কিন্তু ঐ সঞ্চালিত লগ্ন জন্মলগ্ন হইতে শুভভাবস্থ হইয়া বর্ষলগ্ন হইতে অগুভ গৃহগত হইলে বর্ষের প্রথমার্ধে শুভ এবং শেষার্থে অশুভ হইয়া থাকে। আর যদি উহা জন্মলগ্ন হইতে অশুভভাবস্থ হইয়া বর্ষলগ্ন হইতে শুভগৃহগত হয়, তাহা হইলে বর্ষের প্রথমার্দ্ধে অশুভ এবং শেষার্দ্ধে শুভ হইয়া থাকে। সঞ্চালিভ জন্মলগ্ন চতুর্থ কিংবা সপ্তম গৃহগত হইয়া যদি কোন শুভ গ্রহযুক্ত হয়, তাহা হইলে পূৰ্ব্বোক্তভাবে অশুভ না হইয়া বরং শুভ হইয়া থাকে। ঐ লয় রবিযুক্ত হইলেও শুভ ফললাভ হয় । বর্ষলগ্নে জম্মলগ্নের সঞ্চায় হইলে সন্মান, অপত্য, রাজপ্রসাদ ও ধনলাভ, প্রতাপবৃদ্ধি, শরীরের পুষ্টি এবং শক্রনাশ হয়। দ্বিতীয় স্থানে হইলে সন্মান, যশ, অর্থ, বন্ধু, স্নখ এবং স্বাস্থ্য লাভ হয় । , তৃতীয় স্থানে হইলে মিজ উৎসাহে ধন, যশ ও সুখলাভ, ধৰ্ম্মবৃদ্ধি, শীরপুষ্ট এবং রাজসন্মান লাভ হয় । চতুর্থ স্থানে হইলে পীড়া, শত্রুতয়, স্বজনগণের সহিত কলছ, মনস্তাপ, জনাপবাদ ও মনঃকষ্ট হয়। পঞ্চম স্থানে হইলে আত্মজ, ধন ও রাজপ্রসাদ লাভ, প্রতাপবৃদ্ধি এবং ধৰ্ম্মোন্নতি হয় । ষষ্ঠ স্থানে হইলে শক্রবৃদ্ধি, রোগ, চৌর বা রাজভয়, কাৰ্য্য ও অর্থনাশ এবং চুবুদ্ধিবশতঃ অস্থতাপ হয় । সপ্তম স্থানে হইলে পুত্র, কলয়, মিত্র ও জর্থনাশ, শক্রবৃদ্ধি, কলহ, দুল্লবাত্র এবং উৎসাহভঙ্গ श्छ। जईम शत्म हरेरण कमङद्र. श* ७ वर्षकछ, वणशनि, রোগ, শোক, ৰিপণ ঋ মৃত্যু হয়। শবম স্থানে হইলে জখপ্রান্তি,
পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৬৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।