বল্লম্ভগণি মৎস্তমন্দির বলে । মন্দিরগাত্রে অনেকগুলি শিলা কলক 'উৎকীর্ণ জাছে। তন্মধ্যে একখানি ১৩৫৯ খৃষ্টান্ধে উৎকীর্ণ। বল্লভ (ত্রি ) বল্ল-অভচ, ১ গ্রিন্থ । “পুত্যেশু নমস্কৰ্য্যাৎ বল্লভেভ্যশ্চ ভূপতেঃ ” [ ७१२ ] বল্লভ তাতিয়া বরভঞ্জা, ১ হস্তশ্ৰাদ্ধরচয়িত। ২.নাগরখণ্ডের সারপ্রোক ও অধ্যায়ানুক্রমণি, মহাভারতাধ্যায়ানুক্রমণি, মহাভারতোস্কতসার এবং বৃত্তমালা-সঙ্কলয়িত । বল্লভঙ্গা গোস্বামী, একজন প্রসিদ্ধ পণ্ডিত । ( কামন্দকীয়নীত্তিসা” ৫।১৯ } | বল্লভতম (ত্রি ) অতিশয় প্রিয়। BBBBS S DDD S DDD uBB BBB BBS DDDBBSBSS BB BB BBB BB BBS BBBS পরাধ্যক্ষ বুঝায়। ৩ সুলক্ষণাক্রান্ত অশ্ব । ৪ কৃষ্ণগুরু । ; বল্লডের ভাব বা ধৰ্ম্ম । ও রাজশিল্পী । ( ভাব প্ৰe ) বল্লভ, একজন রাজা। দলপতিরাজের পিতা। ২ রাজকুমারভেদ। স্বপ্রসিদ্ধ রূপ ও সনাতন গোস্বামীর ভ্রাতা । [ সনাতন দেখ। ] বল্লভ, কএকজন স্বপ্রসিদ্ধ গ্রন্থকর্তা-১ বল্লভাচার্য। ২ একজন ষৈয়াকরণ। মল্লিনাথ ও রায়মুকুট ইতার মত গ্রহণ করিয়াছেন। ৩ মোক্ষলক্ষ্মীবিলাসপ্রণেতা । ৪ বিশ্বজ্জনবল্লভ নামক জ্যোতিগ্রন্থ-রচয়িত্ত ৭ শব্দেদুশেখরটকা প্রণেতা । ইহার প্রকৃত । নাম হরিবল্লভ। ৮ সমর্পণগস্থার্থরচয়িতা। ৯ বৈদ্যবস্লভ নামক গ্রন্থকার । বল্লভকস্তৃত, হৃদরোগের উপকারক ঔষধভেদ। প্রস্তুত প্রণালী— হরীতকী ৫ টা, সচল লবণ ২ পল একত্র স্মৃতপাক করিয়া পান করিলে হৃল্লাস, মূল, উদয়রোগ ও বায়ুনাশ হয় । ( ভৈষজ্যরত্নাবলি হৃদ্রোগাধিকান ) বল্লভগড়, বোম্বাই প্রেসিডেন্সীর বেলগাম জেলার অন্তর্গত একটা গিরিদুর্গ। চিকোড়ি হইতে ১৫ মাইল দক্ষিণপশ্চিমে অবস্থিত। শৈলশিখরোপরিস্থ দুর্গাংশ প্রায় গোলাকার (২৭৫ × ২ • • ) এবং কোন স্থানে কৃত্রিম ও কোথাও বা পৰ্ব্বতগাত্র ইহাকে প্রাচীররূপে বেষ্টন করিষা আছে। উছার দুইট প্রবেশদ্বার, ৪টা প্রস্রবণ, একট সুবৃহৎ কূপ এখন সম্পূর্ণ নষ্টপায়, সংস্কার অভাবে হুগেরও অধিকাংশ ধ্বংস হুইবার উপক্রম । বল্লভগড় দুর্গ ১৬৮৭ খৃষ্টাব্দে মহারাষ্ট্রকেশরী শিবাজীর অধিকারে ছিল। উত। বেলগামের ১•ট প্রসিদ্ধ দুর্গের একতম। ১৭৮৬ খৃষ্টাম্বে নেসর্গীয় সামন্ত সর্দার কোলহাপুর-রাজের বিরুদ্ধে অস্ত্র ধারণ কবিয়া তাহার নিকট হইত্তে বল্লভগড়, গন্ধৰ্ব্বগড় ও উীমগড় অধিকার করিয়া লন ; কিন্তু কোলহাপুরপতি পরবর্ষেই বিদ্রোহী সামন্তকে - পরাজিত করিয়া কুর্গ পুনরুদ্ধার করেন । ১৭৯৬ পুষ্টাব্দে যখন পরশুরাম ভাউ পুণায় অবস্থিতি করিতেছিলেন, তখন কোলহপুররান্ধশত্রু উপরোক্ত সর্দার পুনরায় বল্লভগড় তুর্গ হস্তগত্ত
- বেম । বল্লভগণক, গণিতলতাপ্রণেতা । বল্লভগণি, হেমচজকৃত অভিধানচিন্তামণির সারোভার এবং শেষ
সংগ্রন্থের টীকাগ্রণেতা। ইনি জ্ঞানবিমলের শিষ্য ছিলেন। | বল্লভ তাতিয়া, একজন মহারাষ্ট্র প্রধান। ইনি সিন্দেরাজেঃ প্রধান অমাত্য ছিলেন। ১৭৯৫ খৃষ্টাব্দে পেশব মধুরাওর মৃত্যুর পর, পেশবার গদি লইয়া গোলযোগ উপস্থিত হয় । এই সময়ে বিধবা রাজমহিষী যশোদাবাই দত্তকগ্রহণের সঙ্কল্প করেন । বল্লভ তাহাতে বাধা প্রদান করিয়াও বিশেষ কিছু করিতে পারেন নাই। অবশেষে তিনি ১৭৯৬ খৃষ্টাব্দের জানুয়ারী মাসে বাজীরাওর ষড়যন্থে যোগদান করিয়া তাহাকেই রাজ্যেশ্বর করিবার ব্যবস্থা করেন, কিন্তু বাজীরাও পুণায় আসিয়া নানা ফড়নবিশের সহিত সাক্ষাৎ করিলে, উভয়ের পূর্বমনোমালিন্তবিদূরিত হয় এবং নানা রাজমন্ত্রী থাকিলে বাজীরাও পেশব হইবেন, এইরূপ একটা যুক্তি হয় । এষ্ট,সন্মিলন বিশেষ আশা প্রণ মহে..ভাবিয়া বল্লভ তাতিয়া উভয়ের গুপ্তপরামর্শে বিপরীত:চরণ করিতে চেষ্ট পান। তিনি স্বীয় বুদ্ধিবলৈ চিম্নাজ অপাকে যশোদাবাইর দত্তক সাব্যস্ত করাইলেন এবং কৌশলে পরশু রাম ভাউকে মন্ত্রিপদাধিকারে অঙ্গীকার করাইয়া বাস্ত্রীরা ওব সৰ্ব্বনাশসাধনে প্রবৃত্ত হঠলেন। নাম ফঢ়নবিশ মন্ত্রী রহিলেন এবং পরশুরাম রাজ্যচালনের ভার গ্রহণ করলেন । এই সময়ে পাছে দৌলতরাও সিন্দে শত্র হইয় উঠে,তাহার প্রতিবিধান জন্ত বল্লভ নানার পরামশানুসারে উভয় পক্ষের মিলনচেষ্টা পাইলেন । এই সময়ে চিম্নাৰ্জী অপি, বাজীরাও ও নানা ফন্ড্রনবিশ পরশুরাম ভাউকে লইয়া মহারাষ্ট্র-সরকারে যে ঘোর রাজবিপ্লব স্থচিত হইয়াছিল, তাহা মহারাষ্ট্রের ইতিহাসে সুস্পষ্টরূপে লিখিত আছে। চিম্নাঙ্গ আপাকে নূতন পেশবা করিবার অভিপ্রায়ে নানা ফভূনবিশ সাতারায় আসিয়া রাজসনন্দ গ্রহণ করিলেন, এদিকে পরশুরামের কৌশলে বল্লভ কর্তৃক বাঙ্গীরাও হস্তগত দেখিয় তাহার সন্দেহ জন্মিল, তিনি তাহাদের সহিত মিলিত না হইয়া বাষ্ট হইতে রাজসননা প্রেরণ করিলেন। চিম্নাঞ্জ পেশষ পদে অভিষিক্ত হইলেন । ইহার পর পরশুরাম নানা ফন্ড্রনবিশকে পুণায় ডাকাইয়। আনিয়া বল্লভ তাতিয়ার সহিত মিলন করাইতে চেষ্টা পাইলেন, কিন্তু ফলে কিছুই হইল না। উভয়পক্ষে শত্রুতাবুদ্ধির সহিঙ যুদ্ধ অবশুম্ভাবী হইয়া উঠিল। নানা বিশেষ কৌশলে রঘুঞ্জী ২৬এ মে o