রৈামসাম্রাজ্য [ १* ] রোমসাম্রাজ্য জাঞ্জেন্টিয়াস বিদ্রোহী হইরা তত্তঙ্গরাজ্য অধিকার করিয়া বলিলেন। কালেডোনিয়ায় বর্বরদিগকে পরাভূত করির সম্রাট কনস্তান্সিয়াস কালকবলে নিপতিত হইলেন (৩.৬ খৃঃ ২৫এ জুলাই)। তখন গালেরিয়াস্ রাজ্যের বিভ্ৰাট্ উপলদ্ধি করিয়া তাছার পুত্র কনস্তাত্তাইনকে সিজার উপাধিসহ তদ্বিভাগের কর্তা করিলেন এবং পূর্বকথিত সেভেরাসকে অগাষ্টাস্ উপাধি দিলেন। কনস্তান্তাইনের এরূপ সৌভাগ্যবৃদ্ধিতে ঈর্ষাধিত হইয় মাক্সিমিয়ানের পুত্র এবং গালেরিয়াসের জামাতা মাক্সেস্টিয়াস রাজৈশ্চর্য্যলাভের আশ্বাসে উক্ত বর্ষের ২০এ অক্টোবর উৎকষ্টিত রোমকগণকে স্বদলে আনয়ন করিয়া রোম-নগরে বিদ্রোহধ্বজ উডউীন করিলেন । পুত্রের প্রতি মেহাধিক্যবশতঃ বৃদ্ধ মাক্সিমিয়ান্ বিদ্রোহিপক্ষ অবলম্বন করিলে অনেকেই শ্রদ্ধাপুৰ্ব্বক তাহার ছত্রতলে আসিয়া উপনীত হইল। সম্রাটু সেভেরাস স্বীয় সহযোগীর পরামর্শানুসারে সদলে রাজধানী অভিমুখে অগ্রসর হইলেন । নগরদ্বার রুদ্ধ এবং সৈন্যদলকে তাহার পক্ষ ত্যাগ করিয়া মাক্সিমিয়ানের পক্ষাবলম্বনে উদ্যত দেখিয়া তিনি রাভেল্লায় পলাইয়া গেলেন। এখানে মাক্সিমিয়ানের অধীনস্থ সেনা তাহাকে আক্রমণ করিল। সেভেরাস বন্দী ও নিহত হইলেন। অনস্তর বৃদ্ধ মাক্সিমিয়ান আল্পস্পৰ্ব্বতমালা অতিক্রম করিয়া ৩-৭ খৃষ্টাদের ৩১ মার্চ দরবারে কনস্তান্তাইনকে আহ্বানপুৰ্ব্বক অগাষ্টাস উপাধি ও স্বীয়কস্তা ফষ্টাকে দান করেন। সেভেরাসের নিধন সংবাদ পাইয়া রোমবাসীকে দণ্ডবিধানার্থ গালেরিয়াস ইল্পিরিকাম হইতে সসৈন্যে যাত্রা করেন। নার্ণিনামক স্থানে উপনীত হইলে সৈন্তগণ র্তাহার পক্ষ ত্যাগ করিয়া শত্রপক্ষে যোগদান করিতেছে দেখিয়া তিনি পলায়ন করিলেন । এই সময়ে রোমসাম্জ্যে ছয় জন সম্রাট (মাক্সিমিয়ানের অধীনে কনস্তান্তাইন ও মাক্সেন্টিয়াস এবং গালেরিয়াসের অধীনে লাইসিনিয়াস ও মাক্সিমিন ) রাজ্যশাসন করিতেছিলেন (৩৯৮ খৃ: )। বৃদ্ধ সম্রাট, মাক্সিমিয়ান স্বীয় পুত্রের জন্ত সমগ্র পশ্চিমবিভাগ হস্তগত করিতে যড়যন্ত্র করিলেন, কনস্তান্তাইন স্কৃদ্ধিজাতিকে পরাস্ত করিতে রাইন নদীতটে অগ্রসর হইলে বৃদ্ধ সম্রাট অর্থানে সেনাদলকে বশীভূত করিতে চেষ্টা পান। কনস্তাস্তাইনের জয়দৃপ্ত সৈন্তের সমক্ষে যুদ্ধ করিতে অসমর্থ হইয়া মাক্সিমিয়ান মার্শাএল নগরে আশ্রয় লইলেন। বিপক্ষসৈন্ত নগর অবরোধ করিলে নগরবাসী তাহাকে শত্রুকরে সমর্পণ করে এবং কনস্তান্তাইনের আদেশে ৩১ খৃষ্টাব্দে ফেব্রুয়ার মাসে তাহারা তাহাকে যমালয়ে প্রেরণ করে। ইহার এক বৎসর পরে ৩১১ খৃষ্টীজের মে মাসে অত্যধিক পানদোষে পীড়িত হইয়া গালেরিয়াস ভৰলীলা শেষ করেন। - - গালেরিয়াসের মৃত্যুতে প্রাধান্ত লইয়া লিলিনিয়াস ও মাঞ্জিমিনের বিরোধ ঘটে। অবশেষে মাক্সিমিন প্রাচ্য বিভাগের এসিয়া খণ্ড এবং লিসিনিয়াস্ য়ুরোপখও অধিকার করিয়া লন । হেলেস্পন্ট ও খেলীয় বক্ষয়াস, উভয়ের অধিকারসীমা নির্দিষ্ট থাকে। এই সময়ে রোমসাম্রাজ্যের উন্নতিবিধান জন্তু লিসিনিয়াস ও কনস্তান্তাইন একমত হইলেন, কিন্তু মাক্সিমিন ও মাজেন্টিয়াস একযোগ হইয়া গোপনে আন্তর্জাতিক বিপ্লবের কুটিল কল্পনা পোষণ করিতে লাগিলেন। সম্রাট মহাত্মা কনস্তান্তাইন ১ম, ৩.৬ ও ৩১২ খৃষ্টালে ফ্রাঙ্ক ও আলেমন্নি-জাতিকে সম্পূর্ণরূপে নিৰ্ব্বিত করেন। তৎপরে ৩১৫ খৃষ্টাব্দে তিনি ইতালীবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়া তুরিণ রণক্ষেত্রে তাহাদিগকে পরাস্ত করিয়াছিলেন। অতঃপর তিনি ভেরোণা অবরোধ করেন । মাঞ্জিন্টিয়াসের সেনাপতি রুরিসিয়াস পম্পিয়ানাস নগররক্ষায় ব্রতী ছিলেন। উভয়পক্ষে ঘোরতর যুদ্ধের পর পম্পিয়ানাস্ পরাজিত হইলেন। কনস্তাস্তাইন স্বীয় বাহিনী লইয়া রোমের নিকটবৰ্ত্তী সেক্স-রুত্ৰ নামক স্থানে আসিলেন, তখন সম্রাট মুখনিদ্রায় সুপ্ত ছিলেন। শত্রকে অকস্মাৎ নগর সন্মুখে উপনীত দেখিয়া তিনি যুদ্ধসজ্জা করিলেন। র্তাহার অধীনস্থ সেনাদল তাহাকে ত্যাগ করিল, তখন তিনি মিলভিয়ান সেতু পার হইয়া পলাইতে উষ্ঠত হইলেন। সমবেত জনতা তাহাকে নদীর জলে ফেলিয়া দিল । বৰ্ম্মভারে তিনি অতল জলগর্ভে নিমজ্জিত হইয়া গেলেন। তাহার বংশীয় সকলে বিজয়ী সম্রাটের আদেশে নিহত হইল। সম্রাট কনস্তান্তাইন এক্ষণে সহযোগী লিসিনিয়াসের সহিত স্বীয় ভগিনী কনস্তান্সিয়ার বিবাহ দিবার উদ্যোগ করিলেন। ৩১৩ খৃষ্টাব্দের মার্চ মাসে উভয়ে মিলান নগরে সমবেত হইলেন। বিবাহোৎসবে ব্যাপৃত থাকিতে থাকিতেই উভয়কেই পুনরায় রণক্ষেত্রে গমন করিতে হইল। কনস্তাস্তাইন ফ্রাঙ্কজাতির ঔদ্ধত্য নিবারণার্থ রাইন-তটে গমন করিলেন এবং লিসিনিয়াস বিদ্রোহী মাঞ্জিমিনের দর্পচূৰ্ণ করিতে বৈজন্তিনগর অধিকারপূৰ্ব্বক উক্ত বর্ষের ১৩ এপ্রিল তারিখে হিরাক্লিয়ার পরস্পরে সম্মুখীন হইলেন। মাক্সিমিন পরাস্ত হইয়া নিকোমিডিয়ায় পলাইয়া মান। এখানে তাহার মৃত্যু হয়। ৩১৪ খৃষ্টাব্দে কনস্তান্তাইন ও লিসিনিয়াস্ রোমীয় জগতের একমাত্র অধীশ্বর হইলেন। সহযোগী সম্রাটায় বলদৰ্পে উত্তেজিত হইয়া একাধিপত্য লাভের আশায় পরম্পরে যুদ্ধবিগ্রহে মাতিয়া উঠিলেন । কনস্তাস্তাইলেক্স অন্ততম ভগিনীপতি বাসিয়ানাস সিজার উপাধি লাভ করিয়া ইতালীর শাসনভার প্রাপ্ত হইলেন। ইহাতে লিলিনিয়াসের হৃদয়ে বিদ্বেষবহ্নি জলিয়া
পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।