পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোম সাম্রাজ্য নিয়া ২৬শে ফেব্রুয়ার সম্ৰাট পদ্ধ লাভ করেন । স্থিনি উক্ত বধের মার্চ মাসে স্বীয় ভ্রাত ভাগেন্সকে কনস্তাত্তিনোপল রাজধানীসহ রাজ্যভাগ সমর্পণ করিলেন এবং স্বয়ং মিলনে ! থাকির ইরিরিকা, ইতালী, গল প্রকৃতি পাশ্চাত্য-রাজ্য শাসন । করিতে লাগিলেন। এই সময়ে ৩৬৫ খৃষ্টাঙ্গের সেপ্টেম্বর মাসে । জুলিয়ানের নিকটাত্মীয় প্রোকোপিয়াসের বিদ্রোহ এবং তৎসাময়িক জয়ণ যুদ্ধ তাঙ্গাকে বিশেবরূপ বিত্রত করিয়া ভুলে। ! শেষোক্ত যুদ্ধের স্যার প্রেস্বর্গের অন্তর্গত ব্রেগেসিও ਜੋ | স্বীয় লুণ্ঠনপ্ৰিয় সৈন্তগণকে তিরস্কার কালে মনের আবেগে ; প্তাহার একটী রক্তস্থলী বিীর্ণ হইয়া যায় এবং তাছাতেই তাহার মৃত্যু ঘটে (৩৭৫ খৃঃ নবেম্বর )। তাহার ভ্রাত ভালেন্স আরও তিন বৎসর কাল প্রাচ্য সিংহাসনে আসীন থাকিয় ৩৯৮ খৃষ্টাঙ্গে । গথ-সময়ে পরাস্ত হইয়। শক্রহস্তে নিহত হন। ভালেণ্টিনিয়ানের মৃত্যুকালে তাহার জ্যেষ্ঠ পুত্র গ্রাসিয়ান ভিস প্রাসাদে অবস্থিত ছিলেন। তিনি রাজপদের অধিকারী eষ্ট্রলেও সেনাদল ব্রেগেলি ও রণক্ষেত্রে তাহার বৈমাত্রেয় ভ্রাত; ১য় ভালেণ্টিমিয়ানকে রাজা বলিয়া ঘোষণা করিল। তখন গ্রাসিয়ান চারি বৎসর বয়স্ক কনিষ্ঠ ভ্রাতাকে বিমাতার তত্ত্বাবধানে মিলান নগরে রাখিয়া স্বয়ং আল্পস্-বহির্ভূত-প্রদেশ শাসনে অগ্রসর হন। ৩৭৫-৩৮৩ খৃষ্টান্স পর্যন্ত গ্রালিয়ানের, ৩৭৪-৩৯২ পর্যন্ত ভালেণ্টিনিয়ানের এবং ৩৬৪-৩৭৮ খৃষ্টা পৰ্য্যন্ত ভালেন্সের রাজ্যকাল । সুতরাং ৩৭৫-৩৭৮ খৃষ্টা পৰ্য্যন্ত রোমজগৎ তিন জন সম্রাটের কর্তৃত্বাধীনে পরিচালিত হইয়াছিল। ভালেন্সের জীবদ্দশায় পুৰ্ব্ববিভাগে রোমজাতির প্রাচুর্ভাৰ অক্ষুণ্ণ ছিল। তাহার মৃত্যু হইতেই প্রকৃত প্রস্তাবে রোমসাম্রাজ্যের অধঃপণ্ডল কল্পনা করা যায় t গথ জাতির হন্তে ভালেন্সের মৃত্যুর পর, পূৰ্ব-রোমরাজা উৎসন্ধপ্রার দেখিয়া সম্রাট, গ্রাসিয়ান স্বীয় খুল্লতাতের সাহায্যার্থ আসিয়া সমুপস্থিত হইলেন। তিনি আসিন্ধাই খুল্লতাতের মৃত্যুসংবাদে ব্যথিত হইয়া ভাৰী বিপদ নিবারণার্থ বৃটেন ও গলবিজেতায় নির্বাসিত পুত্র থিওডোসিয়াসকে সম্রাট পদে অভিষিক্ত করেন। ৩৯২ খৃষ্টাব্দে ২য় ভালেণ্টিয়ানের মৃত্যুর পর •ইতে ৩৯৫ খৃষ্টাৰ পৰ্যন্ত ১ম থিওডোসিয়াস রোম সাম্রাজ্যের এক মাত্র অধীশ্বর ছিলেন । এই সময়ে, ভিসিগথ, অষ্ট্রোগথ, ভাণ্ডাল, মুয়েবী, জালালী ও হুগ প্রভৃতি বৰ্ব্বর জাতি রামসাম্রাজ্যের বিভিন্ন স্থান বিপৰ্যন্ত করিয়া ফেলিয়াছিল। সাম্রাজো স্থশাসন-প্রতিষ্ঠা দূরে থাকুক, ইহাদের সহিত যুদ্ধবিগ্রন্থে বলক্ষর হইয় রোমকজাতি ক্রমশঃই হীনতেজ হইয় পড়িতে ছিলেন। । [ १8 ] রোম-ধাম্রাজ্য आदर्कशडेिन् माभक जटैनक cथनां★ङि ७०२ ९६fएक ভালেণ্টিনিয়াকে হত্যা করিয়া স্বয়ং ইউজিনিয়াস্ নাম ধারণপূৰ্ব্বক পশ্চিম সাম্রাজ্যের অধীশ্বরত্ব লাভ করেন। রাজ্যাপহারক ইউজিনিয়াকে পরাভূত করিয়া থিওডোসিয়াস্ রোমের একচ্ছষাধিপতি হইলেন। তিনি খৃষ্টানধর্মের পক্ষপাতী হইয়। পৌত্তলিকধর্শ্বের অবসান ঘটাইয়াছিলেন। ৩৯৭ খৃষ্টাব্দের ১৭ই জানুয়ার মিলান নগরে সম্রাট, থিওডোসিয়াসের প্রাণবায়ু বহির্গত হয়। তাহার দুই পুত্র, জ্যেষ্ঠ আর্কেডিয়া পূৰ্ব্বাঙ্গাভাগ লইয়া কনস্তান্তিনোপলে রাজপাট স্থাপন করিলেন এবং কনিষ্ঠ ওনোরিয়াস্ পশ্চিম বিভাগের অধীশ্বর রহিলেন। ৩৯৫ খৃষ্টাম্বো ওনোরিয়াস পশ্চিমরাজপাট উপবিষ্ট হইলেন বটে, কিন্তু তাহার রাজকীয় প্রতিভা না থাকায় রাজ্যে ঘোরতর বিশৃঙ্খলা ঘটতে লাগিল। আফ্রিকায় গিলডোর বিদ্রোহ, আলারিক ও রাদাগাইসাসের ইতালী আক্রমণ, জৰ্ম্মণকর্তৃক গলরাজ্য উৎসাদন, ষ্টিলিকোর ও রুফিনিক্সাসের ষড়যন্ত্রে গথজাতির পরাভব, আলারিকের মৃত্যু, কনস্তান্তাইনের অভু্যদয় ও পতন, ষ্টিলিকোর হত্যা প্রভৃতি কারণে রোমসাম্রাজ্যের উত্তরোত্তর বলক্ষয় হইতে থাকে। ওনেরিয়াসের পর হীনবীৰ্য্য নিম্নোক্ত কয়জন রাজ পশ্চিমসাম্রাজ্য-সিংহাসন অলঙ্কত করিয়াছিলেন। ৪২৪ খৃষ্টাম্বে ৩য় ভালেণ্টিনিয়ান রাজাসনে উপবেশন করেন । তৎপরে যথাক্রমে ৪৫৭ খৃষ্টাৰে মাক্সিমাস, উক্ত বৎসরেই অবিতাস, ৪৫৭ খৃষ্টাৰো মেজরিয়ানাস, ৪৬১ খৃষ্টাৰে সেভেরাস, ৬৭ খৃষ্টাব্দে এস্থিমিয়াস, ৪৭২ খৃষ্টাৰে ওলিব্রিয়াস, ৪৭৩ খৃঃ অঃ গ্লিসেরিয়াস, ৪৭৪ খৃষ্টাব্দে জুলিয়াস নেপোস এবং ৪৭৫ খৃষ্টাব্দে রোমুলাস অগাষ্ঠালাস পশ্চিম রোমসাম্রাজ্যে অধিষ্ঠিত হইলেন। শেষোক্ত সমাট পরে ৪৭৬ খৃষ্টাব্দে প্রজাতন্ত্রের হস্তে রোমরাজ্যের শাসনভার অর্পণ করিলে পশ্চিমসাম্রাজ্য বিলুপ্ত হয়। ওনোরিয়াসের শাসনকাল হইতে অগাষ্ট্রলাসের আধিপত্য পৰ্য্যন্ত আটলা ও চুণজাতির উপগ্রবে সমগ্র পশ্চিম রোমরাজ্য বিধ্বস্ত হইয়াছিল। প্রজাতন্ত্রের অভু্যদয়ে অন্যান্ত শাসন-সমিতির অপেক্ষ ঋষ্টধৰ্ম্মাধ্যক্ষ পোপেরই আধিপত্য বাড়িয়া উঠিয়াছিল। পোপ গ্রেগরি দি গ্রেট বা ১ম এর সমন্ধ ধৰ্ম্মশক্তি রাজশক্তিকে অতিক্রম করিল। পোপ শব্দে বিস্তৃত বিবরণ দেখ। ] মহাত্মা থিওডোসিয়াসের পুত্র আর্কেডিয়াস্ ৩৯৫ খৃষ্টাব্দে পূৰ্ব্বাৰভাগের শাসনাধিকার প্রাপ্ত হইয়া ৪•৮ খৃষ্টা পৰ্য্যন্ত রাজ্যশাসন করেন। এই সময়ে গাইনাসের বিদ্রোহ সংঘটিত হয়। তৎপরে তাহার পুত্র ২য় থিওডোসিয়াস e•৮ছইত্তে ৪৫• খৃষ্টাক্ষ এবং মালি রন ও আর্কেডিয়াস-তনয় ফুলচেন্ত্রির ৪৫• হইত্তে,