[ १४ ] -T শক্তিরাজ্য প্রতিষ্ঠার আশা সমুদিত হইলেও, প্রকৃতপক্ষে জরাজকতা ও অত্যাচার ভিন্ন স্থার কিছুই দেখা যায় নাই। কারণ তথায় রাজবংশ পরম্পরাগত ছিল না । বীরত্বপ্রতিভায় লব্ধপ্রতিষ্ঠ সেনানায়কগণই অধিকাংশ স্থলে সম্রাট পদে নিৰ্ব্বাচিত হইতেন। বাৰ্দ্ধক্যজন্ত বা অপর কোন কারণে তাহার সামর্থ্যরাহিত্য ঘটিলে অর্থলোলুপ সেনাসম্প্রদায় ষ্ঠাহীকে রাজ্যচু্যত বা নিহত করির একজন প্রতিভাবান নবীন ধীর সেনানায়ককে তৎপদে বরণ করিত। কখন কখন তাহারা জর্থের লোতে সন্ত্রাস্তবংশীয় ধনিসস্তানগণকে স্লাজসিংহাসনে বসাইতে দ্বিরুক্তি করিত না। রাজসিংহাসনের এইরূপ দুরবস্থা দেখিয়া সম্রাট গণ ধনলালসার স্বতঃই স্বেচ্ছাচারী “Tyrant” হইয়াছিলেন। পরন্তু তাহারা লুণ্ঠনোদেশে সৰ্ব্বাই যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকিতেন এবং তাছাদের অধীনস্থ সেনাবৃন্দও রাজ্যজয়ান্তে ধনাপহরণের আশায় উদ্গু হইয়া প্রাণপণে যুদ্ধ করিঙ্গ বীরত্বের পরাকাষ্ঠ দেখাইত। বর্তমান সভ্যজগতে যুদ্ধসময়ে বা যুদ্ধাবসানে যে সকল ক্ষুদ্রতম অত্যাচারের কথা শুনা যায়, রোমীয় যুদ্ধের তুলনায় তাহ অতি সামান্ত, সে সকল কাহিনী শুনিতে শরীর রোমাঞ্চিত ও মন কলুষিত হইয় উঠে। কার্থেজ ধ্বংস, সাইরাকিউজের পতন এবং এসিয়ান্থ বিভিন্ন প্রদেশ বিজয়াস্তে যে অত্যাচার স্রোত প্রবাহিত হইয়াছিল, তাহ অমানুষিক ! নয়রক্তে রোমীয় জগৎ ( Roman world ) ও ভূমধ্যসাগর রঞ্জিত হইয়া ভয়াবহ নরহত্যার ভীষণতম পৃপ্ত প্রকটত করিয়াছিল। রোমরাজ্যের এই নিদারুণ আধিপত্যকালে ষ্ট্রোইকৃ, প্লেটোনিষ্ট, আকাডেমিক্ ও ইপিকিউরিয়াস প্রভৃতি বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের অভু্যদয় হয়। তাহার অর্থলিঙ্গ ও জীবহিংসা বিসর্জন দিয়া জীবাত্মার মঙ্গল কামনায় শান্তিমুখের উদ্দেশে প্রধাবিত হইয়াছিলেন। সংসারের ঘোর ঝঞ্চাৰাত হইতে অপস্থত হইয়া ঙাহার রাজ্যাকাঙ্ক্ষা ত্যাগ করিলেন এবং একজন সম্রাট, মনোনীত ক্ষরিয়া তাহার হস্তে সমগ্র লাম্রাজ্যের শাসনভার সমর্পণ করিয়া তাহারা নিশ্চিন্তু মনে আপনাপন জ্ঞানচর্চায় কালাস্তিপাত করিতে লাগিলেন। ট্রোইক্ৰগণ বৈশেষিকের ন্যায় snafos s cofoo foottu (Contemplation of original matters ) মত্ত রছিলেন, প্লেটোর শিষ্যসম্প্রদায় আত্মার অবিলশ্বরঞ্জ(immortality) প্রতিপাদনে সচেষ্টত হইলেন, মোকাডেबिरुअल गोश थाम्न छात्र अज्राणैङ्कङ अफ्राउद्र क्खनङ चौकाच्न aা করিয়া তর্ক ও মীমাংসার সাগরে নিমজ্জিত (Lost in seepticista ) ছিলেন এবং এপিকিউরীয় সম্প্রদায় চাৰ্ব্বাকের মতামু § সী হইল পনের শক্তি আরোপ কলিত জীবন (denied the providence of a supreme power) করিলেন। তর্কে পাড়িয়া বা সিদ্ধান্তু করিতে গিয়া ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করিলেও তাহার কথন দেবমন্দিরের অবমাননা করেন নাই। রোমীয় মাজিষ্ট্রেটগণও এই দার্শনিক শিক্ষার ফলে দেশ, কাল ও পাত্রভেদে কুসংস্কারের ছায়া লইয়৷ কাৰ্য্য সম্পাদন করিতে আরম্ভ করেন। বলবতী অর্থ লালসা নিবন্ধন তাহারা দেবমন্দিরাদি লুণ্ঠন ও ধ্বংস করিলেও কখন দেবমূৰ্ত্তি ধ্বংস করিতে প্রয়াস পান নাই, কেবলমাত্র তাহারা দেবঅঙ্গ হইতে আভরণগুলি খুলিয়া লইতেন। তাহারা দেবপ্রতিম সমক্ষে নরহত্যা নিষেধ করিয়া যান। ফ্লাবিয়বংশীয় রাজগণের শাসনকালে বিভিন্ন সম্প্রদায়ের ধৰ্ম্মমন্দিরে উপাসকগণের প্রদন্তু উপহারসমূহ রক্ষার সুবন্দোবস্ত হইয়াছিল। সুতরাং বলিতেই হইবে যে, জ্ঞানবৃদ্ধির সহকারে ছৰ্দ্ধৰ্ষ ও নৃশংস-প্রকৃতি রোমকগশের হৃদয়ে কোমল ও কমনীয়তা আশ্রয় করিয়াছিল । সেই উগ্র ও প্রচও প্রকৃতির রোমকগণ ক্রমশঃ নরহত্যাজনিত পাপপন্ধে নিমজ্জিত হইয়া আপনাদের আত্মা কলুষিত করিতে বিরত হইলেন। র্তাহারা ভার্জিল, সিসিরো প্রভৃতির জ্ঞানগর্ড উপদেশ অনুসরণ করিয়া তাহাদের ভাব ও ভাষায়ুশীলনে নিরত রহিলেন। চিত্তের শান্তি হেতু আর তাহারা যুদ্ধবিগ্রহে চিত্ত বিকৃত করিতে চাহিলেন না। এতদ্ভিন্ন ব্যবসা বাণিজ্যে অতুল ঐশ্বৰ্য্যসম্পন্ন হইয় তাহার প্রাচ্যসমৃদ্ধি হৃদয়ে পোষণ করিতেছিলেন। মুখসম্পদে মত্ত হইয়া তাহারা অলস হইয়া পড়িলেন এবং তজ্জন্তু ক্রমশঃই জাতীয় উদ্যম হারাইতে লাগিলেন । রোমীয় নগরবাসীর অপরিমিত সমৃদ্ধিরাশি অবলোকন করিয়া বৈদেশিক বৰ্ব্বরগণ উপযুপিরি সেই সকল স্থান ধ্বস্ত করিয়াছিল। ইতালী আলপ্তসলিলে নিমজ্জিত হইলেও গল, স্পেন, বৃটেন প্রভৃতি যুরোপীয় প্রদেশসমূহ শক্তিহীন হন নাই, তথাপি উাহারা অর্থের দাস হইয়াও রোমকঞ্জাতির গৌরবরক্ষণ করিতে সমর্থ হন নাই। ঐতিহাসিক গিবন লিখিয়াছেন – But though the tranquil and plentiful state of the Empire was fast and confessed by the provincials as well as the Romaus, though the latent causes of decay and corruption might escape the eye of contemporaries, yet Rome was gradually declining and slowly verging towards dessolution. A secret poisou had beeu introduced by the long peace and lethargic inactivity into the bowels of the Empire. Military spirit no longer existed; the fire of enterprise was extinguished, and the commanding geuins of Rome forsook the polluted ५
পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।