পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাড় [ ૭8૭ ] ঝড় মস্তকোপরি আইসে, তখনই প্রায়ই বড় হয়। আটলাণ্টিক্ট মহাসাগরের উত্তরভাগে জুন হইতে ডিসেম্বরের মধ্যপৰ্য্যস্ত ঝড়ের সময়, তন্মধ্যে আগষ্ট মাসেই ঝড়ের সংখ্যা সৰ্ব্বাপেক্ষা অধিক। দক্ষিণভারতমহাসাগরে নবেম্বর হইতে জুন পর্য্যস্ত ঝড়ের কাল, তন্মধ্যে জানুয়ারী ও মার্চমাসে সৰ্ব্বাপেক্ষা অধিক এবং জুন ও নবেম্বর মাসে সৰ্ব্বাপেক্ষ অল্প হইয়া থাকে। বঙ্গোপসাগরে অক্টোবর ও নবেম্বর মাসে অর্থাৎ প্রবল উত্তরপূর্ব cमोशभदांधू दश्विांङ्ग कांtणहे ७धांब्रहे क्षङ्ग इग्न । उडिग्न দক্ষিণপশ্চিমে মৌসুমবায়ু বহিবার কালে অর্থাৎ মে ও জুন মাসেও ঝড় হইয়া থাকে। চীনসাগরে সচরাচর জুন হইতে नम्बश्त्र भाप्नब्र मप्पा झुकान (प्रेाहेकून्) क्षङ्ग श्हेब्र थाप्क, তন্মধ্যে সেপ্টেম্বরে সর্বাপেক্ষ অধিক ও জুনমাসে অল্প। আরবসাগরে উভয় প্রকার মৌসুমবায়ু বহিবার কালেই ঝড় হয় । খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভ হইতে ভারতবর্ষ ও ইহার নিকটবৰ্ত্তী সমুদ্রে যে সকল ভীষণ ঝড় হইয়া গিয়াছে, উহাদের বিশেষ বিবরণ অনেক ইংরাজী পুস্তকে বর্ণিত হইয়াছে। হেনরি f*tfSSSA (Henry Peddington) zItzEA, svoa হইতে ১৮৫১ খৃঃ অব্দ পর্য্যস্ত যে সমস্ত ঝড় হয়, তাহীদের বিবরণ লিখেন । ইনিই প্রথমে সিদ্ধান্ত করেন যে, ভারতবর্ষ ও নিরক্ষরেখার উত্তর পর্যান্ত সমুদ্রে যে সমুদায় ঝড় হয়, সে সমুদয় সচল চক্রবৎ পরিভ্রাম্যমান ঘূৰ্ণবায়ু। তিনি ঐ সকল ঝড়ের বেগ এবং গমনপথাদি ও স্থির করিয়াছেন । মান্দ্রাজের ১০৯ মাইল উত্তর হইতে ইহার ১২০ মাইল দক্ষিণ পর্য্যস্ত স্থানে ঝড়ের প্রকোপ অতিশয় অধিক । ১৭৪৬ হইতে ১৮৮১ খৃঃ অধ্য পৰ্য্যস্ত তথায় ১৭টা অতিশয় ভীষণ ঝড় হইয়া বহু উৎপাত সাধিত হইয়াছে। বঙ্গোপসাগরে যে সকল ভীষণ ঝড় হইয়া গিয়াছে, পিডিংটন প্রভৃতির পুস্তকে তাহদের ৭৩টর উল্লেখ আছে। ব্লান্‌ ফোর্ড সাহেব হিসাব করিয়৷ দেখিয়াছেন, তন্মধ্যে জানুয়ারি মাসে ২ট, ফেব্রুয়ারি •, মার্চ ১, এপ্রিল ৫, মে ১৭, জুন ৪, জুলাই ২, আগষ্ট ২, সেপ্টেম্বর ৩, অক্টোবর ২•, নবেম্বর ১৪ ও ডিসেম্বরমাসে ৩টা সংঘটিত হয় । ইহাদের মধ্যে নবেম্বর হইতে এপ্রিলের শেষ পর্য্যন্ত যে কয়েকটা ঝড় হয়, সেই সকলই বঙ্গোপসাগরের দক্ষিণাংশেই আবদ্ধ, নবেম্বর মাসের অধিকাংশ ঝড়ও তাহাই । মে ও জুনের প্রথম সপ্তাহ এবং অক্টোবর ও নবেম্বর মাসের প্রথম সপ্তাহ এই সময়েই প্রধানতঃ বঙ্গোপসাগরের উত্তরভাগে ঝড় হয় । মধ্যবৰ্ত্তী সময়ে অর্থাৎ *দক্ষিণপশ্চিম মৌসুমবায়ু বহিবার সময়ে কখন কখন উত্তর ভাগে ঝড় হয় বটে, কিন্তু তাহার সংখ্যা অতি বিরল। • কাপ্তেন টেলর বঙ্গোপসাগরের ঝড়ের বিষয় এইরূপ লিখিয়াছেন। কোন জাহাজ এইরূপ ঝড়ে পড়িলে প্রথমে এক দিক হইতে ঝড় পায়, তাহার পর কিছুক্ষণ বায়ু শান্তভাব ধারণ করে এবং আকাশ নিৰ্ম্মল হয় ; তাহার পরই বিপরীত দিক্ হইতে পুনরায় ভীষণ ঝড় আগমন করে । এই সকল ঝটিকার গতি পূৰ্ব্বোক্ত নিয়মানুবৰ্ত্তী অর্থাৎ ঘূর্ণবায়ুর উত্তরাংশে ঝড় পূৰ্ব্ব হইতে, দক্ষিণাংশে পশ্চিম হইতে এবং পশ্চিমাংশে উত্তর হইতে প্রবাহিত হয়। এই সকল ঘূৰ্ণবায়ু প্রায়ই দক্ষিণপূৰ্ব্বকোণ হইতে উত্তরপশ্চিমকোণাভিমুখে १मन कtशू ! মাজাজ নগর ও ইহার চতুঃপার্শ্ববৰ্ত্তী স্থানে অনেকবার ভীষণ ঝড় হইয়া গিয়াছে। এই সকল ঝড়ের উৎপাদক ঘূর্ণবায়ু পুৰ্ব্বদক্ষিণপূৰ্ব্বদিক্ হইতে বেগে পশ্চিম-উত্তরপশ্চিমে গমন করে। কুলে উপস্থিত হইলে উহাদের গতি ঈষৎ পরিবর্তিত হইয়া পশ্চিম বা পশ্চিমউত্তরপশ্চিমমুখী হয়। ইহাদের ব্যাস প্রায় ১৫ মাইল ও ইহাদের আবর্তন ঘড়ির কাটার বিপরীতদিকে হইয়া থাকে । ১৭৪৬ খৃঃ অক্সে ৩রা অক্টোবর রাত্রি দ্বি প্রহরের সময় মান্দ্রাজ নগরে এক ভীষণ ঝড় হয় । তখন ফরাসী-সেনাপতি লাবোর্ডনে মান্দ্রাজ নগর অধিকার করিয়া তথায় ২৩ দিন বাস করিতেছিলেন। পোতাশ্রয়ে বহুসংখ্যক রণতরী ও জাহাজাদি ছিল, প্রায় সকলগুলিই ভগ্ন ও জলমগ্ন বা তীরে নিক্ষিপ্ত হইল । ৩ খানি ফরাসী নৌকায় প্রায় ১২ সহস্ৰ লোক ছিল, তাহারা সকলেই গতাসু হইল । ১৭৪৯ খৃষ্টাব্দে ১২ই ও ১৩ই এপ্রিল রাত্রিতে কডালুরের নিকটস্থ সমুদ্রে ভয়ানক ঝটিকা হয়। এই ঝড় উত্তরপশ্চিমদিক্‌ হইতে প্রবাহিত হইতেছিল । পরদিন সমস্ত দিবস ঝড় ঐ রূপেই বহিতে থাকে । পেন্থোক জাহাজ পোটোনভো হইতে অনতিদূরে জলমগ্ন হয় ; কেবলমাত্র ১২ জন আরোহী রক্ষা পায় । দেবীকোটের অনতিদূরে নমুর জাহাজ ভগ্ন হয় ও তন্মধ্যস্থ ৫২৭ জন কৰ্ম্মচারী ও আরোহী জলমগ্ন হয় । সেণ্ট ডেভিড ফোর্টের অনতিদূরে ইষ্টইণ্ডিয়া কোম্পানির দুইখানি বৃহৎ জাহাজ ও যাবতীয় ক্ষুদ্র তরী নষ্ট হইয়া যায় । ১৭৫২ খৃঃ অব্দে ৩১এ অক্টোবরেও একটা ভয়ানক ঝড় হয় । ১৭৬১ খৃঃ অব্দে ১লা জানুয়ারি পুদিচেরীতে ভীষণ ঝড় হয়। এই সময়ে ইংরাজের জলে ও স্থলে আক্রাস্ত হইয়াছিল । ইংরাজপক্ষীয় ৮ খানি জাহাজের মধ্যে ৪ খানি রক্ষা পায় ; অপর ৪ খানির মাস্তুল ভাঙ্গিয়া যায়, কিন্তু কোনক্রমে জলমগ্ন হইতে উদ্ধার পায়। নিউকাসল প্রভৃতি ও খানি জাহাজ তীরে