পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৬১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাড়িত জলিয়া উঠে । কোন জীব-শরীর থাকিলে উহাতে প্রচও ठांधांङ लांt*j ! তাড়িতের লিঙ্গ, তাহার আহবদিক শা ও আঘাত প্রভৃত্তি ব্যাপার এইরূপে घफ़ेिब्र शांtक । বড় বড় তাড়িতযন্ত্রের সাহায্যে এই সকল ব্যাপার স্বন্দররূপে দেখান যায়। আলোক শব্দ প্রভৃতির উৎপাদনে বিবিধ কৌশলে নানাবিধ তামাস দেখান যাইতে পারে। লাডেন-জারের ব্যাটারিতে প্রভূত পরিমাণ তাড়িত সঞ্চয় করিয়া সেই তাড়িতের এইরূপ সঞ্চালন দ্বারা নানাবিধ বিস্ময়কর ব্যাপার সম্পাদিত করা যাইতে পারে, অনেকগুলি লোককে শ্রেণীবদ্ধ করিয়া হাত ধরাধরি দাড় করাইয় একটা লীডেন-জারের তাড়িতের আঘাত দিলে সকলেরই শরীর কঁপিয়া উঠে । বড় বড় কাচের নলে অল্পমাত্রায় অম্লজান, অজনক প্রভৃতি বিবিধ বায়ু পুরিয়া তন্মধ্যে এইরূপে তাড়িত সঞ্চালন ঘটাইলে নানাবিধ বিচিত্র বর্ণের আলোকের বিকাশ হয় । এই সকল আলোকের বিকাশ বড় মনোহর। বিচিত্র আকারের নল তৈয়ার করিয়া বিবিধ সুন্দর কৌতুক দেখান যাইতে পারে। এইরূপ নলকে গাইস্লারের ( Geissler) নল বলে । বজ্র বিদ্যুতের সহিত তাড়িতযন্ত্রে উৎপাদিত এই অগ্নি ২ লিঙ্ক ও তাহার আনুষঙ্গিক ব্যাপারের সাদৃত দেখিয়া বেঞ্জামিন ফ্রাঙ্কলিন উভয়ই যে এক কারণে উৎপন্ন এইরূপ অনুমান করেন। ঘুড়ী উড়াইয়া তিনি উহাতে মেঘন্থ তাড়িতের সংক্রমণ করান, ঐ তাড়িত ঘুড়ীতে সংলগ্ন আর্দ্রস্বতা বাছিয়া চলিয়া আসিয় তাহার আস্কুলে স্ফলিঙ্গ দিতে থাকে। অন্যান্ত পরীক্ষা দ্বারা তিনি মেঘের তাড়িত ও যন্ত্রের তাড়িত উ ভয়েরই একত। প্রমাণ করেন । বস্তুতঃ বিদ্যুৎ তাড়িতের বৃহৎ স্ফ লিঙ্গমাত্র ও বজধ্বনি তদানুষঙ্গিক বায়ুর আকস্মিক উত্তাপ ও প্রসারণজনিত শব্দ মাত্র। লর্ড কেলবিনের উদ্ভাবিত উদ্ধ,তিমানযন্ত্রের সাহায্যে দেখা গিয়াছে, ভূপৃষ্ঠের উপরে বায়ুমণ্ডলে প্রায় সৰ্ব্বদাই তাড়িতের কিছু না কিছু টান রহিয়াছে। বায়ু বাহিত মেঘ প্রায় সৰ্ব্বদাই তাড়িতযুক্ত থাকে । জলের বাষ্পীভবন ও বায়ুর সহিত ঘর্ষণ বোধ হয় এই তাড়িত বিকাশের কারণ। ক্ষুদ্র ক্ষুদ্র অদৃশ্ন জলকণা যখন জমাট বাধিয়া বৃহত্তর জলকণায় পরিণত হয় ও মেঘের স্বাক্ট করে, তখন সেই তাড়িতের পরিমাণ অল্প হইলেও তাহার উদ্ধৃতি অত্যন্ত অধিক হইয়। দাড়ায়। ভূপৃষ্ঠে ব'পার্শ্ববর্তী মেঘে পূৰ্ব্বে তাড়িত না থাকিলেও পূৰ্ব্বোক্ত নিয়মমতে বিপরীত তাড়িতের সংক্রমণ হয়। 1 والاوان ] ठीफ़ुिछ फेक छिब्र ठेवषप्ता ७ ठांफिाउब्र प्लेiन अऊाख अषिक श्हेब्र পড়িলে মধ্যস্থ বায়ুরাশি ছিন্ন করিয়া প্রকাও তাড়িত লিঙ্গের উৎপত্তি হয়, সঙ্গে সঙ্গে গর্জনাদি ব্যাপার ঘটে । (৩) সহবর্তী বিপরীত তাড়িত যদি অত্যন্ত দূরে থাকে, उांश इहेtन उॉफ़िरङद्र गएक भशाह बादथान cउन कब्रिग्री তাহার সহিত সন্মিলল কঠিন হইয় পড়ে। কিন্তু এরূপ স্থলেও কোন একটা জিনিষের গায়ে যত ইচ্ছ। তাড়িত সঞ্চিত রাখা যায় না। পৃষ্ঠদেশের যেখানে যেখানে উচু, কুজ, স্বচ্যগ্র স্থান বর্তমান, অধিকাংশ তাড়িত সেই সেই স্থানে আসিয়া জমে ও চারিপাশ্বের তাড়িত তাহাকে ঠেলিয়া ধরে । এইরূপ ঠেলিয়া ধরায় তাড়িত সেই সেই স্থান হইতে বায়ু পথে বাহির হইতে চায় । বায়ুরও অপরিচালক অংশ নষ্ট হয় । বায়ুর কণাগুলি প্রত্যেক সেই সঞ্চিত তাড়িতের কিছু কিছু গ্রহণ করে এবং বিকৃষ্ট ও বিক্ষিপ্ত হইয়া যে দেশে উদ্ধৃতি কম সেই দেশ দিয়া চলিতে থাকে। এইরূপে বায়ুমধ্যে প্রবাহ উৎপন্ন হইয়া বায়ুপথে বায়ুকণা অবলম্বনে ক্রমে ক্রমে তাড়িতটা বাহির হইতে থাকে । কোন সুচ্যগ্র পদার্থে তাড়িত সঞ্চয় করিলে সেই তাড়িতকে আটুকাইয়া রাখা কঠিন। সুচীর মুখে তাড়িত জমে এবং চারিদিকে ঠেলা পাইয় সেস্থান হইতে বায়ুপথে বাহির হইয়া যায়। বায়ুতে যে প্রবাহ জন্মে, তাহ কৌশলক্রমে প্রত্যক্ষ দেখান চলে। আবার স্বচীর মুখের নিকট বায়ুমধ্যে নানাবিধ আলোকের বিকাশ হয় । অন্ধকার ঘরে তাড়িতযন্ত্র চালাইলে স্বচৗমুখে এইরূপ আলোকের বিকাশ দেখিতে

বজ্রপাতের আশঙ্ক-নিবারণার্থ গৃহপাশ্বে সূক্ষ্মাগ্র ধাতুদও পুতিয়া রাখা প্রথ। অাছে। উপরে মেঘে তাড়িত সঞ্চয় হইলে নিম্নে ভূতলেও তাহার সহবর্তী বিপরীত তাড়িতের ংক্রমণ ঘটে। সেই তাড়িত ভূপৃষ্ঠে আবদ্ধ না থাকিয়৷ ধাতুদণ্ডের স্বল্প অগ্রভাগ হইতে ক্রমশঃ বাছির হইয়া যায়। একবারে অধিক পরিমাণ তাড়িত ভূপৃষ্ঠে আবদ্ধ বা সঞ্চিত হইতে না পারায়, বজপাতের অর্থাৎ সঞ্চিত তাড়িতের টানে বায়ুরাশির আকস্মিক ভেদজনিত স্ফলিঙ্গ সম্ভবের আশঙ্কা शंॉक नt ! সম্প্রতি তাড়িত লিঙ্গ সম্বন্ধে বিবিধ নূতন তত্বের अदिकोच्न झ्हेब्रएछ । उाइएउ cलथ बाग्न, यहेक्ल” थाफूगe দ্বারা সম্যক্ ফললাভের সম্ভাবনা অন্ন। বজ্রপাতের আশঙ্কা একেবারে ঘুচাইতে হইলে ঘর খানিকে লোহার বা তামার छांtश नl छांकिtण शङ,लुग्न नांदे १