পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৬৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাত্তিয়াটোপী ক্রমে সেনাপতি নেপিয়ার তাত্তিয়াকে ধৃত করিবার জন্ম অগ্রসর হইলেন। ভাস্তিয়া রাও সাহেবের সহিত চৰ্ম্মধতী नौ छेउँौर्ष एहेब्रां 'ब्रांछशूठांनांद्र थtवश्व करब्रन । ॐांशंब्र ইচ্ছা ছিল যে, রাজপুত রাজন্তীকৈ উত্তেজিত করিয়া ইংরাজ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণ করিবেন। প্রাজপুতনার দুই এক স্থানে বিদ্রোহের চিহ্ন দেখা গেলেও তস্তিয়ার অভিপ্রায় সুসিদ্ধ ছয় নাই। জয়পুরে তিনি চর পাঠাইয়া ছিলেন, এখানে বিশেষ गांश्या *ांद्देवांब्र७ शूदिक्ष झहे ब्राझिण, किड़ थका* श्ब्रां পড়ায় নসিরাবাদ হইতে রবার্টসাহেব দুই হাজার সৈন্য সহ তাস্তিয়ার গতিরোধার্থ উপস্থিত হইলেন। তান্তিয়া স্বদলে নৰ্ম্মদীনদী পার হুইবার অভিপ্রায়ে তোঙ্কের মধ্য দিয়া ধাবিত হইলেন । তখন চম্বল নদীর জল এত বাড়িয়াছিল যে র্তাহার সৈন্তাগণ নদীপার হইতে সাহসী হইল না । তজ্জন্ত তিনি পশ্চিমাভিমুখে বুদ্দীগিরি পার হইলেন । সে সময় রাজপুতানার নদী সকল উদ্বেলিত হইয়াছিল। তখনও রবার্ট সাহেব তাস্তিয়ার অমুশরণে প্রতিনিবৃত্ত হয় নাই ৷ ভীলবাড়ার নিকট রবার্ট একবার তান্তিয়া সৈন্তের দেখা পাইয়াfছলেন, কিন্তু অতি-অরক্ষণ মধ্যেই তাহার দৃষ্টিপথের বাহির হইয়াছিল । বনাস নদীতীরে আসিয়া রবার্ট তান্তিয়াকে অtফ্রমণ করিবার আয়োজন করেন । এখানে তান্তিয়াও নিশ্চিন্ত ছিলেন না, তিনি সৈন্তগণকে সতর্ক করিয়া নিকট দেবালয়ে পূজা করিতে গমন করেন । রাত্রি দ্বিপ্রহরের সময় ফিরিয়া আসিয়া শুনিলেন যে, শক্রগণ অতি নিকটবৰ্ত্তী । অবিলম্বে তুর্য্যধ্বনি করিতে আদেশ করিলেন। পদাতিকগণ সকলেই ক্লাস্ত হইয় পড়িয়াছিল, তাহারা তান্তিয়ার আদেশ গ্রাহ করিল না । অশ্বারোহী ও গোলন্দাজগণ সকলে প্রস্তুত হইল। তৎপরদিন একট ক্ষুদ্র যুদ্ধ বাধিল । কিন্তু দুরাদৃষ্ট ক্রমে তান্তিয়ার সৈন্তগণ পৃষ্ঠ প্রদর্শন করিতে বাধ্য হইল । ক্রমে তান্তিয়া চম্বলনদী পার হইয়া ঝালরাপাটন অভিমুখে श्रáमब्र श्हे८णन । ঝালরাপাটন একটা সুবিখ্যাত দেশীয় রাজ্যের রাজধানী। তাত্তিয়া অবলীলাক্রমে এই রাজধানী অধিকার করিলেন এবং অধিবাসীদিগের নিকট কর স্বরূপ ৬ লক্ষ টাকা আদায় লইলেন । এ ছাড়া রাজকোষ হইতে প্রায় চারি লক্ষ টাকার विनिम् ७ ७•ौ कtभांन श्रांश् छ्णिन ।। ५५ttन ङिनि अछि अल्ल नभइ भएक्षा अप्नक मूठन नछ नियूख्। कब्रिप्णन । এখন তান্তিয় সৈন্ত বলে ও অর্থ বলে বিশেষ বলীয়ান্‌। श्लाcब्रद्र फेनब्र छैशव्र गभा भक्लिग । मशब्राई भारजहे नांना नांtश्वक ८भनवां वणिग्ना १भा कब्रिtउन । उांखिब्रांद्र WII - >やe [ ৬৩৭ } प्रछांख्रिग्नांüüt#ी বিশ্বাস ছিল যে ইন্দোর জয় করিতে পারিলে এবং नानाद्र, নাম ঘোষিত হইলে সমস্ত হোলকর-রাজ্যের লোক আসিয়t उँiशॉग्न गैांशंया कृब्रिट्वक । किड़ ॐांशांब्र cगनांनौभ८५] भब्रणब बिग न थाकाब उाशब्र उप्कष्ट निक, श्रेग ना। তাস্তিয়াকে আক্রমণ করিবার জন্ত লখার্ট, ছোপ ও মেজর জেনারেল মাইকেল সসৈন্তে রাজগড়ের নিকট উপস্থিত হইল। তান্তিয়া কৌশলী ও বুদ্ধিবান হইলেও সেরূপ সাহসী ছিলেন না, যুদ্ধেল সময় তিনি প্রায়ই রণক্ষেত্রে উপস্থিত থাকিতেন না। এই দোষেই তাহার সৈন্তগণ কাপুরুষ বলিয়া তাহাকে ঘৃণার চক্ষে দেখিত। এই দোষেই বিপুল সহায় থাকিলেও তিনি বারবার ইংরাজ হস্তে পরাজিত হইয়া আসিতেছেন। এই দোষে এবারও তিনি পরাজিত হইলেন। তাহার সৈন্তগণ इखउत्र श्ब्रl *क्लिग । किहूनिन তান্তিয় জঙ্গলে জঙ্গলে ফিরিতে লাগিলেন । অবশেষে তাহার সৈন্তগণকে দুই দলে বিভক্ত করিয়া এক দল রাও সাহেবের অধীনে উত্তরাভিমুখে ও অপর একদল তান্তিয়ার সহিত দক্ষিণাভিমুখে যাত্রা করিল। তাত্তিয়া নৰ্ম্মদা নদী পার হইয়া দক্ষিণাপথে অগ্রসর হইতেছে শুনিয়া বোম্বাই গবমেণ্ট উীত ও চকিত হইলেন । যাহাতে তান্তিয়া নৰ্ম্মদা নদী উত্তীর্ণ হইতে না পারে, তজ্জন্ত বিশেষ বন্দোবস্ত করা হইয়াছিল। তান্তিয়া অপর কোনু দিকে সুবিধা না পাইয়। পশ্চিমমুখে আসিয়া কাগুন নামক গ্রামে পৌছিলেন। এদিকে মেজর সাদালগু তাহার গতিরোধীর্থ ঝিলবনে আসিয়া উপস্থিত হইলেন । তান্তিয়া কাল বিলম্ব না করিয়া নৰ্ম্মদা অভিমুখে অগ্রসর হইলেন । ছোট উদয়পুর নামক স্থানে পৌছিবামাত্র বিগেডিয়ার পার্কি স্বদলে আসিয়া তাহার সৈন্তগণকে পরাস্ত করিলেন .তাহান্তে তাস্তিয়া ভগ্নহৃদয় হইয়া বংশবাড়ার নিবিড় জঙ্গলে ফিরিতে লাগিলেন। আবার যে তিনি বৃটিশসৈন্তের বিরুদ্ধে অস্ত্রচালনা করিবেন, সে অাশা আর বড় ছিল না । কিন্তু অকস্মাৎ আশার ক্ষীণালোক দেখা দিল। সংবাদ পাইলেন, কুমার ফিরোজশাহ অযোধ্যা হইতে আসিতেছেন, তাহার সহিত যোগ দিবেন । তিনি যে দারুণ জালে জড়িত হইয়াছেন, এখন সেই জাল ছিন্ন ভিন্ন করিবার জন্ত একবার শেষ ,মস্তক উত্তোলন করিলেন । প্রতাপগড়ের গিরিসঙ্কট ভেদ করিয়া তিনি মেজর রোককে সসৈন্তে পরাস্তু করিলেন । কর্ণেল বেনসন মালৰ হইতে এই সংবাদ পাইয়া জীয়াপুরে তান্তিয়াৰ সৈন্থগণকে আক্রমণ করিয়া ৬টা হস্তী কাড়িয়া লইলেন। - "%ाखिे। हेक्षअस्त्र नामक স্থানে আসিয়া ফিরোজশাহের সহিত মিলিত হইলেন। এ সময় উভয়পক্ষের ছৰ্দশার এক