পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাহাঙ্গীর পুত্র মক্রামর্থ খুরদার রাজাকে পরাজিত করিয়া তাহার রাজ্য দিল্লীর অধীন করিলেন । ১৬১৭ খৃঃ অঙ্গে সম্রাটু গুজরাট অধিকার করেন । t পূৰ্ব্বে মুদ্রার একদিকে সম্রাটের নাম অঙ্কিত হইত, অপর দিকে স্থান, মাস ও বৎসরের নাম লেখা থাকিত। ১৬১৮ খৃঃ অঙ্গে জাহাঙ্গীর মাসের পরিবর্তে সেই মাসের রাশিচিহ্ন ( মেধ, বৃয हेडानि) মুদ্রিত করিতে আজ্ঞা দিলেন। এই বৎসরে জাহাঙ্গীর একজন বন্দীর প্রাণদণ্ডের আদেশ করেন ; কিন্তু এই আজ্ঞা প্রদানের কিছুক্ষণ পরে র্তাহার একজন প্রিয় পারিষদের একান্ত অনুরোধে প্রাণ দণ্ডাজ্ঞা রহিত করিয়া হতভাগার পদদ্বয় কৰ্ত্তন করিয়া ফেলিতে আদেশ করিলেন। কিন্তু এই আজ্ঞা পৌছবার পূৰ্ব্বেই সেই হতভাগ্য বন্দীর মস্তক উহার পুৰ্ব্ব আদেশানুসারে দ্বিখণ্ডিত হইয়াছিল। এই জন্য সম্রাট এই নিয়ম করিলেন যে, এখন অবধি কাহারও প্রাণদণ্ডের আদে{ হইলে সুৰ্য্যাস্তের পূৰ্ব্বে তাহাকে বধ করা হইবে না এবং স্বৰ্য্যাস্তের সময় পৰ্য্যন্ত দণ্ডের কোনরূপ পরিবর্তন না হইলে তদনুসারে কার্য্য হইবে । ১৬১৯ খৃঃ অব্দে বিখ্যাত পণ্ডিত সেখ আবদুল হক দিলামী সম্রাটু দরবারে আলিয়া বাস করিতে লাগিলেন ; জাহাঙ্গীর তাহার প্রতি অতিশয় সৌজন্য প্রদর্শন করিতেন । ১৬২০ খৃঃ অব্দে কৃষ্ণবারের জমিদারগণ বিদ্রোহী হইয়া তথাকার শাসনকৰ্ত্তা নসরুর্গাকে পরাজয় করেন। সম্রাট এই সম্বাদ পাইয়া দিলাবরখার পুল্ল জালালকে তথায় প্রেরণ করিলেন। খুরম কাঙ্গড় দুর্গ অবরোধ করিয়া অধিকার করিলেন। এই দুর্গট অতি প্রাচীন ও পূৰ্ব্বে কোন সম্রাটুই ইহা অধিকার করিতে পারেন নাই। এই সময় দক্ষিণাত্যে আবার বিদ্রোহ উপস্থিত হইল। মালিক অম্বর বহুসংখ্যক সৈন্য সংগ্ৰহ করিয়া দেশ লুণ্ঠন আরম্ভ করিলেন। সময় সময় অতর্কিতভাবে সম্রাটের সৈন্তগণকে আক্রমণ করিয়া তাহাদিগকে ব্যতিব্যস্ত করিয়া তুলিল। এই সময় কুমার খুরম্ কাঙ্গ ড্রা অবরোধে ব্যাপৃত ছিলেন । তাহার সহিত প্রধান যোদ্ধাগণ যোগ দিয়া ছিলেন, সুতরাং জাহাঙ্গীর বিদ্রোহিদিগকে দমন সম্বন্ধে কি উপায় অবলম্বন করিবেন, কিছুই স্থির করিতে পারিলেন না। এ দিকে বিদ্রোহিগণ বালাঘাট ও মাণ্ডু পৰ্য্যন্ত অগ্রসর হইয়া অধিবাসিদিগকে উৎপীড়িত করিতে লাগিল। সৌভাগ্যক্রমে কাঙ্গ ড্র-বিজয়বাৰ্ত্ত শীঘ্রই সম্রাটের কর্ণগোচর হইল। সম্রাটু যুবরাজ খুরম্কে দাক্ষি ণাত্য বিজয় জন্ত প্রেরণ করিলেন। খুরম উপযুক্ত কর্মচারী। সমভিব্যাহারে দাক্ষিণাত্যে যাত্রা করিলেন। র্তাহার আগমনে । [ १२ ] छांहांक्रौ বিদ্রোহিগণ ভীত হইয়া পড়িল। তিনি অটল উৎসাহ ও অদম্য সাহসে অগ্রসর হইয়া বিদ্রোহিদিগকে সম্পূর্ণরূপে পরাজিত করিলেন। মালিক অমরও তাহার অধীনতা স্বীকার করিলেন। যুদ্ধের ব্যয় স্বরূপ তাঁহাকে ৫•, লক্ষ টাকা সম্রাটের কোষাগারে পাঠাইতে হইল। এই সময় খুরমের অনুরোধে সম্রাটু খসরুকে কারামুক্ত করিলেন, কিন্তু শীঘ্রই তাহার শূলবেদনায় মৃত্যু হইল। কোন কোন ইতিহাসলেখক বলেন, সম্রাটু কাশ্মীর হইতে প্রত্যাবর্তনকালে লাহোরে শিবির ংস্থাপন করেন, এই স্থানে ১৬২২ খৃঃ অব্দে খসরুর মৃত্যু হয়। নূরজাহানের পিতা অতিশয় সুদক্ষ ও রাজনীতিজ্ঞ ছিলেন। নুরজাহান পিতারপরামর্শানুসারে চলিয়াই রাজকাৰ্য্যে বিশেষ ক্ষমতাশালিনী হইয়াছিলেন । ১৬২২ খৃঃ অবো তাহার পিতার মৃত্যু হয়। নূরজাহান তাহার উপদেশ না পাইয়া নিজ ইচ্ছানুসারে কৰ্ম্ম করিতে গিয়া জাহাঙ্গীরের শাসনবিধি অতিশয় শিথিল করিয়া তুলিলেন। তিনি সম্রাটের কনিষ্ঠপুত্র শাহরীয়ারের সহিত র্তাহার পূর্বস্বামী সেরআফগানের ঔরসে যে কন্যা জন্মিয়াছিল, তাহার বিবাহ দেন এবং শাহরীয়ারকে সাম্রাজ্যে অভিষিক্ত করিতে ইচ্ছা করেন । কিন্তু পূৰ্ব্বে তিনিই উদ্যোগী হইয়া সম্রাটের মত করাইয়া শাহজাহানকে ভাবী সম্রাট মনোনীত করিয়াছিলেন। যাহা হউক, এখন শাহজহানকে স্থানান্তর করিতে না পারিলে র্তাহার উদ্দেশু সিদ্ধ হইবার কোন উপায় নাই দেখিয়া সুযোগ অনুসন্ধান করিতে লাগিলেন । সুবিধাও উপস্থিত হইল । ১৬২১ খৃঃ অব্দের শেষভাগে পারস্তরাজ শাহ আব্বাস কান্দাহার আক্রমণ করিয়াছিলেন। নূরজাহানের প্ররোচনায় বাদশাহ কুমার শাহজহানকে সেই প্রদেশ অধিকার নিমিত্ত অবিলম্বে তথায় যাত্রা করিতে আদেশ করিলেন । শাহজাহান এই চাতুরীর মৰ্ম্ম অবগত হইয়। বলিয়া পাঠাইলেন যে, ভবিস্বতে তাহার সিংহাসনপ্রাপ্তির কোনরূপ গোলযোগ হইবে না, ইহার কোনরূপ সন্তোষজনক নিদর্শন না পাইলে তিনি তথায় যাইবেন না । সম্রাটু তাছার সে কথার কোনরূপ উত্তর প্রদান করিলেন না । বরং তাহার অধীনস্থ প্রধান প্রধান সৈন্ত ও কৰ্ম্মচারিদিগকে পাঠাইয়া দিতে আদেশ कब्रिएशन ! s७२२ धूः श्रएकञ्च थांब्राउ भांश्छशंन *ांश्রীয়ারের কএকটা জায়গীর অধিকার করিয়া লইলেন এবং র্তাহার কৰ্ম্মচারী আসরাফ উলমুলুকের সহিত একটা খণ্ড যুদ্ধ করিলেন। জাহাঙ্গীর এই সংবাদ পাইয় তাহাঙ্কে বিদ্রোহী বলিয়া তিরস্কার করিয়া পাঠাইলেন এবং তাহার সমস্ত সৈন্ত শাহরীয়ারের সৈন্ত-দলভুক্ত করিতে আদেশ দিলেন।