পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৭৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তিববত কর্তৃক নিৰ্ম্মিত হয়। তশি লছৰূপে, আশ্রমের পূৰ্ব্বে উত্তর স্তঙ্গ, নামক স্থানে তিব্বতের তৃতীয় প্রসিদ্ধ নগর গান্ ৎসে অবস্থিত। এই সহরের ব্যবসায় অতি বিস্তৃত । পূৰ্ব্বে ইহা সিতু রবৃত্তন কুন-সঙ্গে নামক রাজার রাজধানী ছিল। উক্ত রাজা এথানে গোমঙ্গ, গন্ধোল ছেৰূপে নামক সঙ্ঘারাম স্থাপন করেন। তfশ লহুনপো আশ্রমের দক্ষিণে ছোইকিৎ দোর্জে নামক এক সন্ন্যাসীর তপোবন, ইছী গৰ্ম্মে ছোইজোঙ্গ নামে কথিত । এখানে একটা অদ্ভূতসম্ভব নিঝর আছে, তাহার জলে রোগনাশ হয়। তদ্ভিন্ন হরপাৰ্ব্বতীর লিঙ্গমূৰ্ত্তি পৰ্ব্বতগাত্রে খোদিত আছে। ৎসাঙ্গ পো নদীতীরে ৎসাঙ্গ-রঙ্গ উপত্যকায় রিঙ্কেন পুঙ্গ প জোঙ্গ অবস্থিত। ইহা দেব রিস্থেন পুঙ্গ নামক রাজা কর্তৃক নিৰ্ম্মিত । নিকটবৰ্ত্তী থব গ্য নামক গ্রামে পঞ্ছেন রিনগেছে নামক তশিলামার জন্ম হয়"। এই উপত্যকার নানাস্থানে অনেক লামা জন্ম গ্রহণ করেন। এখানে অনেকের তপোবন আছে, কিন্তু লোকাবাস বেশি নাই । গান্ৎসে নগরের দক্ষিণে পৰ্ব্বতমালার অপর পার্শ্বে ছি নামক স্থান। ইহার পূৰ্ব্বে মিবঙ্গ ফোলহ নামক রাজার জন্মস্থান ফেলই গ্রাম। তশিল হুনৃপে আশ্রমের দক্ষিণপুধে কিঙ্গ করল নামক পৰ্বতমালার পরপারে সোন জোঙ্গ নামে দুর্গ ও কারাগার একটী স্থদের মধ্যে নিৰ্ম্মিত । এই স্তানের পর টিঙ্ক্যি জোঙ্গ । ইহার দক্ষিণে মোনদজোঙ্গ নামক রাজ্য, ভারতবর্ষীয়েরা ইহাকে সিকিম বলে । গান ৎসে নগরের ঠিক দক্ষিণে পৰ্ব্বতমালার পরপারে ফগরি জোঙ্গ নামে দুর্গ অবস্থিত ; ইহাই লাস গবর্মেন্টের সীমান্ত দুৰ্গ । ইহার দক্ষিণপূৰ্ব্বে লহে ছক ( ভুটাম্‌) রাজ্য । উত্তর দ্যঙ্গ নামক স্থান হইতে খরুল পৰ্ব্বতমালা পার হইলে যন্ত্রদোক ( যম্ দে ) নামক স্থান, ইহা ঠিক ফগরির উত্তরে। এখানে তিব্বতের প্রধান হ্রদচতুষ্টয়ের মধ্যে যন্ত্র দোক্-যুম্নাংশে নামক হ্রদ আছে। শীতকালে হ্রদের উপরিভাগ জমিয়া যায়। তখন সৰ্ব্বদাই হ্রদগর্ভ হইতে বজ্রধ্বনির ন্যায় শব্দ উখিত হইতে থাকে। এই শব্দ কাহারও মতে সমুদ্র বা সিংহের গর্জন, কাহারও মতে বায়ুর শব্দ । এই হ্রদের মৎস্ত ক্ষুদ্রকায় এবং সকলগুলিই এক আকারের। যরদোক্‌ নামকস্থানের পূৰ্ব্বে ৎসাঙ্গ পো এবং ক্যিছু নামক নদীর সঙ্গমস্থলেরও কিছু পূৰ্ব্বে জঙ্গ নামক স্থানে প্রতি বৎসর লামাগণের সভা হয় । সভায় তাহার ২শামস্তি নামক দর্শনभाप्झन्न श्राप्नाझ्न काब्रेन । हेशब्र निरुच्नेक्डौ र्थका नौन्न তীরে হুসঙ্গ দাই লহথঙ্গ নামক মন্দির রাজা রুলপচন কর্তৃক [ १७8 ] ड़िरुरुड নিৰ্ম্মিত হয়। ইহার পূৰ্ব্বে লেগুপই শেরব খুপোন নামক স্থানে ঙ্গোগলোন-শেবর নামক দেবতার স্বয়ন্থ প্রতিমায় আছে। প্রথম প্রতিমায় শিরা সংস্থান ও মাংসপেশীসমূহ স্পষ্ট উপলব্ধি হয়। সাঙ্গ কু উপত্যকায় নেহুজোঙ্গ নামে প্রাসাদ ও দুর্গ আছে, এখানে ফগমে হব বংশীয় সিতু চঙ্গ-চুর-গ্যৎশান নামক রাজা ছিলেন । উহার ভগ্নাবশেষ এখন তিসগণের গন্ধৰ্ব্বগণের) আবাস বলিয়া কথিত হয়। কিছুদূর পূর্বাভিমুখে গেলে বিভো-গেকেল নামক পৰ্ব্বতের নিকট পদন্দ-পুঙ্গ নামক আশ্রম, ইহা সমস্ত উত্তর এসিয়ার বিখ্যাত। এখানকার বৃহৎ উপাসনাগৃহে মৈত্ৰেয়ের ( চ্যম্পথোঙ্গদোর ) বৃহৎ প্রতিমা আছে । এতদ্ভিন্ন ভারতবর্ষীয় চন্দ্র পণ্ডিতের হস্তলিখিত পুথি, অবলোকিতেশ্বরের (চনরসিগ) প্রতিম ও র্ব লোচবের সমাধিও আছে । এখানে দলই লামার এক প্রাসাদ আছে। এখানকার তান্ত্রিক মতের দেবতা বজ্রভৈরবের প্রতিমা অতি প্রসিদ্ধ। এখানে বিনয়, অভিধৰ্ম্ম ও মাধ্যমিক দর্শনের শিক্ষা দেওয়া হয়, প্রজ্ঞাপারমিতা পড়ান হয় ও নিতা ২শঙ্গ তান্ত্রিক মতের কিয়দংশের অধ্যাপনাও হয়। ইহার পূৰ্ব্বে তিব্বতের রাজধানী পা লঙ্গদন ( লাসা ) নগর । আর্য্যবৰ্ত্তের কোন বৃহৎ নগরের সহিত ইহার তুলনা না হইলেও তিব্বতের মধ্যে ইহাই প্রধান নগর । লাল। নগরের মধ্যস্থলে ত্রিতল উচ্চ শাক্য বুদ্ধের মন্দির আছে । ইহার মধ্যে শাক্যসিংহের যে প্রতিমা আছে, তাহt তাহার দ্বাদশ বৎসর বয়সের প্রতিরূপ। রাজা স্রোন্ৎসন গস্পে। যে চীনপ্লাজকন্যাকে বিবাহ করেন, তিনিই এই প্রতিম চীন হইতে এদেশে লইয়া আসিয়াছিলেন। এখানে অবলোকিতেশ্বর (চনরসিগ) ও মৈত্রেয় বুদ্ধের স্বয়ন্থ প্রতিমা আছে। এতদ্ভিন্ন ৎসোঙ্গশ্বপ, শ্ৰী-মুন গামোদেবী (ভারতবর্ষে শচী কামিনী নামে খ্যাত) প্রভৃতির মূৰ্ত্তি ऊ टक्क । তিব্বতের অধিংকাশ সন্ত্রাস্ত ও জমাদার লাসা নগরে বাস করেন। চীন, কাশ্মীর, নেপাল, ভূটান প্রভৃতি স্থান হইতে এখানে বণিকেরা আগমন করে । এই নগরের অৰ্দ্ধ মাইল দূরে পোতালা নামক প্রাসাদ। প্রবাদ, এই প্রাসাদে । জগন্নাথ অবলোকিতেশ্বর বাস করিতেন । ইনিই দলই-লামারূপে বর্তমান । পোতালা প্রাসাদ একাদশ-তল উচ্চ ও শ্বেতবর্ণ। স্রোন্ৎসন গম্পোনামক রাজা ইহা নিৰ্ম্মাণ করিয়৷ দেন। এখানে লোহিত গ্রাসাদ ( কে-দুঙ্গ-মর্পে ) আছে। এই প্রাসাদে লোকেশ্বরের প্রতিমা ও কোনাস-দপ নামক ৫ম দলই লামার সমাধি আছে । ইহা ত্রয়োদশতল উচ্চ । পোতাল প্রাসাদের দক্ষিণপশ্চিমে চগপোইয়ি পৰ্ব্বতে