পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী-গ্রামবাসী সংবাদ ভাবে রাখা সম্পত্তির মূল্য অনুসারে তাদিকে একলসে ড়ে টেক্স দিতে হবে । কিন্তু পরের মেহনতে নিজের দরকারের অতিরিক্ত চাষঅাবাদ করিয়ে, বা পশু রেখে, বা কারবার চালিয়ে বিনাশ্রমে আরামের চেষ্টা একেবারেই মানা । এটা অপরাধের মধ্যে গণ্য। এরকম কুধনী (koolack ) ধরা পড়লে, তার সম্পত্তি সরকারে বাজেয়াপ্ত হয়ে তাকে নিধনী (de-koolackise) করে দিয়ে, যেখানে নতুন আবাদ করা হচ্ছে সেখানে তাকে সপরিবারে মজুরি করতে পাঠিয়ে দেওয়া হবে। মরিস হিণ্ডাস ( Maurice Hindus ) একজন নামজাদ লেখক । র্তার জন্ম রুশের এক গওগ্রামে । ১৪১৫ বছর বয়সে ঘরবাড়ি ছেড়ে তিনি মার্কিন দেশে গিয়ে বসবাস করেন ; সেখানেই কৃতী হন। কিন্তু দেশের উপর তার টান যায়নি, তার-সব খবর তিনি রাখতেন। বিপ্লব শুরু হলে, ই প্রবাসী জন্মভূমিতে বেড়াতে এসে বুঝতে পেরেছিলেন যে, রুশের মাটির সঙ্গে চিরকাল লেপ্টে আছে যে-চাষী, এ মহা নাটকে তাকেই প্রধান পাত্র হতে হবে, যদিও তখনো ভূমির স্বত্বাধিকার নিয়ে আইনের টানাটানি পডেনি। পরে মার্কিন দেশে ফিরে গিয়ে তিনি যখন বিপ্লবীকৰ্তাদের মহাভাঙন তন্ত্র—স্টালিন নাম দিয়েছিলেন দি গ্রেট ব্রেক ( The Great Break ) প্রচারের সংবাদ পেলেন, তার মন বডোই খারাপ হয়ে গেল । - এই নিরীহ কৃষক জাতের উপর ইতিহাসের কী সাংঘাত্তিক ধাক্কাটাই এসে পড়ল। এক ঠেলায় সেকাল থেকে একালে লাফিয়ে আসা, রাজশক্তির আশ্রয় ছেড়ে আত্মশক্তির উপর এসে পড়া, সম্রাট-আমলের শত-অত্যাচার সহ করেও ষে বাস্তটুকু জমিটুকু আগলে এসেছে, অবশেষে সে সব অনভ্যস্ত সমবায়ের হাতে ইচ্ছে-মুখে সপে দেওয়া— To a 3